Ajker Khobor 24

Ajker Khobor 24 .

ছাতকে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির কে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ।ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃছাতক অনলাইন  প্রে...
28/06/2025

ছাতকে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির কে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ।

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি, নন্দিত টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক জৈন্তা বার্তার ছাতক উপজেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরকে জড়িয়ে পত্রিকায় প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ছাতক অনলাইন প্রেসক্লাব সহ ছাতকের কর্মরত মূলধারার সংবাদকর্মীরা।

গতকাল শুক্রবার (২৭ জুন) এক বিবৃতিতে ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাজ্জাদ মাহমুদ মনির জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সমাজসচেতন ব্যক্তি ও পেশাদার সাংবাদিক। সাজ্জাদ মাহমুদ মনির একাধিক জনপ্রিয় সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে সামাজিক উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত।

কোভিড মহামারির সময় ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে সামনের সাড়িতে থেকে কাজ করেছেন এবং দুইবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অনিমের বিরুদ্ধে ছিল তার কলম সবসময় সোচ্চার। হাতেনাতে আওয়ামী লীগের ভোট চুরির একাধিক নিউজ করে সারা দেশে হয়েছেন প্রশংসিত।

সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাজ্জাদ মাহমুদ মনির একজন সাহসী ও উদ্যমী সাংবাদিক।
তার জনপ্রিয়তা ও সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহলের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে উনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত ও নিন্দনীয়।

ভবিষ্যতে এসব উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি অনুরোধ জানান ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

একইসাথে ছাতকের সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

21/05/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণাঃ
বিদ্যুৎ সংকট ও লোডশেডিং বিরোধী কর্মসূচি স্থগিত ঘোষণাঃ
বিগত কয়েক বছর ধরে উত্তর সুরমায় চলমান ভয়াবহ লোডশেডিং, ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে এলাকার বহু বাসিন্দার দামি এসি, ফ্রিজ, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ২২ মে, বৃহস্পতিবার সকাল ১০টায় নোয়ারাই মসজিদের পেছনের রাস্তা ও নতুন ঘাটের সামনে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়েছিল।
তবে, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের আশ্বাসে এই কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিষয়টি এখন প্রশাসনিক পর্যায়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
👉 আমরা আশাবাদী, সংশ্লিষ্ট দপ্তরসমূহ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
🔔 পরবর্তী সিদ্ধান্ত ও প্রয়োজনে নতুন কর্মসূচির ঘোষণা আমাদের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
আপনাদের সচেতনতা ও সংহতি আমাদের অনুপ্রেরণা।
— উত্তর সুরমাবাসী

16/09/2024

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি,
১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ,
১লা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ,
রোজ সোমবার,

✨পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.)✨

সবাইকে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী'র শুভেচ্ছা।💜

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

18/06/2024

ইয়া আল্লাহ ভয়াবহ বন্যা থেকে রক্ষা করো মাবুদ🤲 আল্লাহ 🤲😭😭

আসসালামুয়ালাইকুম ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা নিবেন
16/06/2024

আসসালামুয়ালাইকুম
ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা নিবেন

ভালো বন্ধু, ভালো ভাবনা, আর ভালো বই- এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। 🥰♥️🥰♥️
06/05/2024

ভালো বন্ধু, ভালো ভাবনা, আর ভালো বই- এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। 🥰♥️🥰♥️

সাবেক কিংবদন্তি ফুটবলার আব্দুস সোবাহান সাহেব আমাদের মাঝে আর নেইইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অদ্য রাত ২:৪৭ মিনি...
24/01/2024

সাবেক কিংবদন্তি ফুটবলার আব্দুস সোবাহান সাহেব আমাদের মাঝে আর নেই
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অদ্য রাত ২:৪৭ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা মেডিকেলে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন
আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন
এবং ওনার পরিবারের সবাইকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন
জানাজার নামাজ পড়ে জানানো হবে

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--ডেস্ক নিউজ: বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্র...
17/12/2023

