Jiban Media 24

Jiban Media  24 {ইসলামি জিবন আদর্শ}
তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়।

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারকপশ্চিম উওরকুল তিন গাঁও শাহী ঈদগাহের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী ...
06/06/2025

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক
পশ্চিম উওরকুল তিন গাঁও শাহী ঈদগাহের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। সম্মানিত এলাকাবাসী আগামী কাল শনিবার সকাল ৮:৩০ মিনিটের সময়। পশ্চিম উওরকুল তিন গাঁও শাহী ঈদগাহে। পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইবে। যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হল।

02/06/2025
আগামীকাল বারঠাকুরী ইউনিয়ন পরিষদে সকাল ১০ঘঠিকা হতে বিকাল ৪ঘঠিকা পর্যন্ত  ভিজিডি চাল বিতরণ করা হবে ১৩৩ পরিবার কে ৬০ কেজি ক...
26/05/2025

আগামীকাল বারঠাকুরী ইউনিয়ন পরিষদে সকাল ১০ঘঠিকা হতে বিকাল ৪ঘঠিকা পর্যন্ত ভিজিডি চাল বিতরণ করা হবে ১৩৩ পরিবার কে ৬০ কেজি করে (২ মাসের) বিগত ২ বৎসর যাহারা পেযেছেন শুধু তাদের জন্য প্রযোজ্য।
যথা সময়ে উপস্থিত হয়ে চাল গুলো গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।
অনুরোধক্রমে
মহসীন মর্তুজা চৌধুরী
চেয়ারম্যান
৭নং বারঠাকুরী ইউনিয়ন পরিষদ জকিগঞ্জ সিলেট

জকিগজ্ঞ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের অন্তর্ভুক্ত। পশ্চিম উওরকুল তিন গাঁও শাহী ঈদগাহের পূর্ণনির্মাণ কাজ চলমান ঐতিহাসিক এই ঈ...
24/05/2025

জকিগজ্ঞ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের অন্তর্ভুক্ত। পশ্চিম উওরকুল তিন গাঁও শাহী ঈদগাহের পূর্ণনির্মাণ কাজ চলমান

ঐতিহাসিক এই ঈদগাহটি তিনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত এবং দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল।

এলাকার সচেতন যুব সমাজের উদ্যোগে অবশেষে ঈদগাহটির সংস্কার ও পুনর্নির্মাণের কাজ গতকাল শুক্রবার বাদ জুমা দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তবে এই মহৎ উদ্যোগের জন্য এখনো কোনো স্থায়ী তহবিল গঠন করা সম্ভব হয়নি।

কমিটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কিছু স্থানীয় মানুষের সহযোগিতায় কাজ শুরু হলেও পূর্ণনির্মাণ শেষ করতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন। তাই ঈদগাহ কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশের প্রবাসীসহ সকল সহৃদয়বান মানুষের প্রতি আন্তরিকভাবে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে এলাকার এই ঐতিহ্যবাহী ঈদগাহটি পূর্ণরূপে নির্মিত হয়ে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগাযোগ ও বিকাশ নম্বর (সাহায্য পাঠানোর জন্য):
01717-930499 (শিহাব উদ্দিন)

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছ...
23/05/2025

সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার (২৩ মে) সন্ধায় ঈদগাহ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আতাউর রহমান মহরিরের পুত্র এবং ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থী নিহত অহিদ আহমদ (১৬) অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের অধিকারী অহিদের মৃত্যুর খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, “ও ছিলো আমার কাছে খাঁটি সোনা। লেখা-পড়ায় ভীষণ মনোযোগী ছিলো। তার এই অকাল মৃত্যু আমাদের সকলকে শোকাহত করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে তিন দিনের শোক পালন করা হবে।”

অহিদের মৃত্যুতে শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ। সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।

জকিগঞ্জে ভাই-ভাতিজার কিল-ঘুষিতে বড় ভাই খুন সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন বিরোধকে কেন্দ্র করে ছোট...
22/05/2025

