Md Najmul Islam

Md Najmul Islam আলহামদুলিল্লাহ

02/01/2025

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ দলের ওপেনারদের মতো।

21/12/2024

হজ্বে গিয়ে জয় বাংলা বলতেছে একজন।
আমরা এতো পরিমানে ব্যাক্তির আদর্শের সৈনিক হইছি নবীর (সা.)সময়ে থাকলে হয়তো নবীর (সা.) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেও ২ বার ভাবতামনা। কেউ যুদ্ধ করতো জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আর কেউ করতো মুজিবের আদর্শের সৈনিক হিসেবে। এই আদর্শের সৈনিক এই সময়ের আবু জাহেলেদের অনুসারী।

19/12/2024

ছাত্রলীগ রাস্তায় ওপেন বন্ধুক/রামদা নিয়ে যে ঘুরছে সেগুলো খেলনার ছিলো।

Send a message to learn more

17/12/2024

সমন্নয়কদের টনক নড়েনা কিছু কিছু বড় বড় ইস্যুতেও। টনক তখনই নড়ে যখন এক্টিভিস্ট্রা প্রতিবাদ জানায় তখন।

এই ধরেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুন যারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ২০২৪ এর যুদ্ধে সক্রিয় ছিলো।এইগুলা নিয়ে কথা বলতে দেখিনা প্রথমে, পরে মানুষের প্রতিবাদে তারা সরব হয়।কেনো ভাই আগে কি চোখে পড়েনা বিষয়গুলো...? হাসনাত, সারজিসের গাড়িতে বাতাস লাগ্লেও দেশ গরম এদিকে খুন হয়ে যাওয়ার অনেকদিন কোনো খবর নাই তাদের।আজকে আরেকজনের পোস্ট শেয়ার দিছে হাসনাত তাও অনেকদিন পর। অনেক কিছু নিয়েই কথা বলা যায় আসলে। ছেলেগুলো প্রাইভেটের দেখেই এমন...?

16/12/2024

That I don't mean😜

16/12/2024

১৯৭১ সালে আমাদের বিজয়ে দিল্লির যে ভাগ ছিলো সেই ভাগ আমরা ২০২৪ এ এসে ফিরিয়ে দিছি শুধুমাত্র। এখন ভাগও নাই ভুয়া বন্ধুত্বও নাই।

ভারত আমাদের স্বাধীনতাকে নিজেদের বলে দাবি করে এইটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই, ভারত সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করে এইটা নিয়...
16/12/2024

ভারত আমাদের স্বাধীনতাকে নিজেদের বলে দাবি করে এইটা নিয়ে কোনো মাথা ব্যাথা নাই, ভারত সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করে এইটা নিয়েও মাথা ব্যাথা নাই। তবে জয় বাংলা আর পতাকা নিয়ে কিথা হলে তখন গর্ত থেকে বের হবে তারা।

যেই ভারত আমার বিজয়কে নিজেদের দাবি করে সেই দেশে আমার বন্ধুকে নিয়ে খাতির যত্ন করবে নাকি শত্রুকে করবে...?

কথা ছিলো শুধু বন্ধু হিসেবে প্রেমিকাকে নিজের করে নেওয়ার জন্য একটু সাহায্য করার। কিন্তু বন্ধু আমার বউকে এখন নিজের বউ ভেবে ...
16/12/2024

কথা ছিলো শুধু বন্ধু হিসেবে প্রেমিকাকে নিজের করে নেওয়ার জন্য একটু সাহায্য করার। কিন্তু বন্ধু আমার বউকে এখন নিজের বউ ভেবে প্রতিটা বছর এনিভারসারি পালন করে।

আসলে এইখানে আমি হচ্ছে দেশ, ভারত বন্ধু, আর স্বাধীনতা হলো বউ। এখন আপনি বলেন তো আপনার বউকে আপনার বন্ধু নিজের বলে বিবাহ বার্ষিকী পালন করতেছে, তখন আপনার কেমন লাগবে...?

