09/03/2025
“ জীবন বড়ই বিচিত্র , সন্ধ্যা কাটেনা --
অথচ দিব্যি বছর কেটে যাচ্ছে !”
#মির্জা গালিব ।
মির্জা গালিব বলেছিলেন , " খোদার পাঠানো সব বিপদ পৃথিবীতে এসেই সবার প্রথম জিগ্যেস করে , গালিবের ঘরটা কোন দিকে ?"
আমার তো এমন লাগে , " পৃথিবীর সব দুঃখ যেনো আমার বুক পকেটে থাকতেই পছন্দ করে , ছাড়তে চায়না আমাকে !"
এই ঘর - সংসার , মানুষের সঙ্গ কিছু ভালো লাগেনা ।
একাকীত্বের চাদর গায়ে জড়িয়ে ইচ্ছে কোথাও হারাই ।
স্বার্থ নাই এমন একটা শহর পেলে , আমাকে নাগরিকত্ব দিও ।