খেতা বালিশ

খেতা বালিশ YT LINK

https://www.youtube.com/channel/UCEeTEQcXomoqEIYrcfH5Ejg

Please Do Like Follow and Support. Buyandsell, Sylhetbuyandsylhet,

পৈশাচিক আনন্দ যাকে বলে।
18/07/2024

পৈশাচিক আনন্দ যাকে বলে।

ভারত কি পেয়েছে!?
18/07/2024

ভারত কি পেয়েছে!?

Hin Sam Wan, also known as Three Whale Rock, is a stunning rock formation that is approximately 75 million years old and...
21/04/2023

Hin Sam Wan, also known as Three Whale Rock, is a stunning rock formation that is approximately 75 million years old and rises dramatically from the mountains in Thailand. Its name originates from its resemblance, when viewed from the right angle, to a family of whales, making it a unique and remarkable sight.

মাদীনাতে হাসা যায়না।মাদীনার মসজিদে বসে কুরআন তিলাওয়াত করলে মনে হবে আপনার তিলওয়াত যেন রাসূলুল্লাহ্ শুনছেন। রাসূলুল্লাহ্ থ...
21/04/2023

মাদীনাতে হাসা যায়না।
মাদীনার মসজিদে বসে কুরআন তিলাওয়াত করলে মনে হবে আপনার তিলওয়াত যেন রাসূলুল্লাহ্ শুনছেন।
রাসূলুল্লাহ্ থাকলে হয়তো পাশে এসে নিঃশব্দে বসে পড়তেন। আপনি রাসূলুল্লাহকে দেখে কি করবেন না করবেন বুঝতে না পেরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে সলজ্জে থেমে যেতেন। রাসূলুল্লাহ্ মুচকি হেসে আপনার নাম ধরে বলতেন, তুমি পড়ো।আমি শুনব।
আপনি কি তখন পড়তে পারতেন? নাকি কেঁদে ফেলতেন।
সল্লাল্ল-হু 'আলাইহি ওয়া সাল্লাম!
বাবে বাক্বীর সামনে দাঁড়িয়ে ছিলাম।
রাসূলুল্লাহ্-কে সালাম দিয়ে বের হওয়া মানুষগুলোকে দেখলাম, প্রায় সবাই কাঁদছিলেন।
নিরব। ভাবগম্ভীর।
চোখগুলো পানিতে টলটল। কেউ শব্দ চেপে অঝোরে কাঁদছেন।
কেউ অনবরত চোখ মুছছেন।
বের হয়ে আবারও রওজা শরীফের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন।
ভীড় কমাতে পুলিশেরা সরিয়ে দেন।
দু'চার কদম সরে গিয়ে আবারও সবুজ গম্বুজের দিকে তাকিয়ে থাকেন। আবার।বারবার।
দৃষ্টি ভারী হয়ে আসে। আবার মুছেন।
বারবার মুছেন।
এক অপূর্ব সুন্দর অনুভূতি!
পৃথিবীতে কান্নার অনুভূতি সবচেয়ে সুন্দর ।
গভীর রাতে রব্বের সাথে।
দোয়ায় । নবীর প্রেমে। নামাজে। গুনাহের কথা ভাবতে ভাবতে কান্না।
আহা!
শান্তি।গোনাহ ভরা হৃদয়ের এক পশলা প্রশান্তি।
ভালো লাগে।খুব ভালো লাগে।
একবার শুরু হলে যতই কান্না করা যায় ততই যেন ভালো লাগে।
মনে হয় এই কান্না যদি শেষ না হতো।
সবুজ গম্বুজ দেখে।
রাসূলুল্লাহ-র রওজা দেখে।
আই রিপিট-
মাদীনার মসজিদে বসে কুরআন তিলাওয়াত করলে মনে হবে আপনার তিলওয়াত যেন রাসূল শুনছেন।
ভাবতে পারেন?
রাসূলুল্লাহ থাকলে হয়তো পাশে এসে বসে পড়তেন আপনার তিলাওয়াত শুনতে। আপনি রাসূলকে দেখে লজ্জাভরে থেমে যেতেন।রাসূলুল্লাহ আপনার নাম ধরে বলতেন, পড়ো।আমি শুনব।
মসজিদে নববীতে সিজদা দিয়ে আপনার যখন মনে হবে এই জায়গাটাতে হয়তো আমার রাসূল সিজদা দিয়েছেন, আপনি তখন অভূতপূর্ব প্রেমে ব্যাকুল হয়ে সিজদা থেকে উঠতে যেন ভুলে যাবেন।
কান্না আসবে।দেখবেন চোখের পানি জমীনে টপ করে পড়ে গেছে।
মাদীনায় বসে যখনি ভাববেন এই জায়গাটাতে হয়তো আমার রাসূল বসেছেন।হেঁটেছেন।
সাহাবারা বসেছেন।হেঁটেছেন।
আপনার চোখ ভিজবে।
হাঁটতে হাঁটতে মনে হবে যেই পথে আপনি হাঁটছেন, এই পথে হয়তো রাসূল হেঁটেছেন।
সাহাবারা হেঁটেছেন।
আপনি এদিক সেদিক তাকিয়ে হুট করে প্রেমভরে পথের রুক্ষ বালি মুঠি ভরে নিবেন।
মনে হবে, হয়তো আমার মুষ্টির কোন বালিকনা রাসূলের পা মোবারাকের স্পর্শ পেয়েছিল।
অজান্তেই ভারী হয়ে আসবে অনেকদিন শুষ্ক থাকা আপনার দু'চোখ।
মসজিদে নববীতে বসে হাদীস পড়লে, হাদীসের হালাকায় বসলে মনে হবে,
হয়তো ঠিক এই জায়গাটাতে সাহাবীরা এভাবেই বসতেন। রাসূলুল্লাহ্ উনাদেরকে হাদীস শুনাতেন। আজকে আপনি এসেছেন।কিন্তু রাসূল নেই। সাহাবারা নেই।
তখন কেঁদে কেঁদে ঠিক আল্লাহকে বলবেন,
আমি মাদীনায় এসেছি। কিন্তু ওঁনাদের মিস করছি।
আমাকে জান্নাতে ওঁনাদের সাথে মিলিয়ে দিন।
আল্লাহ্ পাক কবুল করবেন ইন শা আল্ল-হ্!
মদীনায় এসে প্রচুর মানুষকে কাঁদতে দেখেছি। কিন্তু হাসতে দেখিনি খুব।
তাই আমার মনে হয় মাদীনাতে হাসা যায়না।
যে আল্লাহকে একমাত্র রব্ব এবং মুহাম্মাদকে তাঁর রাসূল হিসেবে সাক্ষ্য দেয়। সে যতই গুনাহগার হোক।কঠিন হৃদয়ের হোক।
মসজিদে নববীতে আসলে কাঁদবে সে।
না চাইলেও তার চোখগুলো মানবেনা।
বছর খানেক আগে লিও মেসি একটা টিস্যুতে অশ্রু মুছেছিল।
সেই অশ্রুভেজা টিস্যুর দাম হাঁকা হয়েছিল আট কোটি টাকা।
আমি জানিনা নবী প্রেমে ঝরে পড়া এই অশ্রুর দাম রব্বে কারীমের কাছে কত বেশী হতে পারে।
রাসূলের হাত থেকে কাউসার।
রাসূলের শাফায়াত!
রাসূলের সাথে জান্নাত!
সল্লাল্ল-হু 'আলাইহি ওয়া সাল্লাম!
রদ্বিইয়াল্ল-হু তা'আ-লা- 'আনহুম!

