Islamic Cyber Security Force - We Protect Bangladesh

Islamic Cyber Security Force - We Protect Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic Cyber Security Force - We Protect Bangladesh, Sylhet.

Islamic Cyber Security Forces এ আমরা নতুন প্রজন্মকে গড়ে তুলছি সচেতন, দক্ষ ও দায়িত্বশীল সাইবার যোদ্ধা হিসেবে।
আমাদের স্বপ্ন – একটি নিরাপদ, সচেতন ও প্রযুক্তি-দক্ষ বাংলাদেশ।
𝗪𝗲 𝗟𝗲𝗮𝗿𝗻 | 𝗪𝗲 𝗣𝗿𝗼𝘁𝗲𝗰𝘁 | 𝗪𝗲 𝗦𝗲𝗿𝘃𝗲

20/08/2025

সকাল সকাল আরাফাত ভাই fire❤️‍🔥❤️‍🔥

আসসালামু আলাইকুম(ICSF) টিমের পক্ষ থেকে ২১টি হ্যারাসমেন্ট কেস সফলভাবে সমাধান করা হয়েছে।সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্...
16/08/2025

আসসালামু আলাইকুম

(ICSF) টিমের পক্ষ থেকে ২১টি হ্যারাসমেন্ট কেস সফলভাবে সমাধান করা হয়েছে।

সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

👉 টিম ICSF সবসময় আপনাদের পাশে আছে।
যেকোনো প্রয়োজনে আমাদের Islamic Cyber Security Force- We Protect Bangladesh পেইজে যোগাযোগ করুন।

রিমুভ করেছেন আমাদের টিম এডমিন - Somser SA

আল্লাহ সবাইকে হেফাজত করুক। 🤲🏻😭
29/07/2025

আল্লাহ সবাইকে হেফাজত করুক। 🤲🏻😭

21/07/2025

পোলাপান পেইজ উড়িয়ে দিলো এইদিকে দেখবেন Cyber 71 সাংবাদিক আবদুল্লাহ আল জাবের ভাই দাবি করবে তিনি করেছেন, কিছু পোস্ট ও দেখলাম তিনি নাকি IP বের করলো প্রিয় ভাই আইপি যেহেতু বের করলেন পাবলিক করার অনুরোধ রইল।

21/07/2025

বাচ্চা গুলোকে আপনিই হেফাজত কইরেন
আল্লাহ😥

আজকে মাইলস্টোন কলেজে প্লেন দুর্ঘটনার পর Anonymous নামক একটা ফেইসবুক পেইজের ১ দিন আগের একটা পোস্ট নিয়ে বাংলাদেশী মানুষরা ...
21/07/2025

আজকে মাইলস্টোন কলেজে প্লেন দুর্ঘটনার পর Anonymous নামক একটা ফেইসবুক পেইজের ১ দিন আগের একটা পোস্ট নিয়ে বাংলাদেশী মানুষরা অনেক প্যানিক হয়ে যাচ্ছে দেখতেছি!

কিন্তু এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই।
ঐটা একটা ওয়ার্লওয়াইড পেইজ। তারা ১ দিন আগে পোস্ট করে একটা প্রেডিকশন দিয়ে বলেছে যে একটা স্কুলের বিল্ডিং কলাপ্স করবে এবং বাচ্চারা মারা যাবে।

এটা ঘটার কারণ হিসেবে তারা বলেছে: "বিল্ডিং এর অব্যবস্থাপনার কারনে এটা ঘটবে।"

অথচ আজকের ঘটনা বিল্ডিং এর কারনে ঘটেনাই। বিল্ডিং অব্যবস্থাপনায় করা হোক আর না হোক, প্লেন ক্র্যাশ করলে তখন বিল্ডিং এর কিছু করার থাকেনা।

তাই ঐ প্রেডিকশন এটার সাথে মিলালে হবেনা।

বর্তমানে প্রতিমাসেই বিশ্বের কোথাও না কোথাও কোনো ভুমিকম্প, আগুন, বিস্ফোরণসহ বিভিন্ন দূর্ঘটনা নিয়মিতই ঘটছে। তো এসব পেইজ আগে থেকেই এরকম সম্ভাব্য কোনো দুর্ঘটনার প্রেডিকশন দিয়ে পোস্ট করে রাখে৷ তারপর বিশ্বের কোনো প্রান্তে কখনো ন্যাচারালি ও এরকম কিছু ঘটলে তারা বলে যে তারা নাকি আগে থেকেই জানতো ইত্যাদি বলে ফ্লেক্স নেয়।