বিজয়ের ৫২বছর পেরিয়েছি অনেক পথ! তবুও কি স্বাধীন হতে পেরেছি?--

ডেস্ক নিউজ:
বিজয় দিবসের প্রথম প্রহরে গিয়েছিলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। দেশপ্রেমের আত্মদানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি হৃদয়ের অকুন্ঠ শ্রদ্ধা নিবেদন করতে, আর তাদের রেখে যাওয়া উত্তরসুরীদের অর্জন দেশপ্রেম অগ্রগতি আত্মমর্যাদা মানসিকতা দেখবো বলে। আরো মনে হয়েছিল বিজয়ের আনন্দে আর দেশপ্রেমের উম্মাদনায় তারার মেলায় মিশে যাব কোন ধ্রুব তাঁরার সাথে। কিন্তু না, শুধু অস্তমিত কিছু তাঁরার নিরব আর্তনাদ অনুভব করেছি।
বিজয়ের ৫২বছর অতিক্রম করতে ক্ষয় হয়েছে আমাদের নীতি আদর্শ দেশপ্রেম বিবেক বুদ্ধি ন্যায়বিচার। যে গণতন্ত্র স্বাধীন অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে ৩০লক্ষ দেশপ্রেমিক স্বজনকে হারিয়ে অগনিত মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের বিজয় অর্জন হলো, সেই বিজয় স্বাধীনতার স্বাদ আজ ক'জন মানুষ উপভোগ করছে। সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি?
আজকের বাস্তবতায় অনেক বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতিক, যুদ্ধাহত ব্যক্তির পরিবারের অনেক সদস্যদের মনোকষ্ট, অধিকার বঞ্চিত হয়ে নাপাওয়ার অনেক কাহিনী মানুষের চোখে ভাসে। রাজনৈতিক কারনে লাঞ্চিত হন অনেক বীর মুক্তিযোদ্ধা। আজকে অনেক শ্রদ্ধেয়জন সহ সাবেক সফল প্রধানমন্ত্রী একজন বীরউত্তমের স্ত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে দীর্ঘ প্রায় ৬বছর থেকে কারারুদ্ধ।
আজকে বিজয় দিবসের প্রথম প্রহরে দেখে এলাম বাংলাদেশের রাজনীতির এক মলিন চিত্র, যে রাজনীতির ক্ষমতায় যুগের পর যুগ হয়তো নির্বাসিত হয়ে থাকবে আমার ভোটের অধিকার। বিপ্লবীরা যদি রুখে দাঁড়ায় যদি জেগে ওটে জনগন, পরিবর্তন হতে কতক্ষণ?
আমাদের ভোট ছাড়া যারা আজ জনপ্রতিনিধি হয়ে এলাকা এবং রাষ্ট্র পরিচালনা করছেন তারা কতটা উপযুক্ত, কতটা সম্মানীত? তার আলোচনা আজ কোথায়ও হয় না! সে আলোচনা কেউ করেনা, প্রয়োজন হয় না। বিবেক ইনসাফ তামাদি হয়েছে অনেক আগেই, বিবেক ঘুমিয়ে আছে গোলামীর জিঞ্জিরে, সবাই ব্যস্ত শুধুই নিজের স্বার্থসিদ্ধি নিয়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজার সামনে, তামাশার নির্বাচনে স্বাধীন মত প্রকাশ তালাবদ্ধ, প্রায় ৯০ শতাংশ মানুষ থাকবে ভোট প্রদান থেকে বিরত। প্রশ্ন জাগে ত্রিশ লক্ষ মানুষ কেন দেশের জন্য জীবন উৎস্বর্গ করলো? তারা যদি কবর থেকে অভিশাপ দিতে শুরু করে এ জাতির তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। এতো অন্যায় অবিচার নিশ্চয়ই সইবে না এই মাটি। শিল্পী বারী সিদ্দিকী গান গেয়েছিলেন, মনের দুঃখ মনে রইলো বুঝলে নারে শোনার চাঁন, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান।
সংগ্রামীরা একদিন গর্জে উঠবে, কিছু মানুষ যুগের পর যুগ শুধু দাসত্বের শৃংখল ভেঙ্গে মুক্তির সংগ্রাম চালিয়ে যাবে। আজ অনেকই নিজের দেশে পরবাসী আমার মতো মিথ্যা মামলায় ফেরারি, দেশ যেখানে কারাগার মানুষ যেখানে বন্দী, মুক্তি সেখানে অনাগত।
মহান বিজয় দিবসে সকল বীর শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি।

১৬.১২.২০২৩
# # মোঃ নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান
খুরমা (উত্তর) ইউনিয়ন পরিষদ,ছাতক সুনামগঞ্জ।
যুগ্ম সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপি।

27/08/2023

আলহামদুলিল্লাহ নিউ ইয়র্কে সকল মসজিদে মাইক দিয়ে আজান দেয়ার অনুমতি দেওয়া হয়েছে ধন্যবাদ আমেরিকা।

এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে এই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়...
06/08/2023

এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে এই কুলাঙ্গারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা হক।এর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্তা নেওয়া হক।।।আমি একজন মুসলিম হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি।
সবাই শেয়ার করে দিন

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।। মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধিঃছাতকে রেলওেয়ের ...
04/07/2023

ছাতক রেলওয়েতে চরম পর্যায়ের লুটপাট কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু অনিশ্চিত।।