জকিগঞ্জে ভাই-ভাতিজার কিল-ঘুষিতে বড় ভাই খুন

সিলেটের জকিগঞ্জে বাড়ির সীমানা ও বৃষ্টির পানি নিষ্কাশন বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব কসকনকপুর গ্রামে ঘটেছে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে সিরাজুল ইসলাম সিরাই (৭০)। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছোট ভাই বাবুল আহমদ (৬৭) ও তার ছেলে হাকিম আহমদ (২৩) কে গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত সিরাজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই বাবুল আহমদের কয়েকদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বাড়ির উঠানে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে বিরোধ তুঙ্গে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পানি জমে থাকা নিয়ে নিহত সিরাজুল ইসলামের স্ত্রী বেদেনা বেগমের সঙ্গে দেবর বাবুল আহমদের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। তখন সিরাজুল ইসলাম এগিয়ে আসলে বাবুল আহমদ ও তার ছেলে হাকিম আহমদ সিরাজুল ইসলামকে কিল-ঘুষি মারেন। তখন তিনি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। পরে তাৎক্ষণিক সিরাজুল ইসলামের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ময়না চন্দ্রকে বাড়িতে আনা হলে তিনি সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জকিগঞ্জ আইটিভিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুটি দুই পরিবারের হাতাহাতিতে সিরাজুল ইসলাম নিহত হন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করেছে। বৃদ্ধ নিহতের ঘটনায় তার ছেলে আমিনুল ইসলাম নাজিম বাদী হয়ে দুজনের নামোল্লেখ ও ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জকিগজ্ঞ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তরকুল কস্তইল নিবাসী জনাব আব্দু...
21/05/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জকিগজ্ঞ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তরকুল কস্তইল নিবাসী জনাব আব্দুল গনি মিয়া সাহেব ইন্তেকাল হইয়াছের মরহুমের জানাজার নামাজ আগামী কাল বাদ যুহর বেলা ২.০০ ঘটিকার সময় উওরকুল মোশাহিদিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে।

21/05/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উত্তরকুল কস্তইল নিবাসী জনাব আব্দুল গনি মিয়া সাহেব ইন্তেকাল হইয়াছের মরহুমের জানাজার নামাজ পরে জানানো হইবে

বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটলেও জকিগজ্ঞের সোনাসার বাজারে বরাবরই অতিমাত্রায় লোডশেডিং থেকেই যাচ্ছে।নিজেস্...
21/05/2025

বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটলেও জকিগজ্ঞের সোনাসার বাজারে বরাবরই অতিমাত্রায় লোডশেডিং থেকেই যাচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক :আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ উধাও হয়ে যায় সোনাসার বাজারে। আর একটু ঝড়-বৃষ্টি হলেতো কথাই নেই। ২/১ দিনেও তখন বিদ্যুতের নাগাল পাওয়া যায় না। তাছাড়া দিনে রাতে অসংখ্যবার লোডশেডিংতো নিয়মিত ব্যাপার। এছাড়া মাঝে মধ্যে ঘোষণা দিয়ে, আবার অনেক সময় ঘোষণা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

এটা হলো সিলেট জেলার জকিগজ্ঞ উপজেলার সোনাসার বাজারের বিদ্যুৎ ব্যবস্থাপনার হালচিত্র। বছরের পর বছর ধরে জকিগজ্ঞ সিলেট পল্লী বিদুৎ সমিতির এমন অব্যবস্থাপনায় একদিকে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের, অন্যদিকে সরকারেরও ভাব-মর্যাদা ক্ষুন্ন হচ্ছে।

কিছু দিন আগে দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ রেখে খুঁটি ও তার পরিবর্তনসহ নানা সংষ্কার কাজ করা হয়েছে। কিন্তু এরপরেও সামান্য মেঘ-বৃষ্টি হলেই তার ছিড়ে যাওয়ার অজুহাতে দিনের পর দিন বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে।

বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপক উন্নতি ঘটলেও জকিগজ্ঞের সোনাসার বাজারে বরাবরই অতিমাত্রায় লোডশেডিং থেকেই যাচ্ছে। এমন অবস্থা চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারা এখন বলে আমাদের এখানের বিদ্যুৎ মাঝে মাঝে বেড়াতে আসে! এই আসে তো এই যায়।

