Moulvibazar Tv

Moulvibazar Tv সত্যের পথে। আমরা

28/04/2022

অসহায়দের মাঝে মোঃ মাসুদ কাউন্সিলর এর নিয়মিত ব্যক্তিগত মাসিক অনুদান,২৮শে এপ্রিল ২০২২, ঈদুল ফিতর উপলক্ষে প্রায় চার শতাধিক মানুষের হাতে নগদ অর্থ তোলে দেওয়া হয়।

26/03/2022
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার  মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর ঝুলন্ত মৃতদেহ ...
19/03/2022

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(১৮ মার্চ) দুপুরের এ ঘটনাটি ঘটে।

মৌলভীবাজার রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সনঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।

স্থানীয় সৃত্রে জানাযায়, সনঞ্জয় কুর্মী বাসায় এসে দেখেন তাঁর স্ত্রী ঝর্না কুর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়।

শ্রীমঙ্গল থানার এসআই সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।, সনঞ্জয় কুর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

স্টাফ রিপোর্টেরঃ মৌলভীবাজার সূর্যের হাসি ক্লীনিকের গেইটের সামনের ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ...
15/03/2022

স্টাফ রিপোর্টেরঃ মৌলভীবাজার সূর্যের হাসি ক্লীনিকের গেইটের সামনের ড্রেন থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় লাশটি ড্রেনের পানিতে ভাষমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন,পরে তিনি পাশে থাকা সূর্যেরর হাসি ক্লীনিকের দ্বায়ীত্বপ্রাপ্ত ম্যানেজার মাহমুদুর রহমান কে বিষয় টি অবগত করেন। পরে ক্লীনিকের ম্যানেজার মাহমুদুর রহমান মৌলভীবাজার পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জালাল আহমদকে বিষয় জানান, পরে জালাল আহমদ নিজে ঘটনাস্থলে এসে লাশটি দেখে পুলিশকে খবর দেন। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক মৌলভীবাজার টিভিকে বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি কর্ত্ক ভিকটিম উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।মামলার বাদী জমসেদ আলী, পিতা- আব্দুল মান্নান, সাং- খালিশপুর, ০৩ নং কামাল...
07/03/2022

ডিবি কর্ত্ক ভিকটিম উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার।

মামলার বাদী জমসেদ আলী, পিতা- আব্দুল মান্নান, সাং- খালিশপুর, ০৩ নং কামালপুর ইউপি, থানা ও জেলা: মৌলভীবাজার এজাহার দায়ের করেছেন যে, ভিকটিম রবিন আলী (১৯), তার একমাত্র ছেলে সন্তান এবং একজন ছাত্র। গত ০৫/০৩/২০২২খ্রি: তারিখ সকাল ০৯.০০ ঘটিকা সময় তার ছেলে প্রাইভেট কার যার রেজি: নং- মৌলভীবাজার- গ- ১১-০০৩৬ নিয়ে বাড়ী হইতে মৌলভীবাজার কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়। কলেজের কাজ শেষে তার ছেলে তার নাতনী নাফিজা সুলতানা, পিতা- ফজলুর রহমান, সাং- ষ্টেশন রোড (রেল গেইট) শ্রীমঙ্গলকে মৌলভীবাজার শহর হইতে শ্রীমঙ্গলে বাসায় পৌছে দিতে যাওয়ার সময় আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা ইনিষ্টিটিউট আকবরপুর এর সামনে পাকা রাস্তার পাশে প্রকৃতির কাজ সারানোর জন্য তার ছেলে প্রাইভেট কার থেকে নামলে কতিপয় ব্যক্তি তার ছেলেকে জিম্মি করে এবং বিবাদীগনের মধ্যে ৩নং বিবাদী মো: জায়েদ আহমদ (২৭) তার প্রাইভেট কারটি চালিয়ে তার ছেলে এবং নাতনিকে সহ শ্রীমঙ্গল নিয়ে রেল গেইটের সামনে তার নাতনিকে নামিয়ে দিয়ে বিবাদীগন আবার তার ছেলেকে সহ দ্রুত গাড়ীটি ঘুরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তার ছেলে ভিকটিম রবিন এর ব্যবহৃত মোবাইল নাম্বার হতে তার বন্ধু ৩নং সাক্ষী আফনান আল ওহি এর ব্যবহৃত মোবাইল নাম্বার এ ফোন করে বলে যে, তাকে কতিপয় লোক অপহরন করেছে এবং মুক্তিপন হিসাবে ১,০০০০০/- (এক লক্ষ) টাকা দাবি করেছে যা বিকাশ এ টাকা পাটানোর জন্য বলে। বাদী তার ছেলেকে বাঁচানোর জন্য গত ০৫/০৩/২০২২খ্রি: দুপুর ১৩.১৭ ঘটিকার সময় নাম্বার হতে প্রেরিত বিকাশ নাম্বারে ১৪,৭০০/- টাকা প্রদান করেন এবং বাকি টাকা সংগ্রহ করে পাঠানো হবে মর্মে তাদেরকে ৩নং সাক্ষী আফনান আল ওহির মাধ্যমে জানায়। পরবর্তীতে উক্ত বিষয়টি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করিলে উদ্ধর্তন কর্তৃপক্ষ বিষয়টির সম্পর্কে জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারকে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করিলে তাৎক্ষনিক জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান টিম-এর সহায়তায় উক্ত ভিকটিম রবিনের মোবাইল লোকেশন সনাক্তের মাধ্যমে অভিযান পরিচালনা করে অদ্য ০৬/০৩/২০২২খ্রি: তারিখ রাত ০২.১০ ঘটিকার সময় ১নং বিবাদী রুবেল আহমেদ (২৪), পিতা: জুনেদ আহমেদ, সাং: মনোহর কোনা (৬নং একাটুনা ইউপি), থানা: সদর, জেলা- মৌলভীবাজার এর বসত ঘর থেকে ভিকটিম রবিনকে উদ্ধার করে ও ঘটনার সাথে সম্পৃক্ত ১নং বিবাদী রুবেল আহমেদ (২৪), পিতা: জুনেদ আহমেদ, সাং: মনোহর কোনা (৬নং একাটুনা ইউপি), থানা: সদর, জেলা- মৌলভীবাজার, ২ নং বিবাদী রুবেল মিয়া (২৫), পিতা-তারেক মিয়া, মাতা-রাজনা বেগম, সাং: আকবরপুর (১২ নং গিয়াসনগর ইউপি), থানা: সদর, জেলা: মৌলভীবাজারদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ঘটনাস্থল হতে দৌড়াইয়া পালিয়ে যায় অপর ৩নং আসামীর নাম ঠিকানা মো: জায়েদ আহমদ (২৭), পিতা- মো: কামাল উদ্দিন, সাং- সিংকাপন (৬নং একাটুনা ইউপি), থানা ও জেলা: মৌলভীবাজার বলিয়া জানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবাদীদ্বয় ও পলাতক বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদিগন পূর্ব পরিকল্পিত ভাবে তার ছেলেকে অপহরন করিয়াছে মর্মে সত্যতা পাওয়া জমসেদ আলী, পিতা- আব্দুল মান্নান, সাং- খালিশপুর, ০৩ নং কামালপুর ইউপি, থানা ও জেলা: মৌলভীবাজার বাদী হয়ে এজাহার দায়ের করিলে মৌলভীবাজার সদর মডেল থানা মামলা নং-১১/৫৬,তারিখ: ০৬ মার্চ, ২০২২খ্রি: ধারা: ৩৬৩/৩৮৪, পেনাল কোড-১৮৬০ রুজু হয়।

