সিলেটের হেল্প পেইজ

সিলেটের হেল্প পেইজ মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্য?

16/09/2025
16/09/2025

সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার এবং জকিগঞ্জের আমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
এমন ভাবে পানি বাড়তে তাকলে অনেক ক্ষতি হতে পারে।

১৩ বছরের মেয়ের 'পিরিয়ড' ইরেগুলার। বহুদিন ধরে পেট ব্যথার যন্ত্রনায় কান্নাকাটি। মা আমাকে বাঁচাও বলে আর্তনাদ। মা কী করলেন? ...
16/09/2025

১৩ বছরের মেয়ের 'পিরিয়ড' ইরেগুলার। বহুদিন ধরে পেট ব্যথার যন্ত্রনায় কান্নাকাটি। মা আমাকে বাঁচাও বলে আর্তনাদ। মা কী করলেন?
তার বাবার বাড়ির এক কবিরাজকে ব্যাপারটা জানালো। কবিরাজ সম্পর্কে মহিলার ভাই হয়।
এই কবিরাজ জানালো, 'মেয়েটার উপর জ্বীনের আছড়। তার চিকিৎসা করতে হবে।' শুরু হলো চিকিৎসা। কিন্তু মেয়ে সুস্থ হয় না।
এবার কবিরাজ জানালো, 'জ্বীনকে চিরতরে দূর করার সর্বশেষ একটাই উপায়। বড় কোন নদী পার হয়ে যেতে হবে। বড় কোন নদী পেরিয়ে গেলে সব সময় সাথে থাকা জ্বীন আর পিছু নিতে পারে না। ভয় পায়। এরপর সেই নদীর পানি দিয়ে গোসল করালে জ্বীন আর মেয়ের উপর ভর করতে পারবে না।'
মেয়ের মাকে বললো, আশেপাশে বড় নদী বলতে, যমুনা নদীই আছে।যমুনার পানি দিয়ে গোসল করাতে হবে।
মেয়ের মা পড়লো বিপাকে। মেয়ের বাবা প্রবাসে থাকে। কবিরাজি চিকিৎসার কথা কেউ জানে না। সন্দেহ না করে তাই, মেয়েকে নানীর বাসায় কিছুদিন বেড়ানোর কথা বলে, মেয়েকে কবিরাজের সাথে যমুনা পেরোতে পাঠিয়ে দিলেন।
নিজে গেলেন না। সংসার ও অন্যান্য সন্তানের দেখাশোনা করতে হবে তাই। শ্বশুর শাশুড়ি যদি সন্দেহ করে? এই ভয়ে।
Guess what?
কবিরাজ মেয়েকে নিয়ে সেদিন ফেরার কথা বললেও আর ফিরেনি। ঢাকায় নিয়ে পালিয়ে এসেছে। সপ্তাহ খানেক ধরে মিসিং। পরে ঢাকা থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির সাথে কী বাজে ঘটনা ঘটেছে তা আর নাইবা বলি।
শাস্তি না দিয়ে ব্যাপারটা পুরোপুরিভাবে হজম করেছে মেয়ের মা এলাকায় জানাজানি ও মান সম্মানের ভয়ে। তারপরেও কী ঘটনা গোপন রাখা যায়?
এতক্ষণ যেই ঘটনাটা বললাম, সেটি প্রায় বিশ বছর আগের কথা। পরিচিত এক পরিবারের সাথে ঘটা।
(২)
ছবিতে যেই মা-মেয়েকে দেখছেন। তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ডান পাশের ছবিতে থাকা কবিরাজ মোবারক।
ঝাড়ফুঁক করার সুবাদে মোবারকের অবাধ যাতায়াত ছিলো সুমাইয়াদের বাসায়। ঠিক কী কারণে ঝাড়ফুঁক করতো। তা কোথাও পাইনি। কেউ জানলে বলবেন।
তো, গত ৮ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের সুবাদে ঐ বাসায় একবার ঢুকে মুবারক। এরপর পানি পড়া ছিটিয়ে চলে যায়। আবার এগারোটায় আসেন।
