Shapla News

Shapla News সত্যর সন্ধ্যানে সব জায়গায় সবার আগে সব খানে।

17/11/2025

অনেকেই জমি মাপার পদ্ধতি জানি না। তাই, সাধারণত জমি মাপার সময় আমরা একজন আমিন বা
সার্ভেয়া্রের শরণাপন্ন হই। এই ব্যাপারে তখন আমাদের সেই সার্ভেয়ার বা আমিনের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। সেক্ষেত্রে, প্রতারিত হবার কিছুটা সম্ভাবনা থেকেই যায়। জমি পরিমাপের ব্যাসিক ধারণা পারে এই সমস্যা থেকে সমাধান দিতে।
এ ছাড়া জমি পরিমাপ জানা থাকলে জমি কেনার সময় জমির পরিমাণ নিজেই মেপে বের করা যায়। এই আর্টিকেলে জমি মাপার বিভিন্ন সূত্র এবং নিয়মগুলো খুব সহজ করে বর্ণনা করা হয়েছে।
সুত্র এবং নিয়ম গুলো জানা থাকলে আশা করি, জমি মাপার বিষয়টি আপনাদের কাছে খুবই স্বচ্ছ হয়ে উঠবে।
জমির মাপের সাথে সম্পৃক্ত বিভিন্ন এককঃ
১ শতাংশ = ১০০০ বর্গলিংক
১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট
১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত
১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ
১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার
জমি কেনার আগে আপনাকে যা যা জানতে হবে
বিভিন্ন পরিমানে জমির হিসাবঃ
১ শতক = ৪৩৫.৬০ বর্গফুট
১ শতক = ৪৮.৪০ বর্গগজ
১ শতক ৪০.৪৬ বর্গমিটার
১ শতক = ১৯৪.৬০ বর্গহাত
১ শতক ১০০০ বর্গলিংক
১ কাঠা = ১.৭৫ শতক (৩৫ এর মাপে)
১ কাঠা = ১.৬৫ শতক (৩৩ এর মাপে)
১ কাঠা = ১.৫০ শতক (৩০ এর মাপে)
১ একর = ৬০.৬০ কাঠা
১ একর = ৩.০৩ বিঘা
১ হেক্টর = ২.৪৭ একর
১ একর = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৬ বর্গমিটার
১ একর = ১৯৪৬০ বর্গহাত
১ একর = ১০০০০০ বর্গলিংক।
উদাহরণঃ একটি জমির দৈর্ঘ্য উত্তর আইল ৫০ ফুট, দক্ষিণ আইল ৫৪ ফুট, প্রস্থ পশ্চিম আইল ৩০ ফুট, ভিতরে এক অংশে ৩৪ ফুট, এক অংশে ৩৮ ফুট এবং পূর্ব আইল ৪০ ফুট জমিটির পরিমাণ কত ?
জমিটির দৈর্ঘ্য ৫০+৫৪ = ১০৪ (দুই দিকের দৈর্ঘ্য যোগ করা হলে) তাই ২ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় (১০৪ ভাগ ২) = ৫২ ফুট।
জমিটি প্রস্থে অসম হওয়ায় এর ২ দিকের বাউন্ডারীর প্রস্থ ছাড়াও ভিতরের দিকে অন্তত ২াট প্রস্থ পরিমাপ এবং তা গড় করে মূল প্রস্থ বের করা যায় ৩০+৪০+৩৪+৩৮ = ১৪২ (ফুট) এর গড় (১২৪ ভাগ ৪) ৩৫.৫ ফুট।
ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ = ৫২ x ৩৫.৫ = ১৮৪৬ বর্গফুট (জমিটির ক্ষেত্রফল)
সূত্র মতে ৪৩৫.৬০ বর্গফুট = ১ শতাংশ।
অতএব উপরের জমিটির পরিমাণ (১৮৪৬ ভাগ ৪৩৫.৬০) = ৪.২৪ শতাংশ।
পরচা, দাখিলনামা, জমাবন্দি, দাখিলা, দাগ নাম্বার, ছুটদাগ কি?
ক্ষেত্রফল আকৃতির জমির মাপঃ
প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক-
ক্ষেত্রফল = বাহু X বাহু
কর্ন = ১ বাহু X ১.৪১৪
পরীসিমা= ১ বাহু X ৪
এখন যদি প্রশ্ন হয় একটি বর্গক্ষের বাহুগুলির দৈর্ঘ্য ১২০ লিংক করে হলে উহার ক্ষেত্রফল এবং জমির পরিমাণ বের কর।
তাহলে আমরা জেনেছি যে, ক্ষেত্রফল= বাহু X বাহু = ১২০ X ১২০= ১৪৪০০ বর্গলিংক (যদি ক্ষেত্রফলের একেকটি বাহু ১২০ লিংক হয়)।
এখন আমরা আগেই জেনেছি যে, ১ শতাংশ = ১০০০ বর্গ লিংক তাহলে জমির পরিমান,
১০০০ বর্গ লিংক = ১ শতাংশ
১ বর্গ লিংক = ১০০০ ভাগের ১ ভাগ
১৪৪০০০ বর্গ লিংকে কত হবে?
সুতরাং ১৪৪০০০ বর্গ লিংকে ১০০০ দিয়ে ভাগ দিলে যা হবে তাই হচ্ছে তার ফল অর্থাৎ ১৪.৪০ শতাংশ হবে।

