Dhaka Update

Dhaka Update Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhaka Update, Newspaper, Senpara Parbata, Begum Rokeya Sarani, Mirpur-10, Dhaka- 1216, Bangladesh., Sylhet.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ায় আবু সাদেক কায়েম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉তোমার এই বিজয় শিক্ষার্থীদের আ...
09/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ায় আবু সাদেক কায়েম-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉
তোমার এই বিজয় শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আশা করি আগামীর দিনগুলোতে তুমি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সত্য ও ন্যায়ের পথে অগ্রণী ভূমিকা পালন করবে।

তোমার সফল নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে—এই কামনা করি। ✨

#অভিনন্দন #আবু_সাদেক_কায়েম

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতিঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার):আজ রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কাক...
29/08/2025

কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি

ঢাকা, ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার):
আজ রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

প্রথমে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু সংঘর্ষ বেড়ে গেলে সেনাবাহিনীর সহায়তা নিতে হয়। পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালানো হলে কয়েকজন আহত হন।

আইন-শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানালেও কতিপয় নেতাকর্মী তা উপেক্ষা করে সহিংসতা চালায়। রাত ৯টার দিকে মশাল মিছিল বের করে তারা ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা করে। ফলে বিজয়নগর, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছেন।

👉 সরকার সকল প্রকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সেই অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

✊ জনশান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বদ্ধপরিকর।

🔋 বিগ সাইজ লিথিয়াম ব্যাটারি – সরাসরি চায়না থেকে আমদানিকৃত 🔋বর্তমানে লিথিয়াম ব্যাটারি সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য পাওয়ার...
29/08/2025

🔋 বিগ সাইজ লিথিয়াম ব্যাটারি – সরাসরি চায়না থেকে আমদানিকৃত 🔋

বর্তমানে লিথিয়াম ব্যাটারি সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য পাওয়ার সলিউশন। এটি ব্যবহার করে সহজেই ব্যাটারি প্যাক বানানো যায়, যা ইনভার্টার, সোলার সিস্টেম, LED লাইট, পোর্টেবল ফ্যান, ই-বাইক, পাওয়ার ব্যাংক সহ নানা কাজে ব্যবহারযোগ্য।

এই ব্যাটারিগুলো একদম ব্র্যান্ড নিউ, এবং দেওয়া আছে দীর্ঘস্থায়ী পাওয়ার সাপোর্টের নিশ্চয়তা।

✅ Specifications & Features:

🔋 ভোল্টেজ: 3.2V / 3.7V

🔋 ক্যাপাসিটি: 5000mAh – 6000mAh

🔋 লাইফ সাইকেল: সর্বোচ্চ 4000+ চার্জ সাইকেল

🔋 লাইট ওয়েট ও হাই এনার্জি ডেনসিটি

🔋 দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য ও নিরাপদ

🔋 ব্যাটারি প্যাক তৈরির জন্য একদম উপযোগী

👉 চাইলে যে কেউ খুব সহজেই এই ব্যাটারি দিয়ে কাস্টম Battery Pack তৈরি করতে পারবেন।
👉 সবচেয়ে বড় বিষয় হলো – এগুলো পাওয়া যাচ্ছে খুবই কম প্রাইসে।

📌 যারা নতুন ব্যাটারি সলিউশন খুঁজছেন অথবা নিজস্ব প্রোজেক্টে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।

🔋 বিদ্যুৎ সমস্যার স্মার্ট সমাধান – পোর্টেবল পাওয়ার স্টেশন এখন সোলার চার্জিং সাপোর্টসহ! 🔋আজকের দিনে বিদ্যুৎ ছাড়া জীবন কল্...
27/08/2025

🔋 বিদ্যুৎ সমস্যার স্মার্ট সমাধান – পোর্টেবল পাওয়ার স্টেশন এখন সোলার চার্জিং সাপোর্টসহ! 🔋

আজকের দিনে বিদ্যুৎ ছাড়া জীবন কল্পনা করা যায় না। কিন্তু হঠাৎ লোডশেডিং, ভ্রমণ, ক্যাম্পিং অথবা জরুরি মুহূর্তে মোবাইল, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইস চার্জ করতে না পেরে অনেকেই বিপদে পড়েন।
সমাধান? এখন আপনার হাতে – স্মার্ট পোর্টেবল পাওয়ার স্টেশন!
যা শুধু বিদ্যুৎ দিয়েই নয়, সোলার প্যানেলের মাধ্যমেও চার্জ করা যায়!

