BD Mubarak

BD Mubarak digital content creator guideline

30/05/2025

সমাবেশ-মহাসমাবেশে আমরা যত লোক দেখি কিম্বা আমাদের দেখানো হয় ,তার মধ‍্যে বৃহৎ একটা সংখ‍্যা থাকে এদের মতো। যারা ভাড়ায় চালিত।
সুতরাং লোকে লোকারণ্য দেখে এটা ভাবার কারন নাই যে সবাই তাদের সমর্থিত লোক।

সাদা পাথর সিলেট।
30/05/2025

সাদা পাথর সিলেট।

নানান ডিজাইনের জুতা তৈরি করলো আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা
30/04/2025

নানান ডিজাইনের জুতা তৈরি করলো আস-সুন্নাহর প্রশিক্ষণার্থীরা

22/08/2024

আজকে স্বাধীন ভাবে বন্যার ব্যাপারে ভারতের প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন। কয়েক বছর আগে একজন আবরার ফাহাদ ভারতের ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে।

তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?'
তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন!

01/07/2024

প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে পাহাড়ে বেড়াতে গিয়ে
ভারতে জলপ্রপাতের স্রোতে ভেসে গেলেন একই পরিবারের ৫ জন!!
পরিবারের সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল। তবে মুহূর্তেই মধ্যেই আনন্দ পরিণত হলো বিষাদে।
ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচ সদস্য।
এরইমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে খুঁজতে চলছে উদ্ধারকাজ। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় জলপ্রপাতে দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই।

রোববার (৩০ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছুটি কাটাতে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে যায় সাত সদস্যের পরিবারটি।
দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই। কোনোমতে দুজন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়।

28/06/2024

বইন তুই শুদ্ধ ফারছ না সিলেটি মাত। সিলেটি ভাষা কিতা অসুন্দর নি? হামিয়ে যায়,হুতনে ছিলাম,হাপ,চকির নিচে🙄

26/06/2024

আমাদের দাদাদের ছিলো অনেক, বাবাদের ছিলো অল্প, আর আমরা যারা এখন ব্রাজিল ফ্যান, তাদের আছে গাল ভরা গল্প 🙂
অভিনন্দন টিম আরজেন্টিনা 🇦🇷🔥⚽

23/06/2024

বাংলাদেশ টিমের বর্তমান অবস্থা🤣

এ লজ্জা রাখি কোথায়! 😮‍💨😩🫣সারাবছর কুরবানির ফযিলতের ওয়াজ করে নিজ ঘরে কুরবানি দিতে অক্ষম অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম মুয়...
16/06/2024

এ লজ্জা রাখি কোথায়! 😮‍💨😩🫣

সারাবছর কুরবানির ফযিলতের ওয়াজ করে নিজ ঘরে কুরবানি দিতে অক্ষম অধিকাংশ মসজিদের সম্মানিত ইমাম মুয়াজ্জিন।

অনেক জায়গায় তো কেউ খোঁজ খবর ও নেয় না যে, ইমাম মুয়াজ্জিনের কপালে ঈদের দুপুরে ডাল ভাতের বেশি জুটে কিনা। পরিবারের বাকি সদস্যরা গুমরে কেঁদে কাটিয়ে দেয় সারাদিন।

তবে মাগরিবের পরে অনেকেই ইমামের সাথে সৌজন্য রক্ষার খোশগল্পে- হুজুর আপনার দোয়ার বরকতে এবার ৫ মণ গোশত হলো। গোশতের স্বাদ কি! তবে কত আর খুমু। কি আর করমু দুটো ফ্রিজ ভরে রেখে দিয়েছি।

আরেকজন, আরে আমার গরুটাই সেরা হইছে গোশত একদম লাল টকটকে। কলিজটা আগেই ভুনা করতে পাঠিয়েছিলাম। রুটি দিয়ে খাইলাম। অপরজন, কি যে বলবো এমন গোশত কখনো দেখিনি। পরিবারের সবাই মিলে দুই ডেগ সাবাড় করে দিলাম।

এরইমধ্যে সভাপতি সাহেব হাঁক ছাড়লেন, শুধু ঈদ নিয়ে ব্যস্ত থাকলে হবে মসজিদের সামনে ময়লা আবর্জনা পরিস্কার করবে কে? খেয়ে দেয় দেখি নড়াচড়া নাই। বেতন তো ঠিকমতো পেয়ে যায়। তাই এতো গল্পবাজি।

