Abul Hasan Bin Malik

  • Home
  • Abul Hasan Bin Malik

Abul Hasan Bin Malik Digital Creater
(1)

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের  সুনামগঞ্জ জেলার প্রার্থী মনোনিত হলেন যারা --★ সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা,তাহিরপুর,জামালগঞ্জ...
09/08/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার প্রার্থী মনোনিত হলেন যারা --
★ সুনামগঞ্জ- ১ (ধর্মপাশা,তাহিরপুর,জামালগঞ্জ)
মাওলানা তাফাজ্জুল হক আজীজ।
★ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)
ড.মাওলানা শোয়াইব আহমদ।
★ সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ)
মাওলানা হাম্মাদ গাজীনগরী।
★ সুনামগঞ্জ -৪ (সদর-বিশ্বম্ভপুর)
মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।
★ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা)
আলহাজ্ব নুরুল হক।

দেশের সকল সংসদীয় আসনে জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থীদের নির্বাচনকেন্দ্রীক সকল ধরনের প্রচারপত্রে ব্যবহারের জন্য দলীয় প্রতীক...
09/08/2025

দেশের সকল সংসদীয় আসনে জমিয়ত মনোনীত এমপি পদপ্রার্থীদের নির্বাচনকেন্দ্রীক সকল ধরনের প্রচারপত্রে ব্যবহারের জন্য দলীয় প্রতীক সম্বলিত "খেজুর গাছে ভোট দিন" থিমটি প্রকাশিত হলো।

প্রত্যেকের প্রচারপত্রে একই কালার, ডিজাইন ও থিম ব্যবহৃত হলে সৃজনশীলতা প্রকাশ পাবে।

সৌজন্যে: JUInews BD | JUInews BD Digital

05/08/2025

জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

আয়োজনে: ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখা

স্থান : জমিয়ত কার্যালয় দিরাই

#ছাত্র_জমিয়ত #জমিয়ত #বাংলাদেশ #আফেন্দী #কওমি_অঙ্গনের_গর্ব #ইনসাফ_ভিত্তিক_রাষ্ট্র #ন্যায়বিচার_প্রতিষ্ঠা

03/08/2025

পি আর পদ্ধতি ভবিষ্যতে ক্ষতিকর প্রভাব ফেলবে বাংলাদেশের মুসলিমদের বিরুদ্ধে,
লিখে রাখতে পারেন।
বর্তমানে বাহ্যিক ভাবে লাভবান হবে ইসলামি দলগুলো, কিন্তু সামান্য লাভের আশায় ভবিষ্যৎ অন্ধকার হবে।

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!! ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক স...
03/08/2025

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!! ৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে, তাদের যৌবনের চাহিদা, আবেগ, ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে। আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব, নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ। এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও.। বেচে নিবে এরা লাঞ্চনার জীবন।।
অন্ধকারের লাঞ্চনা

বেশক...
18/07/2025

বেশক...

শাবিপ্রবির ইতিহাসে সর্বোচ্চ রেজাল্টে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন ছাত্র জমিয়ত নেতা হাবিবুর রহমান মাসরুরশাহজালাল বিজ্ঞান ও...
15/07/2025

শাবিপ্রবির ইতিহাসে সর্বোচ্চ রেজাল্টে গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন ছাত্র জমিয়ত নেতা হাবিবুর রহমান মাসরুর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে অনার্স সম্পন্ন করেছেন জকিগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কওমি অঙ্গনের গৌরব মাওলানা হাবিবুর রহমান মাসরুর।

তিনি অনার্স কোর্সে ৪.০০ স্কেলের মধ্যে ৩.৮৪ সিজিপিএ অর্জন করেন, যা এই বিভাগে এখন পর্যন্ত সর্বোচ্চ ফলাফল হিসেবে রেকর্ডে স্থান পেয়েছে। শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সমন্বয়ে উচ্চতর শিক্ষায় এধরনের কৃতিত্বপূর্ণ অর্জন ছাত্র জমিয়তের অঙ্গনকে যেমন গৌরবান্বিত করেছে, তেমনি কওমি শিক্ষাব্যবস্থার সামগ্রিক মর্যাদা বৃদ্ধিতেও দৃষ্টান্ত স্থাপন করেছে।

মেধাবী এই ছাত্রনেতার কৃতিত্বপূর্ণ সফলতায় সংগঠনের নেতাকর্মীরা আনন্দিত ও গর্বিত। তারা তাঁর জন্য আন্তরিক দোআ ও শুভকামনা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় বলা হয়—
“আল্লাহ পাক প্রিয় ভাই হাবিবুর রহমান মাসরুরের এই অর্জনকে কবুল করুন, তার যোগ্যতাকে আরও বৃদ্ধি দিন এবং তাকে আন্তর্জাতিক পর্যায়ে দ্বীন ও মিল্লাতের খিদমতে নিয়োজিত থাকার তাওফিক দিন।”

#ছাত্র_জমিয়ত #কওমি_অঙ্গনের_গর্ব

🌴 খেজুর গাছ শুধু মার্কা নয়, এটা আদর্শের প্রতীক।পবিত্রতা, শান্তি, নম্রতা ও কল্যাণ —এটাই জমিয়তের রাজনীতি।ভোট দিন খেজুর গাছ...
15/07/2025

