Insurance Media TV

Insurance Media TV This page is for the purpose of sadqa e jariah...may Allah accept our deeds and intentions..

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মৌলভীবাজার অঞ্চলের বীমা গ্রাহক বলরাম উরাং এর স্ত্রী নমিনি  দেওন্তী উরাং এর হ...
10/08/2025

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মৌলভীবাজার অঞ্চলের বীমা গ্রাহক বলরাম উরাং এর স্ত্রী নমিনি দেওন্তী উরাং এর হাতে ১,১১,৫৪০ (এক লক্ষ এগারো হাজার পাঁচশত চল্লিশ) টাকার মৃত্যুদাবীর চেক ২৮ মে ২০২৫ তারিখে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম. আমিনুল ইসলাম চৌধুরী, এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং), সিলেট।
মৃত বীমা গ্রাহক মাসিক পলিসির পাশাপাশি তার ছেলের নামে একটি শিশু নিরাপত্তা বীমা পলিসি গ্রাহণ করেছিলেন। সেকারণে শিশু নিরাপত্তা বীমা থেকে গ্রাহকের ছেলে প্রতিমাসে ১২০০ টাকা হিসাবে প্রতি বছর ১৪,৪০০ টাকা করে পরবর্তী ১১ বছর বৃত্তি পাবেন। এছাড়াও বীমা পলিসির প্রিমিয়াম মওকুফ এবং বীমার মেয়াদ শেষে অর্জিত বোনাসসহ পূর্ণ বীমা অংকের টাকা পাবেন।

মৌলভীবাজার জোনাল অফিসের এসভিপি ও ইনচার্জ জনাব মো. মুখলিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব মো. আবুল হোসেন ইমন, ইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মৌলভীবাজার এবং জনাব দিপালী রানী দেব, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং)।
মৃত্যুদাবী চেক হস্তান্তর ও আলোচনা সভায় মৌলভীবাজার জোনাল অফিসের বিভিন্ন স্তরের কর্মী-কর্মকর্তাসহ, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন।


মেহেরপুরের গাংনীতে জেনিথ ইসলামি লাইফ  ০১ লাখ ২৪ হাজার টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হলো।
09/08/2025

মেহেরপুরের গাংনীতে জেনিথ ইসলামি লাইফ ০১ লাখ ২৪ হাজার টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হলো।

09/08/2025
বাংলাদেশ ন্যশনাল ইন্স্যুরেন্স এর অগ্নিবীমা দাবির ২৫ কোটি টাকা চেক হস্তান্তর করা হলো।
09/08/2025

বাংলাদেশ ন্যশনাল ইন্স্যুরেন্স এর অগ্নিবীমা দাবির ২৫ কোটি টাকা চেক হস্তান্তর করা হলো।

সুনামগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ০১ কোটি ২০ টাকার বীমা দাবী পরিশোধ করা হলো।
09/08/2025

সুনামগঞ্জে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর ০১ কোটি ২০ টাকার বীমা দাবী পরিশোধ করা হলো।

বগুড়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ০২ কোটি ৮৫ লক্ষ টাকা বীমাদাবী পরিশোধ করা হলো।
09/08/2025

বগুড়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ০২ কোটি ৮৫ লক্ষ টাকা বীমাদাবী পরিশোধ করা হলো।

সিলেটে ন্যাশনাল লাইফে ০৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করা হলো।
09/08/2025

সিলেটে ন্যাশনাল লাইফে ০৩ কোটি ২০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করা হলো।

09/08/2025
09/08/2025

বীমা শিল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট।
রিপোর্ট পুরনো কিন্তু।
বাংলাদেশ এর বীমা ও আমেরিকা, বৃটেনের বীমা।
বাংলাদেশের বীমার সংস্কার ও বিশ্বমানের চাই।

07/08/2025
স্ত্রীকে কেন স্বামীর চেয়ে বেশী সঞ্চয়ী হওয়া জরুরী?🌸 বিয়ে মানেই দুই জন মানুষের জীবনের এক অভিন্ন যাত্রা। এই যাত্রায় অর্থনৈত...
07/08/2025

স্ত্রীকে কেন স্বামীর চেয়ে বেশী সঞ্চয়ী হওয়া জরুরী?

