26/11/2025
ডেল স্টেন, ডি ভিলিয়ার্স, ডু প্লেসি, হাসিম আমলা, জ্যাক ক্যালিস কতশত সুপার স্টার তো অনেকেই ছিলো কিন্তুু তবুও ২৫ থেকে ২৭ বছরেরও আসেনি কোনো সাফল্য যদি দিনশেষে দেশের কোনো ঐতিহাসিক অর্জনই না থাকে তাহলে এতশত সুপার স্টার দিয়ে কি হবে দেশের ক্রিকেটের!
হাইট অল্প তবে এর সাথে রয়েছে বিশাল একটা সাফল্যময় গল্প এর মাঝে রয়েছে হাসি ঠাট্টা উপহাস, কিছুদিন আগে বিশ্ব জয় করার পরেরও এখনো বিপক্ষ দল হাইট নিয়ে করা মজা কিন্তুু তাতে কি আসে যায়, দিনশেষে রাজা তো রাজাই রয়ে যায়, পরিসংখ্যান গড়, পারফরম্যান্স যদি একজন প্লেয়ারকে কিংবদন্তি বানায় তাহলে টেম্বাই বা কম কিসে,
বিশ্বের এতএত বড় বড় সুপার স্টারদের সামনে হাইট দিয়ে নয়, যোগ্যতা দিয়ে দাড়িয়ে সম্মান অর্জন করে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে , ২৭ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকার মত দলকে একটা ট্রফি এনে দিয়েছে, ২৫ বছরে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যা কেউ বা কোনো সাউথ আফ্রিকার অধিনায়ক করতে পারেনি সেটাই স্যার টেম্বা করে দেখিয়ে দিলো,
এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের এক অপরাজিত টেস্ট ক্যাপটেন যে কিনা ১২ টা টেস্টে নেতৃত্ব দিয়ে হারেনি এটাও, কোন মানুষ কি পারবে কাকে দিয়ে ইতিহাস বদলানো হবে সেটা কেউ বলতে পারে না, বড় বড় ক্রিকেটার মানেই তিনি সেরা অধিনায়ক নয়, দেখতে সুন্দর হাইট লম্বা মানেই তিনি কিংবদন্তি নয়,
নতুন যুগের টেস্ট ক্রিকেটে টেম্বা বাভুমা এক অসাধারণ বিষ্ময়কর ক্রিকেটার আস্তে আস্তে তিনি নিজেই নিজেকে নিয়ে যাচ্ছেন সাফল্যেরতার উচ্চতায়,
লিজেন্ড ক্যাপটেন টেম্বা বাভুমা অপরাজিত ক্যাপটেন ইতিহাস সৃষ্টি করে ভারতের মাঠে ২-০ তে টেস্ট সিরিজ জয়, অভিনন্দন টেম্বা বাভুমা ✌️