মিলাদ আহমেদ - ছাতক প্রতিনিধিঃ
ছাতকে রেলওেয়ের কংক্রিট শ্লীপার প্ল্যান্টে আবারো শুরু হয়েছে হরিলুট। এ প্ল্যান্টটি চালুর উদ্যোগ নেয়া হলেই এখানে নানা ধরনের অনিয়ম-দুর্ণিতিতে জড়িয়ে পড়েন কর্মকর্তা- কর্মচারীরা। রেলওয়ের অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারীরা ঠিকাদারির নামে এ প্ল্যান্টে হরিলুট চালিয়ে যাচ্ছেন। অনিয়ম ও দূর্ণীতির কারণে দেশের একমাত্র সরকারি এ প্রতিষ্ঠানটি উৎপাদন থেকে বার-বার মুখ থুবড়ে পড়ছে। ১৯ ৮৮ সালের ২৭ অক্টোবর দৈনিক ২৬৪ শ্লীপার উৎপাদন ক্ষমতা নিয়ে দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্টে উৎপাদন শুরু হয়। ২০০০ সাল পর্যন্ত টানা উৎপাদনে ছিলো এ প্রতিষ্ঠানটি।

এরপর থেকেই অনিয়ম- দুর্নীতি ও লুটপাটের কারণে এটির উৎপাদন বার-বার বন্ধ হয়ে পড়ে। ২০১২/২০১৪ সাল সহ কয়েক বার কারখানাটি চালু করা হলেও এর স্থায়িত্ব বেশিদিন টিকেনি। কিছুদিন চালু থাকার পর তা আবারো বন্ধ হয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি, কাঁচামাল সঙ্কট সহ নানা অজুহাতে বছরের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে বাংলাদেশ রেলওয়ের একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছাতক কংক্রিট শ্লীপার প্ল্যান্ট।

মাঝে-মধ্যে কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন টেন্ডার আহ্বান করা হয়। আর এসব টেন্ডার নিয়েই ঘটে লংকাকান্ড ও লুটপাটের মহোৎসব। এতেই কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালু করা সম্ভব হয়নি বা চালু করা হলেও একমাসের মধ্যে তা আবার বন্ধ হয়ে পড়ে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টের সকল প্রকার টেন্ডার নামে-বেনামে বাগিয়ে নেন রেলওয়ের কর্মকর্তারা।ছাতক রেলওয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ঠিকাদারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।
কর্মকর্তা-কর্মচারীরা ছাতক রেলওয়েকে একটি লুটপাটের ক্ষেত্রে পরিণত করে রেখেছেন । কর্মক্ষেত্রে না থেকে ঢাকায় বসে বেতন-ভাতা এবং টিএডিএ নেন ছাতকের নামে এমন একাধিক কর্মকর্তা রয়েছেন রেলওয়েতে । এখানে কর্মরত ২/৩ জন টিএলআর (পাহারাদার) দেখতে পাওয়া যায় ।
কিন্তু ১৫ জন টিএলআর"র নামে মাসিক ১৫ হাজার ক টাকা করে বেতন উত্তোলন করছেন কর্মকর্তারা। আর এর ভাগবাটোয়ারা হচ্ছে ছাতক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে ও। দু' বছর ধরে ছাতক রেলওয়ে কর্মকর্তা শুন্য রয়েছে। খাতায়-পত্রে কর্মকর্তা থাকলেও কর্মস্থলে নেই তারা। কিন্তু বেতন-অভারটাইম,ভ্রমণভাতা সবই আছে তাদের। দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ছাতক বাজার রেলওয়ে স্টেশন, কংক্রিট শ্লীপার প্ল্যান্ট, রোপওয়ে,রেলওয়ের কয়েকটি গুদাম,হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। বিগত বন্যার সময় এখানে কোন কর্মকর্তা না থাকার কারণে সরকারি লক্ষ-লক্ষ টাকার মালামাল চুরি ও নষ্ট হয়েছে।

ছাতক রেলওয়ের ফোরম্যান মাহবুবুল আলম ২০১৮ সালে যোগদান করার পর থেকেই কর্মস্থলে না থেকে দীর্ঘদিন দিন ধরে তিনি সরকারি বেতন -ভাতাসহ সব সুবিধা ভোগ করছেন তিনি এখান থেকে বিভিন্ন ভ্রমণভাতাও নিচ্ছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
কর্মস্থলে না থাকলেও এখানের কোন টেন্ডার হলেই তিনি তা বাগিয়ে নিয়ে আসেন । কংক্রিট শ্লীপার প্ল্যান্ট চালুর জন্য সম্প্রতি রেলওয়ের পুর্বাঞ্চলীয় জোন থেকে প্রায় ২৭ লক্ষ টাকার দুটি টেন্ডারের কার্যাদেশ পায় পঞ্চগড় ও পিরোজপুর এলাকার ঠিকাদারী প্রতিষ্ঠান।

