11/10/2023
লিটন দাসকে নিয়ে ভাবতেই হবে
শেষ ১৮ ইনিংসে লিটন দাসের রান মোটে ৩৭৪ রান। গড় ১৯+। তার মধ্যে আবার আয়ারল্যান্ড সাথে করেছেন ২০২ রান। যার অর্থ হলো আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ বাদ দিলে ১৫ ম্যাচে ১৭২ রান!! কি ভয়ংকর!! গড় ১৪+
সিরিজের পর সিরিজ অফফর্মে থাকার পরও দলে খেলতেছে কার চয়েসে?? বিশ্বকাপের মতো একটা টুর্নামেন্টে এরকম একজন প্লেয়ারকে ক্যারি করা হচ্ছে কিসের জন্য?
এই মূহুর্তে তাঁকে দল থেকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওপেনিংয়ে আর শান্তকে তার ফ্যাবারিট পজিশন ৩ এ খেলানো যায়। ফলশ্রুতিতে একজন স্পেশালিষ্ট স্পিনার নেওয়া যাবে। ইভেন নাসুমও তার চেয়ে বেশি রান করবে।
বাংলাদেশে এই টিমটা খুবই সম্ভাবনীময়। এখন ভালো না খেললে আর কখন? সেই সুযোগ কাজে লাগানোর জন্য লিটনের মতো অফফর্মের প্লেয়ারকে পরের ম্যাচ থেকে বাদ দেওয়া হবে স্মার্ট ডিসিশন।
যে কারণগুলোর জন্য লিটন দাসকে ড্রপ করা উচিৎ
★ অফফর্মে আছেন
★ তাকে বাদ দিলে একজন স্পেশালিষ্ট স্পিনার খেলানো যাবে সেটা নাসুম কিংবা শেখ মেহেদী। যেটা আবার বাংলাদেশকে সিক্সথ বোলিং অপশন দেবে।
★ ৮ বছর ক্রিকেট খেলার পরও টপ ৯ দেশের বিপক্ষে যার গড় ১৮ সে কিভাবে নিজেকে দেশসেরা ওপেনার মনে করেন?
★ এক্সট্রিম ওভার এক্সপোজারে ধ্বংস হচ্ছে। কার্যত ইমরুল কায়েসের স্ট্যাটও তার চেয়ে বেটার।
★ ক্রিকেট শুধু ছোট দলগুলোর বিপক্ষে রান করলেই হয় না। বড় দলগুলোর বিপক্ষেও রান করতে হয়। তার সেই সামর্থ্য নেই। ১০ ম্যাচে ১ ম্যাচ ভালো খেলে এখন আর বাংলাদেশ দলে টেকা যাবে না।
★ বাংলাদেশের এই দলের একাদশে লিটন দাস কোনভাবেই চলে না। তার মত অফফর্মের কারও জন্য ইনফর্ম নাসুম, শেখ মেহেদীরা একাদশের বাইরে!!
Collected by Zahidul Islam Zahid