21/08/2025
তোমাকে ভালবাসতে, আমার তোমার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন নেই! তুমি তো জানো যোগাযোগ একবার না বহুবার বন্ধ হয়েছে বহুদিনের জন্য, ভালো তো আমি তোমাকে সেদিনও বেসেছি, থাক না যোগাযোগ বন্ধ, থাক না কিছু কথা, কিছু কথা আল্লাহ্ জানুক, কিছুটা কিবোর্ড জানুক, বাকিটা আমি আর আমার নিঃশব্দ রাতের মধ্যে সীমাবদ্ধ থাকুক.! কিছু একটা অপূর্ণ ছিল যেটা কখনও পূর্ণতা পায়নি, কেউ একজন আমারও ছিল কিন্তু সে আমার হয়নি