Bhubon

Bhubon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhubon, Digital creator, Companyganj, Sylhet.

10/10/2023

Funny but brilliant! 😁

08/09/2023

আমারে মারছেএএএএ 😂😂

র‍্যাপ গান 😂

06/04/2023

আমার এক বন্ধুর মামা শ্বশুরের দোকান ছিল বঙ্গবাজারে। পুঁড়ে ছাই হয়ে গেছে!

বন্ধু জানালো পুঁড়ে যাওয়ার পরও তার মামা শ্বশুর খুশিতে বাকবাকুম। দোকানে নাকি সর্বসাকুল্যে মালামাল ছিল ১ লাখ ৭০ হাজার টাকার। মানবতার ভাইদের কল্যাণে এখন পর্যন্ত সাহায্য পেয়েছে নাকি ৫ লক্ষ ৩০ হাজার টাকা।

বললাম কেমনে কি? সে জানালো, তাদের সামনে গিয়ে হালায় ১ কোটি ৭০ হাজার টাকার ভং ধইরা কাঁন্দে।

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করতে ব্যর্থ হবার পরও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা।ফিফা বিশ্বকাপের ভ্যেনু পরিব...
30/03/2023

অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করতে ব্যর্থ হবার পরও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা।ফিফা বিশ্বকাপের ভ্যেনু পরিবর্তন করার কারণে স্বাগতিক হিসেবে সুযোগ পাচ্ছে আলবিসেলেস্তারা!

বিশ্বকাপ মূলত হওয়ার কথা ছিলো ইন্দোনেশিয়াতে।এবং হোস্ট টিম হিসেবে খেলার কথা ছিল তাদের। কিন্তু ইন্দোনেশিয়া সরকার ইজরায়েল-প্যালেস্টাইন কনফ্লিক্টকে ইস্যু করে মুসলিম দেশ হিসেবে ইজরায়েলকে তাদের দেশে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নেয়। এতে ফিফা হোস্ট কান্ট্রির পরিবর্তন করে ফেলে..সে কারণে তারা আর বিশ্বকাপ খেলতে পারবে না।

বিষয়টা জানার পর ইন্দোনেশিয়ার প্লেয়ার,কোচিং স্টাফরা কান্নায় ভেঙ্গে পড়েন 😰

শেষ দুই ম্যাচে ৮ গোল...অমানুষ!
18/03/2023

শেষ দুই ম্যাচে ৮ গোল...অমানুষ!

18/12/2022

আর্জন্টাইন মানুষেরা বাংলাদেশকে মন থেকে ভালবেসে ফেলেছে। তাদের প্রতি এদেশের মানুষের অকৃত্রিম ভালবাসার কথা জেনে সে ভালবাসাকে তারা উপেক্ষা করতে পারেনি!

Argentina ♥

দুই দলের এক দলও ফাইনালে যেতে পারেনি। একদল হয়েছে তৃতীয় এবং অন্যদল হয়েছে চতুর্থ। কিন্তু সব প্লেয়ারের মুখের হাসি যেন অন্য ক...
17/12/2022

দুই দলের এক দলও ফাইনালে যেতে পারেনি। একদল হয়েছে তৃতীয় এবং অন্যদল হয়েছে চতুর্থ। কিন্তু সব প্লেয়ারের মুখের হাসি যেন অন্য কিছু বুঝাচ্ছে। আর এখানেই এবার বিশ্বকাপ যেন অন্যরকম হয়ে উঠেছে।🖤

একটা সময় ছিলো যখন মেসি হ্যাট্রিক করলে পরের ম্যাচে রোনালদো। রোনালদো ব্রেস করলে পরের ম্যাচে মেসি। যেনো  একজন আরেকজনের ছাড়ি...
10/12/2022

একটা সময় ছিলো যখন মেসি হ্যাট্রিক করলে পরের ম্যাচে রোনালদো। রোনালদো ব্রেস করলে পরের ম্যাচে মেসি। যেনো একজন আরেকজনের ছাড়িয়ে যাওয়ার যোদ্ধে নামত দু'জনই।

