
03/04/2025
দরবস্ত বাজারে ২ দিন ও চিকনাগুল বাজারে ৫ দিনের আল্টিমেটাম প্রসঙ্গে ……
অদ্য বৃহস্পতিবার ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দরবস্ত বাজার ও চিকনাগুল বাজারে সিলেট-তামাবিল মহাসড়কের দুইপাশের অবৈধভাবে থাকা স্হাপনাসমুহ উচ্ছেদের বিষয়ে ২ দিন ও ৫ দিনের মধ্যে সরানোর সুনির্দিষ্ট কোন আল্টিমেটাম উপজেলা প্রশাসন, ভুমি অফিস, সড়ক ও জনপদ বিভাগ, সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নি।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, কতিপয় অতি উৎসায়ী ব্যক্তিগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ধার্য করে আল্টিমেটাম দেয়ার বিষয়ে পোস্ট দিতে দেখা যায়। এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য পুলিশ পায়নি। তবে উক্ত স্ট্যাটাস গুলো নিয়ে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থায় মনিটরিং করছে।
তিনি আরো বলেন, সাধারণ মানুষ এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করুন। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন নির্দেশনা থাকলে তা অফিসিয়ালি বা জনপ্রতিনিধি কিংবা প্রচারের মাধ্যমে জানানো হবে।
তিনি জানান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার স্হানীয় উদ্যোগে দ্রুততম সময়ের মধ্য যানজট নিরসনে দরবস্ত বাজারে অবৈধ স্হাপনা গুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করতে যাচ্ছেন। এ বিষয়টি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সকলে অবগত রয়েছেন।
এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য আগেই তুলে ধরা হয়েছে। সেটা হলো তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্প বাস্তবায়নে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা স্হাপনাসমুহ অপসারণ নিয়মিত পরিচালিত হবে। এ বিষয়ে বিধিমোতাবেক সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হবে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট সময়ে উচ্ছেদের ২ দিন ও ৫ দিনের যে আল্টিমেটামের স্ট্যাটাস ও কমেন্টে দেখা যাচ্ছে এর কোন সত্যতা পাওয়া যায় নি।
তথ্য : সংগ্রহ সাইফুল ইসলাম...