সিলেটের হেল্প পেইজ

সিলেটের হেল্প পেইজ মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্য?

20/12/2025

Bhaiiii aktaa chutto baicar lagiii A positive blood lagbo very emergency Kalke shokale…. Jdiii Afne post diyaa aktu mng kori dein te helo oitoLocation...শহীদ শামসুদ্দিন হাসপাতাল, চৌহাট্রা
Mobile number: 01324988679

20/12/2025

অবশেষে লাখ লাখ মানুষ সাথে নিয়েই হাদি সংসদে গেল।

20/12/2025

হাদির জানাজা পড়াবেন বড় ভাই সিদ্দিক

সিলেট সরকারি মহিলা কলেজে কি হচ্ছে
20/12/2025

সিলেট সরকারি মহিলা কলেজে কি হচ্ছে

19/12/2025

বাংলাদেশে নিয়ে যে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

দূতাবাসের জারি করা সতর্কবার্তায় লেখা হয়- ‘গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তাঁর জানাজা নামাজ শনিবার, ২০ ডিসেম্বর, জোহরের নামাজের পর (প্রায় দুপুর ২টায়) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসময় ওই এলাকায় এবং সমগ্র ঢাকাজুড়ে অত্যন্ত ভারী যানজটের আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে এবং মনে রাখতে হবে—শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলুন এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।’

19/12/2025

Ya Allah
আবারো অচল হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ী

19/12/2025

হাসবেন্ড এর ফ্রেন্ডরা সবাই ২০ তারিখে টুরে যাবে কক্সে। আমার অসুস্থতার জন্য মাসে ৩ বার ডক্টরের কাছে যেতে হয় মেডিসিন বাবদ ২৫-৩০ হাজার লাগে প্রতি মাসে।
আমার জন্য ও যেতে পারছে না কোনো দিন অভিযোগ করেনি।
আজকে ওর ফোনের Gemini তে দেখলাম ওর পিক নিয়ে কক্সবাজারে মতো করে এডিট করেছে। বিষয়টা কিছুটা হাস্যকর হলেও চোখের কোনে পানি এসে গেলো, তাকে বলতেই সে হেসে কিঞ্চিৎ লজ্জা পেয়ে বললো এটা এমনি করেছে দেখলো কেমন লাগে।

এসব দেখে অনেক কষ্ট হচ্ছে😭। আমার জন্য তার সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিচ্ছে🙂।

19/12/2025

গ্রেপ্তারকৃত আব্দুস শহীদ সিলেটের মোবাইল চু.রি ও ছিন.তাই চক্রের মূল হোতা বলে জানিয়েছে পুলিশ

19/12/2025

সীমান্তে বাংলাদেশি দুই তরুণকে গুলি করে মারল খাসিয়া

সিলেটবাসী এদেরকে চিনে রাখুন, এরা সবাই মোবাইল ছি*ন*তা*ইকারী! সিলেটের সব চু/রির মোবাইল চলে যায় করিমুল্লাহ মার্কেটে। ৪০০ চো...
19/12/2025

সিলেটবাসী এদেরকে চিনে রাখুন, এরা সবাই মোবাইল ছি*ন*তা*ইকারী! সিলেটের সব চু/রির মোবাইল চলে যায় করিমুল্লাহ মার্কেটে। ৪০০ চো'রা'ই মোবাইল সহ ৪ জন গ্রে*ফ*তা*র।

19/12/2025

জানাযা আগামীকাল বাদ যোহর এবং চিরনিদ্রায় শায়িত করা হবে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের কবরের পাশেই...

19/12/2025

বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজারে প্রথম আলো অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। চারতলা ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার সকালেও প্রথম আলো অফিস থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নির্বাপনের কাজ করার সময় দুইজন দমকলকর্মী আহত হয়েছেন। ফার্মগেটে দ্য ডেইলি স্টার-এর অফিসেও হামলা চালানো হয়। আগুনে দুই তলা পুড়ে গেছে। উপরের তলাগুলোতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ সময় ক্যামেরা, লেন্স, হার্ডড্রাইভসহ অনেক কিছু লুট করা হয়। দীর্ঘদিনের আর্কাইভও নষ্ট করা হয়েছে।

Address

Shibgonj
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when সিলেটের হেল্প পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share