যাই হউক মহান বিজয় দিবসের শুভেচ্ছা।এই বিজর কারো বাপের না।এই বিজয় কৃষক দিনমজুর, ছাত্রজনতা ও খেটে খাওয়া মানুষদের রক্তে কেনা।এই বিজয় পালিয়ে ইন্ডিয়া চলে যাওয়া মানুষের না।এই বিজয় পরিবারকে বিদেশে রেখে দেওয়া মানুষদের না। এই বিজয় বন্ধুর না, এই বিজয় আমার। এমন বন্ধু পরিহার করুন যেই বন্ধু আপনার বিয়ে করা বউকে নিজের বলে দাবি করে, তাও বিয়েতে বাধা প্রদানকারী বন্ধুর শত্রু ছিলো বলেই সাহায্য করে আনন্দ নিয়ে এখন বউটারে নিজের বলে বিবাহ বার্ষিকী পালন করে।এইখান বুঝে নিতে হবে এই সাহায্য শুধুমাত্র বাধা প্রদানকারী শত্রু বলেই, নাহয় নিজের বিবাহ বার্ষিকী বলে পালন করতো না। এই বন্ধু আপনার জন্য সাহায্য করে নাই বরং নিজের জন্যই সবকিছু।

আনন্দবাজার পত্রিকার নিউজ
13/12/2024

আনন্দবাজার পত্রিকার নিউজ

13/12/2024

এখন পর্যন্ত উপদেষ্টা নাহিদ ইসলাম সরাসরি ভুমিকা নেওয়ার পরেও যেখানে জুলাই গনঅভ্যুত্থানে চোখ হারানো ছেলেটারে সরকারি দায়িত্বে বিদেশে চিকিৎসা করাইতে ব্যর্থ হইছে, সেই পরিস্থিতিতে দাড়িয়ে আপনি প্রকাশ্যে ভ্রত বিরোধীতা করেও নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন এইডা আসলে বিশ্বাসযোগ্য না।

সুতরাং সতর্ক হোন, সচেতন থাকুন রাস্তাঘাটে ট্রাক থেকে নিরাপদ দুরুত্ব বজায় রাখুন।
ধন্যবাদ!

13/12/2024

বিফ নিয়ে কথা বললেও এক শ্রেণীর মুসলমানের গা জ্বলে৷ আফসোস। হিন্দুর হোটেলে বিফ নাই থাকতে পারে, মুসলমানদের হোটেলে বিফ না থাকার লজিক কী? হিন্দু কাস্টমার টানা? হিন্দুদের যদি এই গায়রত থাকে, মুসলমানের গায়রত কোথায়? মুসলমান কি জানে এই গরু কুরবানি দেবার অধিকার পেতে কত মানুষের জীবন গেছে? পাশের দেশে এক টুকরো গরু খাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলার ঘটনা আমাদের দেশের মুসলমানরা জানে না?

ব্যবসায়ীরা জানে, গরু থাকলে হিন্দু কাস্টমার আসবে না। এখন থেকে ব্যবসায়ীরা জানুক, গরু না থাকলে মুসলমানরা কাস্টমার আসবে না।

নো বিফ = নো মুসলমান কাস্টমার।

🗣️ডা: মেহেদী হাসান।

11/12/2024

জয় বাংলার যত বড় ইতিহাসই থাকুক এইটার মধ্যে দাগ তারাই লাগাইছে ,এইটা এখন জ*ঙ্গিদের স্লোগান। জয় বাংলা বলে ২০১৩ শাপলা চত্বরে হামলা ,২০১৮ তে হেলমেট বাহিনীর স্লোগান জয় বাংলা ,২০২৪ এ ও জয় বাংলায় ছিল তাদের স্লোগান। হাতে অ*স্ত্র সামনে নিরস্ত্র মানুষকে কু*পিয়ে খু*ন করা গু*লি করা সবকিছুর মধ্যে ছিল জয় বাংলা।

11/12/2024

জয় বাংলা আর জাতিয় সঙ্গীত নিয়ে কথা হইলে ডাক দিয়েন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কথা বলার সময় নাই।

11/12/2024

বর্তমানে আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে সিঙ্গাড়া এবং সেভেন আপ কিনে খেতে হয়। আফসোস!!!

10/12/2024

ফ্রেন্ডলিস্ট যদি গু বানিয়ে রাখেন তাহলে নিউজফিড তো জয় বাংলায় ছেয়ে যাবেই।

10/12/2024

বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার সময় গর্তে ছিলাম, এখন জয় বাংলা নিয়ে সরব 🙌

#দেশপ্রেমিক

10/06/2024

About life part1

17/05/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! Doctor's Shakil, জীবন মানে যোদ্ধা, Md Reyas, Akhi Islam, M Bony Amin, Ruksana Begum, Humayun Kabir, মেসার্স সুজন হার্ডওয়ার, Lima Akther, Md Alif Alif AR, মোঃ আজিম আহমেদ রিপন, Sharmin Jahan Akhi, Abrar Taopik, Tumpa Forhad, Md Nayon Khan, Ripon Bd

Address

Sylhet
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Najmul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Najmul Islam:

Videos

Share