দাওয়াতের মঞ্চ

দাওয়াতের মঞ্চ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দাওয়াতের মঞ্চ, Digital creator, Sylhet.

(দীন প্রচারে নিবেদিত – কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক পথে আহ্বান) "দাওয়াতের মঞ্চ” একটি দ্বীনভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম,,দাওয়াতের মঞ্চ — সত্যের আহ্বানে একসাথে চলুন, শান্তির পথে এগিয়ে চলুন।

❝কে বলেছে—মন খারাপের কোনো ওষুধ নেই?❞শুনুন!মনটা খুব খারাপ?দুনিয়াটা একেবারেই ভালো লাগছে না?ভিতরটা অস্থির, ভারী, বিষণ্ন?মনে...
25/06/2025

❝কে বলেছে—মন খারাপের কোনো ওষুধ নেই?❞

শুনুন!
মনটা খুব খারাপ?
দুনিয়াটা একেবারেই ভালো লাগছে না?
ভিতরটা অস্থির, ভারী, বিষণ্ন?
মনের মধ্যে কেমন যেন এক ধরনের হাহাকার—কেউ বোঝে না, কেউ থাকে না…
ডিপ্রেশনে বুকটা চেপে ধরেছে, মনে হচ্ছে সব ছেড়েছুড়ে হারিয়ে যাই?

তাহলে এই “ঔষধ” একান্তই আপনার জন্য!

একটু নিরিবিলি একটা রুমে চলে যান।
দরজাটা বন্ধ করুন।
নামাজের জায়নামাজটা বিছিয়ে দিন।
লাইটটা নিভিয়ে নরম অন্ধকারে ডুবে যান।
তসবিহটা হাতে নিন।

তারপর নিজের হৃদয়টাকে একেবারে শিশুর মতো করে ফেলুন।
যেভাবে ছোট একটা শিশু মা’কে কাছে পেতে কাঁদে—
ঠিক সেভাবেই আপনিও আল্লাহকে ডাকুন।
“আল্লাহ! আমার কিছুই ঠিক নেই…”

ডাকতেই থাকুন…
একসময় আপনি বুঝবেন, চোখ বেয়ে পানি ঝরছে,
ভিতরটা একেবারে নরম হয়ে গেছে…
এক অজানা প্রশান্তি ছড়িয়ে পড়ছে হৃদয়ের গভীরে।

এবার দুরুদ শরীফ পড়ে নিয়ে মুনাজাতে ডুবে যান।
কাঁদতে কাঁদতে আপনার সমস্ত কষ্ট, পাপ, ভয়, চিন্তা—সব খুলে বলুন আপনার রবকে।
যিনি কখনো বিরক্ত হন না, বিরক্তি দেখান না…
শুধু শুনে যান। ক্ষমা করতে চান।

—এতে আপনি দুটো অমূল্য জিনিস পাবেন:

১. মনের প্রশান্তি:
আপনার ভেতরের সব অশান্তি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।
আল্লাহর সান্নিধ্যে থেকে যে চোখে অশ্রু ঝরে, সে চোখে আর দুনিয়ার কোনো বিষণ্নতা থাকে না।

২. আল্লাহর আরশের ছায়া:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

> "সাত শ্রেণির মানুষকে আল্লাহ সেই দিনে আরশের ছায়া দেবেন, যেদিন অন্য কোনো ছায়া থাকবে না।
তার মধ্যে একজন সেই ব্যক্তি,
যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে।"
(সহিহ বুখারি, হাদিস: ১৪২৩)

এটাই সেই ওষুধ—যা কোনো ফার্মেসিতে মেলে না।

এটা শুধুই আল্লাহর কাছে মেলে, তাঁর কাছে ফিরে যাওয়ার মাধ্যমে…

তুমি ডেকো, তিনি শুনবেন।
তুমি কাঁদো, তিনি জড়িয়ে ধরবেন।
তুমি ফিরো, তিনি ক্ষমা করে দেবেন।

