10/06/2025
একজন খেলা প্রেমি হিসেবে খেলায় হারজিত থাকবে এটা মেনে নিয়েই খেলা দেখা উচিৎ সেটা জানি কিন্তুু খেলার ধরন যখন পছন্দ হয়না তখন আর মনকে বুজ দেওয়া যায় না,
প্রথম গোলটা খাওয়ার আগে বাংলাদেশের প্লেয়ারদের মানসিকতা ভালোই এগোচ্ছিলো কিন্তু গোলটা খাওয়ার ওদের দেখে মনে হয়েছে সব শেষ, খেলাটা ছিলো পুরা অগোছালো সবচেয়ে বেশি খারাপ লেগেছে মোরসালিন এবং জামালের জন্য,
ভারতের বিপক্ষে যখন জামালকে নেওয়া হয়নি মন মেজাজ খুবই খারাপ ছিলো আস্তে আস্তে পরে ঠিক হয়ে গেছে, আজকের মত একটা ম্যাচে মোরসালিনকে নামালো খেলার একদম শেষে অংশ, এইটা কিছু হইলো! একদিকে জামাল নাই অপরদিকে মোরসালিন নামে শেষ কেমনে মেনে নেই বলেন,
দিনশেষে রেফারির দোষ দেন আর কপালের দেন যাই করেন না কেন অতিরিক্ত হাইপ, অতিরিক্ত বাঙালির প্রতি প্রত্যাশাই আমাদের হতাশা, সর্বশেষ বলবো জামালকে বাদ দেওয়াটা ভালো লাগে নাই, কারণ হামজার সাথে জামালের ক্যামিও দেখতে ভালো লাগে একটা আত্নবিশ্বাস থাকে মনে, অনেকেই খেলা দেখতে ছিলো আর বলতেছিলো যে জামাল থাকলে এতগুলো কর্নার মিস হতো না,
ভারত এবং সিঙ্গাপুরে বিপক্ষে জামাল কেন নাই জানি না তবে আমি এই ২ টা ম্যাচেই জামালের সাপোর্ট মিস করেছি।
এমন পরাজয় মন থেকে মেনে নেওয়া যায় না।🙆♂️😁