The Rayhan Ahmed

The Rayhan Ahmed Content creator of cricket, Another page Gamechanger no
(2)

কম দামে বিক্রি হওয়া ব্রান্ডের প্রডাক্ট -পাথুম নিশানকা ৪ কোটি।বেন দাউরিস ৪ কোটিকোপার ক্যানলি ৩ কোটি।বেন ডাকেট ২ কোটি।রাচি...
16/12/2025

কম দামে বিক্রি হওয়া ব্রান্ডের প্রডাক্ট -

পাথুম নিশানকা ৪ কোটি।
বেন দাউরিস ৪ কোটি
কোপার ক্যানলি ৩ কোটি।
বেন ডাকেট ২ কোটি।
রাচিন রাবিন্দ্র ২ কোটি।
ফিন এলিন ২ কোটি

ম্যাট হেনরি ২ কোটি।
আনরিক নরকিয়া ২ কোটি।
হাসারাঙ্গা ২ কোটি।
ডেভিড মিলার ২ কোটি।
জ্যাকোব ডুফে ২ কোটি।
আকিল হোসেন ২ কোটি।
এ্যাডাম মিলনে ২ কোটি।
কাইল জেমিসন ২ কোটি।

টিম শেফার্ট ১ কোটি ৫০ লাখ।
ম্যাথিউ শর্ট ১ কোটি ৫০ লাখ।

কুইন্টন ডি কক ১ কোটি
জর্ডান কক্স ৭৫ লাখ রুপি।🥴

ওরে ইতিহাস, মুস্তাফিজুর রহমানের ইতিহাস বাংলাদেশ ক্রিকেটের একজন প্লেয়ার হিসেবে  গৌরবের ইতিহাস,২০২৬ আইপিএল নিলামের বাংলাদে...
16/12/2025

ওরে ইতিহাস, মুস্তাফিজুর রহমানের ইতিহাস বাংলাদেশ ক্রিকেটের একজন প্লেয়ার হিসেবে গৌরবের ইতিহাস,

২০২৬ আইপিএল নিলামের বাংলাদেশের কাঁটার মাস্টার মুস্তাফিজুর রহমানের দাম ৯ কোটি ২০ লাখ রুপি, জাস্ট অসাধারণ, এত দিনে ছেলেটা একটা যোগ্য মূল্যায়ন পেলো,

মুস্তাফিজুর রহমানের নতুন ঠিকানা কলকাতা নাইট রাইডারস, ধন্যবাদ কলকাতা।

অভিনন্দন বাংলাদেশের গৌরব মুস্তাফিজুর রহমান, অভিনন্দন।
৯ কোটি ২০ লাখ 🫰🥰

এই ১৪ বছরের ছেলেটাকে নিয়ে মহা ঝামেলায় পরবে ক্রিকেট বিশ্ব, এই পোলায় ক্রিকেট খেলে, নাকি গেমস খেলে, অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ...
12/12/2025

এই ১৪ বছরের ছেলেটাকে নিয়ে মহা ঝামেলায় পরবে ক্রিকেট বিশ্ব, এই পোলায় ক্রিকেট খেলে, নাকি গেমস খেলে,
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটের খেলা কিন্তুু তাতে কি হইছে,
৯৫ বলে ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেদিলো

১৪ টা ছক্কা এবং ৯ টা চার মেরেছেন,
স্ট্রাইক রেট ১৮০.০০

বৈভব সুরিয়া বংশী।🙆‍♂️😐

🇦🇷🧠🏆স্কালোনি: "আমি আর্জেন্টাইনদের বলছি যে আমরা আমাদের সর্বোচ্চটা দেব, এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তা করার চেষ্টা করব, য...
06/12/2025

🇦🇷🧠🏆স্কালোনি: "আমি আর্জেন্টাইনদের বলছি যে আমরা আমাদের সর্বোচ্চটা দেব, এবং গত বিশ্বকাপে যা করেছিলাম তা করার চেষ্টা করব, যা হল কোনও বলেই হাল ছেড়ে দেওয়া নয়।"

