Rumi's Diary41

Rumi's Diary41 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rumi's Diary41, Digital creator, Sylhet.

27/01/2024

শয়তানের কু-নজর সম্পর্কে যা বলা হয়েছেঃ

১. অবিরত মাথা ব্যাথা বা যন্ত্রণা।

২. বুকের ভিতর শ্বাস আটকে যাওয়া।

৩. অবিরত হা-ই ওঠা।

৪. অলসতা।

৫. মাথার চুল ঝরে পড়া।

৬. প্রায় সবসময় রাগান্বিত অনুভব করা।

৭. কোনো কারণ ছাড়াই কষ্ট পাওয়া বা কান্না করা।

26/01/2024

The Power Of " সূরা মূলক

" মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )।

23/01/2024

🦋 ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ 🦋
🖤
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸
🖤
𝗔𝗿𝗲 𝘆𝗼𝘂 𝗠𝘂𝘀𝗟𝗶𝗺..💛🌷

-𝙎𝙖𝙮.. 𝗔𝗹𝗵𝗮𝗺𝗱𝘂𝗹𝗶𝗹𝗹𝗮𝗵"-😊🫶..

22/01/2024

পৃথিবীতে কেউই নিখুঁত নয়। আপনি আমি আমরা কেউই প্রকৃত পক্ষে পার্ফেক্ট নই। আমাদের আসে পাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের সফলতা দেখে হিংসা করে, ভিতরে ভিতরে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় আর আমাদের পিছনে আমাদের ক্ষতির চেষ্টায় থাকে, কিন্তু আপনাকে এমন ভাব দেখাবে যেনো ওদের মতো ভালো মানুষ নেই বললেই চলে।🐍

সেই দুমুখো সাপ যারা হুম আপনাদেরকেই বলছি,
নিজের এই খারাপ স্বভাব ত্যাগ করুন।🐍🚫

অন্যের সফলতা দেখে হিংসা না করে বা অন্যের ছোটখাটো খুঁত নিয়ে সমালোচনা না করে বরং নিজের ছোট-বড় খুঁত যা আছে তা খেয়াল করুন। আপনার যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন এবং শুকরিয়া আদায় করুন।

এতে আল্লাহ খুশি হবেন॥♥️

21/01/2024

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে... বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের ওপরে ছেড়ে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন দু'আ করুন!

“মানুষ যা চায় তাই কি পায়?”
সূরা: নাজম; আয়াত:২৪)

“মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে”❤️
(সূরা: নাজম আয়াত :৩৯ )

31/12/2023

2024

-No more expectation
-Alhamdulillah the way life is going🥰

Anyways Happy new year all🎉🎊

31/12/2023

Just imagine..
আপনার প্রিয় মানুষটি আপনাকে 31শে ডিসেম্বর 11:59 এ টেক্সট করে এবং বলতেছে, আমি আপনার সাথে নতুন বছরের প্রথম মুহূর্ত শুরু করতে চাই"🥺❤️

30/12/2023

Dear me, ধৈর্য ধরো, সবার সময় চিরকাল এক থাকে না, সময় ঘুরবেই, ভালো সময় আসবেই.. শুধু নিজের ওপর বিশ্বাস রেখো,

- লোকের কথায় কান না দিয়ে, নিজের যেটা ঠিক মনে হয়, সেভাবে এগিয়ে চলো, সফলতা ধরা দেবেই..🤍

30/12/2023

Me : মোবাইল আর ইউজ করবো না, ভালো হয়ে যাবো 🙁🙁

Mobile : তুমি চোখের আড়াল হও😒😒
কাছে কি বা দূরে রও🤔🤔মনে রেখো আমি ছিলাআআআআম😢😢এই মন তোমাকে দিলাম😍😍

17/08/2023

☕📖🖋️

15/07/2023

😌😌😌😌

20/05/2023

ছায়া😊🤞

20/05/2023

জিবে জল আনার মতো মজার কাঁচা আমের ভর্তা। 😋🥵

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi's Diary41 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share