Mahmud Media মিডিয়া মিডিয়া

Mahmud Media মিডিয়া মিডিয়া ইসলাম ও বিজ্ঞান

16/09/2025
16/09/2025
16/09/2025

নির্বাচনী জোট: জমিয়ত পরিবারে প্রচলিত কিছু পয়েন্ট

১. খুনাখুনি জামাতও করে বিএনপিও করে। জামাত বরং আইডিয়লজিক্যালভাবে একটি উগ্রবাদী ও ফ্যাসিবাদী দল। তাদের মাঝে পার্টি সম্প্রদায়িকতা অন্যদের চেয়েও বেশি। আধুনিক খারিজি মতবাদের বীজ বপন করেছে তাদের মৌদুদীবাদ। এটা স্বীকৃত বাস্তবতা।

২. দুর্নীতি চাঁদাবাজি উভয় দলে আছে। কেউ সুক্ষ্ম ভাবে করে কেউ স্থুল ভাবে করে।

৩. প্রশাসন দলীয়করণের ক্ষেত্রে বিএনপি'র চেয়ে জামাত বরং এককাঠি সরেস! এটা দিবালোকের মত স্পষ্ট।

৪. বিএনপি দীন ও শরীয়তে বিকৃতি সাধনে জড়িত না, কিন্তু মৌদুদিবাদ ও জামাত এই দোষে দোষী। এটা ধর্মীয় রাজনৈতিক দলগুলোর জন্য একটি রেড লাইন। যেই রেড লাইন ক্রস করেছে জামাত।

৫. বিএনপি, আওয়ামী, লীগ জাতীয় পার্টি, এনসিপি কেউ দেওবন্দী ওলামায়ে কেরামকে কর্মচ্যুত করে না। কিন্তু জামাত নিজেদের ধর্মীয় আদর্শের লোকজন সেট করার জন্য দেওবন্দীদেরকে তাদের ধর্মীয় স্পেস থেকে হটিয়ে দেয়। জামাতের কারণে দেওবন্দীরা তাদের ধর্মীয় অথরিটি হারানোর ভয়াবহ শঙ্কার মধ্যে রয়েছে। এবং জামাতের এই অপকর্ম অব্যাহতভাবে চলমান রয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে ক্ষমতার অংশীদার হয়ে তারা দেওবন্দী আলেমগণের উপর এই জুলুম করতে কসুর করেনি, সামনেও করবে না।

৬. জামাতের গুপ্ত চরিত্র এবং বটবাহিনী কালচার রয়েছে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে জামাত প্রশ্নবিদ্ধ।

৭. দাড়ি টুপি পোশাক-আশাকে বিএনপি যেমন জামাতও তেমন। উভয় দলের কোন পোশাক আইডেন্টিটি নেই। এক্ষেত্রে দুই দলই সমান।

৮. জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা নেই। বিএনপির অভিজ্ঞতা রয়েছে। বর্তমান ক্রিটিকাল মুহূর্তে তাই জামাতেরও বিএনপির সাথে জোট করা উচিত।

৯. আওয়ামী লীগের সাথে সম্পর্ক এবং ভারতকে ম্যানেজ করার চেষ্টা উভয় দলই করে। আন্তর্জাতিক বিশ্বের সাথে লিয়াজু জামাতও করে বিএনপিও করে। বরং যেই ক্ষমতা আসবে বা আসতে চাইবে, সেই তা করতে বাধ্য।

১০. স্বৈরাচার বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হওয়া দরকার। নতুন নতুন দাবি তুলে এই ঐক্য নষ্ট না করা সময়ের দাবি।

১১. সুন্নি অধ্যুষিত সিরিয়াতে শিয়া মতাবলম্বী বাশার আল আসাদ এর পার্টিকে ক্ষমতায় বসানোর কারণে সিরিয়ার যে দশা হয়েছে, দেওবন্দী আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী জামাত শিবির মৌদুদবাদকে ক্ষমতা দিলে বাংলাদেশের সেই দশা হবে।

