Animated প্রাণবন্ত

Animated প্রাণবন্ত Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Animated প্রাণবন্ত, Digital creator, Sylhet.

08/03/2025
26/12/2021

বর্তমান চাকরি হীনতার যুগে বেকারত্ব ঘোচাতে টেকনিক্যাল এডুকেশনের কোন বিকল্প নাই.

বিশেষ করে নার্সিংয়ে পড়ে কেউ বেকার নেই!!!

নার্সিংয়ে ডিপ্লোমা কারার পরপরই চাকরি মিলছে অনেকের আর বিএসসি করলে ভালো পদ, বেশি মাইনে তো আছেই .....
নার্স হতে গেলে প্রথম চ্যালেঞ্জ—নার্সিংয়ে ডিপ্লোমা। কোর্সের শেষ ছয় মাস ইন্টার্নশিপ করার সময়ই চাকরি হয়ে যায় অনেকের। সরকারি-বেসরকারি মেডিক্যালগুলোতেও চাকরির ক্ষেত্র দিন দিন বাড়ছে।

যেকোনো বিভাগ থেকে এইচএসসি পাস হলে ডিপ্লোমা কোর্সে (তিন বছর মেয়াদি) আর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি হলে বিএসসি (চার বছর মেয়াদি) কোর্সে ভর্তির আবেদন করা যাবে। ডিপ্লোমা শেষ করে বিএসসি করলে দুই বছরের কোর্স। কোর্সের শেষ ৬ মাস ইন্টার্নশিপ। অধিকাংশ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিজেদের নার্সিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ নিজ হাসপাতালে ইন্টার্ন ও চাকরির সুযোগ করে দেয়।

ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে, সময় ১ ঘণ্টা। পাস নম্বর ৪০। পাস করা শিক্ষার্থীরা মেধাতালিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন—
ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লেমা-ইন-মিডওয়াইফারি : বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, সাধারণ বিজ্ঞান ২৫ এবং সাধারণ জ্ঞান ২৫ নম্বর।
বিএসসি-ইন-নার্সিং : বাংলা ২০, ইংরেজি ২০, গণিত ১০, বিজ্ঞান ৩০ (জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন) এবং সাধারণ জ্ঞান ২০ নম্বর।

18/12/2021

বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন ও উত্তর
পড়া শেষ হলে ডান লিখবেন ।

প্রশ্ন: সূর্যকীরণের দ্বারা রোগের চিকিৎসাকে কী বলে?
উত্তর: হেলিওথেরাপি।

প্রশ্ন: পিট কয়লার বৈশিষ্ট্য কী?
উত্তর: ভেজা ও নরম।
প্রশ্ন: স্থির তরলে কোন বস্তুকে নিমজ্জিত করলে সেই বস্তু উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে কি বলে?
উত্তর: প্লবতা।

প্রশ্ন: স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর: নাইট্রিক এসিড।

প্রশ্ন: 0°c তাপমাত্রায় এবং স্বাভাবিক চাপে শুল্ক বায়ুতে শব্দের বেগ কত?
উত্তর: 332 মিটার/সেকেন্ড।

প্রশ্ন: ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়?
উত্তর: ব্যাপন প্রক্রিয়ায়।

প্রশ্ন: ডুবোজাহাজ হতে পানির উপরে কোন বস্তু দেখার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম কি?
উত্তর: পেরিস্কোপ।

প্রশ্ন: টুথপেস্টের প্রধান উপাদান কী কী?
উত্তর: সাবান ও পাউডার।

প্রশ্ন: সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 0° ডিগ্রি হলে তা ফারেনহাইট স্কেলে হবে কত?
উত্তর: 32 ফারেনহাইট।

প্রশ্ন: মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে?
উত্তর: তামা।

প্রশ্ন: কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে?
উত্তর: কালো দেখায়।

প্রশ্ন: কোন গাছের পাতা থেকেই গাছ জন্মায়?
উত্তর: পাথরকুঁচি।

প্রশ্ন: সবচেয়ে হালকা ধাতু কী?
উত্তর: লিথিয়াম।

প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কী?
উত্তর: প্লাটিনাম।

প্রশ্ন: নাইট্রিক এসিড একটি অনুতে কয়টি পরমাণু থাকে ?
উত্তর: 5 টি।

প্রশ্ন: কোন ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর: রুপা।

প্রশ্ন: হ্যালজেন মৌলসমূহের শেষ খোলসে ইলেকট্রনের সংখ্যা কতটি?
উত্তর: 5 টি।

প্রশ্ন: সবচেয়ে সক্রিয় ধাতু কী?
উত্তর: পটাশিয়াম।

প্রশ্ন: কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি।

প্রশ্ন: কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?
উত্তর: পারদ এবং সিজিয়াম।

প্রশ্ন: দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর: ল্যাকটিক এসিড।

প্রশ্ন: কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
উত্তর: পারদ।

প্রশ্ন: সবচেয়ে ভারি তরল পদার্থ কী?
উত্তর: পারদ।

প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
উত্তর: দস্তা।

প্রশ্ন: মানব দেহে স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর: 98.4° ফারেনহাইট।

প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

প্রশ্ন: পানি ঢেলে কেরোসিনের আগুন নিভানো যায় না কেন?
উত্তর: কারন কেরোসিন পানির চেয়ে হালকা।

Address

Sylhet
3100

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Animated প্রাণবন্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share