Hijab Queen

Hijab Queen Hijab pagli
J এর Queen

01/04/2025

Eid vibe🌙

মানুষের জীবন কতটাই অদ্ভুত তাই না??গত বছরের দিকে সম্ভবত নগদের একটা ক্যাম্পেইনে তামিম ইকবাল অসহায় একজন পুরুষরে হার্টের সমস...
24/03/2025

মানুষের জীবন কতটাই অদ্ভুত তাই না??

গত বছরের দিকে সম্ভবত নগদের একটা ক্যাম্পেইনে তামিম ইকবাল অসহায় একজন পুরুষরে হার্টের সমস্যা সমাধানে হার্টের রিং দেওয়ার জন্য এগিয়ে আসছিলেন, আজকে তামিক নিজেই হার্ট অ্যাটাক করে বসলেন, তার হার্টেও রিং লাগানো হয়েছে🙂

ওই ভিডিওতে তামিম ইকবাল বলেছিলো তামিমের বাবাও এই হার্ট অ্যাটাক সমস্যার কারণে মৃত্যুবরণ করেছিলেন, তাই তামিম অনেক হার্টের রোগিদের পাশে সবসময় থাকার চেস্টা করতেন।

ওই অসহায় লোকগুলোর দোয়াতে হলেও তামিম ইকবালের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে ❣️

23/03/2025

❝সূরা ইয়াসিন❞
এর এমন একটা আয়াত আছে যেটা
জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়
"সালামুন কাওলাম মীর রাব্বীর রাহীম"
আয়াত:৫৮

21/03/2025

কদরের প্রথম রাতেই এত আলামত!
আলহামদুলিল্লাহ।❤️

21/03/2025

সৌদিতে প্রায় প্রতিদিন দুআর মধ্যে একটা কথা বলে, "আল্লাহ আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন রব নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

আরেক জায়গায় দুআ শুনেছিলাম, "আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা?

অদ্ভুত লাগে! আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
'কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।' - সুরা হাজ্জ:৭৮

সুবাহান আল্লাহ ❤

20/03/2025

সেহরির কিছু সময় আগে একটা ঘুম যে আসে, সেটা সব ঘুম 'কে হার মানায়..🥱

 #কদরের_রাতে  এই রুটিন টা ভালো লেগেছে...১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।২। বেশি গরম লাগলে গোসল ...
20/03/2025

#কদরের_রাতে এই রুটিন টা ভালো লেগেছে...
১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।
২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুন।
৩। কুরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কুরআন পড়ুন।
৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)
(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)
(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
(৪)বেশী বেশী দুরুদ পড়া।
(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)
(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)
(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।
(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।
(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।
(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।
৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন। পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।
৮। সাহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি.. খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সাহরি খান।
১০। ফজরের নামাজ পড়ুন।

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

আল্লাহ খুলুসিয়াতের সাথে আমল করার তৌফিক দিক...

Baseera

20/03/2025

মার্চে রেমিট্যান্সে রেকর্ড। ১৯দিনে এলো ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। স্যালুট সব প্রবাসী ভাইয়াদের কে

20/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

20/03/2025

রাসূল (সাঃ) বলেছেন :-
আল্লাহ বলেনঃ "বান্দাহ যখন আমার প্রতি হেঁটে অগ্রসর হয়,আমি তার প্রতি দৌড়ে ছুটে
যাই।"
{ সহিহ বুখারী : ৭৫৩৬}

20/03/2025

কবরবাসীরা,
কবরের পাশ দিয়ে যখন কেহ যাইতে থাকে,
তখন মুর্দারেরা কেঁদে কেঁদে বলতে থাকে,
তোমরা একটু আমার জন্য আল্লাহর শিল্লাছে দোয়া কর।
একটু দান ছদকা কর, যেমন বিড়াল খাবারের সময় একবার মুখের দিকে তাকায়, আবার মিও করে হাত বাড়ায়।
এভাবে মুর্দারেরাও জিন্দাদের কাছে কাঁদতে থাকে, যেমন কেহ সাগরে পড়ে গেলে খড় কুটা যাহা পায়, তাহা আকড়ে ধরে, আর মানুষের দিকে হাত বাড়ায়ে ইশারা করতে থাকে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও।
এভাবে মুর্দারেরাও তাদের ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনদের দিকে হাত বাড়ায়ে কাঁদতে থাকে, আমার জন্য একটু দোয়া কর, একটু দান ছদকা কর, তওবা করার জন্য উপরে উঠতে চায়, এমন আইন করছেন মাওলায় উঠিতে না দেয়।
হে আল্লাহ,
পবিত্র রমজান মাসের উসিলায় পৃথিবীর সকল মুসলমান কবরবাসীদের কবর আজাব ক্ষমা করে দিয়ে,
তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দাও।
আমিন।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijab Queen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hijab Queen:

Share