Mohammad Nazmul Haque

Mohammad Nazmul Haque Inspirational Orator | Cybersecurity Professional | EHS & HR Professional
Work for the country. Hire the best Certified Ethical Hackers in Bangladesh.
(1)

Mohammad Nazmul Haque: Cybersecurity Specialist

As a seasoned professional in the dynamic realm of cybersecurity, I am Mohammad Nazmul Haque. My expertise spans several critical areas within this field, allowing me to establish a prestigious reputation. My key specialties include:
✅Certified Ethical Hacker (CEH)
✅Penetration Tester
✅Cyber Security Expert
✅Ethical Hacking Specialist
✅WordPress Mal

ware Removal
✅Facebook Account Recovery Specialist
✅Email Recovery Specialist
✅Data Recovery Expert

Additionally, I offer a comprehensive suite of page consultancy services, including:
✅page Specialist
✅page Monetization Consultant
✅page Blue Badge Consultant
✅page Post Consultant
✅page Content Consultant
✅page Professional Set-Up Consultant

I also provide expert services in:
✅Digital Marketing
✅YouTube Channel Professional Set-Up Consultant

My commitment to excellence and a proven track record on Upwork BD reflect my dedication to helping clients navigate and secure their digital landscapes.

✅Some hashtags:
-ethical-hackers-bd -hackers -hackers -hackers -hackers-dhaka -hackers-dhaka-bd -hackers-bangladesh -ethical-hackers-bangladesh -ethical-hackers-dhaka-bangladesh -ethical-hackers-dhaka -ethical-hackers -hacking -hat-hackers -ethical-hackers-bd -hackers-bangladesh -ethical-hackers-bd-dhaka -ethical-hackers-world-wide -ethical-hackers-world -ethical-hackers-bd-sylhet -ethical-hackers-bd-habiganj -ethical-hackers-bangladesh -Hacking-Jobs -the-best-Certified-Ethical-Hackers -hacker-madhabpur -certified-ethical-hackers-bd -certified-ethical-hackers -certified-ethical-hackers-bangladesh -ethical-hackers/bd/ /certified-ethical-hackers/bd/ certified-ethical-hackers/bd/
hire/certified-ethical-hackers/bd/

Thanks
Mohammad Nazmul Haque
Ethical Hacker
Dhaka, Bangladesh.

একজন শখের নারী তার শখের পুরুষ থেকে খুব বেশি কিছু চায় না। সে চায়— যখন মন খারাপ হবে, তখন সে যেন কিছু না বললেও তার প্রিয় মা...
26/07/2025

একজন শখের নারী তার শখের পুরুষ থেকে খুব বেশি কিছু চায় না। সে চায়— যখন মন খারাপ হবে, তখন সে যেন কিছু না বললেও তার প্রিয় মানুষটা বুঝে নেয়। তার চোখের নীরবতা যেন হয়ে ওঠে সেই পুরুষের ভাষা। সে চায়, যখন সে রাগ করবে, তখন সেই রাগ যেন অবহেলায় না হারিয়ে যায়, বরং সেই শখের মানুষ তার পেছনে পেছনে হেঁটে আসে, একটু বুঝিয়ে বলে— "রাগ করেছো? ঠিক আছে, এবার একটু আমার দিকে চাও।"

একজন শখের নারী চায়, তাকে চোখে চোখে রাখা হোক, অবহেলার অন্ধকারে না ফেলা হোক। তার অভিমানগুলো যেন বাতাসে না উড়ে যায়, বরং সেই প্রিয় পুরুষ তার অভিমানকে নিজের করে নিয়ে আগলে রাখে। সে চায়, সেই মানুষটা বুঝবে, আবার না বুঝলেও শোনার মতো মন নিয়ে বারবার বুঝতে চাইবে। কারণ শখের নারীর ভালোবাসা হয় নিঃশব্দে, কিন্তু চাহিদা থাকে শব্দহীন যত্নে।

