London Bangla Times

London Bangla Times সত্য ও ন্যায়ের প্রচারের এক ধাপ এগিয়ে

03/06/2025

সম্প্রতি গত ২২তারিখ রোজ বৃহঃস্পতিবার ১নং আলীনগর ইউনিয়নের আলীনগর কলেজ রোডের একটি বিকাশের দোকান থেকে উক্ত ব্যাক্তি নগদ ৩লক্ষ ৮০হাজার টাকা চুরি করে পালিয়ে যায়,চুরকে ধরিয়ে দিতে পারলে অথবা কেউ চিনে থাকলে সম্মানসূচক পুরস্কৃত (নগদ টাকা) করা হবে;
যোগাযোগের নাম্বারঃ ০১৭৫০-০০৪৭৮৭,০১৭৭২৩৮৪৮০৮

22/05/2025

মায়ার স্নেহশীষ ছোট ভাই সায়েম আমাদের মধ্যে আর নেই😭
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
শেওলা সেতু উটার একটু আগে একটি ট্রাকের সাথে বাইক এক্সিডেন্ট করে ঘটনাস্থলে মারা যায়।

শুভ জন্মদিন প্রিয়, লন্ডন বাংলা টাইমস এর দায়িত্বশীল এডমিন এন্ড রিপোর্টার রক্তযোদ্ধা Khaled Saifullah তোমার জন্য দোয়া ভালো...
13/05/2025

শুভ জন্মদিন প্রিয়, লন্ডন বাংলা টাইমস এর দায়িত্বশীল এডমিন এন্ড রিপোর্টার রক্তযোদ্ধা Khaled Saifullah
তোমার জন্য দোয়া ভালোবাসা অবিরাম ❤️
তুমি তোমার লক্ষ ঠিক রেখে এগিয়ে যাও, জীবনে সফল হও 🥰🥰

08/05/2025

রে ন্ডিয়া আজ সীমান্তবর্তী ( সিলেট ) ভাইরাল জায়গা উপজেলা গোয়াইনঘাটের কিছু জায়গা দখল করতে আসে, এটা নাকি শেখ হাসিনা ২০১৫ সালে তাদেরকে গিফট করেছে।
প্রিয় Nazrul Ahmed ভাইসহ আমাদের সৈ ন্য রা তাড়িয়ে দিয়েছে।এভাবেই শকুনের চোখ উপড়ে ফেলতে হবে। মাতৃভূমির এক ইঞ্চি জায়গায় কারো দখলদারিত্ব চলবে না, ইনশাআল্লাহ✊🇧🇩

শেয়ার করুন সবাই অনুরোধ রইলো

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছু'রি'র আ'ঘাতে যুবক  নি'হ'তসিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের ...
01/05/2025

গোলাপগঞ্জে ফুফাতো ভাইয়ের ছু'রি'র আ'ঘাতে যুবক নি'হ'ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম বারকোট গ্রামের একটি বাড়িতে জমি সংক্রান্ত ঝগড়ায় ফুফু কলছুমা বেগম ও ফুফাতো ভাই সাঈদ আহমদের ছু'রি'র আ'ঘাতে ফাহিম আহমদ (২৭) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে।

29/04/2025

হেতিমগঞ্জে সিএনজি খালে, আহত যাত্রীরা..

আলহামদুলিল্লাহ তাহাবী শরিফের এক অনন্য দরস।জামেয়া রামধায় মুহাদ্দিস পদে নিযুক্ত হলেন,তারুণ্যের অহংকার,বিভিন্ন ফনের বিজ্ঞ আ...
25/04/2025

আলহামদুলিল্লাহ
তাহাবী শরিফের এক অনন্য দরস।
জামেয়া রামধায় মুহাদ্দিস পদে নিযুক্ত হলেন,
তারুণ্যের অহংকার,বিভিন্ন ফনের বিজ্ঞ আলেমে দ্বীন,দেশের বিদগ্ধ আলেমদের সুহবত প্রাপ্ত ব্যক্তিত্ব চারাবই গ্রামের গর্বিত সন্তান, মাওলানা Abdul ahad হাফিজাহুল্লাহ

চীনের প্রস্তাবিত ৩ টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল সিলেটে স্থাপিত হলে ভালো ও কল্যাণকর হবে। সিলেট সীমান্তবর্তী একটি আধ্য...
17/04/2025

চীনের প্রস্তাবিত ৩ টি হাসপাতালের মধ্যে ১টি হাসপাতাল সিলেটে স্থাপিত হলে ভালো ও কল্যাণকর হবে। সিলেট সীমান্তবর্তী একটি আধ্যাত্মিক নগরী। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ২৫০ কি.মি.।যার কারণে উন্নত চিকিৎসা সেবা প্রত্যাশীদের ঢাকায় যাতায়াত অনেকটা কষ্টসাধ্য। এছাড়া চিকিৎসা সেবা প্রত্যাশীদের ঢাকামুখী চাপও কমবে। সেই সাথে সিলেট বিভাগের সর্বোচ্চ সংখ্যক মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে।
সিলেট বিভাগের সবাই আওয়াজ তুলুন।

13/04/2025

সিলেট জকিগঞ্জ রোডে ২ টি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।

ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা রিয়াছত আলী (ছখরিয়ার ছাব) রহ...
06/04/2025

ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন, উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস আল্লামা রিয়াছত আলী (ছখরিয়ার ছাব) রহ. এর ছাহেবজাদা মাওলানা ইয়াহইয়া (পীর) সাহেব কিছুক্ষণ আগে আল-হারামাইন হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ যেনো হযরতকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন।

02/04/2025

ঢাকাদক্ষিন সরকারি হসপিটালের পিছনের বাসা থেকে কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী।
দুজনের পিছন লাল।

Address

Sylhet
3161

Telephone

+8801721231699

Website

Alerts

Be the first to know and let us send you an email when London Bangla Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share