অভ্যাস

অভ্যাস মজার মজার সব ভিডিও পেতে আমাদের পেইজে ফলো দিয়ে রাখুন।

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯.

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মাননীয় উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার।
19/04/2025

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

মাননীয় উপদেষ্টা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার।

🚨| 𝗧𝗛𝗜𝗦 𝗜𝗦 𝗠𝗔𝗦𝗦𝗜𝗩𝗘 🔥 🇧🇩 বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন  সামিত শোম। মেজর লিগ সকারে খেলা এই ফুটবলা...
11/04/2025

🚨| 𝗧𝗛𝗜𝗦 𝗜𝗦 𝗠𝗔𝗦𝗦𝗜𝗩𝗘 🔥

🇧🇩 বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন সামিত শোম। মেজর লিগ সকারে খেলা এই ফুটবলারের বাংলাদেশ দলে খেলার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। ⏳⚽

| | |

যারা মনে করেন ড. মোহাম্মদ ইউনুস উড়ে এসে জুড়ে বসেছেন, তাদের জন্য এই পোস্ট। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদের...
05/04/2025

যারা মনে করেন ড. মোহাম্মদ ইউনুস উড়ে এসে জুড়ে বসেছেন, তাদের জন্য এই পোস্ট।

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদের মন্ত্রী (উপদেষ্টা) ছিলেন তিনি।
Dr. Muhammad Yunus
Cabinet Minister (Advisor) in the Caretaker Government of Bangladesh (1996)

05/04/2025

সাংবাদিক খালেদ মহিউদ্দিন: আপনি কি ১০ বছর ক্ষমতায় থাকতে চান?
ড. মুহাম্মদ ইউনুস: আমি ক্ষমতা চাই না।

এই মানুষটির কথা যত শুনি, ততই বিস্মিত হই। তাঁর চিন্তাধারা ও ব্যক্তিত্ব সত্যিই অনন্য।

অসাধারণ রাষ্ট্রনায়কত্ব।স্যালুট আপনাকে।রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধান শুরু ইং শা আল্লাহ।প্রথম ধাপে ১৮০,০০০ নাগরিককে ফে...
04/04/2025

অসাধারণ রাষ্ট্রনায়কত্ব।
স্যালুট আপনাকে।
রোহিঙ্গা জনগোষ্ঠীর সমস্যার সমাধান শুরু
ইং শা আল্লাহ।
প্রথম ধাপে ১৮০,০০০ নাগরিককে ফেরত নিতে
রাজি হয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা সরকার।
হয়তো বাংলাদেশের ললাটে
আরেকটি নবেল পুরস্কার অপেক্ষা করছি।

03/04/2025

নারী ভুল জায়গায় গিয়ে ঠকে:
আর সঠিক জায়গায় গিয়ে ঠকায়.!

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই ভ'য়ং'কর কথা বলেছেন। তিনি বেসিক্যালি শেখ হাসিনার কথাটাই ঘুরিয়ে বলেছেন। একজন নাগরিক হি...
02/04/2025

মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা খুবই ভ'য়ং'কর কথা বলেছেন। তিনি বেসিক্যালি শেখ হাসিনার কথাটাই ঘুরিয়ে বলেছেন। একজন নাগরিক হিসেবে আমি এইটাতে খুবই অপমানিত বোধ করেছি।

তিনি নাকি বলেছেন- "সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে দুই বেলা দু'মুঠো ভাত, মোটা কাপড় আর মাথার ওপর ছাদ। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, দয়া করে দেশের মানুষকে শান্তি দিন।"

এইটা খুবই ভ'য়ংক'র ১টা কথা। দেশের জনগন সম্পর্কে ১জন রাজনীতিক এই পর্যায়ের নিচু ধারণা পোষণ করেন কীভাবে, ভাবতেই আশ্চর্য হতে হয়। যিনি নাকি আবার একটা দলের কার্যত দ্বিতীয় শীর্ষ নেতা।

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা শুধু দুই বেলা ভাত আর মোটা কাপড় চায়!! দেশের মানুষকে কি তাহলে ফখরুল সাহেব কৃতদাস মনে করেন? দু'মুঠো ভাত আর মোটা কাপড় ছাড়া আমাদের আর কোনো চাহিদা নাই?

দেশের মানুষ যদি শুধু ভাত আর কাপড়ই বোঝে, তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিলো! শেখ হাসিনার আমলে কি ভাত কাপড়ের অভাব পড়েছিলো? সাধারণ মানুষ রক্ত দিয়ে হাসিনাকে তাড়ালো কেন?

