Alvi Titu ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ

Alvi Titu ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ Shopify Dropshipping & Digital Marketing Experts
(2)

26/11/2025

ফ্রিল্যান্সিং কেরিয়ারের সবচেয়ে খারাপ বছর ২০২৫।

ফেসুবকের একটি নতুন এবং Important ফিচার হলো  # # Value Rule ! Google Ads এর বিড এডজাস্টমেন্ট এর মতোই অনেকটা ! আপনি নির্দি...
07/11/2025

ফেসুবকের একটি নতুন এবং Important ফিচার হলো # # Value Rule ! Google Ads এর বিড এডজাস্টমেন্ট এর মতোই অনেকটা ! আপনি নির্দিষ্ট একটা এড-সেট এ এখন জেন্ডার, বয়সের গ্রুপ, লোকেশন, প্লেসমেন্ট ইত্যাদি ধরে higher কিংবা লোয়ার বিড করতে পারবেন !

সিচুয়েশন ১: ধরুন আপনার যেই প্রোডাক্ট সেখানে ফিমেল অডিয়েন্স থেকে পারফরম্যান্স ভালো থাকে, রিটার্ন কম আসে, সেক্ষেত্রে আপনি ওই এড-সেট-এ ফিমেল অডিয়েন্স এর VALUE ৪০% বাড়িয়ে দিতে পারবেন, অর্থাৎ ভ্যালু রুল-এর মাদ্ধমে যেই অডিয়েন্স আপনার জন্য বেশি মিনিংফুল তার জন্য higher বিড কন্ট্রোল দিতে পারবেন !

সিচুয়েশন ২: ধরুন আপনার প্রোডাক্ট এর কোয়ালিটি সেল আসে ডেস্কটপ থেকে, যেমন আমার আসে, যেহুতু প্রফেশনাল কোর্স ! আমি ডেস্কটপ প্লেসমেন্ট-এ ৩০% বিড বাড়িয়ে দিবো, অর্থাৎ ফেসবুক ডেস্কটপ-এর অডিয়েন্স কে আমার এড বেশি দেখাবে

সিচুয়েশন ৩: ঢাকা থেকে আমার অর্ডার বেশি আসে, আমি ঢাকাকে ২০% বাড়িয়ে দিবো

সিচুয়েশন ৪: IOS ডিভাইস থেকে যারা অর্ডার করে আমার কোর্স, তাদের কোয়ালিটি প্রিমিয়াম থাকে, আমি IOS এ ২০% বিড বাড়িয়ে দিলাম !

এভাবে ১০টা রুল আপনারা সেট করতে পারবেন ! এই VALUE RULE বাংলাদেশের সব AD ACCOUNT এ- এখনো আসে নি ! দ্রুত চলে আসবে যদি পেয়ে না থাকেন এখনো !

“Shopify এখন শুধু অনলাইন স্টোর নয় — এটা হচ্ছে একটা স্কিল!আর সেই স্কিলটা এখন শিখো সবচেয়ে স্মার্টভাবে — AI-এর সাথে!অনেকে S...
30/10/2025

“Shopify এখন শুধু অনলাইন স্টোর নয় — এটা হচ্ছে একটা স্কিল!

আর সেই স্কিলটা এখন শিখো সবচেয়ে স্মার্টভাবে — AI-এর সাথে!

অনেকে Shopify শিখেও কাজ পায় না, কারণ তারা জানে না কিভাবে স্টোরকে কাস্টমাইজ করতে হয় আর AI দিয়ে অটোমেট করতে হয়।

তাই আসছে — ২ মাসের সম্পূর্ণ প্র্যাকটিকাল কোর্স

💡 ‘Shopify Customization with AI’!

কোর্স মডিউল —https://docs.google.com/document/d/1Xsi0qzgSNej-VDJyCcDu91rK1yXGweg6pAjBfF6z2vk/edit?usp=sharing

আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, অথবা নিজের ব্র্যান্ড বানাতে চান,

অথবা অনলাইন ইনকাম শুরু করতে চান —

এই কোর্স হবে আপনার ক্যারিয়ারের গেম চেঞ্জার!

🚀 কোর্স শুরু হচ্ছে খুব শিগগিরই!

আসন সীমিত — তাই এখনই যোগাযোগ করুন,

আর আপনার Shopify ক্যারিয়ারকে নিয়ে যান একদম নতুন লেভেলে!

👉 Shopify Customization with AI — ২ মাসের প্র্যাকটিকাল কোর্স, এখনই যুক্ত হও!”

Nothing Special 😎
20/10/2025

Nothing Special 😎

06/10/2025

চারিদিকে টিকটক এডস নিয়ে কোর্স আর আমি ২০২১-২০২৪ সাল পর্যন্ত টিকটক এডস এর কাজ শিখিয়েছি।
বর্তমানে আমার কোনো ব্যাচ নেই কেননা সময় বের করতে পারতেছি না ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য আন্ড পার্সনাল কাজের জন্য।
টিকটক বাংলাদেশে নতুন কিন্তু ইন্টারন্যাশনালি অনেক পুরাতন।
সো নতুন জিনিস নিয়ে কাজ শিখুন মার্কেটপ্লেসের জন্য।
লোকালের বিষয় আলাদা।
আমরা এমন এক জাতি বুঝে ও চিল্লাই না বুঝে ও চিল্লাই আর কিছু অসাধু শুধু ধান্দা খুঁজে

03/10/2025
28/09/2025
23/09/2025

ফ্রিল্যান্সারদের লাইফ মানেই প্যেরা।

আচ্ছা এই কমেন্ট এর মানে কী?  শুধু বেশিরভাগ জায়গায় এইটাই দেখি 10 seconds back to back✅ 💯
22/09/2025

আচ্ছা এই কমেন্ট এর মানে কী? শুধু বেশিরভাগ জায়গায় এইটাই দেখি

10 seconds back to back✅ 💯

15/09/2025

দিন দিন অলস হয়ে যাচ্ছি

30/08/2025

ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বিজনেস করুন তাহলে খারাপ টাইমে কাজে আসবে।
ফ্রিল্যান্সিং সেক্টরে স্টেবল ইনকাম অসম্ভব তাই বেকাপ প্লান রাখতেই হবে

Address

Vill: Bhobanipur, Po : Koula Chow Bazar, PS : Kulaura
Sylhet
3230

Telephone

+8801646876342

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alvi Titu ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alvi Titu ᶠʳᵉᵉˡᵃⁿᶜᵉʳ:

Share