এবার সুমাইয়াকে রুমে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে মুবারক। তার মা টের পেয়ে বাঁধা দিলে, সুমাইয়াকে এক ঘরে আটকে রেখে, ওর মা তাহমিনা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে।
এরপর আবার সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করলে সুমাইয়া বাঁধা দেয়। এতে রেগে গিয়ে সুমাইয়াকেও গলাটিপে হত্যা করে মুবারক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীর মা-মেয়ের মৃত্যুর জন্য প্রথমেই দায়ী তার মা। তাদের অন্ধবিশ্বাস। যেই অন্ধবিশ্বাসকে পুঁজি করে মোবারকের মত লোকেরা এই ঘটনা ঘটাতে পারে।
অবাক করা বিষয়, গত দুই বছর ধরে মোবারক পলাতক। তার নামে মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার নাকি মামলাও ছিলো। এই মোবারককে নিয়ে ৩ অগাস্ট একটি পেজ থেকে পোস্ট করেছিলো দেখলাম। আফসোস, এই পোস্টটি যদি সুমাইয়ার চোখে পড়তো। তাহলে হয়তো ওর পরিবার বেঁচে যেত।
অথচ দেখুন দুই বছর আগে পালিয়ে যাওয়া মোবারক ঠিকই পালিয়ে অন্য স্থানে বসতি গড়েছে এই দেশের ভঙ্গুর আইন ব্যবস্থার কারণে।
দেখুন আমি -
আমার কাছে ইসলাম বলতে, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের বাইরে আর কিছু নেই। আমি এর বাইরে আর কিছুই বিশ্বাস করতে ইচ্ছুক নই।
অনলাইন অফলাইনে আমি পীর, কবিরাজ, জ্বীন ভূতের আঁছড় ছাড়ানো , বান মারা, কাগজ পুড়াইয়া রুকাইয়া করা, কবর থেকে পুতুল উঠায়, কলাগাছে বান মারে। কত কী ধরণের ভিডিও দেখি। এসব কিছুই আমি বিশ্বাস করি না।
অন্তত যারা এই কাজগুলোকে জনকল্যানমূলক কাজ বলে বেড়ায় এবং এটাকে পেশা হিসেবে নিয়ে ফেলেছে। আয় উপার্জনের জন্য। তারা ১০০% বাটপার।
আমি বা আমার পরিবার অসুস্থ হলে ডাক্তারের কাছে যাবো।
ইসলামের কোন কিছু না বুঝলে -
আমি শিক্ষিত হলে কুরআন হাদিসের কিতাব বের করে তা থেকে সমাধান দেখবো। তারপরেও না বুঝলে কিংবা পড়াশুনা না জানলে মসজিদের ইমাম সাহেবের/আলেমের কাছে গিয়ে প্রশ্ন করবো। উনি এটার সুন্দর জবাব দিবেন।
আমি কেন কবিরাজের কাছে চিকিৎসা নিবো? আমি কেন পীরের মুরিদ হবো? মাথায় ঢুকে না।
২০২৫ সালে এসেও যদি আমরা অন্ধবিশ্বাস ও কুসংস্কারে নিমজ্জিত থাকি। তাহলে আমাদের এই অন্ধবিশ্বাস ও ধর্মভীরুতার উপর ভর করেই ভন্ডরা ফুলেফেপে উঠবে।
আর আপনারাও এভাবে আর্থিক ও শারীরিকভাবে হবেন ক্ষতিগ্রস্থ। হারাবেন প্রাণ।

16/09/2025

একজন রোগী ১৩ দিন থেকে আইসিইউতে থাকার পর আজ তিনি মা* রা যান... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.

মোটামুটি আমরা সবাই জানি, একজন রোগীকে কখন আইসিইউতে ট্রান্সফার করা হয়, এক্কেবারে ক্রিটিকাল মুহূর্তে! কিন্তু এখানে ভূল চিকিৎসার অভিযোগ এনে যেভাবে হাসপাতালে ভাং* চুর আর তা* ন্ডব চালানো হলো, এটা কাম্য নয়!
এটা কোনভাবেই সমাধানের পথ হতে পারে না..! সুষ্ঠুভাবে সমাধান হওয়া বাঞ্চনীয়...