জমি মাপের সহজ পদ্ধতি ও যন্ত্রপাতিঃ
গ্যান্টার জরিপঃ
ইংরেজ বিজ্ঞানী গ্যান্টার জরিপ কাজে ব্যবহৃত চেইন আবিস্কার করেন। তাই তার নামানুসারে এ চেইনের নামকরন করা হয়েছে “গ্যান্টর্র্স চেইন”। এ চেইনের দের্ঘ্য ২২ গজ বা ৬৬ ফুট। এতে ১০০টি লিংক আছে। প্রতি লিংকের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি এর দু মাথায় দুটো হাতল এবং দশম লিংক একটি করে “পেন্ডিল” বা পুলি আছে।
ইদানিং ফিতা/টেপ ব্যবহার করেও জমি পরিমাপ করা হয়। সার্ভেয়ার বা আমিন সব সময় পাওয়া যায় না। এক্ষেত্রে নিম্নোক্ত হিসাব ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই জমি পরিমাপ করতে পারবেন।
হিসাবটি হলোঃ
১০০০ বর্গ লিংক (৩১.৬২x৩১.৬২ লিংক) ১ শতাংশ।
১৯৪.৬ বর্গ হাত (১৩.৯৫x১৩.৯৫ হাত) = ১ শতাংশ।
১০.০০০ বর্গ লিংক (১x১ চেইন) = ১০ শতাংশ।
৩৩.৩ শতাংশ কার্যত ৩৩ শতাংশ = ১ বিঘা। (ষ্টান্ডার্ড বিঘা)
১০০ শতাংশ বা ৪৮৪০ বর্গগজ = ১ একর।
৪৮৪০x৯ (৯ বর্গফুট = ১ বর্গ গজ বলে = ৪৩৫৬০ বর্গফুট।
৪৩৫৬০ ১০০ (১০০ শতাংশ ১ একর বলে)= ৪৩৫.৬ বর্গফুট।
অতএব ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট বা ৪০.৪৬ বর্গমিটার (প্রায়)।

আমাদের দেশে কোথাও ৩৫ শতাংশে ১ বিঘা, কোথাও ৩৩ শতাংশে ১ বিঘা আবার ইদানিং ৩০ শতাংশে ১ বিঘা বলা হচ্ছে।
যদিও সরকারি বিঘা ৩৩ শতাংশেই করা হয়। অপরদিকে কাঠার পরিমাণ শতাংশের পরিমাণে স্থান বিশেষ পার্থক্য হলেও ২০ কাঠায় ১ বিঘার হিসেবে সর্বত্র প্রচলিত ও স্বীকৃত আছে।

ডায়াগনাল স্কেলঃ
ডায়াগনাল স্কেল একটি চার কোনা বিশিষ্ট তামা ব্রোঞ্জের তৈরি স্কেল। ইহার চার পাশে ১০ টি ঘর বা কক্ষ থাকে প্রতিটি ঘরের মান ১০০ লিংক। ১৬”=১ মাইল স্কেলে ইহা তৈরি করা হয়। এবং গান্টার চেইনের সাথে মিল আছে বলে একে গান্টার স্কেলও বলা হয়।

আভার অফসেটঃ
এটি একটি প্লাষ্টিকের তৈরি স্কেল এই স্কেলের সাথে গান্টার স্কেলের মিল আছে। ইহার দৈর্ঘ্য ২ ” এবং প্রস্ত .৫” (ইঞ্চি) এই স্কেলের সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব সহজে মাপা যায়। এটা ছাড়া অফনেট নেয়ার ক্ষেত্রে ইহা বিশেষ সুবিধাজনক। গুনে গুনে সংখ্যা হিসাব করা যায় বলে একে গুনিয়া বলা হয়।