🌸 বিয়ে মানেই দুই জন মানুষের জীবনের এক অভিন্ন যাত্রা। এই যাত্রায় অর্থনৈতিক স্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে সাধারণত স্বামীকে পরিবারের রোজগারের মূল ভরসা মনে করা হয়। কিন্তু স্ত্রী যদি সঞ্চয়ে দক্ষ না হয়, তবে সেই আয়ের স্থায়িত্ব এবং সুরক্ষা অনেকাংশে কমে যায়। তাই স্ত্রীর জন্য স্বামীর চেয়েও বেশি সঞ্চয়ী হওয়া শুধু ভালো অভ্যাস নয়—বরং এটি পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। 💰🏡

🌿 স্ত্রী কেন স্বামীর চেয়ে বেশী সঞ্চয়ী হওয়া জরুরী?
✅ ১️⃣ পরিবারের বাজেটের রক্ষাকবচ
গবেষণায় দেখা গেছে, পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্তে নারীর অংশগ্রহণ থাকলে সঞ্চয়ের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশ্বব্যাংকের ২০১৫ সালের এক সমীক্ষা অনুযায়ী, যেখানে নারীরা অর্থব্যবস্থাপনায় প্রধান ভূমিকা নেন, সেসব পরিবারে গড় সঞ্চয় ১৮–২২% বেশি হয়। কারণ, নারীরা দৈনন্দিন খরচে সচেতন ও দীর্ঘমেয়াদি লক্ষ্যবান হন। 🌺

✅ ২️⃣ হঠাৎ বিপদে সুরক্ষা
অসুস্থতা, চাকরি হারানো বা অন্য যে কোনো জরুরি পরিস্থিতি সহজে আসতে পারে। একজন সঞ্চয়ী স্ত্রী পরিবারকে এই ঝুঁকির বিরুদ্ধে প্রস্তুত রাখে। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর অর্থনীতি বিভাগের ২০১9 সালের একটি গবেষণা দেখিয়েছে, দুইজনের মধ্যে একজন হলেও সঞ্চয়ী হলে পরিবার আর্থিক বিপর্যয় থেকে ৩০–৪০% বেশি রক্ষা পায়। 💖

✅ ৩️⃣ ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও সুরক্ষা
একজন মায়ের সঞ্চয়ী মনোভাব সন্তানের শিক্ষার খরচ, স্বাস্থ্য খরচ এমনকি বিয়ের জন্যও সুরক্ষা গড়ে তোলে। বিশেষ করে নিম্ন বা মধ্য আয়ের দেশে নারীর সঞ্চয়ী হওয়ার প্রবণতা থাকলে শিশুর স্কুলে উপস্থিতি এবং পড়াশোনার মান ১২–১৫% উন্নত হয় (UNICEF, 2017)। 🎓👶

✅ ৪️⃣ পারিবারিক দ্বন্দ্ব হ্রাস
অর্থ নিয়ে ঝগড়া দাম্পত্য জীবনে বড় সমস্যা। স্ত্রী বেশি সঞ্চয়ী হলে খরচ নিয়ে সচেতনতা বাড়ে, স্বামী-স্ত্রী একসাথে পরিকল্পনা করেন। এতে ঝগড়া কমে এবং সম্পর্ক মজবুত হয়। ❤️🤝

✅ ৫️⃣ সামাজিক শক্তি ও ক্ষমতায়ন
একজন সঞ্চয়ী নারী কেবল নিজের পরিবার নয়, আশেপাশের নারীদেরও অনুপ্রাণিত করে। গ্রামীণ ব্যাংক মডেলও দেখিয়েছে, নারীর হাতে সঞ্চয় দিলে তাদের ক্ষমতায়ন ও সমাজে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পায়। 🌾🌼

📚 গবেষণার উদাহরণ
🧪 গবেষণা-১:
“World Bank Policy Research Working Paper (2015): Women’s Control of Household Resources and Savings Outcomes”
৬টি দেশের উপর সমীক্ষা।

নারীর হাতে অর্থ থাকলে পারিবারিক সঞ্চয় ১৮–২২% বেশি।

নারীরা স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশি বিনিয়োগ করেন।

🧪 গবেষণা-২:
“Household Savings and Female Empowerment: Evidence from Canada” (University of Toronto, 2019)

দম্পতিদের সঞ্চয় ও ব্যয়ের অভ্যাস পর্যবেক্ষণ।

দম্পতিদের মধ্যে একজন সঞ্চয়ী নারী থাকলে আর্থিক বিপদে সুরক্ষা ৩০–৪০% বৃদ্ধি পায়।

ব্যয়সংযমী স্ত্রীর প্রভাব স্বামীর খরচের অভ্যাসকেও নিয়ন্ত্রণ করে।

🌷 একজন স্ত্রী যদি স্বামীর চেয়েও বেশি সঞ্চয়ী হন, তবে সেটি পরিবারের জন্য আশীর্বাদ। এটি কেবল টাকার হিসাব রাখা নয়, বরং ভালোবাসা, দায়িত্ব এবং দূরদর্শিতার পরিচয়। এক সঞ্চয়ী নারী পরিবারের ভবিষ্যৎকে নিরাপদ করে, সন্তানের স্বপ্নপূরণের পথ সহজ করে এবং স্বামীকে অর্থনৈতিক চাপ থেকে কিছুটা হলেও মুক্তি দেয়। তাই, একজন স্ত্রীর সঞ্চয়ী হওয়া শুধু প্রয়োজন নয়—এটি একটি বড় দায়িত্ব ও মহৎ গুণ। 🇧🇩

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Insurance Media TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insurance Media TV:

Share