১২. জামাতকে দাওয়াতের ক্ষেত্র বানানোর মতো সক্ষমতা ও কৌশল দেওবন্দী দলগুলোর তৈরি হয়নি। এরা আমাদের দাওয়াত কখনো কবুল করবে না। সুতরাং জামাত শিবির আমাদের দাওয়াতের ক্ষেত্র নয়।

কিন্তু বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি, ছোটখাটো আরো বিভিন্ন দল এবং নির্দলীয় মানুষ ওলামায়ে দেওবন্দের দীনী দাওয়াতের প্রধান ক্ষেত্র। অতএব জামাতের অধীনে জোট করে সিংহভাগ মানুষের বিরাগভাজন হওয়া এবং দ্বীনী দাওয়াতের ক্ষেত্র নষ্ট করার কোন মানে হয় না।

১৩. জামাত কখনো কওমি মাদ্রাসাকে আর্থিকভাবে সহায়তা করে না করবে না। আর্থিকভাবে সহায়তা করবে করবে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। অর্থাৎ যারা জামাত ছাড়া কোন না কোন উদার পার্টির সাথে জড়িত কিংবা সম্পূর্ণ নিরপেক্ষ। সুতরাং দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত এর দীনী কর্মকাণ্ড এবং কওমি মাদ্রাসাগুলোর আর্থিক সাপোর্ট ঝুঁকির মধ্যে ফেলে জামাতের সাথে জোট করার যুক্তি নেই।

১৪. বিএনপির কাছ থেকে আশানুরূপ সিট সমঝোতা করতে না পেরে বিএনপিকে এক ঘরে করার প্লান করেছে জামাত শিবির এবং বামপন্থীদের পাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা। মূলত বিএনপিকে একেবারে বামপন্থীদের দিকে ঠেলে দেওয়া উচিত হবে না, বিএনপি সহ অন্যান্য দলের সাথে সাংঘর্ষিক অবস্থানে যাওয়াও ঠিক হবে না।

১৫. ডাকসু নির্বাচনে জামাত-শিবির ভালো ফল করেছে ইসলামী শরিয়া কায়েম করার বা শরিয়া কায়েমের প্রতিশ্রুতির দেয়ার কারণে নয়, বরং বড় একটি কারণ ইসলাম সংকুচিত করে লিবারেল/মডার্ণ চরিত্র গ্রহণ। এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই।

জামাত যদি লিবারেল ও মডার্ন ইসলামে বিশ্বাস করে, তাহলে বিএনপিও তো এমন ধাঁচের ইসলামে বিশ্বাসী! বিএনপিও তো নিজেকে ইসলামী মূল্যবোধপন্থী বলে দাবি করে, তাদের দল আওয়ামী লীগের মতো সেকুলার নয়। সুতরাং বিএনপির সাথে রাজনৈতিক জোট হতে ধর্মীয়ভাবে সমস্যার কিছু নেই।

১৬. জামায়াত জোট ক্ষমতায় গেলে জাতীয় শিক্ষা সিলেবাসে মওদুদীবাদ সংযুক্ত করবে। এতে সন্দেহর কোন অবকাশ নেই। এটা মেনে নেওয়ার মতো নয়।

এই হল জামাতের অধীনে জোটে না গিয়ে দেওবন্দীদের আলাদা জোট হওয়া কিংবা জামাতসহ বিএনপির সাথে জোট করা, সবাই মিলে একটি জাতীয় সরকার গড়ে দীন দেশ ও জাতির কল্যাণে রাজনীতি করার যুক্তি।

মোটামুটি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরেছে, কানে পড়েছে, এই হল জমিয়ত পরিবারে প্রচলিত পয়েন্ট।

আসুন, ভদ্রভাবে নিজ নিজ দলের অবস্থান ও তার যৌক্তিকতা তুলে ধরি। ‌ বোঝাপড়া হলে ঐক্য হবে, অন্যথায় যার যার রাজনৈতিক পলিসি অনুসারে জোট হবে। আল্লাহ আমাদের সহায়।

মাসরুর মাহমুদ
জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা।

16/09/2025
02/09/2025
02/09/2025

Address

Sylhet

Telephone

+8801724602256

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmud Media মিডিয়া মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share