Samsul Bd

Samsul Bd নিজে কে নিয়ে লেখার কিছু নাই�

>>¤নামঃ মানুষ !!!সবাই ডাকে

সামছুল /
¤
পিতার নামঃ আব্বা !!!
আমি ডাকি বাফ》ছোরি বাবা বেঁচে নেই তাই বাফ ডাকি না
¤ মাতার নামঃ মা !!!
আমি ডাকি আম্মা》
জন্ম ঃ ৪/০৮/১৯৯৫ ইং
জন্মস্থান ঃ বড়লেখা, মৌলভীবাজার((সুড়িকান্দি বাদেজঈল))
শারিরীক গঠন ঃ মাঝারি থেকে একটু ছোট
উচ্চতা ঃ ৫ ফিট
¤ ওজন ঃ ৪৫ - ৫০ কেজি
গায়ের রং ঃ ভিষন কালো
¤ শিক্ষাগত যোগ্যতাঃ এক বারে কম তবে চলা ভুজ রয়েছে
¤ পরিবার ঃ ৩ ভ

াই ২ বোন
¤ ধর্ম: ইসলাম।
¤ স্থায়ী ঠিকানাঃ আছে
একটা হয়ত কিন্তু
নিজের না।
¤ বর্তমান ঠিকানাঃ ফেসবুক
¤ জাতীয়তাঃ বাংলাদেশী।
¤ ভাষাঃ অ আ ক খ
¤ শখঃ শুটিং পুলে বসে একা গান শোনা,
গল্প করা , ঘুরেবেরানো ।
¤ প্রিয় কাজ ঃ ঘুমানো, ফেসবুকিং।

¤ প্রিয় খাবার ঃ সিগারেট আর পান

হারতে আমি নারাজ
তবে ভাগ্যকে বিশ্বাস
করি ।
শূন্যতা ও
অপ্রাপ্তির খাতায়
ধূসর মরুভূমি।
ঘুমাতে ভালবাসি।
খুব ভোরে ঘুম ভাঙ্গে ।
একা থাকি ।
স্মার্টনেস
বলে কিছু নাই
আমার মাঝে।
হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখতে
পছন্দ করি
প্রচন্ড অগোছালো।
কাজ করতে ভালোবাসি।


গান শুনি।
এক কথায়
"আমি অদ্ভূত নই"
বক্তৃতা দিতে ভালো
লাগে না।

¤ সবাই অজানা এক
কারনে অপছন্দ
করে আমায়।
¤ কথা বলি -বেশি

¤ ঝগড়া করি - সব ভাষায়
(অশ্লীলতা বর্জনের
চেষ্টা করি)
¤ অভিজ্ঞতার
ঝুলি অনেক বড়
কাউকে বিরক্ত
করি না (-মা আর আমার বোন ছাড়া আর একা টা মেয়ে কে )
¤ লিখতে গেলে মনেহয়
হাত অবস হয়ে যাচ্ছে
(তবে লিখতে ভাল লাগে)
¤ অবাস্তব চিন্তা ও
কল্পনাপ্রেমী
¤ পরিবারে ভাইবোনের মধ্যে সবার ছোট আমি।
¤ সহজে রাগ করি না
কিন্তু রাগ বেশি,
তাই সহজে রাগ যায়না।
¤ কিছু না পারলে
মাথা খারাপ হয়ে যায় ।
¤ কারা যেন বলে -
আমি নাকি একজন
সহজ সর বোকা মানুষ।
তবে কথাটার
সত্যতা কতটুকু
জানা হয়নি ।।
¤ মানুষ
সম্পর্কে পজেটিভ
ভাবতে ভাল
লাগে । কারন, পজেটিভ
ভাবলে নেগেটিভ
দিকগুলো বের করা যায়
সহজ হয় ।।
¤ তুচ্ছ বিষয়
নিয়ে প্রচুর
চিন্তা করি - আর
জরুরী বিষয়
গুলো হাওয়ায়
উড়িয়ে দেই ।।