🧠🇦🇷🇦🇹🇪🇭স্কালোনি:
"অস্ট্রিয়া বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে। জর্ডান সম্ভবত আমাদের কাছে সবচেয়ে কম পরিচিত দল, কিন্তু আমাদের তাদের অবমূল্যায়ন করা উচিত নয়; তারা এখানে একটি কারণে এসেছে।"

প্রতিটি ম্যাচ অত্যন্ত গুরুত্বের সাথে খেলতে হবে। এটি এমন একটি দল যেখানে আমাদের সর্বোচ্চটা দিতে হবে।

🇦🇷🧠🇩🇿আলজেরিয়ার মুখোমুখি?
স্কালোনি: "আমি আলজেরিয়ান কোচ ভ্লাদিমির পেটকোভিচকে চিনি। তিনি আমার সাথে লাজিওতে ছিলেন এবং তিনি একজন দুর্দান্ত কোচ। আলজেরিয়া দুর্দান্ত খেলোয়াড়দের নিয়ে একটি ভালো দল।"

১ কোটি ১০ লাখ টাকা 👀নাঈম ভাইয়া তুই আমারে ক্ষমা করে দিস, তোর মূল্য আমি বুঝি নাই 🙏
01/12/2025

১ কোটি ১০ লাখ টাকা 👀
নাঈম ভাইয়া তুই আমারে ক্ষমা করে দিস, তোর মূল্য আমি বুঝি নাই 🙏

মাহমুদউল্লাহ ও মুশফিকের ক্যাটাগরি নিচে নামানোর আলোচনা যখন উঠলো, তখন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক ভাইয়া সম্মানের...
30/11/2025

মাহমুদউল্লাহ ও মুশফিকের ক্যাটাগরি নিচে নামানোর আলোচনা যখন উঠলো, তখন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক ভাইয়া সম্মানের জায়গা থেকে বলেছিলেন
মুশফিক আর রিয়াদের প্রতি সম্মান রেখে তাদের ক্যাটাগরি নিচে নামানো ঠিক হবে না। ❤️

পরবর্তীতে সেই সম্মানেরই নিখুঁত প্রতিফলন
রংপুর রাইডার্স দলে ভেড়াল বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা মাহমুদউল্লাহ রিয়াদকে
আর রাজশাহী আদরে আপন করে নিলো মুশফিকুর রহিমকে 🖤

বাংলাদেশ ক্রিকেটের দুই নক্ষত্রকে এভাবে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য
আপনাদের প্রতি স্যালুট।

ধন্যবাদ ইশতিয়াক সাদেক ভাইয়া 🤗

ব্যক্তিগতভাবে রংপুর রাইডার্সকে আমার সেলুট। ❤️🤝🔥

খুশিতে দিশেহারা চট্টগ্রাম, পছন্দের প্লেয়ার নাইম শেখ ইজ ডান মূল্য ১ কোটি ১০ লাখ 🔥🫰নাইভ ভাই ইজ অন ফায়ার 💥😃
30/11/2025

খুশিতে দিশেহারা চট্টগ্রাম, পছন্দের প্লেয়ার নাইম শেখ ইজ ডান মূল্য ১ কোটি ১০ লাখ 🔥🫰

নাইভ ভাই ইজ অন ফায়ার 💥😃

ডেল স্টেন, ডি ভিলিয়ার্স, ডু প্লেসি, হাসিম আমলা, জ্যাক ক্যালিস কতশত সুপার স্টার তো অনেকেই ছিলো কিন্তুু তবুও ২৫ থেকে ২৭ ব...
26/11/2025

ডেল স্টেন, ডি ভিলিয়ার্স, ডু প্লেসি, হাসিম আমলা, জ্যাক ক্যালিস কতশত সুপার স্টার তো অনেকেই ছিলো কিন্তুু তবুও ২৫ থেকে ২৭ বছরেরও আসেনি কোনো সাফল্য যদি দিনশেষে দেশের কোনো ঐতিহাসিক অর্জনই না থাকে তাহলে এতশত সুপার স্টার দিয়ে কি হবে দেশের ক্রিকেটের!