গ্রাহকরা বলেন সোনাসার বাজার যেন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটি এলাকা। সম্ভবত এটি ভারতের আসামের অংশ। অন্তত পল্লী বিদ্যুৎ এর বিদ্যুৎ সরবরাহের অবস্থা দেখলে এমনটাই মনে হয়।

আমাদের দুর্ভোগ এর বিষয়ে জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাহেবের সাথে ফোনে কথা বললে উনি আমাদেরকে আশ্বস্ত করলেও এর কোন সুরাহা করতে পারেননি বা করেননি। পরবর্তীতে আবারও তার সাথে কথা বললে তিনি তার লাইন রক্ষণাবেক্ষণ কর্মীদের সুরে সুর মিলিয়ে লাইনে ফল্ট আছে বলে মিথ্যা অজুহাত দিতে থাকেন।

স্থানীয় শরীফগঞ্জ বাজারের অভিযোগ কেন্দ্রের ফোন নাম্বারে ফোন দিলে এরা মুখস্ত লাইনে বাশ পড়ে গেছে বলে অজুহাত দেখায়। উনারা চাইলে কোন এলাকায় সমস্যা হলে ঐ এলাকার কানেকশন বিচ্ছিন্ন করে ঐ এলাকায় কাজ করতে পারেন এবং বাকি এলাকার বিদ্যুৎ কানেকশন সচল রাখতে পারেন। বিদ্যুৎ এর এই বিড়ম্ভনার কারণে আমাদের অবস্থা নাজেহাল।

এছাড়া সোনাসার বাজারে বিদ্যুৎ না থাকলেও একই সময়ে পার্শ্ববর্তী ইউপি বাজার বা কালিগঞ্জ বাজারে বিদ্যুৎ থাকে।

সিলেটের জকিগজ্ঞ উপজেলায়, বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দিনভর বিদ্যুৎহিন, ভোগান্তি চরমে গ্রাহকনিজেস্ব প্রতিবেদক: স...
20/05/2025

সিলেটের জকিগজ্ঞ উপজেলায়, বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, দিনভর বিদ্যুৎহিন, ভোগান্তি চরমে গ্রাহক

নিজেস্ব প্রতিবেদক: সিলেটের জকিগজ্ঞে একটু জোরে বাতাস বইলে বা বৃষ্টি এলে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ পাওয়া যায় দুই থেকে তিন ঘণ্টা পর।

অনেক সময় টানা কয়েক দিন বিদ্যুৎ থাকে না। সিলেটের জকিগজ্ঞ উপজেলার বাসিন্দারা এমন বিদু্যৎ–বিভ্রাটের কারণে চরম ভোগান্তি পোহালেও সমস্যা সমাধানে এগিয়ে আসছে না পল্লী বিদ্যুৎ সমিতি।

উপজেলার গ্রাহকদের অভিযোগ, বৃষ্টি এলেই বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, আবহাওয়া ভালো হলে সংযোগ দেওয়া হবে। তবে বৃষ্টি থেমে যাওয়ার কয়েক ঘণ্টা পরও সংযোগ পাওয়া যায় না।

সর্বশেষ গত রাত ৩ থেকে আজ রাত ১০ টা পর্যন্ত টানা ২০-২১ ঘন্টার মতো সময় বিদ্যুৎ ছিল না উপজেলার একাধিক এলাকায়।

গ্রাহদের অভিযোগ, একটু বাতাস কিংবা বৃষ্টি হলেই বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দেয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বিদ্যুৎ–সংযোগ পাওয়া যায় না। আবার সংযোগ দিলেও এক ঘণ্টা পরপর বিচ্ছিন্ন করে দেয়।

এ অবস্থা শুধু আজই নয়, বেশ কয়েকদিন ধরেই সিলেটের জকিগজ্ঞ উপজেলায় এমন চলছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে জকিগজ্ঞ উপজেলা বাসীকে।

Address

Sylhet
154637

Alerts

Be the first to know and let us send you an email when Jiban Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jiban Media 24:

Share