ওই কাজগুলো উপ ঠিকাদার হিসেবে বাগিয়ে নিয়ে বর্তমানে মাহবুবুল আলম ছাতকে এসে কিছু মেরামত কাজ করে চলে গেছেন। হয়তো ইতিমধ্যে কাজের বিল দাখিল করে টাকা ভাগবাটোয়ারা হয়ে গেছে।
কংক্রিট শ্লীপার প্ল্যাণ্টে স্থাপিত মিস্কারমেশিন কেনার জন্য প্রায় ১৮ লক্ষ টাকার টেন্ডার হয়েছে। কিন্তু ইতিমধ্যে মাহবুবুল আলম ও রেলওয়ের এলডিএ মাহমুদ আলম ১০/১৫ হাজার টাকা মুল্যের একটি নতুন প্যানেল বোর্ড বসিয়ে এবং পুরাতন মিস্কারমেশিন রেলওয়ের কর্মচারী আমির হোসেন, আবু বক্কর ও সেলু বড়ুয়াকে দিয়ে সংস্কার করে রং-বার্নিশ করে রেখেছেন। যা নতুন বলেই চালিয়ে দিয়ে ১৮ লক্ষ টাকা হজম করবেন তারা। স্লীপার প্ল্যান্টে ৫/৬ হাজার ঘনফুট নিম্নমানের পাথর সিলেট থেকে সাইডে এনে ১৩ লক্ষ টাকার কেরিং বিল নেয়ারও প্রক্রিয়া করছে একটি চক্র।

৬ টি বাইব্রেডার মোটর ক্রয়ের ও টেন্ডার হয়েছে ৯ লক্ষ টাকায়। এসবের বাজার মুল্য ৩০-৩৫ হাজার টাকা করে।তবে টেন্ডারে প্রতিটির মুল্য ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা। মাহবুবুল আলম সহ ছাতক রেলওয়ের একটি চক্র কংক্রিট শ্লীপার প্ল্যান্টের পুরনো ৬ টি বাইব্রেডার মোটর বার্ণিশ রিপিয়ারিং করে রেখেছে। এগুলো দেখিয়ে তারা বিল করে নেবে এবং প্ল্যাণ্টটি কয়েক দিনের জন্য চালু করে দিতে পারবে বলে একটি সুত্র জানিয়েছে। অতীতে ও এই প্ল্যান্টটি বারবার এভাবে চালু ও বন্ধ হয়েছে।

বিগত বন্যার পর কংক্রিট শ্লীপার প্ল্যান্ট ও রেলওয়ের বিভিন্ন উন্নয়ণে কোটি টাকার কাজের টেন্ডার হয়েছে কিন্তু কোথাও কোন দৃশ্যমান কাজ হয় নি। সব লুটেপুটে খেয়েছেন কর্মকর্তারা। সিলেট ও ঢাকায় বসেই তারা এখানে তাদের মাহমুদ আলমসহ তাদের প্রতিনিধির মাধ্যমে ভাগের টাকা নিচ্ছেন। অনিয়ম দূর্ণীতি ও বিভাগীয় অভিযোগের কারণে ফোরম্যান মাহবুবুল আলম এবং এলডিএ মাহমুদ আলমের বদলি হলেও কিছু দিনের মধ্যে তারা এখানেই চলে আসেন। ওই ২ জনের বিরুদ্ধে অনেক অভিযোগ ও রয়েছে এসবের কোন তদন্ত হয়নি। রেলওয়ের সকল দূর্ণীতির বিষয়ে গত ২ মে দুদকের একটি তদন্তটীম সরেজমিনে তদন্ত করে গেছেন।

রেলওয়ের একাধিক কর্মচারিরা জানান,রেলওয়ের বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেই ৮ মাস ধরে। অথচ তাদের বেতন থেকে গ্যাস বিল কেটে নেয়া হচ্ছে। এ ব্যাপারে তারা বারবার কর্তৃপক্ষকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয় নি। কর্মচারিদের গ্যাসের বিল বকেয়া নেই কিন্তু গ্যাস বিলের বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ছাতকে বন্ধ থাকা কংক্রিট শ্লীপার প্ল্যাণ্ট চালুর উদ্যোগ নিয়ে ইতিমধ্যে পাথর সরবরাহ, রড,বালু- সিমেন্ট সরবরাহ সহ বেশ কয়েকটি টেন্ডার আহবান করা হয়েছে জানিয়ে,ছাতক রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল হোসেন বলেন,এখানের কয়েকটি কাজ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে শুরু করা হয়েছে। প্রধান অফিস সহকারি সুরঞ্জন দাস জানান, এখানে বিভিন্ন কাজকর্ম চলছে।

Address

Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Khobor 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share