¤ একাকীত্ত্ব চরম
ভালবাসি - কারন,
একাকীত্বের স্বাদ
এখনো নেয়া শেষ হয়নি।।
¤ রাজনীতি !? এই
জিনিষটার
আশেপাশে কোথাও
আমি নেই (তবে দেশ
আমাকে ডাকে তাই আওয়ামী লীগ করি)।।
¤ অল্পতেই বিশ্বাস
করতে মন চায় - “
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদুর ”
¤ খুবই দুঃখের
কথা আজও কারও
কারও বিশ্বাস
পুরোপুরি অর্জন
করতে পারি নাই।আর
এতে তেমন আগ্রহ নাই
আমার ॥
¤ চোখের
সামনে কাগজ-কলম
দেখলেই কিছু
একটা লিখতে মন চায় ।
আমার বিরহের
কালি শুকিয়ে পাথর,
কবিতার
খাতা ক্ষমা কর
আমায়। ॥
¤ আমার রাগ একটু
বেশি। তবে কথা বলি বেশি।
বৃষ্টি আর
ফেসবুকে না নেই।
¤ আমি একজন
অসাধারন মায়ের
সাধারন সন্তান ।

¤ আমি মহাপুরুষ না ।
তবে মহাপুরুষের অনেক
গুন আয়ত্ব
করতে চেষ্টা করি ।

\\ অতি সাধারণ পরিবারের
সাধারণ ছেলে আমি
হাসিখুশি থাকতে ভালবাসি //
হাসি খুশি থাকার মাধ্যমে
জীবনের বড় কষ্ট গুলোকে
আড়াল করার চেষ্টা করি।।
মানুষকে খুব তারাতারি
বিশ্বাস করা আমার একটা বদভ্যাস।।
মানুষের উপকার করতে ভালবাসি
মানুষের উপকার করতে গিয়ে বাস
খাওয়া আমার কাছে নতুন কিছু না।।
টাকাকে খুব ঘূণা করি কিন্তু
বারবার টাকার পিছনেই ছুটে যাই।।
বাস্তব জীবনটা অনেক কঠিন
ঘরে বসে আপনি জীবন সম্পর্কে
কোন ধারনা করতে পারবেন না।।
একটা ভালবাসা একটা জীবনকে
ধংস করে দিতে পারে আবার একটা
ভালবাসাই একটা জীবনকে নতুন
ভাবে বাচতে শিখাতে পারে।।
রুপ,যৌবন,টাকা,পয়সা
মানুষের চিরদিন থাকে না
যা থাকে তা হল তার আচার ব্যবহার,
তাই সকলের সাথে ভাল
ব্যবহার কর যেন তোমার
মূত্যর পরও লোকজন তোমার
প্রসংশা করেন।।
পারবে আমার অতীতকে ভুলিয়ে দিতে
তাহলে তুমিই আমার ভবিষ্যৎ।।
চেয়েছিলাম জীবনটাকে খুব সুন্দর
করে সাজাবো কিন্তু সম্ভব হল না।
যখনই জীবনটাকে সুন্দর ভাবে
সাজাতে চাই তখনই কিছু একটা
এসে জীবনটাকে গ্রাস করে দেয়।।
একদিন একদিন করে আমরা
আমাদের দিনগুলি অতিবাহিত
করছি তার মানে একদিন একদিন
করে আমরা মূত্যুর দিকে এগিয়ে
যাচ্ছি।।
মানুষের কিসের এত অহংকার
যার শুরু এক ফোটা রক্তে
আর শেষ হল মাটিতে |||
\\হ্মমা করবেন //

14/11/2024

বড় স্বপ্ন দেখুন এবং ব্যর্থ হওয়ার সাহস রাখুন 🏵️🥀

14/11/2024

সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো।🥀🏵️

13/11/2024

মূলত আমার ভবিষ্যৎ ভেবেই হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতি আবিস্কার করেছেন 😒আগা নাই গুড়ো নাই, শেষ নাই শুরু নাই শুধু নাই আর নাই 😒

🥀wether
04/05/2024

🥀wether

11/04/2024

Address

Sylhet

Telephone

+8801751325513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samsul Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share