As News Tv

As News Tv সবাইকে ধন্যবাদ

19/07/2024

আমরা ১ কোটি ৫০ লক্ষ প্রবাসী চলুন সবাই মিলে হ্যাশট্যাগ দেই। একজনে অন্তত একটা করে দিলে ১ কোটি ৫০ লক্ষ হ্যাশট্যাগ হবে, এন্ড্রয়েড ফোন ব্যবহার করে না এমন কোনো প্রবাসী নাই । সবাই হ্যাস ত্যাগ করে পোস্ট করলে বাংলাদেশ ইন্টারনেট ব্যবস্থা স্যাটেলাইট থেকে ফ্রি করে দিবে স্টারর্লিংক। তাই সবাই এই পোস্টটি কপি করে নিজের আইডিতে পোস্ট করে দেন।































১৮-০১-২০২২😭😭
18/01/2022

১৮-০১-২০২২😭😭

20/12/2021
17/12/2021
08/09/2021

 Posted in Others বুড়ো হয়েই জন্ম নিলো এক শিশু, বয়স মায়ের চেয়েও বেশি  Author: admin  Published Date: September 8, 2021  Leave a Comment on বুড়ো হয়েই জন্ম নিলো এক শিশু, বয়....

ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউম ‘ক্লিনিক্যালি ডেড’।  হাসপাতাল কর্ত...
30/08/2021

ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ বিমানের পাইলট নওশাদ আতাউল কাইউম ‘ক্লিনিক্যালি ডেড’। হাসপাতাল কর্তৃপক্ষ তার লাইফ সাপোর্ট খুলে দিতে অনুমতির অপেক্ষা করছে। বিমানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার দুপুরে নওশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিমানের বেশ কয়েকটি অসমর্থিত সূত্র তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর নিশ্চিত করে। পরে খোঁজ নিয়ে জানা যায়, নওশাদের মৃত্যুর ঘোষণা এখনও হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে আছেন।

সূত্রে জানা গেছে, নাগপুরের কিংসওয়ে হাসপাতালে কোমায় থাকা নওশাদ ক্লিনিক্যালি ডেড। পাইলট নওশাদের স্বজনরা এখনই লাইফ সাপোর্ট খুলে দিতে চাচ্ছেন না। তাদের দাবি, নতুন করে মেডিকেল বোর্ড বসানো হোক। পরীক্ষা-নীরিক্ষার পর তারাই সিদ্ধান্ত দিক। এ দাবিতে বিমান কর্তৃপক্ষেরও সায় রয়েছে।

বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জানান, ক্যাপ্টেন নওশাদের মৃত্যুর খবর সঠিক নয়। এখনও তিনি লাইফ সাপোর্টে আছেন।

এদিকে নওশাদের দুই বোন যুক্তরাষ্ট্র থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।

গত শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি ০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। এরপর নাগপুরের ওই হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।

শনিবার রাতেই নওশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে ওই হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে জানিয়েছিলেন, ক্যাপ্টেন নওশাদ ‘কোমায়’আছেন। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে সম্পূর্ণ ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

29/08/2021
26/08/2021

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন ……ছোটদেশ ছফরিটিল্লা নিবাসি হাফেজ আব্দুল হামিদ সাহেব কিছুক্ষন আগে নিজ বাড়ীতে ইন্তেকাল হইয়াছেন।

মরহুমের জানাযার নামাজের সময় পরে জানানো হইবে।
আমরা দোয়া করি আল্লাহ উনাকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করেন।আমিন….

26/08/2021
26/08/2021

জাপানিজ দুই শিশুকে সকালে বাবা বিকেলে দেখভাল করবেন মা – ছবি : সংগৃহীত

26/08/2021

দেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি ক্রিকেট খেলার পাশাপাশি শুরু করেছেন সোনার ব্যবসা। এ নিয়ে তিনি পত্রিক....

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when As News Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share