✅ কেন এই ডিভাইসটি আপনার জন্য সেরা চয়েস?
✔ ডুয়াল চার্জিং সাপোর্ট – AC পাওয়ার বা সোলার প্যানেল দিয়ে চার্জ করা যাবে
✔ স্মার্ট LED ডিসপ্লে – ব্যাটারি লেভেল, ভোল্টেজ ও স্ট্যাটাস এক নজরে
✔ মাল্টিপল আউটপুট পোর্ট –

AC আউটলেট: ফ্যান, লাইট, ল্যাপটপ চালানোর জন্য

USB পোর্ট: মোবাইল, ট্যাবলেট চার্জের জন্য
✔ সহজে বহনযোগ্য ডিজাইন – হ্যান্ডেলসহ কমপ্যাক্ট ও লাইটওয়েট
✔ নিরাপত্তা সিস্টেম – ওভারচার্জ, শর্ট সার্কিট, ওভারলোড প্রটেকশন

🌞 সোলার চার্জিং সুবিধা কেন গুরুত্বপূর্ণ?

যেখানে বিদ্যুৎ নেই সেখানেও সহজে চার্জ করা যাবে

ইকো-ফ্রেন্ডলি ও খরচ সাশ্রয়ী

গ্রাম, মাঠ, ক্যাম্পিং বা দূরবর্তী এলাকায় বেস্ট সাপোর্ট

আপনি কোথায় ব্যবহার করবেন?

✔ লোডশেডিং সময়ে ঘরে
✔ ফ্রিল্যান্সিং বা অফিস কাজের জন্য
✔ ট্রাভেল ও ক্যাম্পিংয়ে
✔ জরুরি মুহূর্তে লাইট, ফ্যান, মোবাইল চার্জে

📌 বিস্তারিত স্পেসিফিকেশন:

ইনপুট: AC ও Solar Charging

আউটপুট: AC 220V, USB, DC পোর্ট

ডিসপ্লে: ডিজিটাল LED

সুরক্ষা: শর্ট সার্কিট ও ওভারলোড প্রটেকশন

🔥 বিস্তারিত জানতে কমেন্ট করুন! 🔥
আমরা রিপ্লাই করব এবং প্রয়োজনীয় তথ্য দিব।

🔥 দাড়ি রাখতে অনুমতি? এ কেমন আইন! 🔥এটা কি বাংলাদেশ, নাকি মোদিস্থান? 🤔এখনো কি দাদাবাবুদের জমিদারি চলছে?একজন প্রাপ্তবয়স্ক ম...
25/08/2025

🔥 দাড়ি রাখতে অনুমতি? এ কেমন আইন! 🔥

এটা কি বাংলাদেশ, নাকি মোদিস্থান? 🤔
এখনো কি দাদাবাবুদের জমিদারি চলছে?

একজন প্রাপ্তবয়স্ক মানুষ তার ধর্মীয় ও ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী দাড়ি রাখবে—এটা তার মৌলিক অধিকার। অথচ বাংলাদেশ পুলিশের সদস্যদের দাড়ি রাখতে হলে অনুমতি নিতে হবে! 😡

এটা শুধু অযৌক্তিক নয়, বৈষম্যমূলকও!
📌 সংবিধান বলছে: প্রত্যেক নাগরিকের ধর্ম পালন ও প্রকাশের অধিকার রয়েছে।
তাহলে দাড়ি রাখার মতো ব্যক্তিগত সিদ্ধান্তে অনুমতির দরকার কেন?

