ROTON Mix

ROTON Mix This page will have own videos,comedy environment etc videos

13/12/2023

ভোর ৫.৩০ আমার প্রাইভেট৷

ভুল করে সেদিন ৪টায় উঠে টাইম না দেখে চলে গেছি প্রাইভেটে৷ শীতের ভোর কুয়াশা প্রচুর! তাই রাস্তা পুরোটা পরিষ্কার ভাবে না দেখা গেলেও হালকা বুঝা যাচ্ছে।

হঠাৎ যাওয়ার সময় দেখি একটা আম গাছের নিচে আমার অতি প্রিয় বান্ধবী সুমাইয়া দাঁড়িয়ে আছে।

একটা হাসি দিয়ে তার কাছে গেলাম কথা বলতে বলতে অনেক টা পথ যাওয়ার পর হঠাৎ আযানের শব্দ আর তখনি সুমাইয়া বলে উঠলো আজ আযান এর জন্য বেঁ চে গেলি তুই!

পরক্ষণেই মনে আসলো সুমাইয়া তো মা/ রা গেছে আজ সাতদিন হলো, তাহলে ওটা কে ছিলো!🙂

08/12/2023

সংগীত চর্চা ( অনিক দাস)

30/11/2023

KOHLI IS BACK

29/11/2023

This is Maxwell 🫅💥
Remember the name💥💥
Last 2 Over-43 Run💥
Maxi-104*(48)🏏🏏

16/11/2023

টিকটক কার 🤭🤭🤭

14/09/2023

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পএ (MCQ Answer) সেট কোড:( ক) ২০২৩ HSC ( Sylhet Board)

13/09/2023

Bangladash Cricket Team এর জন্য সুখবর।
বাংলাদেশের Cricket team এর করুণ পরিস্থিতি দেখে সদয় হলেন। ইন্ডিয়ার সাবেক ব্যাটসম্যান বিশ্ব সেরা ব্যাটসম্যান, যাকে বলা রানের পাহাড়।আর কেউ নয় তিনি হলেন( ভিরাট কোলী) তিনি দঃখ জনক ভাবে বলেন।বাংলাদেশের এই করুন পরিস্থিতি আমার সহ্য হচ্ছে না। আমি আজ থেকে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব নিলাম।
(আমি খুব চিন্তিত)
আপনার মতামত কী?

#

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জাম...
07/09/2023

আমরা যারা 1995-2005 সালের মধ্যে জন্মেছি আমরা বিশেষ কিছু ছিলাম না😉,তবে আমরা ভাগ্যবান ছিলাম😜যখন আমরা ছোট ছিলাম হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নাই🙋।একটা কলম ছিলো যার চার রকমের কালি ছিলো🚦,আর তার চারটা বোতাম একসাথে টেপার চেষ্টা করতাম🤗আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম🤑দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে,😇সে আসতে দেরি করছে বলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম 😓।রাতে হাটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদ টাও আমার সাথে যাচ্ছে💥কারেন্টের💡 সুইচের দুইদিকে আঙ্গুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থানে আনার চেষ্টা করতাম😜।স্কুলে যাওয়ার সময় সবাই এক সাথে দৌড়াদৌড়ী করে যেতাম🏃🏃।ক্লাসে কলম কলম খেলা🖋,খাতায় ক্রিকেট খেলা🏏,চোর👽-ডাকাত👻-বাবু😘-পুলিশ 🤗খেলতাম। অনেক সময় স্কুল ফাকি দিয়ে কয়েক জন বন্ধু মিলে ঘুরতে যেতাম আড্ডা দিতাম আর ও কত কি😎। এক টাকার রঙ্গিন বা নারকেলি আইসক্রিম🍿,হাওয়াই মিঠাই🍣 খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত😑।হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার🚁 গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকাই থাকতাম👫। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন👰দেখবো বলে। শুক্রবার দুপুর ৩ টা থেকে আপেক্ষা করতাম কখন BTV তে সিনেমা শুরু হবে😬। এবং সন্ধার পর আলিফ লায়লা👽,সিন্দবাদ,👺রবিনহুড,👹ম্যাকাইভার👦 দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম😬। ফলের গুটি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভিতর গাছ হবে কিনা😭 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবার নিজের ইচ্ছায় ধাক্কা দিতম😈 কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাপ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে😜 বিকেলে কুতকুত,কানামাছি,🤓গোল্লাছুট 🏃না খেললে বিকাল টাই যেন মাটি হয়ে যেত😓 ফাইনাল পরিক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই এতো মজা লাগতো যা বলার বাইরে নানু বাড়ি,দাদু বাড়ি যাওয়ার এটাই তো ছিলো সময়🤗ব্যাডমিন্টন,কেরাম,লুডু না খেললে কি হয়🤔ডিসেম্বর মাস ও শিতকাল টা আমাদের ছেলেবেলায় এমনি কালারফুল ছিল তবে ডিসেম্বরের ৩১ তারিখ যতই আগাই আসতো মনের মধ্যে ভয় ততই বাড়তো,ওই দিন যে ফাইনালের রেজাল্ট দিবে তাই আর কি
আমি জানি আমাদের জেনারেশনের যারা এগুলো পড়ছো ,নিশ্চই তোমাদের মুখে হাসি ফুটে উঠেছে??
এসব কথা মনে পড়লে ইচ্ছা করে আবার যদি সেই ছেলে বেলা টা ফিরে পেতেম !! আসলেই ঐ দিন গুলোকে খুব মিস করি।

আজ কি মনে আছে তোমার সুন্দর ভাবে গড়ে ওঠা ছোটবেলা।

#ছোটবেলা

সংগৃহীত

27/08/2023

(ICT) MCQ Answar 2023 HSC সেট কোড (খ)

27/08/2023

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
পরীক্ষা 🙏🙏🤲

25/08/2023

Follow my page

17/08/2023

Address

Jalapur/Hasampur
Sylhet
3107

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROTON Mix posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ROTON Mix:

Share