হাসিনা তো ভালোই ভাত কাপড়ের ব্যবস্থা করছিলো, উন্নয়ন উন্নয়ন জিগিরও করতো। সংস্কার যদি দরকার না হয়, মানুষ যদি সংস্কার না বোঝে তাহলে ওবায়দুল কাদেরের চেয়ে আপনি কোন দিক দিয়ে উন্নত হইলেন?

আবার বলছেন- দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে শান্তি দিন। তো এইযে 'দেশের মানুষের' কথা বললেন, এরা কারা? যারা সংস্কার বোঝেনা, তারা দ্রুত নির্বাচন আর ধীরে নির্বাচন বোঝে? দ্রুত নির্বাচন দিলে তারা শান্তি পাবে সেটাই বা কে বললো?

সাধারণ মানুষ যদি শুধু দুই বেলা ভাত, আর মোটা কাপড়ই বোঝে, তাহলে তো নির্বাচনেরও দরকার হয় না, কারণ ভাত-কাপড় তো ড. ইউনূসের সরকারও দিচ্ছে। তাহলে আর দ্রুত নির্বাচনের কথাই বা আসে কেন?

রাজনীতিকদের বলি, দেশের মানুষকে সম্মান করতে শিখুন। সাধারণ মানুষ সংস্কার বোঝেনা- এইসব অসম্মানজনক কথা বলা থেকে বিরত থাকুন। নিজেদের অসাধারণ মানুষ আর অন্যদের সাধারণ মানুষ ভাবা বন্ধ করুন।

ভিআইপি গিরি ছেড়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসুন, বাসে ট্রেনে যাতায়াত করুন।
মাঠে কাজ করে যে কৃষক ভাইবোনেরা, রিকশা-ভ্যান চালায় আমার যে ভাই, গার্মেন্টসে, কারখানায় কাজ করেন যে শ্রমিক ভাইবোনেরা, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কী চায়।

সরেজমিনে দেখুন, কোনোরকম গুণগত সংস্কার ছাড়া যেন-তেন প্রকারে ক্ষমতার হাতবদল করে 'পুরান বোতলে নতুন মদ' এর মত।

নতুন টাকা তাও আবার সমন্বয়কের হাতে এর উৎস কি?😁😁😁
01/04/2025

নতুন টাকা তাও আবার সমন্বয়কের হাতে এর উৎস কি?

😁😁😁

31/03/2025

নামাজ শুরু হওয়ার আগে সামনে থেকে মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ পিছনে এসে ড.ইউনুস সাহেবকে বললেন "স্যার ওনাদের নামাজে শরীক হওয়া উচিত, অধিকাংশ মুসলমানই হওয়ার কথা।
পরে জানালেন সানী জামাতে পড়বে।
একজন ইমাম দেশের প্রধানের সামনে এগিয়ে গিয়ে সাহসের সাথে কথা বলতে পারা স্বাভাবিক কিছু না। এদিকে দেশের প্রধান মোটেও সংকোচবোধ করেননি।

এটাই বাকস্বাধীনতা। এটাই প্রকৃত স্বাধীনতা।
রাষ্ট্রপ্রধনের চোখে আঙ্গুল দিয়ে সত্যের উচ্চারণ সবার পক্ষে নয়। আবার রাষ্ট্রপ্রধান হাসিমুখে সুন্দরে বুঝিয়ে দেওয়া মোটেও নিচে নামা নয়।

আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ।

29/03/2025

আগে ভাবতাম বিএনপির উপর আওয়ামীলীগ জুলুম করেছে কিন্তু এখন দেখি আসলে ওটা এদের প্রাপ্য ছিলো।

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিণের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বা...
27/03/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিণের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার মূল্য প্রায় (১০-৬০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার মূল্য প্রায় (৩-২০) হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।
অথচ, আমরা মানুষেরা ভাত খাই ২৫০ গ্রাম।
তার জন্য কত চুরি, সুদ, ঘুষ সহ অন্যের হক নষ্ট করি + আরো কত কী।
​ একাউন্টে অনেক টাকা, শরীরে নানা রোগ, সন্তানেরা কথা শুনে না ,মাথায় অনেক দুশ্চিন্তা। হরহামেশাই এই যেন নৈমিত্তিক চিত্র।
বাঘ চিন্তা করে আজকে কি খাবো। অথচ, মানুষ চিন্তা করে আগামী ২০ বছর কিভাবে থাকবো, আর খাবো কি।🤔

#রিজিকের_মালিক_আল্লাহ্

-সংগৃহীত

Address

Sylhet

Telephone

+8801924062087

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভ্যাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share