❓দাড়ি রাখলে কি পেশাদারিত্ব কমে যায়?
❓আইনশৃঙ্খলা কি দাড়ির দৈর্ঘ্যে নির্ভরশীল?
❓দেশ কি ডিজিটাল হওয়ার পথে, নাকি সামন্ততান্ত্রিক চিন্তায় পিছিয়ে যাচ্ছে?

আমাদের দাবি:
✅ এই অন্যায় আইন বাতিল করো
✅ পুলিশ সদস্যদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করো
✅ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ো

দাড়ি রাখা অপরাধ নয়—অধিকার। এই অধিকার কেড়ে নেওয়া চলবে না। ✊

#দাড়ি_আমার_অধিকার #স্বাধীনতা #সংবিধান #বৈষম্য_বন্ধ_করো #বাংলাদেশ

অবশেষে ডিবি হারুনের ভাতিজা গ্রেপ্তার 🔥 বরিশালে গ্রেফতার তোহিদ আফ্রিদি 🔥বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ফিগা...
24/08/2025

অবশেষে ডিবি হারুনের ভাতিজা গ্রেপ্তার
🔥 বরিশালে গ্রেফতার তোহিদ আফ্রিদি 🔥

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ফিগার তোহিদ আফ্রিদিকে গ্রেফতারের খবর এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

👉 বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি সম্প্রতি বারবার আলোচিত হচ্ছিলেন নানা ইস্যুতে। সমালোচনা, বিতর্ক আর সামাজিক আলোচনার মধ্যেই হঠাৎ বরিশাল থেকে তার গ্রেফতারের খবর প্রকাশিত হলো।

📢 অনেকে বলছেন, এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো – জনপ্রিয়তা যতই থাকুক না কেন, আইন সবার জন্য সমান।

এখন সবার চোখ আদালতের দিকে, কী পরিণতি হতে যাচ্ছে তা জানার অপেক্ষায় পুরো দেশ।

✅ আপনার মতামত কী?
তোহিদ আফ্রিদির এই গ্রেফতার কি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত? নাকি এটি শুধুই একটি রাজনৈতিক বা সামাজিক চাপের ফলাফল?

🌿✨ গ্রামের কোলে আধুনিকতার ছোঁয়া ✨🌿ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে চোখে পড়ছে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত। মৃদু বা...
21/08/2025

🌿✨ গ্রামের কোলে আধুনিকতার ছোঁয়া ✨🌿

ভাবো তো, এক সকালে ঘুম থেকে উঠে জানালা খুললে চোখে পড়ছে বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত। মৃদু বাতাস আস্তে আস্তে ভেসে আসছে ভেতরে, আর তুমি দাঁড়িয়ে আছো তোমার স্বপ্নের মতো ঝকঝকে রান্নাঘরে। 🏡

এমন একটা রান্নাঘর কল্পনা করো যেখানে—
✔️ কাঠের দেয়ালের উষ্ণতা,
✔️ সাদা ঝকঝকে মার্বেল টাইলস,
✔️ বড় বড় জানালা দিয়ে আসা আলো-বাতাস,
✔️ আর বাইরে চারপাশে শান্ত গ্রামের পরিবেশ।

শহরের দমবন্ধ কোলাহল থেকে মুক্তি পেয়ে গ্রামের শান্ত পরিবেশে এমন একটা কিচেন মানেই সুখের অন্য নাম। এখানে রান্না করাটা শুধু দায়িত্ব নয়, বরং হয়ে উঠবে আনন্দ, হবে মন ভালো করার উপায়। 🍃

রান্না করতে করতে যখন জানালার বাইরে তাকাবে, তখন চোখে পড়বে সবুজের সমারোহ। একেকটা দিন শুরু হবে একেকটা নতুন অনুপ্রেরণা দিয়ে। 🌸

