Insurance Media TV

Insurance Media TV This page is for the purpose of sadqa e jariah...may Allah accept our deeds and intentions..

23/09/2025
23/09/2025
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫বছর আরাফাত দিবসে মাসজিদে নামিরায় হাজ্জের খুতবাহ প্রদ...
23/09/2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও
১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫বছর
আরাফাত দিবসে মাসজিদে নামিরায়
হাজ্জের খুতবাহ প্রদানকারী বিশ্বখ্যাত আলেম
#শাইখ_আব্দুল_আজিজ_বিন_আব্দুল্লাহ_আলুশ_শাইখ
কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন।

إنا لله وإنا إليه راجعون
আল্লাহ তায়ালা মরহুম এর ভালো কাজগুলো কে গ্রহণ করে ও ভুলগুলো কে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং পরিবার কে সবর দান করুন।
আমীন 🤲

নিয়োগ বিজ্ঞপ্তি NRB Islamic life.যায়যায়দিন পত্রিকা। ০৯ সেপ্টেম্বর -২০২৫.সিলেট বিভাগীয় অফিস:এনআরবি ইসলামিক লাইফ পিএলসি,গ্...
09/09/2025

নিয়োগ বিজ্ঞপ্তি NRB Islamic life.যায়যায়দিন পত্রিকা।
০৯ সেপ্টেম্বর -২০২৫.
সিলেট বিভাগীয় অফিস:
এনআরবি ইসলামিক লাইফ পিএলসি,গ্যাল্যারিয়া শপিং কমপ্লেক্স, (৪র্থ তলা) লেভেল-৩,
জিন্দাবাজার,সিলেট।
এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

28/08/2025
ন্যাশনাল লাইফ এর সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধবিশেষ প্রতিনিধি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেটে ৫ ...
25/08/2025

ন্যাশনাল লাইফ এর সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ

বিশেষ প্রতিনিধি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি সিলেটে ৫ কোটি ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (২৩ আগস্ট) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ দাবি পরিশোধ করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের হাতে দাবির চেক হস্তান্তর করেন।

সিলেট এরিয়া ইনচার্জ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলাম ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় কর্মকর্তাদের মধ্যে জিন্দাবাজার জোনের মনিটরিং ইনচার্জ এ এস এম সাজ্জাদুর রহমান, গোয়ালা বাজার জোন প্রধান আব্দুল মমিন ও বালাগঞ্জ জোন প্রধান রুমা দর চৌধুরী বক্তব্য রাখেন।

সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন বলেন, বীমা পেশায় আমরা অতীতে যে প্রতিকূল অবস্থার মোকাবেলা করে এসেছি তা এখন আর নেই। বলা যায় বীমা পেশায় এখন স্বর্ণযুগ চলছে। এ অনুকূল পরিবেশে বীমা কর্মীদের আরো বেশিমাত্রায় কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশের ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে যাবে।

সভায় সিলেট অঞ্চলের প্রায় ১ হাজার উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। প্রধান অতিথি পরে সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

‼️জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আব...
22/08/2025

‼️জীবনের দৌড় শেষ হয় না, জীবন এক অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতাসহ, কেউ খালি পায়ে। কেউ জন্ম থেকেই একশো মিটার এগিয়ে থাকে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে আপনি বুঝতে পারবেন, এই দৌড়ের নিয়ম গুলো কখনোই সবার জন্য একরকম নয়।

আপনি হয়তো দেখবেন, কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগের রাতে কয়েক ঘণ্টা পড়েই অসাধারণ ফলাফল করে। আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না।

আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে, যাদের জীবন কোনো বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না, বাবা-মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটায়। আর আপনি একবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন, সেটার কোনো হিসাব নেই।

জীবনের এই খেলা কেউ একদিনেই জিতে যায়, আর কেউ বছরের পর বছর খেলে করেও বোর্ডে নাম লিখাতে পারে না। কেউ একটা স্টার্টআপ শুরু করেই সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, আর কেউ দশটা উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়ে লোনের বোঝা টানতে টানতে হারিয়ে যায়।

কখনো এমন হবে, আপনি দেখবেন আপনার চেয়ে কম দক্ষ, কম পরিশ্রমী কেউ আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল, হয়তো ভাগ্য তার পক্ষে ছিল। এসব ভেবে হয়তো আপনার নিজের ওপর রাগ হবে, জীবনকে অন্যায় মনে হবে।

কিন্তু বাস্তবতা হলো, এই প্রতিযোগিতায় আপনি যদি শুধুই তুলনায় ব্যস্ত থাকেন, তাহলে ক্লান্তি ছাড়া আর কিছুই পাবেন না। এখানে কেউ একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখে, আরেকজন সেই গাড়িটা বদলে আরও দামি কিছু চায়। বড় ফ্ল্যাটের মালিক হওয়া মানুষেরও স্বপ্ন থাকে আরও বড় কিছুর।

তাহলে উপায় কী?