ডিভাইডার বা কাটা কম্পাসঃ
ইহা একটি জ্যামিতিক কম্পাস। ইহার সাহায্যে নকশার সংকোচিত দুরত্ব নিয়ে ডাইগোনাল স্কেলে মাপ নেয়া যায় এবং দুরত্ব গুনিয়া গুনিয়া সংখ্যা বুঝা যায়।

জোনাল জরিপঃ
ভূমি সংস্কার কমিটির সিদ্ধান্ত মোতাবেক রিভিশনাল সেটেলমেন্ট পদ্ধতির পরিবর্তে ১৯৮৫-৮৬ অর্থ বছরে স্থায়ী পদ্ধতির জোনাল সেটেলমেন্ট আরম্ভ হয়। ১০ টি বৃহত্তর জেলায় জরিপ কাজ হয় এবং এ জরিপে সৃষ্ট খতিয়ানকে বাংলাদেল সার্ভে বা বি. এস. খতিয়ান বলে। কেউ আবার একে আর. এস. খতিয়ান বলে।
দিয়ারা জরিপঃ দরিয়া শব্দ থেকে দিয়ারা শব্দের উদ্ভব। যে সকল এলাকায় নদী বা সাগরের কারনে জমির ভাঙ্গাগড়া বেশী হয় সে অঞ্চলে দিয়ারা জরিপ পরিচালিত হয়।
বিঘা থেকে কাঠা ও শতাংশ বের করার পদ্ধতি :
১ কাঠা = ৪৩৫.৬০ বর্গফুট x৩৫ (৩৫ শতাংশে বিঘা হিসাবে) ২০ (২০ কাঠায় বিঘা বলে)। ১ কাঠা = ১৫২৪৬২০ = ৭৬২.৩ বর্গ ফুট, ১ কাঠা ৭৬২.৩ ৪৩৫.৬ = ১.৭৫ শতাংশ। অনুরুপভাবে ৩০ শতাংশে ১ বিঘা ধরলে ১ কাঠা সমান = ১.৫০ শতাংশ।

#আপডেট_জমি_রেজিস্ট্রি_খরচঃ #জমিররেকর্ড #জমিরসমস্যা #ভূমিসেবা #আইনী #খারিজ #ভূমি #খাজনা ゚

শহর,কিংবা গ্রাম, ফ্লাট, মার্কেট প্রতি ইঞ্চি জমি অনেক মূল্যবান তাই ১০০%ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করা হয় |
বাংলাদেশের সকল জেলায় আমরা ডিজিটাল সার্ভের কাজ করে থাকি | ডিজিটাল পেন্টাগ্রাফ ম্যাপ তৈরি করা হয় ডিমারকেশন করা হয় এবং সকল মৌজার ম্যাপ সরবরাহ করা হয় ভূমি বিষয়ের যেকোনো তথ্য সেবা এবং ভূমি পরিমাপের জন্য যোগাযোগ করুন |

আতিক হাসান মন্ডল লেবু
সিভিল কোড কমিশনার
জেলা ও দায়রা জজ আদালত গাইবান্ধা
যুগ্ম সাধারণ সম্পাদক।
বাংলাদেশ সার্ভেয়ার অ্যাসোসিয়েশন
ইমু &হোয়াটসঅ্যাপ 01737-132014

দূর্ধষ মহিলা চোরাকারবারি গোয়াইনঘাটের লায়লা বেগম, গত ২৮ অক্টোবর ২০২৫ বেলা ৩ ঘটিকায় সালুটিকর বাজারে বিপুল পরিমাণ চোরাচালান...
16/11/2025

দূর্ধষ মহিলা চোরাকারবারি গোয়াইনঘাটের লায়লা বেগম, গত ২৮ অক্টোবর ২০২৫ বেলা ৩ ঘটিকায় সালুটিকর বাজারে বিপুল পরিমাণ চোরাচালান পন্যসহ তার অন্যতম সহযোগী আনিসুজ্জামান সাকি এবং চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিকশা যার নং ১২- ৪০০৯ আটক হয় । পরে প্রায় ১৫০০০০/=(দেড় লক্ষ) টাকা ঘুষের বিনিময়ে মহিলা চোরাকারবারি লায়লা বেগম ও চোরাচালানে ব্যবহৃত অটোরিক্সাটি ছেড়ে দেয় পুলিশ । তবে চোরাচালানের অভিযোগে চোরাকারবারি লায়লা বেগমের মেয়ের জামাই এয়ারপোর্ট থানার পিরেরগাও গ্রামের ছুলেমান মিয়ার পুত্র আনিসুজ্জামান সাকি (৩৫)কে একমাত্র আসামী করে এ এস.আই(নিঃ) মোহাম্মদ সারওয়ার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- জি আর ৩০০/২০২৫। চোরাকারবারি লায়লা বেগম তোয়াকুল ইউনিয়নের বীরকুলী মাঝপাড়া গ্রামের প্রবাসী বাবুল মিয়ার স্ত্রী।

