AUSC Board

AUSC Board নাম শুনলেই শান্তি

30/07/2025

ক্লাস সিক্সে যখন আফতাবে ভর্তি হই, তখন সেকশন B তে হামিদ স্যারের ক্লাস পেয়েছিলাম। যারা হামিদ স্যারের ক্লাস পেয়েছে কোনো সময় তারা সবাই-ই হয়তো স্যারের একটা কথা শুনেছেন। স্যার বলতেন "এখন বুঝবি না, উপরের ক্লাসে উঠলে তারপর বুঝবি। আমার মতো কেউ হাতে ধইরা শিখায়া দিবে না।" ( আঞ্চলিক ভাষায়)
সত্যিই উনার মতো করে কেউ শিখায় নাই।
আল্লাহ তায়ালা স্যারকে জান্নাত নসিব করুক। আমিন।

30/07/2025

আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজের প্রাত্তন শিক্ষক হামিদ স্যার কিছুক্ষণ আগে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিওন

21/07/2025

Inna lillah
pray for milestone school and college. 🤲

15/07/2025

No Context.

12/07/2025

বাংলাদেশের রাজনীতি শুধুমাত্র একটি স্ক্যাম!
দেশের পুরোনো রাজনৈতিক দলগুলো দেশের মানুষের জন্য কোন সময় রাজনীতি করেনি। এদেশে রাজনীতিতে একটা ভালো পদ মানেই টাকা আর টাকা ; সব চাঁদাবাজির টাকা। তাদের রাজনীতি করার উদ্দেশ্যই হলো নিজের পকেট ভারী করা। দলের মদদ ছাড়া এদের চাঁদাবাজির সাহস হতো না, এটা কমনসেন্স। তা নাহলে গত ১৭ বছরও এখনের মতোই করতো। তখন করতো আরেক দল।
একজন চাঁদাবাজি, খুন বা অন্যান্য অপরাধ করলে তা জনগণের সামনে ধরা পরলেই শুধুমাত্র তাকে দল থেকে বহিষ্কার করা হয় আর দায় এড়ানোর চেষ্টা করা হয়। আর একটা কথা দলের ছাত্র সংগঠনকে দিয়ে ২-১ টা আন্দোলন করিয়ে নিজেদের অ্যাজ্ কভার করার ট্রেন্ড পুরোনো হয়ে গেছে। ট্রাই সামথিং নিউ।

10/07/2025

একবার সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়ন করার পর এসএসসি ফলাফল দেখলেই বোঝা যায় দেশের শিক্ষা ব্যাবস্থার কি হাল।
তাছাড়া এই দায় শুধু শিক্ষা ব্যাবস্থারই না, অভিভাবকদেরও এর দায় সমানভাবে নিতে হবে। পাবজি, ফ্রি-ফায়ার সহ অন্যান্য অনলাইন গেমে তাদের সন্তান আসক্ত হয়ে পরছে কি- না, কিশোরগ্যাং-এ তাদের সন্তান যুক্ত হয়ে যাচ্ছে কি-না এবং সোশ্যাল মিডিয়ায় তাদের সন্তানের এক্টিভিটিস সম্পর্কে খেয়াল রাখলে আর এমনটা হতো না।

10/07/2025

আফতাব উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ
এসএসসি পরীক্ষা ২০২৫ খ্রি. এর ফলাফল
মোট পরীক্ষার্থী: ৪৩৩ জন
কৃতকার্য: ৪০৯ জন
জিপিএ ফাইভ: ১৪৪ জন
পাশের হার: ৯৪.৪৬%

দিবো নোটিশ?
10/07/2025

দিবো নোটিশ?

09/07/2025

কৌশিকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তবে তার মৃত্যু সম্পর্কে আপনাদের কয়েকটা বিষয় জানানো দরকার। অনেকেই দেখলাম ফেসবুকে ওর মৃত্যু নিয়ে মিথ্যা বা বানোয়াট কিছু তথ্য ছড়াচ্ছে। যেমন - বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে,টেস্টিকোলে চাপ দিয়ে হত্যা করা হয়েছে ইত্যাদি। এসব গুজবে কেউ বিভ্রান্ত হবেন না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। কিন্তু এটি এখনো কনফার্ম না। পুলিশ এখন পর্যন্ত তদন্তের কোনো রিপোর্ট বা তথ্য পরিবারকে দেয় নি। রিপোর্টে যদি এটি হত্যাকান্ড হিসেবে প্রমাণিত হয়, তাহলে আমরা এর অতি দ্রুত বিচার চাই।

MORE DETAILS IN THE COMMENTS.

03/07/2025

Bajitpur Degree College এর মিসদের বিচার আল্লাহ করব,সব আল্লাহর উপর ছাইড়া দিসি 😊🤲

Happy Birthday to Dr. Muhammad Yunus SirHe is not just a man—He is a vision, a perspective, a guiding light.With fearles...
28/06/2025

Happy Birthday to Dr. Muhammad Yunus Sir

He is not just a man—
He is a vision, a perspective, a guiding light.
With fearless ideas, global leadership, and a heart for humanity,
every chapter of his life teaches us
how to dream and fight for it.

You are the pride of Bangladesh.
Wishing you deep respect and heartfelt blessings on your special day.

25/06/2025

সকল HSC পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AUSC Board posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AUSC Board:

Share