কিন্তু বাংলাদেশের মানুষের ব্রেইন তো স্লো🥲

তারা মনে করছে এরাই আজকের এই ঘটনা ঘটাইছে😂

তো দেড় ঘন্টা আগে ঐ পেইজের দেড় লাখ ফলোয়ার ছিলো।
এই বর্তমানে তা আড়াই লাখ পেরিয়ে গেছে!🐸

তো এখন তারা যখন বুজতে পারছে যে তাদের পোস্ট বাংলাদেশের বলদ পাব্লিকরা বিশ্বাস করে ফেলছে তারপর থেকে বাংলাদেশ নিয়ে আরো পোস্ট দিয়ে ফলোয়ার কামানো শুরু করছে।

তাই এসব নিয়ে হুদাই প্যানিক হওয়ার কোনো মানে নাই।

21/07/2025

উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

20/07/2025
🌐 আসসালামু আলাইকুম!📅 ১৮ জুলাই ফ্রী ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন কিভাবে? জেনে নিন বিস্তারিত 👇🟢 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশে...
17/07/2025

🌐 আসসালামু আলাইকুম!
📅 ১৮ জুলাই ফ্রী ১ জিবি ইন্টারনেট পাচ্ছেন কিভাবে? জেনে নিন বিস্তারিত 👇

🟢 জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিশেষ উপহার!
📢 ১৮ জুলাই দেশের সকল মোবাইল ব্যবহারকারীর জন্য থাকছে
🎁 ১ জিবি ফ্রি ইন্টারনেট – মেয়াদ ৫ দিন!

🔔 কিভাবে পাবেন?
✅ শুধু ১৮ জুলাই নিচের কোডগুলো থেকে আপনার অপারেটর অনুযায়ী ডায়াল করুন:

🔹 গ্রামীণফোন: *121*1807 #
🔹 রবি: *4*1807 #
🔹 বাংলালিংক: *121*1807 #
🔹 টেলিটক: *111*1807 #

🚨 গুরুত্বপূর্ণ: অফারটি শুধুমাত্র ১৮ জুলাই তারিখেই প্রযোজ্য। অন্যদিন কাজ করবে না।

📢 আপনার বন্ধু, পরিবার ও পরিচিতদের সাথে শেয়ার করুন,
যেন সবাই এই ফ্রী ১ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারে ✅

17/07/2025

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 😊

📝 গুরুত্বপূর্ণ ঘোষণা 📝

আমাদের পেইজে ইতিমধ্যে অনেক কেইস জমা পড়েছে —

এখনো কিছু কেইস পেন্ডিং অবস্থায় রয়েছে।

⏳ অনুগ্রহ করে ধৈর্য ধারণ করুন।

---

⚠️ বিশেষভাবে জানিয়ে দিচ্ছি ⚠️
আমাদের নীতি খুবই পরিষ্কার:

✅ কেইস সফল হলে আমরা ফি নিই
❌ কেইস সলভ না হলে ১০০% টাকা রিফান্ড করি

📢 তাই দয়া করে কোনো রকম দুশ্চিন্তা বা গুজবে কান দিবেন না।
আমরা প্রতিটি কেইস গুরুত্বসহকারে দেখি এবং যথাসম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করি।

---

📬 যাদের কেইস এখনো পেন্ডিং এবং কোনো আপডেট পাননি,
➡️ দয়া করে আমাদের পেইজে ইনবক্স করুন।
আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দিবো এবং আপডেট জানিয়ে দেব।

---

🤝 আমাদের প্রতি আস্থা রাখুন,

ইনশাআল্লাহ আমরা কথা রাখি।

🔹 ধন্যবাদ সবাইকে —
আল্লাহ হাফেজ 🌿

Send a message to learn more

12/07/2025

বাংলাদেশ পলিটিক্স থেকে দূরে থাকুন,সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকুন 😓

11/07/2025

জুলাইয়ের মতো সাপোর্ট দিয়েন, জঞ্জাল মুক্ত দেশ গড়তে হবে আমাদেরই, আমরা ছাত্রসমাজ ছাড়া এটা কখনো সম্ভব না।✊🇧🇩

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Cyber Security Force - We Protect Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share