Islamic Cyber Security Force - We Protect Bangladesh

Islamic Cyber Security Force - We Protect Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Cyber Security Force - We Protect Bangladesh, Digital creator, Sylhet.

Islamic Cyber Security Force - We Protect Bangladesh
আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলছি সচেতন, দক্ষ ও দায়িত্বশীল সাইবার যোদ্ধা হিসেবে।
আমাদের স্বপ্ন – একটি নিরাপদ, সচেতন ও প্রযুক্তি-দক্ষ বাংলাদেশ।
We Learn | We Protect | We Serve

12/07/2025

বাংলাদেশ পলিটিক্স থেকে দূরে থাকুন,সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকুন 😓

11/07/2025

জুলাইয়ের মতো সাপোর্ট দিয়েন, জঞ্জাল মুক্ত দেশ গড়তে হবে আমাদেরই, আমরা ছাত্রসমাজ ছাড়া এটা কখনো সম্ভব না।✊🇧🇩

09/07/2025

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দেবে সরকার!

অনলাইনে যারা বিজনেস করেন, কুরিয়ারে টাকা লেনদেন করেন এই সতর্কবার্তাটা আপনার জন্য।এক জনপ্রিয় কুরিয়ার সার্ভিস থেকে হঠাৎ বিক...
29/06/2025

অনলাইনে যারা বিজনেস করেন, কুরিয়ারে টাকা লেনদেন করেন এই সতর্কবার্তাটা আপনার জন্য।

এক জনপ্রিয় কুরিয়ার সার্ভিস থেকে হঠাৎ বিকাশ নম্বরে ৩০,০০০ টাকা আসে। কিছুক্ষণ পর একজন কল দিয়ে কান্নাকাটি “ভুলে পাঠিয়েছে, আমি একটা নতুন নম্বর দিচ্ছি, ওখানে পাঠান।”

আমি বললাম, “যে নম্বর থেকে টাকা এসেছে, ফেরতও সেই নম্বরেই যাবে। অন্য কোথাও না।” সে অনেক জোর করলেও দিইনি। পরে কুরিয়ার কোম্পানির সাথে কথা বলে বুঝলাম ভিতরের কেউ জড়িত প্রতারণায়।

যদি আমি অপরিচিত সেই নম্বরে টাকা পাঠিয়ে দিতাম তাহলে কুরিয়ার তো আবার আমাকেই বলত টাকা ফেরত দিতে! যে নম্বর থেকে টাকা আসে, শুধু সেই নম্বরেই ফেরত দেবেন। নইলে আপনি টাকাও হারাবেন, আবার দায়ও আসবে আপনার ঘাড়ে!

From : এক ভুক্তভোগী ব্যবসায়ী ভাই।

28/06/2025

কিশোরগঞ্জের ৩ হাজারেরও বেশী কবর খননকারী মনু মিয়া আর নেই😭

25/06/2025

আমাদের সিনিয়র এডমিন সহ সকল এইচএসসি পরিক্ষার্থী ভাই বোনদের জন্য শুভ কামনা রইলো। আল্লাহ যেন সবাইকে আশাতীত কামিয়াবী দান করেন

⚠️ALERT GUYS ⚠️১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে Apple, Google, Telegram, Facebook, Github এবং সরকারি বিভিন্ন সেবা থে...
21/06/2025

⚠️ALERT GUYS ⚠️
১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস হয়ে গেছে

Apple, Google, Telegram, Facebook, Github এবং সরকারি বিভিন্ন সেবা থেকে ১৬ বিলিয়নেরও বেশি অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনলাইনে ফাঁস হয়েছে।

এই পাসওয়ার্ড গুলোর উৎস হল বিস্তৃত ম্যালওয়্যার অভিযান (তথ্য চুরির সফ্টওয়্যার) থেকে এই ঘটনা ঘটানো হয়েছে

২০২৫ সালের মে মাসে ১৮৪ মিলিয়ন একাউন্টের পাসওয়ার্ড ফাঁস হয়েছিল কিন্তু এবার পূর্বের রেকর্ড ছাড়িয়ে গেছে ১৬ বিলিয়ন।

তো কথা হচ্ছে
এখন কী করবেন আপনি....?

