02/02/2025
বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর, দু'টো হাঁড়ি-পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয়! বিয়ে হচ্ছে, দু'জন মানুষের মনের মিল আর সুখেদুঃখে চিরদিন একসাথে পথচলার অঙ্গিকার।
আপনি আপনার স্ত্রীকে কতো বড় বাড়ি, কতো ভরি গয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হলো, আপনি তাকে কতোটা ভালোবাসা দিতে পারবেন, তার সাথে কতোটা সময় কাটাতে পারবেন।
স্ত্রী হিসেবে আপনি কতোটা যোগ্য কিংবা কতোটা নজরকাঁড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে, আপনি নিজের স্বামীর প্রতি কতোটা আন্তরিক, কতোটা খেয়াল রাখতে পারবেন তার সেইসব বিষয়গুলো।
ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে কয়েকগুণ বেশি সংসার ভেঙেছে, আন্তরিকতা আর ভালোবাসার অভাবে। ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেয়া গেলেও, ভালোবাসা কিংবা আন্তরিকতার অভাব পোষাবার মতো নয়।
দিনশেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দু'জনকে ছাড় দিতে হয়, দুইজনেরই দু'জনের প্রতি আন্তরিক থাকতে হয়। ভালোবাসা, ভালোলাগাটুকু একতরফা চললেও, সম্পর্কের ক্ষেত্রে দুজনেরই দুজনকে গুরুত্ব দিতে হয়।
নাহলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।