Sylheti voice24

Sylheti voice24 এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত।
(1)

শাহবাজপুর বাদেপুকুরিয়া গ্রামে কুচির খালের পারের রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে অল্প বৃষ্টি হলে ডুবে যায় চারিদিক...
25/07/2025

শাহবাজপুর বাদেপুকুরিয়া গ্রামে কুচির খালের পারের রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে অল্প বৃষ্টি হলে ডুবে যায় চারিদিকে ভেঙ্গে গেছে, এই রাস্তা দিয়ে তিন থেকে চার হাজার মানুষের যাতায়াত রয়েছে, এলাকার অনেকে বলছেন দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে এই রাস্তায় কোন উন্নয়নমূলক কাজ হয়নি তাই বর্তমানে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এ রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হয়।
#শাহবাজপুর #বাদপুকুরিয়া #কুচিরখাল #পার #রাস্তা

24/07/2025

এখনো জীবিকা রক্ষা করছেন পুরনো দিনের টিভি ট্যাপ মেরামত করে।
#টিভি #ট্যাপ #মেইকার

23/07/2025

তীব্র গরমের মধ্যেও শাহবাজপুর বার বার বিদ্যুৎ চলে যাচ্ছে।

জমে উঠেছে শাহবাজপুর সবজি বাজার ক্রেতা ও বিক্রেতার প্রচুর বিড় আম,আনারস, থেকে শুরু করে বিভিন্ন ফসলের দুকানে ভরপুর এবং রয়...
23/07/2025

জমে উঠেছে শাহবাজপুর সবজি বাজার ক্রেতা ও বিক্রেতার প্রচুর বিড় আম,আনারস, থেকে শুরু করে বিভিন্ন ফসলের দুকানে ভরপুর এবং রয়েছে তোর তাজা সবজি দুকান
তবে অনেক ক্রেতারা বলছেন তুলনামূলক সবজির দাম অনেক বেশি।
#জমেউঠেছে #শাহবাজপুর #সবজি #বাজার

21/07/2025

শাহবাজপুর পিকাপ স্ট্যান্ডের পিকাপ ড্রাইভার সালমান আহমেদ গতকাল রাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন, কি ঘটেছিল শুনুন উনার মুখ থেকে।

21/07/2025

আল্লাহ এরকম ভয়াবহ দুর্ঘটনা থেকে হেফাজত করুন, রাজধানী উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ভয়াবহ দুর্ঘটনা হয়েছে।
#রাজধানী #উত্তরায় #বিমানদুর্ঘটনা

যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণ হচ্ছে ,তারা হচ্ছেন আমাদের দেশের কৃষক প্রচন্ড রোদের তা...
21/07/2025

যাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণ হচ্ছে ,তারা হচ্ছেন আমাদের দেশের কৃষক প্রচন্ড রোদের তাপমাত্রার মধ্যেও তারা কৃষি কাজে নিয়োজিত রয়েছেন তাদের প্রতি রইলো আমাদের নিঃস্বার্থ শ্রদ্ধা ও ভালোবাসা।

18/07/2025

সরকারি সার বীজ না পেয়ে কৃষকের আক্ষেপ/সার বীজ পেলে আরো বেশি করে চাষাবাদ করতাম।
#কৃষিকে #সার #বীজ #নাপেয়ে #পুর্বদৌলতপুর #শাহবাজপুর

"তারার নিচে ঘুম, স্বপ্নগুলো টিনের ফুটোয় গলে যায়"**প্রতিবেদন | Sylheti Voice24 চোখে স্বপ্ন ছিল সুন্দর একটি ঘরের, যেখানে স...
16/07/2025

"তারার নিচে ঘুম, স্বপ্নগুলো টিনের ফুটোয় গলে যায়"**

প্রতিবেদন | Sylheti Voice24

চোখে স্বপ্ন ছিল সুন্দর একটি ঘরের, যেখানে সন্ধ্যায় বউ-বাচ্চাদের নিয়ে একটু শান্তিতে ঘুমাবো
কিন্তু বাস্তবতার শীতল বাতাস সেই স্বপ্নকে আকাশের তারা বানিয়ে ফেলেছে—ছোঁয়া যায় না, শুধু তাকিয়ে থাকতে হয়।