সিলেট -৪আসনে শাপলা কলির কাণ্ডারি এনসিপির  সিলেট জেলার সাবেক নাগরিক কমিটির সার্চ কমিটির সদস্য. ও  জাতীয় নাগরিক পার্টির  ...
07/11/2025

সিলেট -৪আসনে শাপলা কলির কাণ্ডারি এনসিপির
সিলেট জেলার সাবেক নাগরিক কমিটির সার্চ কমিটির সদস্য. ও জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সমন্বয়কারী, বর্তমান আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম সদস্য সচিব(সিলেট) ফয়সল আহমদ

06/11/2025

লজ্জা নয় জানতে হবে..

"ওনার বুকের পাটা দেখুন বুকের কাপড় দেখার দরকার নেই। উনি যে কাজটা করছেন সেটা তাদের করা উচিত যারা অনেক উপরে বসে আছেন। "মন্...
08/08/2025

"ওনার বুকের পাটা দেখুন বুকের কাপড় দেখার দরকার নেই। উনি যে কাজটা করছেন সেটা তাদের করা উচিত যারা অনেক উপরে বসে আছেন। "মন্তব্যটি করেছেন প্রিয়া রয় ব্যানার্জি

সিলেটের সকল হাসপাতালের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার। ১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালনিউ মেডিকেল রোড, কাজলশ...
24/06/2025

সিলেটের সকল হাসপাতালের নাম,
ঠিকানা ও মোবাইল নাম্বার।

১) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিউ মেডিকেল রোড, কাজলশাহ, সিলেট।
✆ +88 0821717055, +88 0821717051

(২) সদর হাসপাতাল
চৌহাট্টা, সিলেট।
✆ +88 0821713506

(৩) সিলেট ডায়বেটিক হাসপাতাল
মধুবন সুপার মার্কেট, বন্দরবাজার, সিলেট।
✆ +88 0821713632, +88 08212830383

(৪) জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল
সুনামগঞ্জ রোড, পাঠানটুলা সিলেট।
✆ +88 0821719096

(৫) সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল
মিরবক্সটুলা, সিলেট।
✆ +8808212830040

(৬) নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল
দক্ষিণ সুরমা, গহরপুর রোড, সিলেট।
✆ +880821-728587

(৭) পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ভিআইপি রোড, তালতলা, সিলেট -৩১০০
✆+880821-728878

(৮) মাতৃমঙ্গল রেড ক্রিসেন্ট হাসপাতাল
চৌহাট্টা, সিলেট-৩১০০।
✆ 0821-724098

(৯) ইবনে সিনা হাসপাতাল সিলেট লিঃ
সোবহানীঘাট পয়েন্ট, সিলেট।
✆ +88 08212832735

(১০) মাউন্ট এডোরা হসপিটাল
আখালিয়া, সিলেট-৩১০০
✆ +8801707079716

(১১) মাউন্ট এডোরা হসপিটাল
নয়াসড়ক, সিলেট-৩১০০
✆ +8801786637476

(১২) আল হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +880821729981

(১৩) ওয়েসিস হসপিটাল
সোবহানীঘাট, সিলেট-৩১০০
✆ +8801611-99 0000

(১৪) সেবা পলি ক্লিনিক
দরগাহগেইট, সিলেট।
✆ +88 0821713900

(১৫) রয়েল হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টার
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821714850, +88 0821723362

(১৬) ইউনাইটেড পলি ক্লিনিক
জিন্দাবাজার, সিলেট।
✆ +88 0821717476

(১৭) নিরাময় পলি ক্লিনিক
নবাবরোড, সিলেট।
+88 0821716258

(১৮) হেলথ কেয়ার হাসপাতাল
৯৮ কাজলশাহ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 08212830792

