Freelancer Imran

Freelancer Imran Hi! I am A professional digital marketer. Specialist in Social Media Management and SEO, expert.
(3)

গুগল বদলাচ্ছে, SEO বদলাচ্ছে… এবার প্রস্তুতি নিতে হবে AEO-এর জন্য!একটা সময় ছিল, যখন SEO মানে ছিল গুগলের মন জেতার চেষ্টা স...
11/08/2025

গুগল বদলাচ্ছে, SEO বদলাচ্ছে… এবার প্রস্তুতি নিতে হবে AEO-এর জন্য!

একটা সময় ছিল, যখন SEO মানে ছিল গুগলের মন জেতার চেষ্টা সঠিক কিওয়ার্ড, ভালো ব্যাকলিঙ্ক, এবং কিছু কনটেন্ট অপটিমাইজেশন। খেলাটা ছিল একদম পরিষ্কার কিওয়ার্ডে ফোকাস করো, র‍্যাঙ্ক বাড়াও, ক্লিক পাও।

কিন্তু,

এখন গুগল আর শুধু সার্চ ইঞ্জিন নয় এটা হয়ে গেছে Answer Engine। আর শুধু গুগল নয় ChatGPT, Perplexity, Gemini, এমনকি ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলোও একই খেলায় নেমে পড়েছে। মানুষ আর শুধু ওয়েবসাইট খোঁজা চায় না সে এখন সরাসরি উত্তর চায়।

ভাবুন,

আপনি গুগলে লিখলেন "ঢাকায় আজকের আবহাওয়া কেমন?" গুগল এখন সরাসরি স্ক্রিনেই উত্তর দিয়ে দিচ্ছে। কোনো ওয়েবসাইটে ঢোকার দরকারই হচ্ছে না। এই পরিবর্তনটাই হচ্ছে AEO-এর জন্ম।

তাহলে AEO আসলে কী?

AEO (Answer Engine Optimization) হলো এমন কনটেন্ট তৈরি করা, যা শুধু ওয়েবপেজে পড়ে ভালো লাগে না বরং AI ও Answer Engine সহজে বুঝে নিয়ে, সরাসরি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর হিসেবে পরিবেশন করতে পারে।

এখানে মূল পার্থক্য হলো :

SEO: কিওয়ার্ড, লিংক, কনটেন্ট অপটিমাইজেশন করে র‍্যাঙ্ক বাড়ানো

AEO: প্রশ্ন ও উত্তর স্ট্রাকচারে কনটেন্ট সাজানো, যাতে AI সরাসরি তুলে নিতে পারে

AEO-তে কনটেন্ট কেমন হতে হবে?

AEO কনটেন্ট হচ্ছে একধরনের ডেটা-ফ্রেন্ডলি উত্তর যেখানে মানুষের পড়তে ভালো লাগে এবং AI সহজে প্রসেস করতে পারে।

এর জন্য কিছু মূল দিক হলো:

প্রশ্ন–উত্তর কাঠামোতে লেখা

শুধু কিওয়ার্ড নয়, সম্ভাব্য প্রশ্ন ধরুন কীভাবে, কেন, কোথায়, কত ইত্যাদি। প্রতিটি প্রশ্নের নিচে সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট উত্তর দিন (৫০–৭০ শব্দের মধ্যে), তারপর চাইলে বিস্তারিত ব্যাখ্যা দিন।

স্কিমা মার্কআপ ব্যবহার

FAQ Schema, How To Schema, Article Schema ইত্যাদি ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে কনটেন্টের গঠন স্পষ্ট করে দিন।

টপিক ক্লাস্টার ও অথরিটি বিল্ডিং

একই বিষয়ের উপর গভীর কনটেন্ট সিরিজ তৈরি করুন। প্রাসঙ্গিক অথরিটি সাইটে লিঙ্ক দিন, এবং নিজের সাইটের ইন্টারনাল লিংকিং ঠিক রাখুন।

ভয়েস সার্চ-ফ্রেন্ডলি লেখা

ভয়েস সার্চে মানুষ সাধারণত প্রশ্ন করে কথোপকথনের মতো, তাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লেখা জরুরি।

কেন এটা জরুরি?

গবেষণা বলছে,

আগামী ২-৩ বছরে ৫০%+ সার্চ রেজাল্ট ওয়েবসাইট ক্লিক ছাড়াই স্ক্রিনে দেখানো হবে।

মানে,

পুরনো SEO মডেলে শুধু ক্লিকের ওপর নির্ভর করলে ট্রাফিক কমতে থাকবে।

কিন্তু যদি আপনি AEO ফরম্যাটে কনটেন্ট সাজান,

AI আপনার কনটেন্ট থেকে সরাসরি উত্তর টেনে নেবে আপনার ব্র্যান্ড নাম স্ক্রিনে বা ভয়েস অ্যাসিস্ট্যান্টের মুখে শোনা যাবে ক্লিক ছাড়াও ব্র্যান্ড রিচ, অথরিটি এবং লিড আসবে

AEO কিভাবে করবেন?