👉 তোমার যদি মনে হয়, রান্নাঘর মানেই শুধু রান্নার জায়গা — তাহলে ভুল ভাবছো!
কারণ এই জায়গাটাই হতে পারে তোমার সুখের আসল কেন্দ্রবিন্দু। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের জন্য এখানে রান্না করাটা হবে ভালোবাসার প্রকাশ।

✅ গ্রামের জীবন মানেই শুধু পুরনো ধাঁচ নয়, চাইলে আধুনিকতার ছোঁয়া দিয়েও গ্রামকে নতুনভাবে সাজানো যায়।
✅ চাইলেই তুমি নিজের গ্রামের বাড়িতেও এমন সুন্দর একটা কিচেন বানাতে পারো, যেখানে প্রতিদিনের জীবন হয়ে উঠবে আরও সহজ, সুন্দর আর আনন্দময়।

💬 তুমি কি কখনো ভেবেছো, গ্রামের বাড়িতে আধুনিক একটা রান্নাঘর বানাবে?
কমেন্টে জানাও, তোমার স্বপ্নের কিচেনটা কেমন হবে!

বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ হয়তো তারাও খুঁজছে নতুন অনুপ্রেরণা। ✨

🐓🦆 হাঁস-মুরগি খামারের জন্য বিশেষ অফার 🐓🦆👉 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস👉 মাত্র ৯ টাকা স্কয়ার ফিট – পাইকারি দ...
17/08/2025

🐓🦆 হাঁস-মুরগি খামারের জন্য বিশেষ অফার 🐓🦆

👉 সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস
👉 মাত্র ৯ টাকা স্কয়ার ফিট – পাইকারি দামে
👉 শক্তপোক্ত ও টেকসই ওয়্যার মেশ / নেট
👉 হাঁস-মুরগি খামার, ছাউনি, বাগান, গৃহস্থালী ও ইন্ডাস্ট্রিয়াল কাজে উপযোগী

আমাদের কাছে পাওয়া যাবে বিভিন্ন রঙ ও ডিজাইনের হেভি কোয়ালিটি নেট যা দীর্ঘস্থায়ী এবং সহজে নষ্ট হয় না।
🔹 রঙিন প্লাস্টিক নেট
🔹 গ্যালভানাইজড ওয়্যার মেশ
🔹 স্টিল নেট
🔹 ফেন্সিং নেট ইত্যাদি

📦 আমরা সরাসরি খামারিদের কাছে পাইকারি দামে সরবরাহ করি।
📞 অর্ডারের জন্য এখনই কল করুন:
☎ 01719-099774
☎ 01683-444016

📩 Email: [email protected]
🏬 দোকান নং-১৩/২, নওয়াব ইউসুফ মার্কেট, ভবন নং-৩, নয়াবাজার, ঢাকা-১১০০।

🔖 বিশেষ সুবিধা:
✔ পাইকারি অর্ডারে বাড়তি ছাড়
✔ সারাদেশে দ্রুত ডেলিভারি
✔ ক্যাশ অন ডেলিভারি সুবিধা

👉 আর দেরি কেন? আপনার খামারকে করুন আরও আধুনিক ও নিরাপদ।

🌍

মাত্র ২০টি মুরগি দিয়ে শুরু করুন ডিম ব্যবসা!ছোট বিনিয়োগে নিয়মিত আয় করতে চান? তাহলে ২০টি লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন।...
15/08/2025

মাত্র ২০টি মুরগি দিয়ে শুরু করুন ডিম ব্যবসা!