—সংগৃহীত
#দাওয়াতের_মঞ্চ #দাওয়াহ ゚

Shout out to my newest followers! Excited to have you onboard! Shishir Hasan Murad, Mohammed Foyzullah
25/06/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Shishir Hasan Murad, Mohammed Foyzullah

বিয়ের পর সরল না হয়ে ডিপ্লোম্যাটিক উত্তর দিন ও সুখে থাকুন :বিয়ে করার পাচ বছর পর এখন আমি স্মার্ট হয়েছি। প্রথম প্রথম বউ এর...
25/06/2025

বিয়ের পর সরল না হয়ে ডিপ্লোম্যাটিক উত্তর দিন ও সুখে থাকুন :

বিয়ে করার পাচ বছর পর এখন আমি স্মার্ট হয়েছি। প্রথম প্রথম বউ এর অনেক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে বিপদে পড়তাম। বিশাল ঝগড়া অশান্তি লেগে যেতো। এরপর ঠিক করলাম তেল মারা উত্তর দেবো। এতে ও লাভ হলো না। ঝগড়া অশান্তি থামলো না। এখন হয়ে গেলাম ডিপ্লোম্যাটিক। হালকা পাতলা লাভ হচ্ছে।

১) প্রশ্ন: বউ খাবার সময় বেশ হাসি মুখে বল্লো, রান্না কেমন হয়েছে?

অনেস্ট অ্যান্সার: ভালোই, তবে আরেকটু রসুন দিলে বেশী ভালো হতো, আর লবন টা স্লাইটলি কম হলে।

ফিডব্যাক: "ঢের হয়েছে! আর খেয়ে লাভ নেই। আমি তো আসলে

কিছুই পারি না!" বউ এর চোখ ছলছল।

তেল মারা অ্যান্সার: অসাধারন!!! তুমি আমাকে আর কত অবাক করবা! ফাইভ স্টারের মাস্টার শেফ ও ফেল!

ফিডব্যাক: এক চামচ খেয়েই এতো কথা বলে দিলা!! ঢপ বাজি টা একটু কমাও! সত্যিকারের কম্পলিমেন্ট দিতে শেখো!

ডিপ্লোম্যাটিক অ্যান্সার: খুব গম্ভীর কন্ঠে "ও! তুমি রেঁধেছো! আমি তো ভাবলাম শাশুড়ি মা আমার জন্য রান্না করে পাঠিয়েছেন। তোমার রান্না তো পুরো তোমার মায়ের মতো!"

ফিডব্যাক: গদগদ মুখে, "আরেক টু খাও, এক চামুচ দেই?"

২) প্রশ্ন: অ্যাই, মেকআপ টা কেমন হয়েছে?

অনেস্ট অ্যান্সার: "একটু বেশী হয়ে গেছে, কম হলে আরো ভালো লাগতো।"

ফিডব্যাক: মেকআপ তুলতে তুলতে, "যাবোই না আজ! আমি তো মেকআপ ই পারি না! তুমি যাও একা একা! পার্টি তে গিয়ে সুন্দরি দের সাথে ঢং করে আসো"

তেল মারা অ্যান্সার: "ও মাই গড! অসাম মেকআপ! কিভাবে এতো ফাটাফাটি মেকআপ করো!!"

ফিডব্যাক: না বুঝে বেশী কথা বলো!! আর ঠিক কথা বলবাই বা কিভাবে! আমার দিকে তো আর তাকাও না, চোখ থাকে অন্য মেয়ে দের দিকে!

ডিপ্লোম্যাটিক অ্যান্সার: বেশ কিছুক্ষন মুখের দিকে তাকিয়ে, "হুম, ন্যাচারাল হয়েছে"

ফিডব্যাক: উচ্ছ্বসিত হয়ে, "তুমি এতো কিছু বোঝো কিভাবে! বাহ! ইউ আর টুউ গুড"

৩) প্রশ্ন: শাড়ি টা আমাকে কেমন মানিয়েছে?

অনেস্ট অ্যান্সার: গ্রীন শাড়ি টা পড়লে দারুন লাগতো!

ফিডব্যাক: কেনও ও!!! গ্রীন শাড়ি কি তোমার এক্স কোনো গার্লফ্রেন্ডের পছন্দের রঙ?