মেসিরও খারাপ সময় গেছে,রোনালদোরও। ক্লাব ফুটবলে তো এখন রোনালদোকে স্টার্ট করানো হয়না। মাঝেমধ্যে দুর্বল দলের বিপক্ষে বা গুরুত্বহীন ম্যাচে স্টার্ট করানো হয়। বয়স বেড়েছে, পারফরম্যান্সে ভাটা ধরেছে তাই তাকে অনেকটা অবহেলা করা হয়।এবার দেশের খেলায়ও একই দৃশ্য দেখা গিয়েছে। ক্ষোভে ইউনাইটেডও ছেড়েছেন রোনালদো। নতুন গন্তব্য কোথায় এখনো ঠিক হয়নি।

রোনালদো এই পৃথিবীর ওয়ান অফ দ্যা বেস্ট ইনফ্লুয়েন্সার..এতে কোনো সন্দেহ নাই। শুধু রোনালদোর জন্যেই এই পর্তুগালের বিরাট একটা ফ্যানবেজ তৈরি হয়েছে। এখন না হয় স্টার প্লেয়ার এর অভাব নেই,ব্রুনো ফার্নান্দেজ,দিয়েগো জুটা,বার্নাদো সিলভা,নুনেজ,ফেলিক্স,ডিয়াজ,কেন্সেলোরা আছে..তখন রোনালদো ছাড়া তেমন বড় কোনো নাম ছিলো না।শুধু রোনালদোকে ভালবেসে পর্তুগাল সাপোর্ট করে এর সংখ্যাটাও বিশাল!

ক্রিস্টিয়ানো রোনালদো আজকে বিশ্বকাপের নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন। পরাজিতদের দলে থেকে কান্না করে করে বেরিয়ে গেলেন।অচিরেই হয়ত খেলা থেকেও অবসরে যাবেন।কিন্তু তিনি যা করে গেছেন..যা অর্জন করেছেন..ফুটবল ইতিহাসে বারবার আজীবন ঘুরেফিরে রোনালদোর নামটাও উচ্চারণ হবে।আগামী প্রজন্মের মানুষ রোনালদোকে নিয়ে চর্চা করবে,গবেষণা করবে।

বছর চারেক আগে সম্ভবত রোনালদোর ইউরো জিতার পর বলেছিলাম রোনালদোকে আর মেসির কম্পিটিটর দেখে ট্রল করবো না...উপভোগ করে যাবো। তারপর থেকে আমি কোনো সিঙ্গেল ট্রলও করিনি। গোল করলে বরং ভালোই লাগত।

এই চ্যাম্পিয়ন প্লেয়ারটাকে ভীষণ মিস করবো।কতশত রাত তার জাদুতে মাতিয়ে রেখেছিল তার হিসেব নেই।সবকিছুই জিতেছেন রোনালদো শুধুমাত্র বিশ্বকাপ ট্রফিটা ছাড়া।যেটা মেসিও এখনো পারেন নি। ফুটবলটা কখনো কখনো খুব নিষ্টুর,রোনালদো মেসিরা নয়।

স্কালোনি ট্যাকটিক্যাল ম্যানেজার এর চেয়ে বেশি গেইম ম্যানেজার আর সিচুয়েশন ম্যানেজার।  এই ওয়াল্ডকাপে বেশ কিছু ম্যাচে স্কাল...
10/12/2022

স্কালোনি ট্যাকটিক্যাল ম্যানেজার এর চেয়ে বেশি গেইম ম্যানেজার আর সিচুয়েশন ম্যানেজার। এই ওয়াল্ডকাপে বেশ কিছু ম্যাচে স্কালোনির হাতে ট্যাকটিক্যাল সলুশন না থাকলেও সিচুয়েশনাল সলুশন বের করার ট্রাই করেছে। কাল ২-০ গোলে আগায়ে থাকার পর রেফারির যখন ওয়ান ম্যান ইয়েলো শো চলতেছিলো তখন ক্রিশ্চিয়ান রোমেরো আর ডি পল কে সাসপেনশন থেকে সেইভ করতেই মুলত সাব করায়।

