20/05/2025
সিলেটের জকিগজ্ঞ উপজেলায়, বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দিনভর বিদ্যুৎহিন, ভোগান্তি চরমে গ্রাহক
নিজেস্ব প্রতিবেদক: সিলেটের জকিগজ্ঞে একটু জোরে বাতাস বইলে বা বৃষ্টি এলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ পাওয়া যায় দুই থেকে তিন ঘণ্টা পর।
অনেক সময় টানা কয়েক দিন বিদ্যুৎ থাকে না। সিলেটের জকিগজ্ঞ উপজেলার বাসিন্দারা এমন বিদু্যৎ–বিভ্রাটের কারণে চরম ভোগান্তি পোহালেও সমস্যা সমাধানে এগিয়ে আসছে না পল্লী বিদ্যুৎ সমিতি।
উপজেলার গ্রাহকদের অভিযোগ, বৃষ্টি এলেই বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, আবহাওয়া ভালো হলে সংযোগ দেওয়া হবে। তবে বৃষ্টি থেমে যাওয়ার কয়েক ঘণ্টা পরও সংযোগ পাওয়া যায় না।
সর্বশেষ গত রাত ৩ থেকে আজ রাত ১০ টা পর্যন্ত টানা ২০-২১ ঘন্টার মতো সময় বিদ্যুৎ ছিল না উপজেলার একাধিক এলাকায়।
গ্রাহদের অভিযোগ, একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ–সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও এক ঘণ্টা পরপর বিচ্ছিন্ন করে দেয়।
এ অবস্থা শুধু আজই নয়, বেশ কয়েকদিন ধরেই সিলেটের জকিগজ্ঞ উপজেলায় এমন চলছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জকিগজ্ঞ উপজেলা বাসীকে।