তেল মারা অ্যান্সার: পুরো ঝাকাস লাগছে! মনে হচ্ছে স্বর্গের অপ্সরী চলে এসেছে!

ফিডব্যাক: "এই সব তেল আমাকে দেবা না! বিরক্ত লাগে!"

ডিপ্লোম্যাটিক অ্যান্সার: "হুম! মাথায় রেখো, বিয়ে বাড়িতে যাচ্ছো, বউ এর চেয়ে তোমাকে বেশী সুন্দর লাগলে কিন্তু সমস্যা"

ফিডব্যাক: আহ্লাদী কন্ঠে, "যাহ! কি

— সংগৃহীত
#দাওয়াতের_মঞ্চ

23/06/2025

আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ #দাওয়াতের_মঞ্চ #দাওয়াহ #ইসলাম ゚

22/06/2025

বরকতময় ফজর❤️🥰
#দাওয়াতের_মঞ্চ #দাওয়াহ #ইসলাম #নামাজ ゚

20/06/2025
20/06/2025
আরিফ আজাদ
20/06/2025

আরিফ আজাদ

সবাই একবার আল্লাহু আকবর বলি 👆🏿 আজকে ইরানের জুমার ইমাম সামরিক পোষাকে খুতবা দিয়েছেন আর নামাজীরা নামাজ আদায় করছেন কাফনের ক...
20/06/2025

সবাই একবার আল্লাহু আকবর বলি 👆🏿 আজকে ইরানের জুমার ইমাম সামরিক পোষাকে খুতবা দিয়েছেন আর নামাজীরা নামাজ আদায় করছেন কাফনের কাপড় পড়ে। 🌹

মসজিদে তিনি তার ব্যক্তিগত AK-47 রাইফেল নিয়ে প্রবেশ করেন, সেটা হাতে নিয়েই বক্তৃতা করেন। ❤️

এই জাতিকে হারাবে কে 🤔

🕋 "নামাজের ডাক"🌙হে প্রিয় ভাই ও বোন,আজান হচ্ছে —“হায়্যা আলাস্‌সালাহ্‌… হায়্যা আলাল ফালাহ্‌…”ডাকে আসছে নামাজের,ডাকে আসছে ...
20/06/2025

🕋 "নামাজের ডাক"

🌙
হে প্রিয় ভাই ও বোন,
আজান হচ্ছে —
“হায়্যা আলাস্‌সালাহ্‌… হায়্যা আলাল ফালাহ্‌…”
ডাকে আসছে নামাজের,
ডাকে আসছে সফলতার।

🕋
নামাজ হলো মুমিনের মিরাজ
নামাজ ছাড়া মুসলমানের জীবন অন্ধকারে ঢেকে যায়।

🕰️ পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়া শুধু ফরজ নয়,
বরং এটি আপনার জীবনের আশীর্বাদও বটে।

🤲
আসুন, আজ থেকেই শুরু করি নিয়মিত নামাজ।
নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য।

📢
👉 এই বার্তাটি ছড়িয়ে দিন — হয়তো আপনার একটি শেয়ার কাউকে নামাজি করে তুলবে ইনশাআল্লাহ।

> "নামাজ ছাড়বেন না, নামাজ আপনাকে কখনো ছাড়বে না।
🤲 দাওয়াতের মঞ্চ — আলোর পথে চলুন আমাদের সঙ্গে।
#দাওয়াতের_মঞ্চ #নামাজ #ইসলাম #দাওয়াহ "

19/06/2025

🕌 জুমার দিনের ফজিলত ও আমল – যে দিনটি সপ্তাহের ঈদ الحمد لله، والصلاة والسلام على رسول الله ﷺ জুমা হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দ.....

চুখের শান্তি ❤️lran ls Flring some mysterious new miss- siles😍🇮🇷Tehran, Iran
19/06/2025

চুখের শান্তি ❤️
lran ls Flring some mysterious new miss- siles😍🇮🇷
Tehran, Iran

Address

Sylhet

Telephone

+8801641278536

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াতের মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাওয়াতের মঞ্চ:

Share