10/02/2022
★একটি গুমের গল্প,
★বিচার হবেই
★এপারে নাহয় ওপারে
ছবির গল্প হচ্ছে; সাত বছরের সাফা তার কান্না আটকে রেখে ওর বাবার কথা বলতে চেষ্টা করছে।কিন্তু সাফার দু'চোখ সেই বাঁধা বা বারন শুনছিলো না।
সাফা বলেন, আমি যখন আমার মায়ের গর্ভে তখন আমার বাবাকে তুলে নিয়ে যায় আইনশৃংখলা বাহিনী পরিচয়ে।যার চেহারা সে আজ পর্যন্ত দেখতে পায় নি।
সাফার বাবার নাম মাহফুজুর রহমান সোহেল। তিনি বংশাল থানা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সোহেল ২০১৩ সালে গুমের শিকার হয়েছেন।
কিছু বিবেকহীন অমানুষ বলছে ,গুম হওয়া মানুষ গুলো আত্মগোপনে আছে।
আচ্ছা সাফার মত একটা পরী যার সন্তান,সেই পিতা আত্মগোপন থাকতে পারেন?
Dhaka, August 30,2021: Seven-year-old Safa struggles to hold back tears as she tries to say a few words during a programme at the Jatiya Press Club yesterday. “I was in the womb when my father was taken away,” she said. Her father Mahfuzur Rahman Sohel, a Chhatra Dal leader in Bangshal, disappeared in 2013.
ছবিটি 'বেস্ট প্রেস ফটো কনটেস্ট' এর ২০২১ সালের সেরা ছবি নির্বাচিত হয়েছে।