(১৯) মা-মনি ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713211

(২০) মেট্রোপলিটন পলি ক্লিনিক
রিকাবীবাজার, সিলেট।
✆ +88 0821712311

(২১) মডার্ণ জেনারেল হাসপাতাল
সুবিদবাজার, সিলেট।
✆ +88 0821723633

(২২) মহানগর হাসপাতাল
দরগা মহল্লা, সিলেট।
✆ +88 0821720431, +88 0821720432

(২৩) জালালাবাদ ক্লিনিক
মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712460

(২৪) মাদার কেয়ার ক্লিনিক
পুরান মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821713131

(২৫) নূরজাহান হাসপাতাল
দরগা গেইট, সিলেট।
✆ +88 0821714123

(২৬) সেন্ট্রাল পলি ক্লিনিক
হাওয়াপাড়া, সিলেট।
✆ +88 0821713838, +88 0821714849

(২৭) সিটি পলি ক্লিনিক
পুরাতন মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821715433

(২৮) আল-নুর চক্ষু ক্লিনিক
হাউস-৭, রোড- ৮, ব্লক- এ, উপশহর, সিলেট।
✆ +880821 715620, +8801716753657

(২৯) আল-বান্না জেনারেল হাসপাতাল
দরগাহ গেইট, আম্বরখানা, সিলেট।
✆ +88 0821725441

(৩০) আরোগ্য পলি ক্লিনিক
১০, মধুশহীদ, নিউ মেডিকেল রোড, সিলেট।
✆ +88 0821712311, +88 0821714744

(৩১) আয়েশা মেডিকেয়ার
লামাবাজার, সিলেট।
✆ +88 0821717222

শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দিন, কাজে লাগতে পারে।
"আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা"
Alo Roktodan Somaj Kallan Shongstha

#সিলেট

23/06/2025

এনসিপির কার্যালয়ের সামনে ক/ক/টেল বি/স্ফো/রণ: ব্রিফিং করছেন এনসিপির নেতারা

ট্যাক্স ছাড়া ১৯ ধরনের যেসব পণ্য আনা যাবে বিদেশ থেকে  জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন বর্তমানে ১২ বছর বা তার বেশি ব...
23/06/2025

ট্যাক্স ছাড়া ১৯ ধরনের যেসব পণ্য আনা যাবে বিদেশ থেকে

জেনে নিন এবং নিজের টাইমলাইনে রেখে দিন

বর্তমানে ১২ বছর বা তার বেশি বয়সী যাত্রী ৬৫ কেজি এবং ১২ বছরের নিচে যাত্রীরা ৪০ কেজি ওজন পর্যন্ত ব্যাগেজ ট্যাক্স ফ্রি আনতে পারবেন।

ট্যাক্স ছাড়া আনা যাবে যেসব পণ্য (১৯ ধরনের):
১) সর্বোচ্চ ২টি ব্যবহৃত ও ১টি নতুন মোবাইল
২) ২৯ ইঞ্চি পর্যন্ত টিভি
৩) ল্যাপটপ
৪) ডেস্কটপ
৫) প্রিন্টার
৬) স্ক্যানার
৭) ভিডিও/ডিজিটাল ক্যামেরা
৮) মাইক্রোওয়েভ
৯) রাইস কুকার
১০) প্রেসার কুকার
১১) গ্যাস ওভেন
১২) ব্লেন্ডার
১৩) কফি মেকার
১৪) সেলাই মেশিন
১৫) টেবিল ফ্যান, খেলাধুলার সামগ্রী
১৬) এক কার্টন সিগারেট
১৭)সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না (বছরে একবার)
১৮) মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
১৯) ১৫ বর্গমিটার আয়তনের কার্পেট

ট্যাক্স দিয়ে আনা যাবে যেসব পণ্য (১১ ধরনের):
• ১১৭ গ্রাম পর্যন্ত সোনার বার (প্রতি ভরিতে শুল্ক ৫০০০ টাকা, বছরে একবার)
• ২৩৪ গ্রাম রৌপ্যবার
• ৩০ ইঞ্চির বেশি টিভি, হোম থিয়েটার
• রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, ডিপ ফ্রিজ
• ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
• ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, ক্লথ ড্রায়ার

এবার থেকে বছরে একবার একটি নতুন মোবাইল এবং সর্বোচ্চ ১০০ গ্রাম সোনার গয়না বিনা শুল্কে আনার সীমা নির্ধারণ করা হয়েছে।

23/06/2025

Shapla News ফলো দিয়ে সাথে থাকবেন।

শহীদ সাংবাদিক, আবু তাহের তুরাব...
22/06/2025

শহীদ সাংবাদিক, আবু তাহের তুরাব...

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Shapla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shapla News:

Share