26/1/22সেন্ট্রাল রোডের কাজ সম্পন্ন এখন খোলে দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। মৌলভীবাজার পৌরসভার  মেয়র ফজলুর ...
25/01/2022

26/1/22
সেন্ট্রাল রোডের কাজ সম্পন্ন এখন খোলে দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান মহোদয় নিজে দাড়িয়ে সবসময় কাজের তদারকি করেছেন।

কুদালীছড়া কাজ তদারকীতে পৌর মেয়র ফজলুর রহমান ২৩/১/২২ইং
24/01/2022

কুদালীছড়া কাজ তদারকীতে পৌর মেয়র ফজলুর রহমান ২৩/১/২২ইং

(জনতার কমিশনার)অসহায়দের মাঝে মোঃ মাসুদ কাউন্সিলর এর নিয়মিত ব্যক্তিগত মাসিক অনুদান ১লা জানুয়ারি ২০২২
02/01/2022

(জনতার কমিশনার)
অসহায়দের মাঝে মোঃ মাসুদ কাউন্সিলর এর নিয়মিত ব্যক্তিগত মাসিক অনুদান ১লা জানুয়ারি ২০২২

সিরিয়াস এক্সিডেন্ট এয়ারপোর্টে রোডে রক্ত আর মৃত্যুর মিছিল। আল্লাহ সবাই কে মাফ করুন এবং হেফাজত করুন।
28/12/2021

সিরিয়াস এক্সিডেন্ট এয়ারপোর্টে রোডে
রক্ত আর মৃত্যুর মিছিল।
আল্লাহ সবাই কে মাফ করুন এবং হেফাজত করুন।

জগৎসী গোপালকৃষ্ণ এম. সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয় : প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়ার বৈধ্যতা নিয়ে প্রশ্ন উঠেছেসাকের...
04/12/2021

জগৎসী গোপালকৃষ্ণ এম. সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয় : প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়ার বৈধ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে

সাকের আহমদ : মৌলভীবাজারে জগৎসী গোপালকৃষ্ণ এম, সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়ার বৈধ্যতা ও ছাত্র ছাত্রী/ স্কুল শিক্ষকদের সাথে রুক্ষ আচরন সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। জানাযায়, প্রিন্সিপাল ফজলুর রহমান জুয়েল ১৯৯৮ সালের ফেব্র“য়ারতে প্রথমে স্কুল শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হন। পরবর্তীতে রহস্য জনক ভাবে তিনি কলেজের প্রভাষক হিসাবে পদন্নোতি পান। ২০১৯ সালে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়ীত্ব পালন করেন। সাত মাস পর ২০২০ সালে পত্রিকায় প্রিন্সিপাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনেক প্রার্থী এই পদে আবেদন করলেও কলেজের ৩ জন শিক্ষককের আবেদন বৈধ্য দেখিয়ে বাকী আবেদন পত্র বাতিল করা হয়। প্রিন্সিপালের নিয়োগ প্রক্রিয়ায় কলেজের ৩ জন শিক্ষককের অংশ গ্রহন দেখিয়ে তাহার নিয়োগ বৈধ্য দেখানো হয়।

বিশ্ববিদালয়ের নিয়োগ প্রজ্ঞাপন নিয়ম অনুযায়ী এক জন প্রিন্সিপাল প্রার্থীর একাধিক ৩য় শ্রেণী গ্রহন যোগ্য নয়। অভিযোগ রয়েছে প্রিন্সিপাল ফজলুর রহমান জুয়েল এইচ এস সি ও অর্নাস উর্ত্তিন ৩ বিভাগে হয়েছেন। তিনি প্রভাব খাটিয়ে মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পদে পদ ,উন্নোতি নেন। মহাবিদ্যালয়ের এইচ এস সি ৫ জন পরীক্ষার্থীর প্রবেশ পত্রে কর্তৃপক্ষের কারনে ভূল হলে সংশোধনের জন্য প্রিন্সিপাল জন প্রতি ১১ শত টাকা দাবী করেন বলে ছাত্ররা জানায়। মহাবিদ্যালয়ের এইচ,এস,সি”র কয়েক জন ছাত্র নিজদের মধ্যে ঝগড়া করলে প্রিন্সিপাল সদরের ইউ এনও কে ফোন করে এনে ছাত্রদেরে এক পক্ষকে পুলিশে দেন। ওরা ২ দিন জেল হাজতে থাকার পর জামিনে বেড়িয়ে আসে। তিনি উক্ত স্কুলের শিক্ষক ও কলেজের ছাত্রদের সাথে সব সময় রুক্ষ ব্যবহার করে থাকেন।

এব্যপারে জগৎসী গোপালকৃষ্ণ এম, সাইফুর রহমান বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন, সরকারী বিধিবিধান মোতাবেক আমি নিয়োগ পেয়েছি।প্রথমে আমি সিনিয়র প্রভাষক পদে নিয়োগ পাই। ২০১৩ সালে সহকারী প্রফেসার হিসাবে সাত বছর ছিলাম। এরপর প্রিন্সিপাল হিসাবে নিয়োগ পাই। বিধি মোতাবেক ৩ বছর সহকারী প্রভাষক থাকলে যে কোন জন প্রিন্সিপাল হিসাবে পদনোতি পেতে পারে।

মৌলভীবাজার কনকপুর ইউনিয়নে নির্বাচনী আচরন বিধি লংঙ্গনস্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ৮নং কনকপুর ইউনিয়নে স্বাধীন সামাজিক সংগ...
01/12/2021

মৌলভীবাজার কনকপুর ইউনিয়নে নির্বাচনী আচরন বিধি লংঙ্গন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের ৮নং কনকপুর ইউনিয়নে স্বাধীন সামাজিক সংগঠন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলে চেয়ারম্যান প্রার্থীদেরকে নিয়ে জনতার মুখামুখী অনুষ্টানের আয়োজন করে। অনুষ্টানে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহন করেন। চেয়ারম্যান প্রার্থী মো: রুবেল উদ্দিন নির্বাচনীয় আইনের প্রতি বৃদ্ধা আংগুলি দেখিয়ে ১০ কোটি টাকা ব্যয়ে এলাকায় স্টেডিয়াম, রাস্তা ঘাট করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করছেন। এছাড়াও তার ভাই সাবলু আহমদ অনুষ্টান চলাকালীন সময়ে ভাইয়ের চেয়েও আরো বেশী উন্নয়নের প্রতিশ্র"তি প্রদান করেন। তিনি নির্বচনী প্রচারনায় সব ক্ষেত্রে নির্বাচনীয় আইন ভংঙ্গ করার অভিযোগ রয়েছে। নির্বাচনী প্রচারনায় সময় নির্বাচনে তাকে জয়ী করলে এলাকার প্রতিটি বাড়িতে টিউবওয়েল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। তার দেওয়া এই সমস্ত প্রতিশ্রুতি ও টাকা খরচ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় মানুষের ধারনা নির্বাচনের প্রতিক পাওয়ার পূর্বেই চেয়ারম্যান প্রার্থী মো: রুবেল উদ্দিনের কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে। এব্যাপারে সচেতন মহল আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন।

শেখ রুমেল আহমেদ নমিনেশন দাখিলেরইনশাল্লাহ জয় হবে আমাদের।।
25/11/2021

শেখ রুমেল আহমেদ নমিনেশন দাখিলের
ইনশাল্লাহ জয় হবে আমাদের।।

Address

Sylhet
3200

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulvibazar Tv:

Share