03/09/2025
অহংকার — এক লুকিয়ে থাকা বিপদ
অহংকার তখনই জন্মায়, যখন অন্তরে এই বোধ জাগে: আমি সবার চেয়ে ভালো — অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা, অথবা আল্লাহর কাছে বিনয়ী হতে লজ্জাবোধ করা। এই অহংকার একজন মানুষকে সত্য থেকে অন্ধ করে দেয়, আর সম্পর্কগুলোকে বিষিয়ে তোলে। রাসূলুল্লাহ ﷺ সতর্ক করে বলেছেন, কারো অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকলেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
প্রকৃত মহানতা অহংকারে নয়, বরং বিনয় ও নম্রতায় — আল্লাহর সামনে নিজেকে ছোট করা, এবং মানুষকে সম্মানের সাথে দেখা — এইগুলোই সত্যিকারের সম্মান ও মর্যাদার চিহ্ন। বিনয়ী হও, কারণ তোমার প্রতিটি নেয়ামত আল্লাহর দেওয়া উপহার — এগুলো তোমার নিজের অর্জন নয়। আর আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, যারা নিজেকে ছোট করে আর শুকরিয়া করে।
আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন এবং বিনয়ী বানিয়ে দিন। আমিন। 🖤🌷