তার ভালোবাসা জুড়ে থাকে একটুকরো সম্মান, কিছুটা নির্ভরতা আর একরাশ মনোযোগ। সে চায় না দামি উপহার, চায় একটা নিরাপদ অনুভব।
সে চায়— তার কষ্টগুলোকে কেউ আপন করে নিক, সেই কষ্টের ভাষা বোঝার চেষ্টা করুক, এবং বারবার সে বুঝিয়ে দিক, সে একা নয়।

একজন শখের নারী যখন ভালোবাসে, তখন সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে। আর সে বিশ্বাস করে, তার শখের পুরুষটাও থাকবে ঠিক এমনই—
চোখে চোখে, যত্নে যত্নে, ভালোবাসায় ভরে… শুধু তার হয়ে।
#নাজমুল
#সাদাসিধেকথা
#বাংলাদেশ fans

23/07/2025

❗️অদ্ভুত প্রাণী দেখা গেছে, ছয় পা❗️

আজ রাত ৯টার দিকে একটা অদ্ভুত প্রাণী দেখতে পেলাম — ছয় পা, বিশাল লম্বা লেজ!
অনেক দূর থেকে হেঁটে যেতে দেখেছি, ভিডিওও করেছি... কিন্তু কিছুতেই চিনতে পারছি না প্রাণীটিকে।

কেউ কি এমন কিছু আগে দেখেছেন বা চিনতে পারছেন?

ভিডিও দেখলে মতামত দিন।
বিজ্ঞান কল্প না বাস্তব?

#বাংলাদেশ

Calculate total sum of numbers =
20/07/2025

Calculate total sum of numbers =

19/07/2025

সময়ের মনখানি
নাজমুল হক

সময়েরও এক মন আছে,
যা চায়—কেউ তাকে বুঝুক, নিজের মতো করে ভালোবাসুক।
সে চুপচাপ আসে, কখনো ভোরের আলো হয়ে,
কখনো নিঃশব্দে চলে যায়, এক ফোঁটা অশ্রু রেখে যাযাবর হৃদয়ের কোণে।

তাকে ছুঁয়ে দিতে হয় যত্নে,
যেমন করে আমরা ছুঁই প্রিয় কারো হাত—
নরম, নিঃশব্দ, অথচ গভীর।

তবে যদি অবহেলা করি?
তবে সময় একদিন নীরবে দাঁড়িয়ে বলবে—
“আমি এসেছিলাম তোমার দোরগোড়ায়,
হাত বাড়িয়েছিলাম,
তুমি দেখোনি।
ভালোবাসতে বলেছিলাম,
তুমি ব্যস্ত ছিলে অন্য কিছুর মোহে।

তাই এখন, আমি শুধু একটা স্মৃতি হয়ে গেলাম,
যার নাম হয়তো 'ইচ্ছা ছিল'।"
#নাজমুল

17/07/2025

সকালের চিঠি | "রহমতের বৃষ্টি"
নাজমুল হক

উত্তপ্ত একটানা দিনের পর, আজ সকালটা যেন এক অনন্য আশীর্বাদ।
চারদিকের ধুলো, গরম আর ক্লান্তি মুছে দিয়ে হঠাৎ নেমে এলো একফোঁটা শান্তি—
রহমতের বৃষ্টি।
ছাদে, গাছে, পাখির ডানায়...
আর যেন সবচেয়ে বেশি বর্ষিত হলো আমার হৃদয়ের ভিতরে।

আজকের এই বৃষ্টি শুধু মাটি ভেজায়নি—
মনের ভিতরের শুকনো পাথরগুলোতেও যেন নতুন করে সবুজ গজাতে শুরু করেছে।
মন বলছে, "শান্ত হও। আজ সব ভালো হবে।"

কিছু কিছু দিন এমন হয়—
যেখানে আকাশ কাঁদে, কিন্তু মনে শান্তির চাদর পড়ে।
আজ তেমনই এক দিন।
#নাজমুল

#রহমতের_বৃষ্টি
#সকালের_শান্তি
#মনেএকটুখানি_ঘ্রাণ

পথের উপর পড়ে থাকা ধুলোবালির দিকে কেউ খুব একটা তাকায় না। কারণ সেটা সবার চোখে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ ভাবে— এসব তো প্রতি...
16/07/2025

