HK Media

HK Media A New Generation Online TV Channel.

30/08/2024

কওমি হুজুররা নাকি সরকারের পূজা করেন না। তাহলে এখন বায়তুল মুকাররম মসজিদের খতিব কওমি অঙ্গনের তিনি কেন বায়তুল মুকাররম মসজিদ থেকে পালিয়ে গেছেন। হায়রে কওমির অন্দ্ব পূজারিরা কবে যে তরা মিথ্যা কথার দালালি ছাড়বি আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ পাক যেন তদের ফেতনা থেকে আমাদের সরল প্রাণ মুসলমান ভাই বোনদের ইমান আকিদা ও নেক আমল গুলো হেফাজত করেন।
আমিন 🤲🤲

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে হক্কানি সুন্নিজামাতের কোনো আলেম এইদেশ থেকে পালাতে হয়নাই এবং তাড়া কোনো সরকারের দালালি করেন না। তাড়া দালালি করেন দ্বীন ইসলাম রক্ষার জন্য, ইসলামি শিক্ষার রক্ষার জন্য, মাদিনা ওয়ালার সুন্নত টিকিয়ে রাখার জন্য, সুন্নিয়তের জন্য দালালি করেন।

আলহামদুলিল্লাহ, আমি গর্বিত একজন সুন্নিজামাতের অনুসারী হয়ে, আমি গর্বিত হক্কানি আল্লাহর ওলিদের অনুসারী হয়ে, আমি গর্বিত এদেশে ফুলতলী, ছারছিনা, সোনাকান্দা, ফান্দাউক, ইত্যাদি হক্কানি সুন্নিজামাতের দরবার গুলো পেয়ে, আমি গর্বিত শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) একজন নগন্য খাদিম হয়ে।

আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার জন্য বেশি বেশি করে হেদায়েত দান করেন এবং সহীহ বুঝ দান করেন। আমিন🤲🤲

21/08/2024

হবিগঞ্জ খোয়াই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 😥

09/08/2024

এইমাত্র পাওয়া

সীমান্তে বাংলাদেশের শত্রুরাষ্ট্র ভারতীয় সামরিক তৎপরতার খবরের পর ভারতের সঙ্গে স্থল ও নদীপথে সীমান্ত নজরদারি জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সতর্ক অবস্থায় রয়েছে।

06/08/2024

কাশিমপুর কারাগারের সর্বশেষ অবস্থা

দেশের সম্পদের মালিক  আপনি-আমি ।স্থাপনাগুলো আপনার-আমার অর্থ দিয়ে তৈরি।এগুলো কোন রাজনৈতিক দলের না।ওরা আসবে-যাবে কিন্তু আমা...
06/08/2024

দেশের সম্পদের মালিক আপনি-আমি ।
স্থাপনাগুলো আপনার-আমার অর্থ দিয়ে তৈরি।এগুলো কোন রাজনৈতিক দলের না।ওরা আসবে-যাবে কিন্তু আমাদেরকে এ দেশে থাকতে হবে ।তাই দেশের সম্পদের প্রতি যত্নবান হই।নিজ হাতে নিজ সম্পদ ধ্বংস না করি।

ওনারা কোনো রাজনিতিবীদ নয়, এরাই হচ্ছে সিলসিলায়ে ফুলতলী।
23/06/2024

ওনারা কোনো রাজনিতিবীদ নয়,
এরাই হচ্ছে সিলসিলায়ে ফুলতলী।

মে মাসের বিভিন্ন কর্মসূচী ও খানেকা মাহফিল
02/05/2024

মে মাসের বিভিন্ন কর্মসূচী ও খানেকা মাহফিল

লেবুর হালি ৮০ টাকা,কিছু কিছু জায়গায় ১০০ টাকা।লেবুর পরিবর্তে কি খাওয়া যেতে পারে ?
14/03/2024

লেবুর হালি ৮০ টাকা,কিছু কিছু জায়গায় ১০০ টাকা।
লেবুর পরিবর্তে কি খাওয়া যেতে পারে ?

মাজার জিয়ারত এবং মিলাদ শরীফের মাধ্যমে শুরু হলো শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রাহ.) এর ২য়  ঈসাল...
07/02/2024

মাজার জিয়ারত এবং মিলাদ শরীফের মাধ্যমে শুরু হলো শায়খুল হাদিস হযরত আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রাহ.) এর ২য় ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম।

থানা বাজার, জকিগঞ্জ, সিলেট
৭ ফেব্রুয়ারী ২০২৪

এই চেয়ার  সম্পর্কে কিছু বলে যান। কারা জানেন,  এটার সম্পর্কে
15/01/2024

এই চেয়ার সম্পর্কে কিছু বলে যান।
কারা জানেন, এটার সম্পর্কে

15/01/2024

শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাহ.) এর ১৬তম ঈসালে সাওয়াব মাহফিলের কার্যক্রম শুরু হয় হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী’র মোনাজাতের মাধ্যমে —

বালাই হাওর | জকিগঞ্জ
১৫ জানুয়ারী ২০২৪

১৫ জানুয়ারি ২০২৪, সোমবার হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে সবাই আমন্ত্রিত।
09/01/2024

১৫ জানুয়ারি ২০২৪, সোমবার হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ঈসালে সাওয়াব মাহফিলে সবাই আমন্ত্রিত।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when HK Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share