26/07/2025
টাকা বড় কথা নয়, তবু লাগে সব কাজে,
টাকা ছাড়া জীবনে চলা যেন বোঝা বাজে।
বন্ধু যত আপন, টাকার অভাবে দূরে যায়,
টাকার নেশায় মানুষ সত্যি ভুলে যায়।
টাকা হলে সবার চোখে মূল্য বাড়ে খুব,
না থাকলে সম্মান যেন হারায় ধূলির ধূপ।
তবু বলি, টাকার চেয়ে ভালোবাসা আরও সুদূর।