14/07/2025
ঐক্যের আশা এখনো শেষ হয়ে যায়নি — মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী
একান্ত সাক্ষাৎকার | জেইউআই নিউজ বিডি | ১৪ জুলাই ২০২৫
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ইসলামি দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য গঠনের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন, “আমরা এখনো ঐক্য নিয়ে আশাবাদী। আমরা একটি এক বাক্সভিত্তিক চিন্তা ও দর্শন নিয়ে ঐক্যের পথে অগ্রসর হয়েছিলাম। কিন্তু পিআর পদ্ধতি সামনে আসায় সেই এক বাক্সভিত্তিক ঐক্য ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়ে।”
তিনি স্পষ্ট করেন, “পিআর পদ্ধতি এবং এক বাক্সে নির্বাচন—এই দুটি ধারণা একে অপরের সঙ্গে সাংঘর্ষিক। এখানে বিভ্রান্তির কিছু নেই। দুটি পরস্পরবিরোধী কৌশলকে একসঙ্গে প্রয়োগ করা বাস্তবসম্মত নয়। সমন্বয় জরুরি। এটা গ্রহণযোগ্য নয় যে, দাবি মেনে নিলে সবাই পিআর পদ্ধতিতে গিয়ে নিজ নিজ মার্কা নিয়ে নির্বাচন করব, আর না মানলে এক বাক্সে ঐক্যবদ্ধ থাকব।”
মাওলানা আফেন্দী বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, সমমনা ইসলামি দলগুলো যেন একসঙ্গে বসে আলোচনা করে, বোঝাপড়া তৈরি করে। আমাদের ব্যর্থতা হলো—আমরা এখনো এক হয়ে বসে পিআর ও এক বাক্স পদ্ধতির মধ্যে বৈপরীত্য দূর করতে পারিনি।”
তিনি জোর দিয়ে বলেন, **‘পিআর পদ্ধতির কারণেই ঐক্য নষ্ট হচ্ছে’—এমন কোনো শিরোনাম আমি বা আমার দল সমর্থন করি না।** বরং আমরা চাই, দেওবন্দি চিন্তাধারার ইসলামি দলগুলো এখনো একত্রে বসুক, মতবিনিময় করুক এবং ঐক্যের একটি বাস্তব পথ খুঁজে বের করুক।”
#আফেন্দী #ইনসাফ_ভিত্তিক_রাষ্ট্র #ন্যায়বিচার_প্রতিষ্ঠা #বাংলাদেশ #জমিয়ত