Attokothon- আত্মকথন

Attokothon- আত্মকথন simple and helpful mind digital creation

04/06/2025

৫ এবং ৬ জুন আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন৷ আরাফার দিন৷ দোয়া কবুলের দিন৷ ইচ্ছা মতো দোয়া করতে থাকেন৷ হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে৷ জুতার ফিতাটা হইলেও চান৷ একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই৷ আপনার কেউ আছে ভাবতেছেন৷ কালকে হয়তো সে নাও থাকতে পারে৷

কাজেই দিল খুলে দোয়া করেন৷
আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া৷ দোয়া কবুলের দিন৷ যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন৷ এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন৷

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর৷’

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই৷ এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া৷ নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন৷ এর বেশি পড়লে আরো ভালো৷ যত পড়া যায় এই দোয়া৷

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন৷

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে৷ আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন...। (কপি পোস্ট)

26/05/2025

Congratulations

With Live Shopping – I just got recognized as one of their top fans! 🎉
23/05/2025

With Live Shopping – I just got recognized as one of their top fans! 🎉

17/04/2025

দূর বহুদূর

25/03/2025

Get well soon boss

01/03/2025

রোজার মাসের একটা টিপস শেয়ার করি আপনাদের সাথে, আমরা যদি রোজার মাসে প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি, তাহলে ৩০ দিনে সর্বমোট ৩০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমান বেড়ে ৫১ লাখ টাকা হয়ে যেতে পারে, কিভাবে?

আল্লাহ এই দান কে সর্বনিম্ন ১০ গুন থেকে ৭০০ গুন বৃদ্ধি করে দিবেন এই রোজার মাসে, তাহলে ৩০ দিন এ হয়ে গেলো সর্বনিম্ন ৩০ হাজার টাকা থেকে ২১ লক্ষ টাকা সমপরিমাণ।

আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাবো লাইলাতুল কদর এর রাত, যেখানে আমরা ১০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি।
তাহলে লাইলাতুল কদর এ আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব।

তাহলে ৩০ দিন প্রতিদিন ১০০ টাকা হয়ে গেলো ৫১ লাখ টাকা দান করার সমপরিমাণ সওয়াব।

আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান, আজ রাত থেকে শুরু করে দিতে পারেন দান করা। আর আপনারা যদি এই কথা শেয়ার করে দেন এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে, তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য এইটা আপনাদের সাথে শেয়ার করলাম। (আপনারা চাইলে পোস্ট টি কপি পেস্ট করতে পারেন অথবা শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই।)

হাদিসের আলোকে পুরস্কারের পরিমাণ:
- নবী মুহাম্মদ ﷺ বলেছেন:
"মানব সন্তানের প্রতিটি সৎকাজের সওয়াব দশগুণ থেকে শুরু করে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, ‘কিন্তু রোযা ব্যতিক্রম, কারণ এটি আমার জন্য, এবং আমি নিজে এর প্রতিদান দেব।’"
(সহিহ মুসলিম ১১৫১)

- নবী ﷺ রমজানে সবচেয়ে বেশি দানশীল হতেন।
রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে।
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি, এবং তিনি রমজান মাসে সবচেয়ে বেশি দান করতেন।” (সহিহ বুখারী ৬)

লাইলাতুল কদরের ফজিলত:
- রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর।
এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস (১০০০ মাস) ইবাদত করার সমান সওয়াব দেয়! (সূরা কদর ৯৭:৩)

- রামাদান মোবারাক সবাইকে ❤️

27/02/2025

Just amazing! Eagerly waiting 😍❤️ Shakib Khan

ভালোবাসা সুন্দর ভালোবাসা দেখতেও ভালো লাগে
25/02/2025

ভালোবাসা সুন্দর
ভালোবাসা দেখতেও ভালো লাগে

Address

Sylhet

Telephone

+8801575243005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Attokothon- আত্মকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share