উপায় হলো নিজের লেন ঠিক করা। এই দৌড় কারও জন্য নয়, আপনার নিজের জন্য। অন্যের জীবনের দিকে না তাকিয়ে, নিজের গতিতে এগিয়ে যাওয়া। জীবন সবসময় ফেয়ার হবে না, কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন—সময়ের সাথে নিজেকে গড়ে তুলতে পারেন।

কারণ, সত্যিকারের জয়ী হওয়ার জন্য গন্তব্যে পৌঁছানো দরকার নেই। দরকার শুধু এক পা এক পা করে সামনে এগিয়ে যাওয়া।।

নতুন যারা ইন্স্যুরেন্স পেশায় যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটি বিষয় উল্লেখ করছি। এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিবেন। তাহ...
20/08/2025

নতুন যারা ইন্স্যুরেন্স পেশায় যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কয়েকটি বিষয় উল্লেখ করছি।
এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিবেন। তাহলে শুরুর দিকের ধাপগুলো সহজেই অতিক্রম করতে পারবেন।

১. ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে হলে নিয়মকানুন নিজে শিখতে হয় জানতে হয়, নিজেই ডিসিশন নিতে হয়।

২.পাড়াপড়শি, বন্ধুবান্ধব সহ এমনকি আপন মানুষের কাছেও পরামর্শ নিতে যাবেন না। কারণ এরা বীমা বিষয় নিয়ে কিছুই জানেনা।

৩.পরামর্শ নিতে হলে অবশ্যই একজন ভালো বীমাকর্মীর কাছ থেকে পরামর্শ নিবেন ।

৪. ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েনিং করার আগে ভালো কোম্পানি এবং ভালো টিম লিডার দেখে জয়েনিং করবেন।

৫. তথ্যপ্রযুক্তি নির্ভর ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েনিং করবেন।

৬.ফুল টাইম কাজ করার মানুষিকতা নিয়ে জয়েন করবেন।

৭.ইগু লজ্জা ভয় চড়া মেজাজ থাকলে ঝেড়ে ফেলে জয়েনিং হবেন। এগুলো ভেতরে থাকলে এগুতে পারবেন না।

৮.যুগযুগ কাজ করতে হবে এমন আত্মবিশ্বাস নিয়ে জয়েনিং করবেন।

৯. হাজার জনের কটুকথা হজম করার শক্তি নিয়ে জয়েনিং করবেন।

১০. কোম্পানির দেওয়া হোক কিংবা নিজের কেনায় হোক পরিপাটি পোশাকে সর্বত্র থাকাটাকে ইমেজ মনে করতে হবে।

১১.এমন কিছু মানুষ আছে যারা আপনাকে জ্ঞান দিবে, অথচ ইন্সুইরেন্স সম্পর্কে তার নূন্যতম জ্ঞান নাই।
তাই এদের কথা শুনা মানে আপনার কেরিয়ার ধ্বংস করা!

১২. বেশি বেশি পড়ালেখা করতে হবে।

-বাংলাদেশের মানুষ বীমার আওতায় ৭% চেয়ে কম রয়েছে। সম্ভাবনাময় বীমা সেক্টরে সু-দক্ষ কর্মীর খুব প্রয়োজন। আপনিও বেঁছে নিতে পারেন এই পেশাটাকে। আর হ্যাঁ অবশ্যই আপনাকে সৎ এবং নির্ভেজাল মানুষ হতেই হবে....

১৬/০৮/২৫  তারিখ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি: খুলনা রূপসা জোনাল অফিসের উদ্যোগে , রূপসা শ্রীরামপুর ক্লাব এ দুইটি ম...
17/08/2025

১৬/০৮/২৫ তারিখ এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লি: খুলনা রূপসা জোনাল অফিসের উদ্যোগে , রূপসা শ্রীরামপুর ক্লাব এ দুইটি মৃতদাবীর চেক হস্তান্তর করা হয় ।
একজন হলেন নাসিমা বেগম ও অন্যজন ইউসুফ হাওলাদার ।১২,২৩০ টাকা বার্ষিক জমা দিয়ে মারা যান নাসিমা বেগম। তার নমিনিকে দেওয়া হলো ১,৪৬,৪৭০ টাকার বীমার মৃত্যুদাবী । ইউসুফ হাওলাদার ৫,০২১ টাকা বার্ষিক কিন্তুি জমা দিয়ে মারা যান। তার নমিনি সাইরুন বেগমকে দেওয়া হল ৪৯,৮০০টাকার বীমা মৃত্যুদাবী । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক , জনাব আলহাজ্ব বেলায়েত হোসেন মিলন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জনাব শাহ জামান প্রিন্স , শ্রীরামপুর বাজার কমিটির সভাপতি । বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন , জনাব বাসীর আহমেদ লালু , প্রভাষক কাজদিয়া স্কুল এন্ড কলেজ । জনাব মোঃ কাইয়ুম হোসেন, এসভিপি । জনাব বাবু রতন কুন্ডু , এসভিপি । সভাপতিত্ব করেন , জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম , এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন আর ইসলামিক লাইফ ইন্সুরেন্স ।

14/08/2025
জেনিথ ইসলামী লাইফ এর প্রধান কার্যালয় বর্ধিতাংশের জন্য সিটি সেন্টারের  সাথে চুক্তিবৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) দেশের সু-উচ্চ ...
14/08/2025

জেনিথ ইসলামী লাইফ এর প্রধান কার্যালয় বর্ধিতাংশের জন্য সিটি সেন্টারের সাথে চুক্তি

বৃহস্পতিবার ( ১৪ আগস্ট ) দেশের সু-উচ্চ ও আইকনিক ভবন রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয় বর্ধিতাংশের জন্য সিটি সেন্টারের ভাড়াকৃত ফ্লোরের মালিকের সাথে চুক্তি সম্পন্ন হল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, চিফ মার্কেটিং অফিসার মোঃ আরিফ হোসেন, কোম্পানি সেক্রেটারী আবদুর রহমান, হেড অব এ্যাকচুয়ারী শাহাদাত হোসেন হাজারী এবং সিটি সেন্টারের পক্ষে ভাড়াকৃত ফ্লোরের মালিক মিসেস হাসিনা মমতাজ ইভা উপস্থিত ছিলেন।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Insurance Media TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insurance Media TV:

Share