
19/09/2025
তালেবরা ৬৮০টা ইসলামবিদ্বেষী বই নিষিদ্ধ করেছে। ৫৪০টি পুরুষের লেখা ১৪০টি নারীর লেখা বই নিষিদ্ধ হইছে। কিন্তু ফুটফুটে সুন্দর মিডিয়া কী নিউজ করেছে দেখেন। এরা সাংঘাতিক যে সাংঘাতিক এই৷
বোঝা গেলো, তালেবদের নিয়ে নেগেটিভ নিউজের বেশিরভাগই প্রোপাগান্ডা।