Jainta BARTA Online

  • Home
  • Jainta BARTA Online

Jainta BARTA Online Daily Jainta Barta is one of the most reliable and popular local daily newspapers of the Sylhet divi

28/06/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াঢাকা ক্যাম্পাসে বৃহস্পতিবার (২৬ জুন) ছিল এক অন্যরকম সকাল। কাঁধে ব্যাগ, চোখে স্বপ্ন, মুখে দৃঢ়তা— চা শ্রমিকের মেয়ে ইতি গৌড় ভর্তি হলেন দেশের শ্রেষ্ঠ এ বিদ্যাপীঠের ফিন্যান্স বিভাগে। এই দিনটি শুধু ইতির একার নয়, বরং মৌলভীবাজারের বরমচাল চা বাগানের পুরো জনগোষ্ঠীর জন্য গর্বের দিন। কারণ, ইতি গৌড় এই বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া প্রথম শিক্ষার্থী।

02/05/2024

যুগ পাল্টাচ্ছে, যুগের পরিবর্তন চাইলে অবশ্যই কুচক্রী মহলের ইন্ধন থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকেই অগ্রদূতের ভূমিকা নিতে হবে।

25/04/2024

সকলেই পরোপকারী! কিন্তু কেউ কম আবার কেউ বেশি, এই কম বেশি টাই চিহ্নিত করার সময় উপস্থিত​​! ​তাই সাধু সাবধান।

19/04/2024

নির্বাচন হউক আনন্দময়, হউক দায়িত্ব দেয়া-নেয়ার পালা,হউক সৃষ্টিশীল।
সর্বোপরি ঐক্যবদ্ধতার মেলবন্ধন সৃষ্টি হউক।

16/03/2024

সড়ক দুর্ঘটনায় সন্তানেরা অকালে হাঁরিয়ে যাচ্ছে ! দায় কার? পরিবারের,রাষ্ট্রের নাকি সমাজের ? প্রশ্নটা ঘুরছে এবং ঘুরাচ্ছে !

08/07/2023
19/02/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
সাবেক তথ্য ও যোগাযোগ মন্ত্রী একসময়ের বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে
তিনি মৃত্যবরণ করেন।
বিএনপি গঠনের সময়ই দলটিতে যুক্ত হন নাজমুল হুদা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন। এরপর খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় ফিরেছিলেন তিনি।
তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে এমপি হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ। এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন হুদা। তাতে সফল না হওয়ার পর নির্বাচন কমিশন থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল প্রতিষ্ঠাতা করেন নাজমুল হুদা। মৃত্যুর আগ পর্যন্ত দলটির সভাপতি ছিলেন তিনি।

12/02/2023

সাংবাদিক ফারুক আহমদ (Faruque Ahmed) এর ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করার চেষ্টা করছে। অবশেষে ফেসবুক কতৃপক্ষ তথ্য যাচাই বাছাই করতে উক্ত আইডি আপাততঃ ডিজেবল (সাময়িকভাবে বন্ধ) করে দিয়েছে। এ ব্যাপারে কেউ বিভ্রান্ত না হতে উনার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

30/01/2023

ওসমানীনগরে শীতার্তদের মধ্যে নিজ ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন শফিকুর রহমান চৌধুরী।

30/01/2023

প্রবাসীর উদ্দ্যুগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরবর্তী চশমা বিতরণ করা হয়েছে।

30/01/2023

মানুষের এই হঠাৎ ‘বদল’ বিস্ময়কর হলেও বিজ্ঞান বলছে, বদলে যাওয়াটা কোনো সহজ কিছু নয়।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Jainta BARTA Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jainta BARTA Online:

  • Want your business to be the top-listed Media Company?

Share