
26/07/2025
একজন শখের নারী তার শখের পুরুষ থেকে খুব বেশি কিছু চায় না। সে চায়— যখন মন খারাপ হবে, তখন সে যেন কিছু না বললেও তার প্রিয় মানুষটা বুঝে নেয়। তার চোখের নীরবতা যেন হয়ে ওঠে সেই পুরুষের ভাষা। সে চায়, যখন সে রাগ করবে, তখন সেই রাগ যেন অবহেলায় না হারিয়ে যায়, বরং সেই শখের মানুষ তার পেছনে পেছনে হেঁটে আসে, একটু বুঝিয়ে বলে— "রাগ করেছো? ঠিক আছে, এবার একটু আমার দিকে চাও।"
একজন শখের নারী চায়, তাকে চোখে চোখে রাখা হোক, অবহেলার অন্ধকারে না ফেলা হোক। তার অভিমানগুলো যেন বাতাসে না উড়ে যায়, বরং সেই প্রিয় পুরুষ তার অভিমানকে নিজের করে নিয়ে আগলে রাখে। সে চায়, সেই মানুষটা বুঝবে, আবার না বুঝলেও শোনার মতো মন নিয়ে বারবার বুঝতে চাইবে। কারণ শখের নারীর ভালোবাসা হয় নিঃশব্দে, কিন্তু চাহিদা থাকে শব্দহীন যত্নে।
তার ভালোবাসা জুড়ে থাকে একটুকরো সম্মান, কিছুটা নির্ভরতা আর একরাশ মনোযোগ। সে চায় না দামি উপহার, চায় একটা নিরাপদ অনুভব।
সে চায়— তার কষ্টগুলোকে কেউ আপন করে নিক, সেই কষ্টের ভাষা বোঝার চেষ্টা করুক, এবং বারবার সে বুঝিয়ে দিক, সে একা নয়।
একজন শখের নারী যখন ভালোবাসে, তখন সে সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে। আর সে বিশ্বাস করে, তার শখের পুরুষটাও থাকবে ঠিক এমনই—
চোখে চোখে, যত্নে যত্নে, ভালোবাসায় ভরে… শুধু তার হয়ে।
#নাজমুল
#সাদাসিধেকথা
#বাংলাদেশ fans