
27/09/2024
পলাশীর যুদ্ধের ৫০ বছর পরে এসে মানুষ জানতে পেরেছিল, কে গাদ্দার আর কে দেশপ্রেমিক। তার আগ পর্যন্ত মানুষকে বুঝানো হয়েছিল, "সিরাজুদ্দৌলার আয়েশী এবং নষ্ট চরিত্রের কারণে তাকে পালাতে হয়েছিল"।কিন্তু, ইতিহাস একদিন ঠিকই মীরজাফর এবং সিরাজুদ্দৌল্লাকে সঠিক আসনে অধিষ্ঠিত করেছে। যা আপনার আমার সবার সামনে দিনের আলোর মতো পরিষ্কার। আপনি বারবার ষড়যন্ত্রের স্বীকার হয়েছেন, দেশি বিদেশি শক্তির দ্বারা। কিন্তু আপনি হেরে যাননি, ফিনিক্স পাখির মতো আবারো ঘুরে দাড়াবে বাংলাদেশ ।। শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ।।