04/11/2023
সোশ্যাল মিডিয়ায় আমরা একটু কান্নার ছোঁয়া দেখতে পারলে। আমাদের আবেগ আত্মহারা হয়ে যায়।কিন্তু এই আবেগ এক এক করে একটা সময় ঝড়ের গতিতে আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাবে।শুধু মাএ এই মানুষ গুলার জন্য।
গত কয়েকদিন থেকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে একটি ধারণকৃত ভিডিও দেখতে পারলাম।যে মেয়ে বিয়ের জন্য ৫ হাজার টাকার প্রয়োজন।টাকার খুঁজে বাবা বিভিন্ন কায়দা অনুশীলন করে ও মেয়ের বিয়ের টাকা কোনো ভাবে মেনেজ করতে পারছিলেন না।উক্ত ঘটনার ব্যক্তির কান্নার অশ্রুতে বলতে ছিলেন শেষ সম্বল একটি ভ্যান গাড়ি রয়েছিলো।।মেয়ের বিয়ের টাকার মেনেজ না হলে ভ্যান গাড়িটি বিক্রি করে দিবেন।
এমতাবস্থায় সাক্ষাৎ কৃত ভাইয়ের আলাপ-আলোচনায় দেখতে পারলাম ৬ হাজার টাকা দিয়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন।কিন্তু আজ সেই প্রতারক চক্র ফুটে উঠলো ইহা একটি তাহার কায়দা মূলক চরিত্র হিসেবে।
এই সববের শেষ টা কবে? জানিয়ে দিবেন কমেন্টে....