সেক্রটারি আজ নামাজেই আসতে পারেন নি। ক্যাসিয়ার সাহেব মুসকি হেসে বললেন কাজ শেষ করে বাসায় থেকে খেয়ে যাবেন। না হয় আবার ফতোয়া দিবেন কুরবানী হয়নি। বেঁচে গিয়ে জমে থাকা গোশতের গামলা আর ঠান্ডা ভাত নিয়ে আসে কাজের ছেলেটা।

খেতে গিয়ে ইমামের মুখে খাবার ঢুকতে চায়না। বাচ্চাগুলোর মুখে যে এক টুকরো গোশত উঠেনি। চোখ বেয়ে দরদর করে গড়িয়ে পড়ে তপ্ত অশ্রু।

゚ #একটাভালোকাজ

ভাঙ্গা পা বারবার গর্তে পড়ে।জন্মের ছয় বছর পর প্রথম হাঁটতে শিখেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মরিয়ম। মা আর বাবা দুইজনই গ...
16/06/2024

ভাঙ্গা পা বারবার গর্তে পড়ে।

জন্মের ছয় বছর পর প্রথম হাঁটতে শিখেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মরিয়ম। মা আর বাবা দুইজনই গারমেন্টেসে চাকরি করতো। অভাব আর ভাগ্য বরাবরই তাদের বিপক্ষে ছিল। মেয়েকে সামলাতে মা তার গার্মেন্টসের চাকরি ছেড়ে দেয়।

২০২৪ এর শুরুতে হঠাৎ একদিন অজ্ঞান হয়ে যায় মরিয়ম। মেয়েকে নিয়ে বাবা মা ছুটে যায় উত্তরার একটি হাসপাতালে। ডাক্তার জানায় মরিয়মের শরীরের রক্ত একেবারেই শূন্যের কোঠায়, বাঁচাতে হলে আইসিইউ তে ভর্তি করতে হবে। কিন্তু আইসিইউ তো গরিবের জায়গা না। বাবা মা অপারগতা স্বীকার করে জানায় এতো টাকা নেই তাদের। এভাবেই দুই ধাপে ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয় মরিয়মকে। মরিয়মের শরীরের হাত পা তখন প্রায় সবই অবশ হয়ে আছে। এই ১৪ দিন হাসপাতালে মেয়েকে নিয়ে দৌড় ঝাঁপ করায় পর আল্লাহর রহমতে মরিয়ম কোন রকম সুস্থ হয় ঠিকই কিন্তু গার্মেন্টস থেকে এবার বাবার চাকরিটাও চলে যায়।

এখন মরিয়ম আর হাঁটতে পারে না। চাকরি হীন বাবা মা চেষ্টার কোন ত্রুটি রাখছে না মেয়েকে ভালো রাখার। ডাক্তার জানিয়েছে প্রায় ১ বছর থ্যারাপি নিলে মরিয়ম আবার হাঁটতে পারবে।

আমি সেদিন লাইভ করার পর ১লক্ষ ৫ হাজার টাকার মতো এসেছে। আর অন্তত ১লক্ষ টাকা আমরা উঠিয়ে দিতে পারলে মরিয়মের চিকিৎসা টা হবে ইনশাআল্লাহ। যদি ইচ্ছা হয় সামান্য কিছু সাহায্য করতে পারেন। নিচে মরিয়মের মা বাবার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আমি জানি ঈদে আপনারাও ব্যস্ত এবং সবারই খরচ আছে। তারপরেও চলুন সামান্য কিছু দিয়ে হলেও আমরা মরিয়মের পাশে দাঁড়াই।🙏

মরিয়মের বাবার বিকাশ পারসোনাল : 01968095641
মরিয়মের বাবার নগদ পারসোনাল :01968095641
মরিয়মের বাবার রকেট পারসোনাল :019680956411

মরিয়মের মায়ের Duch Bangla bank limited

Afruza begum

Account number : 7017328897792

Nolvog branch,sector 12,Uttara,Dhaka.

📝 Tasrif Khan ভাই

゚ #একটাভালোকাজ

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when BD Mubarak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Mubarak:

Share

Category