Bd News 24.com

Bd News 24.com সত্যের সন্ধানে ২৪/৭ আপনাদের পাসে Bd News 24.com

17/04/2024

IPL today match live

15/04/2024
15/04/2024

Abahani Ltd vs prime Bank Today live match

15/04/2024

Abahani Ltd vs Prime Bank Dpl Today match live

গতকাল সিলেটে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ২০০ গ্রাম ওজনের এক একটি শিলায় উল্লেখযোগ্য সং...
01/04/2024

গতকাল সিলেটে আকস্মিক কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। প্রায় ২০০ গ্রাম ওজনের এক একটি শিলায় উল্লেখযোগ্য সংখ্যাক মানুষ আহতের পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। এমন ঘটনায় Bd News 24.com গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। Bd News 24.com সিলেটবাসীসহ সারা দেশের মানুষ যেন সুখ ও শান্তিতে জীবনযাপন করতে পারে তার জন্য মহান আল্লাহ’র নিকট দোয়া প্রার্থনা করছে

Facebook

13/11/2022

ঢাকা: আগামী ২৩ নভেম্বর ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত....

05/11/2022

ম্যাচ শেষে আক্ষেপ-হতাশা টিম টাইগারদের ঘিরে। অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন কাছে গিয়েও পেরে উঠছে না বাংলাদেশ। ত.....

05/11/2022

রবীন্দ্রনাথ ঠাকুরের 'সঞ্চয়িতা' হাতে নিয়ে সম্প্রতি একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা প....

03/11/2022
13/10/2022

রেলমন্ত্রীর চেয়ারে বসলে দুই বছরে সমস্যা মেটাবেন রনি

স্টাফ করেসপন্ডেন্ট

আপডেট: অক্টোবর ১৩, ২০২২





ঢাকা: রেলওয়ের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলনে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি। যেসব দাবি তিনি করেছেন, সেগুলো বাস্তবায়নে আর কিছুদিন অপেক্ষা করবেন।

নয়তো আগামী ১ নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামবেন তিনি। তবে, যদি তাকে রেলমন্ত্রীর চেয়ারে বসতে দেওয়া হয়, দুই বছরে রেলের অব্যবস্থাপনা দূর করবেন বলে জানিয়েছেন রনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রনি বলেন, আমি সন্তুষ্ট নই।

আমি তাদেরকে (রেল কর্তৃপক্ষ) বলবো, যে কথা আমাকে বারবার বলেছেন এটা জনগণকে বলুন। আমি আর কিছুদিন অপেক্ষা করব। যদি দাবি বাস্তবায়ন করে দেয় তাহলে ভালো। নয়তো এক নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামবো।

তিনি বলেন, মন্ত্রী মহোদয় নমনীয়ভাবে আমার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন তোমার দাবিগুলো এভাবে না বলে আমাকে সরাসরি এসে বলতে পারতে। কিন্তু আপনারা তো জানেন রেল ভবনে ঢুকতেই দেয়নি আমাকে। এমন একটা প্রতিকূল অবস্থা তারা তৈরি করেছিলেন। পারলে মেরেই ফেলে। মন্ত্রী মহোদয় বলেছেন, আমার যে দাবিগুলো তা দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি বললাম, কেন সম্ভব নয়? তাহলে আমাকে কেন বলা হলো? সময় নেওয়া হলো? এটা তো আমাকে ঠকানো হলো। আমাকে বলছেন, জনগণকে কেন আপনারা বলছেন না?

মহিউদ্দিন রনি বলেন, তিনি নানা সমস্যার কথা বলেছেন। আমি বললাম, জনগণকে এটা বলেন। নয়তো সমাধান করে দেন। তখন তিনি বললেন, তুমি আমার চেয়ারে এসে বসো। বললাম, যদি আপনার চেয়ারে এসে বসি তাহলে আমি এটা করে দেখাবো। তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তিনি আমাকে রেলের ইতিহাস শোনালেন।

রেলমন্ত্রীর চেয়ারে বসলে নিজের দাবিগুলো বাস্তবায়ন করতে আপনার কতদিন সময় লা

05/10/2022

আলহামদুলিল্লাহ

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd News 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd News 24.com:

Share