ছোট বিনিয়োগে নিয়মিত আয় করতে চান? তাহলে ২০টি লেয়ার মুরগি দিয়ে শুরু করতে পারেন।
💡 বছরে প্রতিটি লেয়ার মুরগি প্রায় ২৮০–৩২০টি ডিম দেয়।

📌 প্রাথমিক খরচ (প্রথম মাসে)

মুরগি (২০টি): ৭,০০০ টাকা

খাঁচা: ৯,০০০ টাকা

খাবার + ওষুধ: ২,৫০০ টাকা
➡️ মোট: ১৯,৫০০ টাকা

📌 মাসিক আয় ও লাভ

ডিম উৎপাদন: গড়ে ৫১০টি/মাস
ডিমের দাম: ১০ টাকা/টি
মাসিক আয়: ৫,১০০ টাকা
খরচ বাদে লাভ: প্রায় ২,৬০০ টাকা

📌 যত্নের টিপস

খাবার ও পানি সবসময় পরিষ্কার রাখুন

সময়মতো ভ্যাকসিন দিন

মল ট্রে ২–৩ দিনে একবার পরিষ্কার করুন

অসুস্থ মুরগি দ্রুত আলাদা করুন

✅ ৭–৮ মাসে প্রাথমিক খরচ উঠে আসবে
✅ এরপর পুরো আয় আপনার হাতে

🌾 এখনই শুরু করুন ছোট বিনিয়োগে বড় আয়ের এই সুযোগ!

#মুরগি_পালন #ডিম_ব্যবসা #লার_ফার্ম #গ্রামীন_উদ্যোগ াড়ান

💔 হিরো আলম হাসপাতালে ভর্তি — সবার কাছে দোয়া প্রার্থনাআজ বিকেল ৪টার দিকে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা হিরো আলম (আশরাফুল আ...
13/08/2025

💔 হিরো আলম হাসপাতালে ভর্তি — সবার কাছে দোয়া প্রার্থনা

আজ বিকেল ৪টার দিকে জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা হিরো আলম (আশরাফুল আলম) বগুড়ায় নিজ বাসায় অতিরিক্ত টেনশনের কারণে অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ তিনি দুই তলা সিঁড়ি থেকে নিচে পড়ে যান।
দ্রুত তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে সবার কাছে হিরো আলমের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। 🙏

#হিরো_আলম #বগুড়া #হৃদরোগ

🐓 দেশি মুরগী পালন — তরুণ ও নারীদের হাতে গ্রামীণ অর্থনীতির বিপ্লববাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে দেশি মুরগী পালন একটি সুপরি...
13/08/2025

🐓 দেশি মুরগী পালন — তরুণ ও নারীদের হাতে গ্রামীণ অর্থনীতির বিপ্লব

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে দেশি মুরগী পালন একটি সুপরিচিত আয়ের উৎস। আমাদের দেশের মানুষ দেশি মুরগীর মাংস ও ডিমের স্বাদ, গুণগত মান এবং স্বাস্থ্য উপকারিতা নিয়ে কোনো আপস করে না। ফলে এর বাজার সবসময় সক্রিয় এবং দামও তুলনামূলকভাবে বেশি।

আজকের এই সময়ে শুধু শহর নয়, গ্রামেও তরুণ উদ্যোক্তা, নারীরা ও পুরুষরা নতুন আয়ের পথ খুঁজে নিচ্ছেন। চাকরির অপেক্ষায় বছরের পর বছর সময় নষ্ট না করে তারা নিজেরাই উদ্যোগ নিচ্ছেন, আর তার মধ্যে দেশি মুরগী পালন একটি পরীক্ষিত ও সফল ব্যবসায়িক ধারণা।

🔹 কেন দেশি মুরগী পালন এখন এত জনপ্রিয়?

1️⃣ উচ্চ বাজার চাহিদা: শহর ও গ্রামে সারা বছর দেশি মুরগীর ডিম ও মাংসের চাহিদা থাকে।
2️⃣ অল্প বিনিয়োগে শুরু: মাত্র কয়েক হাজার টাকা দিয়ে ২০-৩০টি মুরগী দিয়ে শুরু করা যায়।
3️⃣ সহজ ব্যবস্থাপনা: বড় জমি বা আলাদা খামারের প্রয়োজন নেই, বাড়ির আঙিনায়ও পালন করা সম্ভব।
4️⃣ কম রোগবালাই: দেশি মুরগী অন্যান্য জাতের তুলনায় রোগে কম আক্রান্ত হয়।
5️⃣ টেকসই আয়ের উৎস: একবার সঠিকভাবে শুরু করলে প্রতি মাসে নিয়মিত আয় হয়।