লেখক : মাহ্দী ফয়সাল (হাফি.)

04/01/2023

মোটিভেশন এফেক্টিভ পোস্ট,
ভাবতে আপনাকে বাধ্য করে ছাড়বে।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।
এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?
দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।
যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন, আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।

04/01/2023

সুখ

07/11/2022

ফোনের Settings এ গিয়ে lock screen এ ঢুকে দেখুন contact information নামে একটি option আছে।

সেখানে আপনার পরিবারের দুজনের(যেমন- বাবা/ ভাই/স্বামী/স্ত্রী- ছেলে/মেয়ে বা পছন্দ মতো ) ফোন নং save করে দিন।

তাহলে, আপনার ফোন lock করা থাকলেও lock screen এর উপর সবসময় ঐ ফোন নং দুটো show করবে।

তাই, আল্লাহ না করুক কখনো কোনো দুর্ঘটনা ঘটলে বা যে কোনো প্রয়োজনে ফোন লক থাকলেও ঐ ফোন নং এর সাহায্যে বাড়িতে যোগাযোগ করা যাবে। এই সেটিংসটি কাজে লাগতেও পারে তাই শেয়ার করলাম।

সতর্কতা!‌লিফট খোলা মাত্র প্র‌বেশ কর‌বেন না। আ‌গে দে‌খে নিন "‌ফ্লোর" আ‌ছে কি না। অ‌নেক সময় লিফ‌টের দরজা আ‌সে কিন্তু ফ্লে...
03/11/2022

সতর্কতা!

‌লিফট খোলা মাত্র প্র‌বেশ কর‌বেন না। আ‌গে দে‌খে নিন "‌ফ্লোর" আ‌ছে কি না। অ‌নেক সময় লিফ‌টের দরজা আ‌সে কিন্তু ফ্লোর আ‌সে না। আপ‌নি পা দেয়ার সা‌থে সা‌থে একদম নি‌চে প‌ড়ে -মা- -রা- যে‌তে পা‌রেন। তাড়াহুরা নয় বরং ধী‌রে সু‌স্থে প্র‌বেশ করুন।

এমন দু- র্ঘ- ট- না- য় অনেক মানুষই -মা- -রা- গেছেন।
(এই ছোট্র ম্যাসেজটি অনেককে সচেতন করবে ইনশা আল্লাহ)

মুখস্ত করুন অথবা আপনার টাইমলাইনে রেখেদিন।
03/11/2022

মুখস্ত করুন অথবা আপনার টাইমলাইনে রেখেদিন।

ফ্রিলান্সার/ডিজাইনার/দোকানদার/এডিটার সহ সবার জন্য রেডিমেড PSD এডিটেবল ফাইল ৮০ জিবি (zip) ফাইল এবং মাইক্রোসফট অফিস প্রােগ...
21/08/2022

ফ্রিলান্সার/ডিজাইনার/দোকানদার/এডিটার সহ সবার জন্য রেডিমেড PSD এডিটেবল ফাইল ৮০ জিবি (zip) ফাইল এবং মাইক্রোসফট অফিস প্রােগ্রামের অমূল্য ২০০+ টি (zip) এডিটেবল ফাইল
সব মাত্র ৫০ টাকায়।

যোগাযোগ ইনবক্সে।

02/05/2022

ঈদের আনন্দের পাশাপাশি তাকবীর বলতে যেন ভুলে না যাই তাই আসেন একবার করে হলেও সবাই বলি,

আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। 🌻

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when খেতা বালিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share