Alhamdulillah

Alhamdulillah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alhamdulillah, London.

25/03/2025

Hamza Chowdhury was everywhere tonight. 🇧🇩08 #💪👌🥰

01/03/2025

Ramadan mubarak ♥️

21/02/2025

Ei Pata😂😂🫶

14/02/2025

লন্ডনে এক ব্যক্তি প্রকাশ্যে কুরআন শরিফ পোড়াতে গেলে বাবার বয়সী এক ভদ্রলোক আল্লাহ প্রেমিক ছু/রি নিয়ে তেড়ে এসে উদ্ধার করে এবং দুয়েকটা উত্তম মাধ্যমে দেয়।

27/03/2024

সাহরি শেষ?
গরু/খাসি নানান খাবার খাচ্ছেন!
লুকমা টা মুখে দেওয়ার সময় একবারও কি মনে পড়েছিল তাদের কথা😭🇵🇸

23/03/2024

একটি ইতিহাসের যবনিকাপতন।
কোরআনের পাখি আবু ইউসুফ সাহেব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমাদেরকে চিরঋণী করে চলে গেলেন না ফেরার দেশে।
আল্লাহ রাব্বুল আলামীন আপনি আমাদের এই কলিজার টুকরা কুরআনের একনিষ্ঠ খাদেমকে ক্ষমা করে জান্নাতের সু উচ্চ মাকাম দান করুন, আমিন।

22/03/2024

ইফতার মানেই শুধু চানা-খিছুড়ি নয়,
আর সেহরি মানেই শুধু দুধ-কলা নয়,
ইফতার হতে পারে শুধু পানি দিয়ে,🇵🇸
আর সেহরি হবে ঘাস-পাতা দিয়ে,🇵🇸🤲

11/03/2024

আলহামদুলিল্লাহ তারাবীর উদ্দেশ্যে রওয়ানা।
আল্লাহ সকল হাফেজ সাহেবদের নিয়ত খালিছ করে তারাবিহর নামাযের খেদমত করার তাওফিক দান করুন। আমিন

10/03/2024

"হাফেজ সাহেব ও তারাবীহর নামাজ"

সারাটাদিন সিয়াম (রোজা) পালন করে একজন হাফেজ সাহেব তারাবীহর নামাজে টানা দেড় ঘন্টা দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করে আপনাদেরকে শোনান। সর্বোচ্চ সতর্কতার সাথে বিশ রাকাআত নামাজ সম্পন্ন করেন। ওনাদের কষ্টের ওজন মাপতে পারবেন?

ইফতারের পর আপনি সারাদিনের ক্লান্তি নিয়ে বিছানায় লুটিয়ে পড়েন বিশ্রামের জন্য। কিন্তু একজন হাফেজ চাইলেও ইফতারের পর বিশ্রাম নিতে পারে না। সে কুরআন সামনে নিয়ে বসে যায়। শুরু হয় তারাবির প্রস্তুতি।

অথচ সারাদিনের ক্লান্তি আর তারাবীর টেনশনে তখন তার গোটা শরীরকে দুমড়িয়ে মুচড়িয়ে ভেঙ্গে দিতে চায়। তবু সে বিশ্রাম করে না। সে নিজের সমস্ত শক্তিকে প্রয়োগ করে নির্ভুলে কেমনে আপনাকে কোরআন তেলাওয়াত শোনান যায় সেটা নিয়ে ব্যস্ত থাকে আচ্ছা! তাদের কষ্টের কিঞ্চিৎ পরিমান ভাগ নিতে পারবেন?

এতকিছুর পরও খুটে খুটে তাদের ভুল ধরার জন্য কিছু মানুষ সর্বদা পিছে লেগে থাকে। আচ্ছা! তাদের কি বিবেকে বাধা দেয় না? নাকি তাদের বিবেক বলতে কিছুই নেই?

প্রত্যেক হাফেজে কোরআনকে সম্মান করুন, ভালোবাসুন, তারা সম্মানের পাত্র। তাদের পিছে লেগে নিজের ক্ষতি করা থেকে বিরত থাকুন।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাফেজ ও আলেমদের মর্যদা বুঝার তৌফিক দান করুক। ©

30/01/2024

মানিক পিরের টিলা😭

24/12/2023

উক্ত তিলাওয়াতের প্রথম আয়াত একজন মানুষের জিবন পাল্টে দিতে যথেষ্ট।যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন: যারা তাদের পালনকর্তাকে ভয় করতো তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।

18/12/2023

আমরা অনেকে মুখস্ত নামাজ পড়ি।তাই নামাজে মনোযোগ পাইনা।
সুতরাং নতুন অর্থাৎ ভিন্ন ভিন্ন সুরা/কেরাত পাঠ করুন।
কাজে আসবে। ইনশাআল্লাহ 💪

Address

London

Telephone

+8801751398881

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah:

Share