Campaign for Abdul Goffer Chowdhury-আব্দুল গফফার চৌধুরী খসরু

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Campaign for Abdul Goffer Chowdhury-আব্দুল গফফার চৌধুরী খসরু

Campaign for Abdul Goffer Chowdhury-আব্দুল গফফার চৌধুরী খসরু Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Campaign for Abdul Goffer Chowdhury-আব্দুল গফফার চৌধুরী খসরু, Media/News Company, Jaintapur Sylhet, Sylhet.

দরবস্ত বাজারে ২ দিন ও চিকনাগুল বাজারে ৫ দিনের আল্টিমেটাম প্রসঙ্গে ……অদ্য বৃহস্পতিবার ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ...
03/04/2025

দরবস্ত বাজারে ২ দিন ও চিকনাগুল বাজারে ৫ দিনের আল্টিমেটাম প্রসঙ্গে ……

অদ্য বৃহস্পতিবার ৩রা এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দরবস্ত বাজার ও চিকনাগুল বাজারে সিলেট-তামাবিল মহাসড়কের দুইপাশের অবৈধভাবে থাকা স্হাপনাসমুহ উচ্ছেদের বিষয়ে ২ দিন ও ৫ দিনের মধ্যে সরানোর সুনির্দিষ্ট কোন আল্টিমেটাম উপজেলা প্রশাসন, ভুমি অফিস, সড়ক ও জনপদ বিভাগ, সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় নি।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, কতিপয় অতি উৎসায়ী ব্যক্তিগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ধার্য করে আল্টিমেটাম দেয়ার বিষয়ে পোস্ট দিতে দেখা যায়। এ বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য পুলিশ পায়নি। তবে উক্ত স্ট্যাটাস গুলো নিয়ে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থায় মনিটরিং করছে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষ এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্য জানার চেষ্টা করুন। প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন নির্দেশনা থাকলে তা অফিসিয়ালি বা জনপ্রতিনিধি কিংবা প্রচারের মাধ্যমে জানানো হবে।

তিনি জানান, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার স্হানীয় উদ্যোগে দ্রুততম সময়ের মধ্য যানজট নিরসনে দরবস্ত বাজারে অবৈধ স্হাপনা গুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করতে যাচ্ছেন। এ বিষয়টি উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশসহ সকলে অবগত রয়েছেন।

এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য আগেই তুলে ধরা হয়েছে। সেটা হলো তামাবিল মহাসড়কের ৬ লেন প্রকল্প বাস্তবায়নে মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা স্হাপনাসমুহ অপসারণ নিয়মিত পরিচালিত হবে। এ বিষয়ে বিধিমোতাবেক সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হবে।

সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট সময়ে উচ্ছেদের ২ দিন ও ৫ দিনের যে আল্টিমেটামের স্ট্যাটাস ও কমেন্টে দেখা যাচ্ছে এর কোন সত্যতা পাওয়া যায় নি।

তথ্য : সংগ্রহ সাইফুল ইসলাম...

পান পানি নারী তিনে জৈন্তাপুরি, Sylhet.জৈন্তিয়া প্রবেশ গেইট.... এই সৌন্দর্য কে ধরে রাখতে। সকল প্রকার পোস্টার লাগানো..... ...
10/01/2025

পান পানি নারী তিনে জৈন্তাপুরি, Sylhet.
জৈন্তিয়া প্রবেশ গেইট....

এই সৌন্দর্য কে ধরে রাখতে।
সকল প্রকার পোস্টার লাগানো.....
থেকে বিরত থাকুন।
তাইলে এই সৌন্দর্য অটুট থাকবে।

⁨বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী'র ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জানাই ...
17/11/2024

⁨বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী'র ৪৮তম মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।⁩

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবৃহত্তর জৈন্তাবাসীর প্রখ্যাত আলেমে দ্বীন লাফনাউট মাদ্রাসার মুহতামীম মাওলানা আবদুল...
03/09/2024

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বৃহত্তর জৈন্তাবাসীর প্রখ্যাত আলেমে দ্বীন লাফনাউট মাদ্রাসার মুহতামীম মাওলানা আবদুল খালিক ওরফে চাক্তার হুজুর আমাদের মাঝে নেই ।।

আল্লাহ হুজুর কে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।।

16/08/2024

তারা শুধু শোকের দিনে শ্রদ্ধা জানাতে গিয়েছিল!
তারপর...

দূর প্রবাসে থেকেও জৈন্তাপুরের বানভাসি মানুষের পাশে খসরু------ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত  জৈন্তাপুর উপজেলায় ব...
20/06/2024

দূর প্রবাসে থেকেও জৈন্তাপুরের বানভাসি মানুষের পাশে খসরু------

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপনেতা আব্দুল গফফার চৌধুরী খসরু ভাই কে। মানবিক কল্যাণে অব্যাহত থাকুক মানবতার তরে আপনার এই কার্যক্রম।

ডৌডিক, দিগারাইল, পাখিবিল ও রুপচেং গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার আবদুল গফফার চৌধুরী খসরু ভাইয়ের উপহার সাম...
02/06/2024

ডৌডিক, দিগারাইল, পাখিবিল ও রুপচেং গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য উপহার আবদুল গফফার চৌধুরী খসরু ভাইয়ের উপহার সামগ্রী বিতরণ।

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রবাসী কমিউনিটি নেতা  বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চ...
01/06/2024

জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু।

বন্যা-২০২৪ জৈন্তাপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত ২ নং জৈন্তাপুর নিজপাট এবং দরবস্তের বিভিন্ন গ্রামের মানুষের কা...
31/05/2024

বন্যা-২০২৪
জৈন্তাপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত ২ নং জৈন্তাপুর নিজপাট এবং দরবস্তের বিভিন্ন গ্রামের মানুষের কাছে খাবার পৌঁছে দেন রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু ভাই ।আর্থ মানবতার সেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।মানবতার জয় হোক।।
৩০ মে ২০২৪

চারিকাটা ইউনিয়নের স্টেশন বাজার এলাকায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন   Rtn Abdul Goffer Chowdhury ভাই ....
25/05/2024

চারিকাটা ইউনিয়নের স্টেশন বাজার এলাকায় নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন Rtn Abdul Goffer Chowdhury ভাই ....

সিলেটের কৈলাশটিলা-৮নং কূপে গ্যাস পাওয়া গেছে। দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে যার বর্তমান বাজার ম...
25/05/2024

সিলেটের কৈলাশটিলা-৮নং কূপে গ্যাস পাওয়া গেছে। দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে যার বর্তমান বাজার মূল্য ১৬২০ কোটি টাকা।
কৈলাশটিলা ৮ নং কূপে প্রাপ্ত হরাইজোন -৪এ ৩৪৩৮-৩৪৪৭ মিটার গভীরে প্রাপ্ত গ্যাসের প্রাথমিক মজুদ ২৫ থেকে ৪০ বিলিয়ন ঘনফুট । গ্যাস গেদারিং লাইন নির্মাণ শেষে আগামী তিন মাসের মধ্যে কৈলাশটিলা ৮ নং কূপ থেকে গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এর কৈলাশটিলা-৮নং কূপ বাপেক্স এর মাধ্যমে বিজয়-১২ রিগ ব্যবহার করে গত জানুয়ারির ১১ তারিখ থেকে খনন কাজ শুরু করা হয় এবং ৩৫০০ মিটার (এমডি) গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়।

Address

Jaintapur Sylhet
Sylhet
3156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Campaign for Abdul Goffer Chowdhury-আব্দুল গফফার চৌধুরী খসরু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share