এই যায়গায় আমি ম্যানেজার হলেও সেইম কাজ করতাম। ম্যাচের বাকী তখন কড়া কড়া হিসেবে ১২ মিনিট +-৫ কিন্তু এই প্লান ব্যাকফায়ার করে যখনই এক্সট্রা টাইম টা ১০+ এ এসে যায়। তার ওই সাবের ট্যাকটিক্যাল ফায়দা উঠাইছে লুই ভ্যান গাল। উনি কি করছে আর্জেন্টিনা ব্যাকলাইনের মাঝখানে দুইটা লম্বা স্ট্রাইকার এপ্লাই করে টানা লং বল খেলা শুরু করছে। ওই লম্বা স্ট্রাইকার আর লং বল কাজে আসতেছিলো কজ রোমেরো নাই। উনি রোমেরো না থাকার ট্যাকটিক্যাল ফায়দা নিতে একেবারে সঠিক সময়ে লুক ডি ইয়ং সহ ওয়েগহোর্স্ট রে আর্জেন্টিনা ব্যাকলাইনের উপরে নামায় দেন। এদের রেসিস্ট করতে হিমশিম খাচ্ছিলো পেজ্জেলা আর প্যারাদেস। ডি পল মিডে থাকলে প্রেস এপ্লাই করে লং বল গুলা আগেই নিউট্রিলাইজ করতে পারতো। ডি পল না থাকায় এঞ্জো ফার্নান্দেজ একা পড়ে যাচ্ছিলো।

যথারীতি হেডে ভ্যান হাল তার ট্যাকটিক্যাল চেঞ্জের পুরষ্কার প্রায়। আর সেকেন্ড গোলটা আউট অফ নো হয়ার আর্জেন্টিনা ডিফেন্স বোকা বনে যায়। এর কারন ও ওই টাইম। এক্সট্রা টাইমে আর্জেন্টিনা প্লেয়ারদের মাইন্ডে ঘুরতেছিলো লাস্ট শট এন্ড উইন। ফ্রী কিক নিবে হয় ওয়াল ব্লক নয়তো এমি। এমন কিছু আসতে পারে চিন্তাও ছিলোনা।

এই যায়গায় আর্জেন্টিনা ম্যাচ মোমেন্টাম হারায়ে বসে। আবারো মেসি প্রেশার এপ্লাই করে কাউন্টারে ডাচদের প্রেশার এপ্লাই শুরু করে এবং টিম মোরাল বুস্ট পায়। এক্সট্রা টাইমের শেষ দিকে ওই বুস্টে আর্জেন্টিনা লীড পাবার খুব কাছেও গেছিলো। ইভেন এঞ্জোর শট পোস্টে হিট করে।

এক পর্যায়ে আর্জেন্টিনাও চাচ্ছিলো রিস্ক না নিয়ে ম্যাচটাকে ট্রাইব্রেকারে নিতে। কারন এমির উপরে কনফিডেন্স ছিলো। সেটাই হলো। বিগ স্টেইজে আবারো সেইম এমি মার্টিনেজ।

স্কালোনির ট্যাকটিক্যাল বিট হবার মুহুর্ত গুলোতে সিচুয়েশনাল সলুশন ট্রাই করেছে। যেটা বিগ স্টেইজে সবচেয়ে স্মার্টেস্ট ব্যাপার। কিন্তু যখন সিচুয়েশন আর আন্ডার কন্ট্রোলে থাকেনি তখন মেসি হয়ে উঠেছে অনফিল্ড ম্যানেজার। অউর দলের নার্ভ নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেসি যখনই ওরা নার্ভ হারায় মেসি যেন ওদের জন্যে একটা দিগন্ত খুলে দেয়। আবার যখন মেসিকে মার্ক করে ওরা যেন জীবন দেয়।

