Radwan Ahmed

Radwan Ahmed জীবন মানেই একটা যাত্রা—কখনো পাহাড়ে, কখনো শহরের ভিড়ে।
আমি শুধু সেই গল্পগুলো বলি, যেগুলো অনেকেই না বলা রেখে দেয়।

04/09/2025

ব্রাজিল vs চিলি
ব্রাজিলের হয়ে প্রথম গোল'টি কে করবে??
সঠিক উত্তরদাতার মধ্যে থেকে লটারির মাধ্যমে ১ জন পাবেন নগদ ১০০ টাকা বিকাশ সেন্ড মানি!!

পুরো একটা জেনারেশন বান্দরবান থেকে ইউটার্ন নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছে, পঞ্চগড় রেড এলার্ট 🛑
04/09/2025

পুরো একটা জেনারেশন বান্দরবান থেকে ইউটার্ন নিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছে, পঞ্চগড় রেড এলার্ট 🛑

সিলেটের অপরূপ সৌন্দর্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
03/09/2025

সিলেটের অপরূপ সৌন্দর্য
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

রাতের আকাশে চাঁদ উঠলে মনে হয়, যেন কারো মায়াবী হাসি ভেসে উঠেছে। চাঁদের আলোয় পৃথিবী যেমন নরম আর কোমল হয়ে যায়,তেমনি প্রিয়জন...
02/09/2025

রাতের আকাশে চাঁদ উঠলে মনে হয়, যেন কারো মায়াবী হাসি ভেসে উঠেছে।
চাঁদের আলোয় পৃথিবী যেমন নরম আর কোমল হয়ে যায়,
তেমনি প্রিয়জনের উপস্থিতিতেও হৃদয় ভরে ওঠে শান্তি আর ভালবাসায়।

01/09/2025

প্রিয় ছোটবেলা,

হায়, তুমি কোথায় হারিয়ে গেছ? তোমার হেসে খেলার দিনগুলো, বৃষ্টির মতো তাজা স্মৃতি, গাছে চড়ার সময়ের উচ্ছ্বাস—সবই যেন আজ নেই। আমি এখন বড় হয়ে একা, নিঃশব্দের মাঝে হাঁটছি, আর মনে পড়ে তোমার সঙ্গে কাটানো ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো।

আমি চাইতাম আবার সেই নির্ভীক দিনের কাছে ফিরে যেতে, যখন খেলা শেষ করে ঘরে এসে মায়ের কোলে মাথা রাখা, বন্ধুদের সঙ্গে হাসতে-খেলতে, সূর্য ডোরা খেলা—সব কিছুই ছিল নিখুঁত। তুমি ছিলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার আনন্দের ঠিকানা।

ছোটবেলা, তোমার হাত ছাড়া আমার পথ এখন কঠিন। তোমার খেলা, তোমার হাসি, তোমার মিষ্টি স্মৃতি—সবই আমার হৃদয়ে বেঁচে আছে। হয়তো কখনও স্বপ্নের জগতে আমরা আবার দেখা করব, আবার হেসে খেলব, আর আমি আবার তোমার কাছে ফিরে পেতাম সেই হারানো আনন্দ।

ইতি,
বর্তমান আমি

আকাশে রঙিন মেঘ ভেসে চলে,হাওয়া কানে নরম সুরে ফিসফিস করে।পাতা ঝরে, কিন্তু জীবন থামে না,প্রতিটি নিঃশ্বাসে নতুন আশা জাগে।চো...
01/09/2025

আকাশে রঙিন মেঘ ভেসে চলে,
হাওয়া কানে নরম সুরে ফিসফিস করে।
পাতা ঝরে, কিন্তু জীবন থামে না,
প্রতিটি নিঃশ্বাসে নতুন আশা জাগে।
চোখ মেলে দেখি দূরের দিগন্ত,
স্বপ্নেরা হাত বাড়িয়ে আমায় ডাকে।

লেখা - Radwan

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radwan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category