30/07/2025
ক্লাস সিক্সে যখন আফতাবে ভর্তি হই, তখন সেকশন B তে হামিদ স্যারের ক্লাস পেয়েছিলাম। যারা হামিদ স্যারের ক্লাস পেয়েছে কোনো সময় তারা সবাই-ই হয়তো স্যারের একটা কথা শুনেছেন। স্যার বলতেন "এখন বুঝবি না, উপরের ক্লাসে উঠলে তারপর বুঝবি। আমার মতো কেউ হাতে ধইরা শিখায়া দিবে না।" ( আঞ্চলিক ভাষায়)
সত্যিই উনার মতো করে কেউ শিখায় নাই।
আল্লাহ তায়ালা স্যারকে জান্নাত নসিব করুক। আমিন।