পূর্বদৌলতপুর গ্রামের ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের আব্দুল হান্নান—একজন সাধারণ মানুষ, অসাধারণ কষ্টের ভার বইছেন বছরের পর বছর। ভাঙা টিনের চাল, পাশের দেয়ালে ছেঁড়া পর্দা, আর মাটির মেঝেতে চৌকির একপাশে শুয়ে আছে তার ছোট্ট মেয়ে। বৃষ্টি হলেই, ছাদের ফুটো দিয়ে টুপটাপ করে পড়ে ফোঁটা ফোঁটা পানি। কোথাও হাঁড়ি রাখা, কোথাও একটা গামলা—তাতে জমে বৃষ্টির জল, আর জমে থেকে যায় জীবনের একরাশ হাহাকার।

রাত হলে ঘরের মধ্যে অন্ধকার নেমে আসে, আর সেই অন্ধকারে হান্নান তাকান ওপরে। টিনের ফুটোগুলো দিয়ে দেখা যায় আকাশ—তারাগুলো ঝলমল করে, যেন ব্যঙ্গ করে বলে:
"তোমার স্বপ্ন ছিল ঘর, আর তুমি পেলে গহ্বর!"

বাড়ির বাইরে গেলে কেউ বুঝতেও পারে না কতটা ভাঙা তার ভেতরের জীবন। হান্নান পেশায় একজন দিনমজুর। প্রতিদিন একটু কিছু আয় হলে তবেই চুলা জ্বলে। ঘরের কথা ভাবতে গিয়েই বুকটা ভার হয়ে আসে—কারণ তার কাছে এটা স্বপ্ন নয়, লাকড়ির আগুনে ধোঁয়ায় মিলিয়ে যাওয়া একটা দীর্ঘশ্বাস।

তবুও হান্নান স্বপ্ন দেখেন। আশায় বুক বাঁধেন, যদি সমাজের কারও চোখে পড়ে এই করুণ চিত্র, যদি কোনো সহৃদয় ব্যক্তি, সংস্থা, কিংবা সরকারি উদ্যোগ থেকে আসে একটুখানি সহায়তা, তবে হয়তো তার সন্তানদের অন্তত একটি শুকনো বিছানায় ঘুমানোর সুযোগ হবে। বৃষ্টির দিনে আর ছাদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে হবে না, তখন ঘরের ভেতরেই থাকবে স্বপ্নের ছায়া।

আব্দুল হান্নান বললেন:
"আমি কারও কাছে ভিক্ষা চাই না। চাই শুধু একটু মানবতা, একটু সহানুভূতি। যেন আমার সন্তানরা অন্তত বৃষ্টির দিনে ভিজে না।"

একটি আবেদন, সবার প্রতি:

যদি আপনি পারেন—একটি পরিবারকে ঘর উপহার দিতে, তবে দেরি করবেন না। হয়তো আপনার সামান্য সহায়তা, তাদের জীবনে সূর্যের আলো ফেরাতে পারে।

যোগাযোগ:
স্থান: পূর্বদৌলতপুর, ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন
পরিবারের নাম: আব্দুল হান্নান

এস এসসি/দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় Srabonto dev & shochin goush -কে শুভেচ্ছা ও অভিনন্দন ক্যাচ প্রদান...
15/07/2025

এস এসসি/দাখিল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় Srabonto dev & shochin goush -কে শুভেচ্ছা ও অভিনন্দন ক্যাচ প্রদান।
#শাহবাজপুরহাইস্কুলএন্ডকলেজ #এসএসসি

15/07/2025

জলডুপ স্পোর্টস এর প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন অফিস বাজার ৮২ ফুটবল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিজের দল নিয়ে যে কথাগুলো বলেছেন শুনে আসুন।
#স্পোর্টস #অফিসবাজার

অফিস বাজার ৮২ মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে আসা হাজারো দর্শকের  স্তির চিত্রচিত্র।
15/07/2025

অফিস বাজার ৮২ মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে আসা হাজারো দর্শকের স্তির চিত্রচিত্র।

Address

Sylhet

Telephone

+8801966839895

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheti voice24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylheti voice24:

Share