১/ আপনার পাসওয়ার্ডগুলি পরিবর্তন করুন (ইমেইল, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়ার)
২/ টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) সেট করুন।
৩/ সন্দেহজনক লিঙ্ক এবং কোনো রকমের অচেনা, অপরিচিত মানুষের দেওয়া Link এ ক্লিক করবেন না।

(তবে পোস্ট টা আপনার পরিচিত সকলের কাছে পৌঁছে দিবেন)

এআইয়ের প্রভাবে ২৩০০ শতকে ধ্বস নামতে পারে জনসংখ্যায়।বিশ্বের বর্তমান জনসংখ্যা ৮০০ কোটি। ২৩৭৫ সাল নাগাদ সে সংখ্যা দাঁড়াতে প...
15/06/2025

এআইয়ের প্রভাবে ২৩০০ শতকে ধ্বস নামতে পারে জনসংখ্যায়।

বিশ্বের বর্তমান জনসংখ্যা ৮০০ কোটি। ২৩৭৫ সাল নাগাদ সে সংখ্যা দাঁড়াতে পারে ১০ কোটিতে! এমনই এক অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন ড. সুবাশ কাক। তিনি একজন ইউএস-ইন্ডিয়ান কম্পিউটার বিজ্ঞানী ও ইতিহাস 'রিভিশনিস্ট'। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে সিএসই পড়ান তিনি।

তাঁর মতানুসারে, এআই যত কাজ শিখবে, মানুষ তত বেকার হবে। দেখা দেবে আর্থিক অনিশ্চয়তা। কমে যাবে পরিবার গঠনের আগ্রহ। কমে যাবে সন্তান ধারণের ইচ্ছা।

জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপের কিছু দেশে ইতোমধ্যেই এই প্রভাব স্বল্প পরিসরে দেখা দিতে শুরু করেছে।

এই ধারা চলতে থাকলে ২৩৭৫ সালের মধ্যে গ্রহের বড় বড় দেশগুলো 'ঘোস্ট টাউন' হয়ে পড়বে। জনশূন্য হয়ে পড়বে পৃথিবী।

অনেকটা এমনই এক ভবিষ্যদ্বাণী করেছিলেন ইলন মাস্কও। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

14/06/2025

দেশ ছেড়ে পালিয়েছে ইজরায়েল এর প্রধানমন্ত্রী নেতাহুনিয়াহু

14/06/2025

সর্বশেষ আপডেট -

★নেতানিয়াহু পুতিনকে কল করে ইরানের হামলা বন্ধের অনুরোধ জানালে পুতিন তা সরাসরি প্রত্যাখান করে দিয়েছে।
★ হরমুজ প্রণালী দিয়ে সকাল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে ইরান।
★ মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন বেস সক্রিয় করেছে যুক্তরাষ্ট্র।
★ তবে যে কোনো দেশের সামরিক ঘাঁটি থেকেই হামলা সেখানেই পাল্টা হামলার ঘোষণা দিয়ে রেখেছে ইরান। (ফলে সেসব দেশেরও যুদ্ধের জড়ানোর সম্ভবনা অনেক বেশি)
★ যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
★ ইরান ২০–১৫০টি+ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০০+ ড্রোন নিক্ষেপ করেছে, বিশেষ করে টেল আবিব ও জেরুজালেম লক্ষ্য করে ।
★ওদিকে ইরানের হামলায় পুরো বিপর্যস্ত ইসরায়েল পরমাণু হামলার হুমকি দিয়েছে।
★ ইতোমধ্যেই রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
★ উত্তর কোরিয়া ইরানকে সরাসরি সামরিক সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে।
★ বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভবত ইসরায়েল থেকে সরে মধ্যপ্রাচ্যের কোন দেশে নিরাপদে আশ্রয় নিয়েছে।

বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ইরান আমেরিকার F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এক নারী পাইলটকে গ্রেফতার করেছে❤️✊

Life will definitely become bitter for the zionism ✊

• আমরা অনেক মৃত ব্যাক্তির আইডি রিমেম্বারিং এর কাজ করেছি সত্যি বলতে প্রায় ৭৫ শতাংশ মৃত ব্যাক্তির আইডিতে - মৃত্যুর ১০ দিন ...
11/06/2025

• আমরা অনেক মৃত ব্যাক্তির আইডি রিমেম্বারিং এর কাজ করেছি সত্যি বলতে প্রায় ৭৫ শতাংশ মৃত ব্যাক্তির আইডিতে -

মৃত্যুর ১০ দিন থেকে ৩০ দিনের মধ্যে এমন কিছু পোস্ট এমন কিছু ছবি কিংবা স্ট্যাটাস দেখেছি যা সরাসরি ব্যাক্তির মৃত্যু-কে ইঙ্গিত করার মত কিংবা সমাজের উদ্দেশ্যে তার রেখে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ বার্তা!

- এটা কি আসলেই কাকতালীয়? নাকি যিনি মারা যাবেন তিনি জেনে বুঝে অথবা নিজের অজান্তেই এমন কিছুর সাইন রেখে দেন যা উনি মৃত্যু-কে উপলদ্ধি করতে পারেন কিন্তু তিনি তা এড়িয়ে যান!

" আমাদের থার্ড আই - মস্তিস্ক আত্মা মৃত্যুর আগে কিছুটা অন্য রকম আচরণ করে যা আমরা কখনো-ই বুঝতে পারি না বা আশেপাশের মানুষ ও তাকে দেখে বুঝতে পারে না!

কিন্তু তিনি এই অস্থিরতা এড়িয়ে যেতে চান তিনি হাসেন/বন্ধুদের সাথে সময় কাটান ঠিক-ই কিন্তু তিনি স্বাভাবিক অস্থিরতা ভেবেই এইসব বিষয় এড়িয়ে যান!

কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের জিবনের বেশিরভাগ সময় মনের আক্ষেপ প্রকাশের একটা জায়গা - আবেগ অনুভূতি ইমোশন দেখানোর কিংবা প্রকাশ করার!

- যখন তিনি একাকী ভাবনার শিকার হন তখন অজান্তেই এমন কিছু পোস্ট করেন যা আবেগ কিংবা অস্থির অনুভূতির বহি:প্রকাশ করেন!

কিন্তু আমরা যখন একাউন্টটি রিমেম্বারিং করতে যাই তখন মৃত-দের অতীত এর পোস্ট গুলো অজান্তেই আমাদের মন কাড়ে!

- কারন অতিতে লিখে যাওয়া কিছু স্ট্যাটাস এমন সুক্ষ্ম ভাবে পোস্ট গুলোতে ইনফরমেশন সৃষ্টি করে যে তার মৃত্যুর ইঙ্গিত অনুভূতি তিনি নিজের অজান্তেই গভীর-ভাবে পোস্ট/শেয়ার/ছবি-তে রেখে যান কিংবা গভীর কোনো ম্যাসেজ এবং ব্যাক্তির আক্ষেপ ফেইসবুকে প্রকাশ করে সমাজের জন্য অথবা ব্যাক্তির নিজের জন্য গুরুত্বপূর্ণ ম্যাসেজ রেখে যান।

নিচের উল্লেখিত স্ক্রিনশট এর স্ট্যাটাস একজন ব্যাক্তির মৃত্যুর কয়েকমাস আগের পোস্ট!

10/06/2025

unlucky 🥲

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Cyber Security Force - We Protect Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share