👩‍🌾 নারীদের জন্য সুযোগ

অনেক নারী গৃহস্থালি কাজের পাশাপাশি দেশি মুরগী পালন করে সংসারের আয় বাড়াচ্ছেন। এতে ঘর থেকে বের না হয়েও অর্থ উপার্জন করা সম্ভব। একজন নারী উদ্যোক্তা ২০-৩০টি মুরগী দিয়ে শুরু করে কয়েক মাসের মধ্যে ৮০-১০০ মুরগীতে ব্যবসা বাড়াতে পারেন।

👨 পুরুষ উদ্যোক্তাদের জন্য বিস্তৃত ব্যবসা

পুরুষ উদ্যোক্তারা একটু বড় পরিসরে খামার করে ব্যবসা চালাতে পারেন। ২০০-৩০০ মুরগী নিয়ে শুরু করলে বছরে কয়েক লাখ টাকা লাভ সম্ভব। পাশাপাশি, ডিম ফোটানোর জন্য ইনকিউবেটর ব্যবহার করে বাচ্চা মুরগী বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করা যায়।

👨‍🎓 তরুণ উদ্যোক্তাদের জন্য সেরা স্টার্টআপ

যেসব তরুণ চাকরির পেছনে না ছুটে ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য দেশি মুরগী পালন একটি আদর্শ উদ্যোগ। অল্প পুঁজিতে শুরু, দ্রুত আয় এবং বাজারে চাহিদা থাকায় এটি একটি নিরাপদ বিনিয়োগ।

📋 পালন পদ্ধতির সংক্ষিপ্ত গাইড

খামারের স্থান নির্বাচন: আলো-বাতাস চলাচল করে এমন জায়গা বেছে নিন।

খাদ্য ব্যবস্থা: ধান, ভুট্টা, গম, পোকামাকড় এবং সবুজ ঘাস ভালো খাবার।

পরিষ্কার-পরিচ্ছন্নতা: খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন।

স্বাস্থ্য সুরক্ষা: রোগ প্রতিরোধে টিকা দিন এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসা করুন।

প্রজনন: সুস্থ মুরগী ও ডিম থেকে বাচ্চা উৎপাদন করে খামার বড় করুন।

💰 লাভের বাস্তব হিসাব

ধরা যাক, আপনি ৫০টি দেশি মুরগী দিয়ে শুরু করলেন —

প্রতিটি মুরগী মাসে গড়ে ১৫-১৮টি ডিম দেবে।

মাসে প্রায় ৭৫০-৯০০ ডিম পাওয়া যাবে।

বাজারদর যদি প্রতি ডিম ১২ টাকা হয়, তবে শুধু ডিম বিক্রিই ৯,০০০-১০,৮০০ টাকা আয় দেবে।

মাংস বিক্রি করলে অতিরিক্ত ১৫-২০ হাজার টাকা আয় যোগ হবে।

🌱 গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব

দেশি মুরগী পালন শুধু ব্যক্তিগত লাভ নয়, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়, খাদ্যে স্বনির্ভরতা আসে এবং গ্রাম থেকে শহরে খাদ্য সরবরাহ বাড়ে।

আপনি যদি একজন তরুণ উদ্যোক্তা, গৃহিণী নারী, বা ব্যবসায়ে আগ্রহী পুরুষ হন—দেশি মুরগী পালন আপনার জন্য একটি দারুণ সুযোগ। অল্প পুঁজিতে শুরু করে সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে আপনি প্রতি মাসে নিয়মিত আয় করতে পারবেন। আজই উদ্যোগ নিন, কারণ ছোট শুরু থেকেই বড় সাফল্যের জন্ম হয়।

Address

Senpara Parbata, Begum Rokeya Sarani, Mirpur-10, Dhaka- 1216, Bangladesh.
Sylhet
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka Update:

Share

Category