Muhammad Mohsin Ahmed

Muhammad Mohsin Ahmed দ্বীনি ইসলাম প্রচার

08/06/2023

মধুর কন্ঠে কোরআন মাজিদ তিলাওয়াত, সালেহ আহমদ তাকরিম। #কোরআন #তাকরিম

06/05/2023

শিরক থেকে বাঁচার জন্য দোয়া

24/10/2022

(রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় এসেছিলেন।)

মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনে খুশী ও আনন্দাতিশয্যে তাকবীর ধ্বনি দেয়।

মনে হচ্ছিল তাঁদের জীবনে এর চেয়ে বড় আনন্দ যেন আর কখনও আসেনি! মনে হচ্ছিল মদীনা যেন মুচকি মুচকি হাসছে আর গর্বে ও আনন্দে ফুলে ফুলে উঠছে।

মদিনার কচি শিশুরা হেলেদুলে নিম্নোক্ত কবিতা আবৃত্তি করছিল :
طلع البدر علينا + من ثنيات الوداع
وجب الشكر علينا +ما دعا لله داع
ايها المبعوث فينا + جئت بالامر المطاع

তরজমা ১. ছানিয়্যাতুল বিদা পাহাড়ের দিক থেকে পূর্ণিমার চাঁদের উদয় ঘটেছে।
২. যতদিন আল্লাহর নাম নেবার মত একজনও থাকবে আমাদের ওপর শুকরিয়া আদায় করা ওয়াজিব হবে।
৩. আমাদের মধ্যে প্রেরিত ওহে সজ্জন! আপনি বাধ্যতামূলক আনুগত্যের নির্দেশ নিয়ে এসেছেন।

হযরত আনাস ইবন মালিক আনসারী (রা) সে সময় খুবই অল্পবয়স্ক ছিলেন।
তিনি বলেন,যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় তশরীফ নেন সেদিন আমি উপস্থিত ছিলাম। আমি এর চাইতে সুন্দর ও আলোকোজ্জ্বল দিন আর দেখিনি যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে (মদীনায়) তশরীফ আনেন। (সিরাত গ্রন্থঃ নবীয়ে রহমত)

Address

Sylhet

Telephone

+8801751482271

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Mohsin Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share