07/03/2022
ডিবি কর্ত্ক ভিকটিম উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।
মামলার বাদী জমসেদ আলী, পিতা- আব্দুল মান্নান, সাং- খালিশপুর, ০৩ নং কামালপুর ইউপি, থানা ও জেলা: মৌলভীবাজার এজাহার দায়ের করেছেন যে, ভিকটিম রবিন আলী (১৯), তার একমাত্র ছেলে সন্তান এবং একজন ছাত্র। গত ০৫/০৩/২০২২খ্রি: তারিখ সকাল ০৯.০০ ঘটিকা সময় তার ছেলে প্রাইভেট কার যার রেজি: নং- মৌলভীবাজার- গ- ১১-০০৩৬ নিয়ে বাড়ী হইতে মৌলভীবাজার কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। কলেজের কাজ শেষে তার ছেলে তার নাতনী নাফিজা সুলতানা, পিতা- ফজলুর রহমান, সাং- ষ্টেশন রোড (রেল গেইট) শ্রীমঙ্গলকে মৌলভীবাজার শহর হইতে শ্রীমঙ্গলে বাসায় পৌছে দিতে যাওয়ার সময় আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা ইনিষ্টিটিউট আকবরপুর এর সামনে পাকা রাস্তার পাশে প্রকৃতির কাজ সারানোর জন্য তার ছেলে প্রাইভেট কার থেকে নামলে কতিপয় ব্যক্তি তার ছেলেকে জিম্মি করে এবং বিবাদীগনের মধ্যে ৩নং বিবাদী মো: জায়েদ আহমদ (২৭) তার প্রাইভেট কারটি চালিয়ে তার ছেলে এবং নাতনিকে সহ শ্রীমঙ্গল নিয়ে রেল গেইটের সামনে তার নাতনিকে নামিয়ে দিয়ে বিবাদীগন আবার তার ছেলেকে সহ দ্রুত গাড়ীটি ঘুরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তার ছেলে ভিকটিম রবিন এর ব্যবহৃত মোবাইল নাম্বার হতে তার বন্ধু ৩নং সাক্ষী আফনান আল ওহি এর ব্যবহৃত মোবাইল নাম্বার এ ফোন করে বলে যে, তাকে কতিপয় লোক অপহরন করেছে এবং মুক্তিপন হিসাবে ১,০০০০০/- (এক লক্ষ) টাকা দাবি করেছে যা বিকাশ এ টাকা পাটানোর জন্য বলে। বাদী তার ছেলেকে বাঁচানোর জন্য গত ০৫/০৩/২০২২খ্রি: দুপুর ১৩.১৭ ঘটিকার সময় নাম্বার হতে প্রেরিত বিকাশ নাম্বারে ১৪,৭০০/- টাকা প্রদান করেন এবং বাকি টাকা সংগ্রহ করে পাঠানো হবে মর্মে তাদেরকে ৩নং সাক্ষী আফনান আল ওহির মাধ্যমে জানায়। পরবর্তীতে উক্ত বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করিলে উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষয়টির সম্পর্কে জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করিলে তাৎক্ষনিক জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান টিম-এর সহায়তায় উক্ত ভিকটিম রবিনের মোবাইল লোকেশন সনাক্তের মাধ্যমে অভিযান পরিচালনা করে অদ্য ০৬/০৩/২০২২খ্রি: তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় ১নং বিবাদী রুবেল আহমেদ (২৪), পিতা: জুনেদ আহমেদ, সাং: মনোহর কোনা (৬নং একাটুনা ইউপি), থানা: সদর, জেলা- মৌলভীবাজার এর বসত ঘর থেকে ভিকটিম রবিনকে উদ্ধার করে ও ঘটনার সাথে সম্পৃক্ত ১নং বিবাদী রুবেল আহমেদ (২৪), পিতা: জুনেদ আহমেদ, সাং: মনোহর কোনা (৬নং একাটুনা ইউপি), থানা: সদর, জেলা- মৌলভীবাজার, ২ নং বিবাদী রুবেল মিয়া (২৫), পিতা-তারেক মিয়া, মাতা-রাজনা বেগম, সাং: আকবরপুর (১২ নং গিয়াসনগর ইউপি), থানা: সদর, জেলা: মৌলভীবাজারদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ঘটনাস্থল হতে দৌড়াইয়া পালিয়ে যায় অপর ৩নং আসামীর নাম ঠিকানা মো: জায়েদ আহমদ (২৭), পিতা- মো: কামাল উদ্দিন, সাং- সিংকাপন (৬নং একাটুনা ইউপি), থানা ও জেলা: মৌলভীবাজার বলিয়া জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবাদীদ্বয় ও পলাতক বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদিগন পূর্ব পরিকল্পিত ভাবে তার ছেলেকে অপহরন করিয়াছে মর্মে সত্যতা পাওয়া জমসেদ আলী, পিতা- আব্দুল মান্নান, সাং- খালিশপুর, ০৩ নং কামালপুর ইউপি, থানা ও জেলা: মৌলভীবাজার বাদী হয়ে এজাহার দায়ের করিলে মৌলভীবাজার সদর মডেল থানা মামলা নং-১১/৫৬,তারিখ: ০৬ মার্চ, ২০২২খ্রি: ধারা: ৩৬৩/৩৮৪, পেনাল কোড-১৮৬০ রুজু হয়।