30/08/2024
কওমি হুজুররা নাকি সরকারের পূজা করেন না। তাহলে এখন বায়তুল মুকাররম মসজিদের খতিব কওমি অঙ্গনের তিনি কেন বায়তুল মুকাররম মসজিদ থেকে পালিয়ে গেছেন। হায়রে কওমির অন্দ্ব পূজারিরা কবে যে তরা মিথ্যা কথার দালালি ছাড়বি আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক যেন তদের ফেতনা থেকে আমাদের সরল প্রাণ মুসলমান ভাই বোনদের ইমান আকিদা ও নেক আমল গুলো হেফাজত করেন।
আমিন 🤲🤲
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হক্কানি সুন্নিজামাতের কোনো আলেম এইদেশ থেকে পালাতে হয়নাই এবং তাড়া কোনো সরকারের দালালি করেন না। তাড়া দালালি করেন দ্বীন ইসলাম রক্ষার জন্য, ইসলামি শিক্ষার রক্ষার জন্য, মাদিনা ওয়ালার সুন্নত টিকিয়ে রাখার জন্য, সুন্নিয়তের জন্য দালালি করেন।
আলহামদুলিল্লাহ, আমি গর্বিত একজন সুন্নিজামাতের অনুসারী হয়ে, আমি গর্বিত হক্কানি আল্লাহর ওলিদের অনুসারী হয়ে, আমি গর্বিত এদেশে ফুলতলী, ছারছিনা, সোনাকান্দা, ফান্দাউক, ইত্যাদি হক্কানি সুন্নিজামাতের দরবার গুলো পেয়ে, আমি গর্বিত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) একজন নগন্য খাদিম হয়ে।
আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার জন্য বেশি বেশি করে হেদায়েত দান করেন এবং সহীহ বুঝ দান করেন। আমিন🤲🤲