পথের উপর পড়ে থাকা ধুলোবালির দিকে কেউ খুব একটা তাকায় না। কারণ সেটা সবার চোখে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ ভাবে— এসব তো প্রতিদিনই হয়, তাই আর আলাদা করে খেয়াল রাখার কিছু নেই। অথচ ওই ধুলোর ভেতরেও একরকম নিঃশব্দ যন্ত্রণা লুকিয়ে থাকে।

ঠিক তেমনি কিছু মানুষ থাকে আমাদের আশেপাশে। তারা নীরবে ভালোবাসে, কষ্ট চেপে রাখে, দায়িত্ব নেয়। ত্যাগ করে যায় দিনের পর দিন, অথচ কেউ দেখে না। কেউ বোঝে না, বুঝতে চায়ও না। কারণ সবাই ধরে নেয়— সে তো ঠিকই আছে।

একজন মানুষকে বলতে শুনেছিলাম— “আমি বুঝি, কিন্তু মুখে বলি না। কারণ বলে দেখেছি, মা ভুল বুঝে, বোন তার স্বার্থে আমাকে ব্যবহার করে বিভিন্ন ভাবে , ভাই থেকেও পাশে নাই , আমি তবুও মায়ের দায়িত্ব নিই। যতদিন শরীরটা চলে, ততদিন করেই যাবো। কে কী বলল, কী করলো, সেটা দেখবো না। আমি শুধু নিজের কর্তব্য করবো।”

এ মানুষটাকে সবাই একেকভাবে ঠকায়। ব্যবহার করে, ছোট করে দেয়। অথচ সে বোঝেও, জানেও— কিন্তু কিছু বলে না। হয়তো এটাকেই বলে আত্মার বড়ত্ব।

ভালো মানুষদের যেন সবাই কষ্ট দিতেই ভালোবাসে। কারণ তারা মুখ ফুটে কিছু বলে না। কিন্তু সেই কষ্টই ধীরে ধীরে মানুষটাকে নিঃশেষ করে দেয়। অনেকটা ধুলোবালির মতো, যাকে সবাই হেঁটে পার হয়, কিন্তু কেউ বোঝে না— তারও একটা ওজন আছে।

পৃথিবীটা যদি একটু বেশি মনযোগী হতো— তাহলে হয়তো এমন মানুষগুলো আর এত নিঃশব্দে হারিয়ে যেত না।
#নাজমুল
#সাদাসিধেকথা

#মানুষ_ও_নীরবতা #ভালোবাসা_অভিমান

তুমি সবকিছুর খেয়াল রাখো,শুধু নিজেকে ছুঁয়ে দেখো না কখনও।অযত্ন, অবহেলায় ভরে উঠেছে তোমার দিনগুলো।একটু নিজের জন্যও ভাবো না ক...
14/07/2025

তুমি সবকিছুর খেয়াল রাখো,
শুধু নিজেকে ছুঁয়ে দেখো না কখনও।
অযত্ন, অবহেলায় ভরে উঠেছে তোমার দিনগুলো।
একটু নিজের জন্যও ভাবো না কি?
তুমিও কারো কাছে প্রিয়, দরকারি।
তোমার ভালো থাকাটাও খুব জরুরি…।
#নাজমুল
fans

এমন করে নিজের প্রতি খেয়াল না রাখা তুমি—অবহেলায়, অযত্নে, নিঃশব্দে নিজেকে হারিয়ে ফেলছো তুমি।সবাইকে ভালো রাখতে রাখতেতোমার ন...
14/07/2025

এমন করে নিজের প্রতি খেয়াল না রাখা তুমি—
অবহেলায়, অযত্নে, নিঃশব্দে নিজেকে হারিয়ে ফেলছো তুমি।

সবাইকে ভালো রাখতে রাখতে
তোমার নিজের ভালো থাকা যেন ভুলেই গেছো।

চোখে ক্লান্তি, মুখে হাসি—
এই দ্বন্দ্বের মাঝে তুমিই যে প্রতিদিন হেরে যাচ্ছো নিজেকেই।