উল্লেখ্য, ভূল চিকিৎসার অভিযোগ এনে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভাং* চুর...

16/09/2025

দ্বিতীয় বিয়ে নিয়ে বি.রোধে চট্টগ্রামে ছেলেকে ছু.রি.কা.ঘাতে হ.ত্যা করেন নুরুজ্জামান। এরপর দ্বিতীয় স্ত্রীসহ সিলেটের একটি হোটেলে উঠেন তিনি...
এরপর গ্রেফতার

16/09/2025

আমি নামাজ পড়ার সময় আমার ছোট্ট মেয়ে কাছে বসে একই রুমে টিভিতে কাটুন দেখে।
এতে কি নামাজের কি কোন ক্ষতি হবে?
Inbox থেকে এক আপু

16/09/2025

আসসালামওয়ালাইকুম
আজকে আমার মা ওসমানী থেকে আম্বরখানা আসার পথে ওনার পরীক্ষার রিপোর্ট হারিয়ে ফেলেছেন।সেখানে অনেকগুলো পরীক্ষার রিপোর্ট ছিলো।রোগীর নাম:হোসনা বেগম।
যদি কেউ পেয়ে থাকেন দয়া করে জানাবেন।

Inbox থেকে এক আপু

16/09/2025

সিএনজি অটোরিকশার বিরুদ্ধে RAB এর অভি-যান!
সিএনজি অটোরিকশা ছিন.তাইকারী চ.ক্রকে ধরতে অভিযান চান ভুক্তভোগীরা।
আপনাদের কী মতামত??

16/09/2025

সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যক্রম খতিয়ে দেখতে এলেন ডিসি মো: সারওয়ার আলম।

16/09/2025

নিরাপদ থাকার দশটি উপায়ের মধ্যে নয়টিই হলো চুপ থাকা বিষয়ক, অপরটি হলো খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা।

16/09/2025

ইন্না লিল্লাহ! বাইক এক্সি'ডে'ন্ডে বাবার সামনে মেয়ের মৃ/ত্যু! পরিক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে...

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ডিগ্রি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী #ফাহমিদা_আক্তার গতকাল আনুমানিক বিকেল ৫ ঘটিকায় মোটর সাইকেল যোগে বাড়ি (দক্ষিণ ভাগ) যাওয়ার পথে আমতৈল (চালবন্দ) স্থানে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেলে যাওয়ার পথে ইন্তেকাল করেন।

16/09/2025

একজন মা তার ৫ মাসের সন্তানকে গলা কে/টে হ/ত্যা করেছে। মা নিজেই আবার পুলিশের কাছে ধরা দিল।
পুলিশ তাকে জিজ্ঞেস করল কেন মা/র/লে/ন নিজের সন্তানকে...??? মা বললো "ছেলে হওয়ার পর ঠিক টাইমে রান্না করতে পারেনা কাজ করতে পারেনা।এগুলো নিয়ে পরিবারের সবাই তাকে বকতো এবং মারধরও করতো।
এ কারনে সে তার সন্তানকে গলা কে*টে হ*ত্যা করে।"
কি মর্মান্তিক ঘটনা...!!!
মায়েরা নিজের যত্ন নেয়া ভুলে যায়। রাতের পর রাত না ঘুমিয়ে পার করে দেয় বাচ্চার জন্য। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব বাড়তি কেয়ার করা মায়ের প্রতি৷
কিন্তুু এ দেশে উল্টো মা কেই সব দিক দিয়ে অযত্ন ও প্রেসার দেয়া হয়। বাচ্চা হওয়ার পর পরিবারের দায়িত্ব মায়ের প্রতি বাড়তি কেয়ার নেয়া।

Address

Shibgonj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটের হেল্প পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share