সিলেটের হেল্প পেইজ

সিলেটের হেল্প পেইজ মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্য?

08/07/2025

ব্রেকিং নিউজ

বাংলাদেশের বিমান বাহিনীর চট্রগ্রাম শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বৃষ্টি বাংলাদেশের বরিশাল ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপর এমন ভাবে প্রবেশ করতেছে যেমন করে ফায়ার সার্ভিসের পানির পাইপ থেকে পানি বের হয় অগ্নি নির্বাপণের সময়। গত ৩ ঘন্টার ভারি-বৃষ্টি বলয় কুমিল্লা জেলার উত্তর দিকে এবং ত্রিপুরা রাজ্যের উত্তর দিকে পৌঁছেছে। ফলে আগামীকাল সকাল থেকে কুমিল্লা জেলার গোমতী নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।

08/07/2025

আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ/ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি

08/07/2025

জকিগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে হা'ম'লা'র শিকার সুহেলের মৃ'ত্যু

08/07/2025

হ্যা আমার রব! আপনি আমার দেশকে বন্যার মত দুর্যোগের হাত থেকে রক্ষা করুন, যেমনটা করেছিলেন নূহ (আ:) এর নৌকাকে 🤲 (আমীন)

08/07/2025
08/07/2025

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

নোয়াখালী ও ফেনীতে আবারো বন্যার আ/শ/ঙ্কা 🥺টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
08/07/2025

নোয়াখালী ও ফেনীতে আবারো বন্যার আ/শ/ঙ্কা 🥺
টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

08/07/2025

পাথর কোয়ারি বন্ধ, এটা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ীরাদের সমস্যা! এখানে গণপরিবহন বন্ধ কেন❓

07/07/2025

নবীগঞ্জে টানা সং'ঘ'র্ষ! বাজারে আ'আগু'ন ১৪৪ ধারা জারি!

07/07/2025

গত কালকে রাতে ৮:৩১ মিনিটে বন্দর বাজার করিমুলার পাশে আমার মানিব্যগ হারিয়েছে টকা প্রায় ৯.৫ হাজার ২ টি কার্ড (অপারেশনের😭)
Inbox থেকে

07/07/2025

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সিলেট

আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) সিলেট নগরীর ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ, শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বোরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও আশপাশের এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

06/07/2025

📌 🔴 অজান্তেই আপনি যাদুর শিকার হচ্ছেন? সতর্ক হোন এখনই!
🧩 ১/ আপনার শরীরের কিছু অংশ — অনেকের জন্য অস্ত্র!
আপনি যেগুলো ফেলে দেন, সেগুলোর মধ্যে রয়েছে:
✂️ আচড়ানোর পর ছেঁড়া চুল
🔪 কাটা নখ
🩸 মাসিকের রক্তমাখা কাপড় / স্যানিটারি প্যাড

👕 পুরনো মোড়ানো অন্তর্বাস বা ব্যবহার করা কাপড়।
⛔ এগুলোই কালো যাদুর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হয় বহু সময়।

🪄 ২. তান্ত্রিকরা কী করে এসব দিয়ে?

আপনার শরীর থেকে বিচ্ছিন্ন এই বস্তুগুলো দিয়ে
"তথাকথিত নিয়ন্ত্রণ" বা ক্ষতিসাধনের জন্য তন্ত্র-মন্ত্র করে
ব্যবহার হয় পুতুল, গরুর হাড়, কালি-লাল সুতা ইত্যাদির সাথে
এর মাধ্যমে সৃষ্টি হতে পারে:

🚫মানসিক অস্থিরতা

🚫হঠাৎ করে রোগ

🚫সংসারে অশান্তি

🚫বাচ্চা না হওয়া বা গর্ভপাত

🚫আয় রোজগারে বাধা

🕌 ইসলামে এই বিষয়ে সতর্কতা কী?

📖 কুরআন ও হাদীস অনুযায়ীঃ

জাদু বাস্তব ও ক্ষতিকর।
🔹 "…আর তারা মানুষদের মাঝে বিচ্ছেদ ঘটায় স্বামী-স্ত্রীর মধ্যে…" (সূরা বাকারা, আয়াত ১০২)
রাসূল ﷺ বলেছেন:
"যে ব্যক্তি জাদুকরের কাছে যায় ও তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ (ﷺ) এর ওপর যা নাযিল হয়েছে তা অস্বীকার করল।"
(মুসলিম)

🧿 ইসলাম আমাদের শেখায় –
যাদু থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল সন্ধ্যার দোয়া পড়া (মুআজ্জাতাইন, আয়াতুল কুরসী)

নিজের পরিত্যক্ত বস্তু সাবধানে ধ্বংস বা নিরাপদভাবে ফেলা।
✅ প্রতিকার / সতর্কতা ⚠️

🔐 কি করবেন?

🔥 চুল/নখ/প্যাড জ্বালিয়ে ফেলুন

🌱 মাটির গভীরে পুঁতে ফেলুন

🚯 উন্মুক্ত জায়গায় না ফেলুন
🧼 কাপড় ধুয়ে ফেলে বা ছিঁড়ে ফেলুন

📿 সকাল-সন্ধ্যা “সূরা ফালাক, নাস ও আয়াতুল কুরসী” পড়ুন

🟡 সতর্ক থাকুন, বিশ্বাস রাখুন আল্লাহর উপর, এবং নিয়ম মেনে চলুন।
🤲 আল্লাহ আমাদের সব ধরনের জাদু ও অদৃশ্য ক্ষতি থেকে হেফাজত করুন। আমীন।

Address

Shibgonj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটের হেল্প পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share