তোমার নিজেরও একটু যত্ন দরকার।
নিজেকে ভালোবাসো,
কারণ তুমিও কারো পৃথিবী।
#নাজমুল
#ভালো #সততা

13/07/2025

ভালোবাসা—আসলেই সুন্দর।
শুধু তখনই,
যখন তোমার মানুষটা হয় ঠিক মনের মতো।

তখন আকাশে বৃষ্টি নামলে মন খারাপ হয় না—
বরং ভালোই লাগে,
একসাথে চুপচাপ ভিজে যেতে ইচ্ছে করে।

প্রখর রোদের তাপও যেন গায়ে লাগে না,
কারণ তার একটুখানি ছায়াই হয়ে ওঠে
তোমার জন্য পুরো পৃথিবী।

ভালোবাসা তখন আর শুধু একটা অনুভূতি থাকে না,
হয়ে ওঠে জীবনকে দেখার এক নতুন চোখ।
#নাজমুল
#ভালো

ভালোবাসা—আসলেই এক নিখাদ আনন্দের নাম।তবে সেই ভালোবাসা পূর্ণতা পায় তখনই,যখন তার ভেতরে থাকে—বিশ্বস্ততার নিরব আত্মবিশ্বাস,টা...
12/07/2025

ভালোবাসা—আসলেই এক নিখাদ আনন্দের নাম।
তবে সেই ভালোবাসা পূর্ণতা পায় তখনই,
যখন তার ভেতরে থাকে—
বিশ্বস্ততার নিরব আত্মবিশ্বাস,
টানের নিঃশব্দ আকর্ষণ,
গভীরতার আবেগময় দিগন্ত,
আর যত্নের প্রতিটি অনুচ্চারিত স্পর্শ।

ভালোবাসা যদি শুধু কথায় থেমে থাকে,
তবে তা একরঙা কাগজের ফুল।
কিন্তু যদি তাতে থাকে অনুভব, যত্ন আর অপেক্ষার শিল্প—
তবে সে ভালোবাসা হয় সময়কে অতিক্রম করে দাঁড়িয়ে থাকা এক প্রেম-স্মারক।

ভালোবাসা—নতুন নয়, কিন্তু প্রতিবার নতুন করে অনুভব করার মতোই।
#নাজমুল

ভালোবাসার রঙ নাজমুল হকভালোবাসা—হয়তো সবচেয়ে সহজ একটি শব্দ,আজকের এই মিষ্টি সকালের মতোই,যেখানে মৃদু বাতাসের কলকলানি আরচুলের...
10/07/2025

ভালোবাসার রঙ
নাজমুল হক

ভালোবাসা—হয়তো সবচেয়ে সহজ একটি শব্দ,
আজকের এই মিষ্টি সকালের মতোই,
যেখানে মৃদু বাতাসের কলকলানি আর
চুলের উড়াউড়ি লাফালাফি
নিয়ে আসে একটা নির্ভার অনুভব।

তোমার তাকিয়ে থাকা মিষ্টি হাসি—
ঠিক যেন ভোরের প্রথম আলো।

তবে এমন করেই না হোক…
তোমার আমার পথচলা,
নিঃশব্দে, সহজে, আর প্রতিদিনের ভেতরেই
একটা ভালোবাসার উৎসব হয়ে থাকুক।
#নাজমুল #ভালো #সততা
fans

সে চোখের সৌন্দর্যে থামে না, থেমে যায় এমন এক অনুভবে— যেখানে ছুঁয়ে ফেলা মানে নয়, বরং অদেখা কিছু স্পর্শের ঘোরে হারিয়ে যাওয়া...
07/07/2025

সে চোখের সৌন্দর্যে থামে না,
থেমে যায় এমন এক অনুভবে—
যেখানে ছুঁয়ে ফেলা মানে নয়,
বরং অদেখা কিছু স্পর্শের ঘোরে হারিয়ে যাওয়া।
#নাজমুল

শুভ সকাল

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nazmul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Nazmul Haque:

Share