এই টিমটার বিশ্বকাপ জেতা উচিত। অন্তত এই মেসির বিশ্বকাপ জেতা উচিত। এভাবে খেললে বিশ্বকাপ গোল্ডেন বল নিশ্চিত কিন্তু এবার আর গোল্ডেন বল নয় সোনালী ট্রপিটাই যেন চাই মেসির।

আর মাত্র ২ টা ফাইনাল। ❤️

লুইস ফন গালের সামনে গিয়ে সেলিব্রেশন করতেছে।ভাই আজকে পুরাই মুডে ছিলো!😁
09/12/2022

লুইস ফন গালের সামনে গিয়ে সেলিব্রেশন করতেছে।ভাই আজকে পুরাই মুডে ছিলো!😁

আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশের মানুষের নিঃস্বার্থ সমর্থনের  জন্যে বাংলাদেশের মানুষকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জ...
09/12/2022

আর্জেন্টিনা ফুটবল টিমকে বাংলাদেশের মানুষের নিঃস্বার্থ সমর্থনের জন্যে বাংলাদেশের মানুষকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়েছেন এই আর্জেন্টাইন সুন্দরী!

তিনি প্রচন্ড অবাক ও আনন্দিত হয়ে বলেছেন,এটা আমার কল্পনাতীত ছিল।এতো দূরের কোনো দেশের মানুষ আরেকটা দেশকে এভাবে ভালবাসতে পারে সেটা বাংলাদেশকে না দেখলে বুঝতেই পারতাম না।

তিনি বাংলাদেশ সমন্ধে গুগল সার্চ করে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছেন।এবং এটাও জেনেছেন যে এদেশের মানুষ খুব প্রেমময়।প্রেমের টান নামক অদ্ভুত এক টানে বিভিন্ন দেশের নারী পুরুষকে এদেশে টেনে নিয়ে আসার বেশ সুনাম রয়েছে তাদের!

তিনি জানিয়েছেন,শীঘ্রই তিনি বাংলাদেশ সফর করবেন এবং অবশ্যই সেটা প্রেমের টানে।বিভিন্ন মাধ্যম থেকে এদেশের বিভিন্ন জেলার ব্যাপারে ধারণা নিচ্ছেন..এখন পর্যন্ত উনার প্রথম পছন্দ সিলেট।

Bangladesh haven't lost a home ODI series since October 2016 🇧🇩Memorable series win for Bangladesh, their second success...
07/12/2022

Bangladesh haven't lost a home ODI series since October 2016 🇧🇩
Memorable series win for Bangladesh, their second successive one at home against India, seven years apart.

What a match!congratulations Bangladesh cricket team..special thanks to Miraz for his brilliant Ton!

06/12/2022

গোলের কোনো হিসাব থাকবে না..শুধুমাত্র বল পজিশন ও পাসিং এর উপর আরেকটা বিশ্বকাপ আয়োজন করা হবে এবং সেটা স্পেন'ই জিতবে!🤣

There's beautiful football, then there's Brazilian football. Samba! 🕺🇧🇷
05/12/2022

There's beautiful football, then there's Brazilian football.

Samba! 🕺🇧🇷

পেনাল্টি শুটআউটে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ...ক্রোয়েশিয়ার নার্ভ ও অভিজ্ঞতার কাছে হেরে গেলো জাপান!পেনাল্টিতে তিনটা সেই...
05/12/2022

পেনাল্টি শুটআউটে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ...ক্রোয়েশিয়ার নার্ভ ও অভিজ্ঞতার কাছে হেরে গেলো জাপান!

পেনাল্টিতে তিনটা সেইভ দিয়ে ম্যাচের নায়ক ক্রোয়েশিয়ান গোলকিপার ডমিনিক লিভাকোভিচ।

Address

Companyganj
Sylhet

Telephone

+8801712275364

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhubon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhubon:

Share