হাইট অল্প তবে এর সাথে রয়েছে বিশাল একটা সাফল্যময় গল্প এর মাঝে রয়েছে হাসি ঠাট্টা উপহাস, কিছুদিন আগে বিশ্ব জয় করার পরেরও এখনো বিপক্ষ দল হাইট নিয়ে করা মজা কিন্তুু তাতে কি আসে যায়, দিনশেষে রাজা তো রাজাই রয়ে যায়, পরিসংখ্যান গড়, পারফরম্যান্স যদি একজন প্লেয়ারকে কিংবদন্তি বানায় তাহলে টেম্বাই বা কম কিসে,

বিশ্বের এতএত বড় বড় সুপার স্টারদের সামনে হাইট দিয়ে নয়, যোগ্যতা দিয়ে দাড়িয়ে সম্মান অর্জন করে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছে , ২৭ বছরের ইতিহাসে সাউথ আফ্রিকার মত দলকে একটা ট্রফি এনে দিয়েছে, ২৫ বছরে ভারতের বিপক্ষে ভারতের মাটিতে যা কেউ বা কোনো সাউথ আফ্রিকার অধিনায়ক করতে পারেনি সেটাই স্যার টেম্বা করে দেখিয়ে দিলো,

এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটের এক অপরাজিত টেস্ট ক্যাপটেন যে কিনা ১২ টা টেস্টে নেতৃত্ব দিয়ে হারেনি এটাও, কোন মানুষ কি পারবে কাকে দিয়ে ইতিহাস বদলানো হবে সেটা কেউ বলতে পারে না, বড় বড় ক্রিকেটার মানেই তিনি সেরা অধিনায়ক নয়, দেখতে সুন্দর হাইট লম্বা মানেই তিনি কিংবদন্তি নয়,

নতুন যুগের টেস্ট ক্রিকেটে টেম্বা বাভুমা এক অসাধারণ বিষ্ময়কর ক্রিকেটার আস্তে আস্তে তিনি নিজেই নিজেকে নিয়ে যাচ্ছেন সাফল্যেরতার উচ্চতায়,

লিজেন্ড ক্যাপটেন টেম্বা বাভুমা অপরাজিত ক্যাপটেন ইতিহাস সৃষ্টি করে ভারতের মাঠে ২-০ তে টেস্ট সিরিজ জয়, অভিনন্দন টেম্বা বাভুমা ✌️

সর্বশেষ সাউথ আফ্রিকা যখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো তখন, ভারতে পেট্রোল প্রতি লিটার ২৫ রুপি, যা বর্তমানে ১০৩ রুপ...
26/11/2025

সর্বশেষ সাউথ আফ্রিকা যখন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিলো তখন,

ভারতে পেট্রোল প্রতি লিটার ২৫ রুপি, যা বর্তমানে ১০৩ রুপি।
ভিরাট কোহলির বয়স ছিলো ১১ বছর,
ওপেনার জায়সোয়াল তখন পৃথিবীতেই আসেনি মানে জন্মই হয়নি,
শচিন টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা ছিলো ৪৫ টা।
আন্তর্জাতিক ক্রিকেটে মাহিন্দ্র সিং ধনীর কোনো সেঞ্চুরি হয়নি,

আইপিএল বলতে দুনিয়ায় কোনো টুর্নামেন্ট ছিলো না।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বলতে কোনো দল ছিলোনা।

বাকি গুলা বলা আপনাদের দায়িত্ব...... ☺️🫡

21/11/2025

Into the Final! 🇧🇩Let's go for the trophy!🏆  🥰🙃
21/11/2025

Into the Final! 🇧🇩

Let's go for the trophy!🏆

🥰🙃

Address

Sylhet
3125

Telephone

+8801721396113

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Rayhan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Rayhan Ahmed:

Share