
25/06/2025
❝কে বলেছে—মন খারাপের কোনো ওষুধ নেই?❞
শুনুন!
মনটা খুব খারাপ?
দুনিয়াটা একেবারেই ভালো লাগছে না?
ভিতরটা অস্থির, ভারী, বিষণ্ন?
মনের মধ্যে কেমন যেন এক ধরনের হাহাকার—কেউ বোঝে না, কেউ থাকে না…
ডিপ্রেশনে বুকটা চেপে ধরেছে, মনে হচ্ছে সব ছেড়েছুড়ে হারিয়ে যাই?
তাহলে এই “ঔষধ” একান্তই আপনার জন্য!
একটু নিরিবিলি একটা রুমে চলে যান।
দরজাটা বন্ধ করুন।
নামাজের জায়নামাজটা বিছিয়ে দিন।
লাইটটা নিভিয়ে নরম অন্ধকারে ডুবে যান।
তসবিহটা হাতে নিন।
তারপর নিজের হৃদয়টাকে একেবারে শিশুর মতো করে ফেলুন।
যেভাবে ছোট একটা শিশু মা’কে কাছে পেতে কাঁদে—
ঠিক সেভাবেই আপনিও আল্লাহকে ডাকুন।
“আল্লাহ! আমার কিছুই ঠিক নেই…”
ডাকতেই থাকুন…
একসময় আপনি বুঝবেন, চোখ বেয়ে পানি ঝরছে,
ভিতরটা একেবারে নরম হয়ে গেছে…
এক অজানা প্রশান্তি ছড়িয়ে পড়ছে হৃদয়ের গভীরে।
এবার দুরুদ শরীফ পড়ে নিয়ে মুনাজাতে ডুবে যান।
কাঁদতে কাঁদতে আপনার সমস্ত কষ্ট, পাপ, ভয়, চিন্তা—সব খুলে বলুন আপনার রবকে।
যিনি কখনো বিরক্ত হন না, বিরক্তি দেখান না…
শুধু শুনে যান। ক্ষমা করতে চান।
—এতে আপনি দুটো অমূল্য জিনিস পাবেন:
১. মনের প্রশান্তি:
আপনার ভেতরের সব অশান্তি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহর সান্নিধ্যে থেকে যে চোখে অশ্রু ঝরে, সে চোখে আর দুনিয়ার কোনো বিষণ্নতা থাকে না।
২. আল্লাহর আরশের ছায়া:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
> "সাত শ্রেণির মানুষকে আল্লাহ সেই দিনে আরশের ছায়া দেবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না।
তার মধ্যে একজন সেই ব্যক্তি,
যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে।"
(সহিহ বুখারি, হাদিস: ১৪২৩)
এটাই সেই ওষুধ—যা কোনো ফার্মেসিতে মেলে না।
এটা শুধুই আল্লাহর কাছে মেলে, তাঁর কাছে ফিরে যাওয়ার মাধ্যমে…
তুমি ডেকো, তিনি শুনবেন।
তুমি কাঁদো, তিনি জড়িয়ে ধরবেন।
তুমি ফিরো, তিনি ক্ষমা করে দেবেন।
—সংগৃহীত
#দাওয়াতের_মঞ্চ #দাওয়াহ ゚