25/10/2024
🚫সতর্ক বার্তা,🚫
প্লিজ সেয়ার করুন
সবাই পড়ার অনুরোধ রইলো,
নাম-নাহিদুল ইসলাম (চৌঃ)
আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে , আমি বাবা হারিয়েছি আজ প্রায় ৬ বছর পূর্ণ হলো, বাবা মৃত্যুর পর নিজে কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম ,, ,,
যার বাবা নেই সেই বুঝে বাবা না থাকা কতটা কষ্টের যন্ত্রণা , বাবার মৃত্যুর পর নিজের একটা স্বপ্ন দেখতে শুরু করলাম ,শেষ পর্যন্ত পড়ালেখা চালাতে পারিনি,
ছেড়ে দিলাম পড়াশোনা যে, আমি দেশের বাহিরে চলে যাবো,, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে আলাপ আলোচনা করে কিছুই করতে পারেনি , তারপর ঢাকা গিয়ে একটি জব করতে শুরু করলাম , প্রায় ২ বছর জব করা পর , সেখানে নানান সমস্যায় জড়িয়ে পড়লাম , সেখান থেকে চাকরি ছেড়ে দিয়ে সিলেটে চলে আসলাম নিজ বাড়িতে, কয়েকদিন বাড়িতে থাকার তার পর সিলেটে একটা চাকরির খবর পেলাম, সেখানে কাগজপত্র জমা দিলাম ,
তারপর সেখানে আমার চাকরি হলো, শুরু করলাম চাকরি, সেখানে চাকরি কালীন অবস্থায় , সেখানে পরিচয় হয় (আরিয়ান চৌধুরী টিপু) নামের এক দালালের সাথে পরিচিত হওয়ায়, নিজের ভাইয়ের মতো তাকে সম্মান করি , আমি বুঝিনি সে যে নিকৃষ্ট ধরনের একটা ক্রিমিনাল ,, আমি সেটাও জানতাম না অনেক মানুষের এভাবে টাকা নিয়ে প্রতারণা করেছে , আমার কয়েক লক্ষ টাকা মেরে দিয়েছে , শুধু তাই নয় আমাকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হয়, নিয়ে আমাকে কিডন্যাপ করে,
আরও টাকা দাবি করে,
আমি টাকা দিতে না পারায় আমাকে প্রাণে মারার হুমকি দেয়৷ এবং মেরে ফেলার'ও চেষ্টা করে। তারপর আমাকে এক বিল্ডিং এ নিয়ে ছুড়ে ফেলে দেয়..!
সেখানকার কিছু লোকজন আমাকে মালেশিয়ার এক সরকারি হসপিটালের ভর্তি করে, অনেক দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম,
তারপর ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়।
শেষে আমাকে দেশে আনা হয়।
''আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন সকলের দোয়ায় আমি প্রাণে বেঁচে দেশে ফিরে আসি,,
🚫সবাইকে একটা কথা'ই বলবো আপনারা দালাল হইতে সাবধান , নয়তো আমার মতো মধ্যবিত্ত হাজারো ছেলের স্বপ্ন ভেঙ্গে যাবে দালাল এর ফাঁদে পড়ে , 🙏
♦️আমার ছবি এবং দালাল টিপুর ছবি♦️