🌴 খেজুর গাছ শুধু মার্কা নয়, এটা আদর্শের প্রতীক।
পবিত্রতা, শান্তি, নম্রতা ও কল্যাণ —
এটাই জমিয়তের রাজনীতি।
ভোট দিন খেজুর গাছে ✅

ঐক্যের আশা এখনো শেষ হয়ে যায়নি — মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীএকান্ত সাক্ষাৎকার | জেইউআই নিউজ বিডি | ১৪ জুলাই ২০২৫জমিয়তে...
14/07/2025

ঐক্যের আশা এখনো শেষ হয়ে যায়নি — মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

একান্ত সাক্ষাৎকার | জেইউআই নিউজ বিডি | ১৪ জুলাই ২০২৫

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইসলামি দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য গঠনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন, “আমরা এখনো ঐক্য নিয়ে আশাবাদী। আমরা একটি এক বাক্সভিত্তিক চিন্তা ও দর্শন নিয়ে ঐক্যের পথে অগ্রসর হয়েছিলাম। কিন্তু পিআর পদ্ধতি সামনে আসায় সেই এক বাক্সভিত্তিক ঐক্য ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়ে।”

তিনি স্পষ্ট করেন, “পিআর পদ্ধতি এবং এক বাক্সে নির্বাচন—এই দুটি ধারণা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এখানে বিভ্রান্তির কিছু নেই। দুটি পরস্পরবিরোধী কৌশলকে একসঙ্গে প্রয়োগ করা বাস্তবসম্মত নয়। সমন্বয় জরুরি। এটা গ্রহণযোগ্য নয় যে, দাবি মেনে নিলে সবাই পিআর পদ্ধতিতে গিয়ে নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করব, আর না মানলে এক বাক্সে ঐক্যবদ্ধ থাকব।”

মাওলানা আফেন্দী বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, সমমনা ইসলামি দলগুলো যেন একসঙ্গে বসে আলোচনা করে, বোঝাপড়া তৈরি করে। আমাদের ব্যর্থতা হলো—আমরা এখনো এক হয়ে বসে পিআর ও এক বাক্স পদ্ধতির মধ্যে বৈপরীত্য দূর করতে পারিনি।”

তিনি জোর দিয়ে বলেন, **‘পিআর পদ্ধতির কারণেই ঐক্য নষ্ট হচ্ছে’—এমন কোনো শিরোনাম আমি বা আমার দল সমর্থন করি না।** বরং আমরা চাই, দেওবন্দি চিন্তাধারার ইসলামি দলগুলো এখনো একত্রে বসুক, মতবিনিময় করুক এবং ঐক্যের একটি বাস্তব পথ খুঁজে বের করুক।”

#আফেন্দী #ইনসাফ_ভিত্তিক_রাষ্ট্র #ন্যায়বিচার_প্রতিষ্ঠা #বাংলাদেশ #জমিয়ত

হাসিনার পতনের পর থেকে গোপনে ও প্রকাশ্যে  অনেক প্রো আওয়ামীলীগারকে জামায়াত এবং ইসলামী আন্দোলন পুনর্বাসন করেছে, করছে।এমনকি ...
14/07/2025

হাসিনার পতনের পর থেকে গোপনে ও প্রকাশ্যে অনেক প্রো আওয়ামীলীগারকে জামায়াত এবং ইসলামী আন্দোলন পুনর্বাসন করেছে, করছে।

এমনকি ইসলামী আন্দোলন আয়োজিত সোহরাওয়ার্দীর সমাবেশে একজন বিবর্তিত আওয়ামীলীগ নেতা বক্তৃতাও দিয়েছে।

ভাবছি চরমোনাই পীর সাহেব কি হাফেজ্জি হুজুরের তওবার রাজনীতির মোডিফাইড ভার্সন ফিরায়ে আনলো কিনা!
ইআবা এবং জামায়াতের নির্বাচনী জোটে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের মত দলগুলোকে জোটবদ্ধ করার জন্য তদবীর চলতেছে, অথচ এই দলগুলো বান্ডেলের বিনিময়ে ২৪ এর ডামি নির্বাচনে বেহায়ার মত অংশগ্রহন করে হাসিনাকে ক্ষমতায়ণ করেছিলো।
লীগ পুনর্বাসনকারী ও ডামি নির্বাচনের দালালদের নিয়ে সোকল্ড যেই ঐক্য হচ্ছে সেটাকে জমিয়তের পক্ষ থেকে প্রত্যাখ্যান না করে উপায় ছিল না

কারণ, “জমিয়ত ভোটের রাজনীতির চেয়ে আদর্শিক রাজনীতিতে বেশি সিরিয়াস”।
জমিয়তের আকিদা হচ্ছে ইলম-আমলের সমন্বয়ে কোরআন ও হাদীসের বিশুদ্ধ অনুসরণ। ওলামায়ে দেওবন্দের সংগ্রামী ও আপোষহীন নীতির উপর সুদৃঢ় অবস্থান। তো এই দলটা কিভাবে নৈতিকতা বিবর্জিত ও একদা ফ্যাসিবাদের পদলেহন করা গোত্রগুলোর সাথে ঐক্যবদ্ধ হতে পারে?

সম্ভব?

Address

Derai

Telephone

+8801750182781

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Hasan Bin Malik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abul Hasan Bin Malik:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share