• প্রশ্ন সংগ্রহ করুন - Google People Also Ask, AnswerThePublic, Reddit, Quora ইত্যাদি থেকে।

• সংক্ষিপ্ত উত্তর + ডিটেইলড ব্যাখ্যা দিন প্রথমে সঠিক উত্তর, পরে গভীর বিশ্লেষণ।

• স্কিমা মার্কআপ যোগ করুন যাতে সার্চ ইঞ্জিন ডেটা সহজে বুঝতে পারে।

• টপিক ক্লাস্টার তৈরি করুন একই বিষয় নিয়ে একাধিক কনটেন্ট বানিয়ে ইন্টারনাল লিংক দিন।

• নিয়মিত আপডেট করুন AI পুরনো কনটেন্টে কম ভরসা করে, তাই তথ্য হালনাগাদ রাখুন।

SEO ছিল গুগলের জন্য, AEO হচ্ছে মানুষের জন্য + AI-এর জন্য।

আজকে যারা শুধু পুরনো SEO নিয়ে ব্যস্ত, আগামী দিনে তাদের কনটেন্ট হয়তো স্ক্রিনেই জায়গা পাবে না। কিন্তু যারা এখন থেকেই AEO-তে ফোকাস করছে, তারা শুধু র‍্যাঙ্ক নয় AI উত্তরেও ডমিনেট করবে।

Client "Thank You" বললে, ম্যাক্সিমাম সময় আমরা শুধু  Welcome বলে রেখে দেই, কিন্তু আপনি চাইলেই আরো সুন্দর, প্রফেশনাল Tone ...
08/08/2025

Client "Thank You" বললে, ম্যাক্সিমাম সময় আমরা শুধু Welcome বলে রেখে দেই, কিন্তু আপনি চাইলেই আরো সুন্দর, প্রফেশনাল Tone এ জবাব দিতে পারেন।

কিভাবে?
কমেন্টস দেখেন

“স্কিল আছে, কিন্তু কাজ পাই না”—এই কথাটা কি আপনার পরিচিত?রিফাত, একজন ছেলের গল্প বলি।ছেলেটি ডিজিটাল মার্কেটিং শেখেছে ৩ মাস...
06/08/2025

“স্কিল আছে, কিন্তু কাজ পাই না”—এই কথাটা কি আপনার পরিচিত?

রিফাত, একজন ছেলের গল্প বলি।
ছেলেটি ডিজিটাল মার্কেটিং শেখেছে ৩ মাস ধরে।
SEO, Facebook Boost, Canva Design—সব শিখে ফেলেছে।

কিন্তু ২ মাস ধরে কাজ খুঁজছে—কোথাও পাচ্ছে না!
একদিন তার পোস্টে আমি কমেন্ট করলাম—
“ভাই, স্কিল থাকলেই হয় না, নিজেকে প্রমাণ করাও লাগে!”

সেই দিন থেকে রিফাত শুরু করলো নিজের ব্র্যান্ড তৈরি।
আজ তার ফেসবুক পেজে ৫০০০+ ফলোয়ার,
৩টা ক্লায়েন্ট, আর মাসে আয় করছে ২০-২৫ হাজার টাকা!

আপনার গল্পও এমন হতে পারে…
শুধু দরকার, কাজ পাওয়ার সঠিক আইডিয়া।

ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়ার ৭টি টিপস (স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, বিজনেসম্যান সবার জন্য)

১. নিজের একটা ফেসবুক পেজ তৈরি করুন (Portfolio Page)
– আপনি কী করেন, তা বোঝানোর জন্য একটা পেজ খুলুন
– কাজের নমুনা দিন: থাম্বনেইল, পোস্ট ডিজাইন, ক্যাম্পেইন রেজাল্ট

২. স্থানীয় ব্যবসা লক্ষ্য করুন
– পাড়ার দোকান, কসমেটিকস, কেক হাউজ, বিউটি পার্লার
– গিয়ে সরাসরি বলুন:
“আপনার পেজে Boosting করে কাস্টমার বাড়াতে পারি”

৩. ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকুন
– “ফ্রিল্যান্সার বাংলাদেশ”, “ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ”
– প্রশ্ন করুন, উত্তর দিন, সময় দিলে কাজ আসবেই

ফ্রি/ডিসকাউন্টে প্রথম ২-৩টা কাজ করুন (Trust Build করুন)
– ৩টা ভালো রেজাল্ট মানে ৩টা রিভিউ, তারপর কাজ আসবেই

৫. নিজের প্রোফাইল ব্র্যান্ডিং করুন
– কভার ফটোতে আপনার সার্ভিস লিখে দিন
– Bio-তে আপনার স্কিল ও যোগাযোগ নম্বর দিন

৬. ছোট একটা YouTube বা TikTok সিরিজ শুরু করুন
– "আজকের মার্কেটিং টিপস" নামে ১ মিনিটের ভিডিও দিন
– এতে আপনি নিজেই প্রমাণ হয়ে যাবেন একজন এক্সপার্ট!

৭. লোকাল মার্কেটের বাইরে ভাবুন (Upwork, Fiverr, LinkedIn)
– Fiverr-এ “Facebook Ads for Local Business” নামে গিগ তৈরি করুন
– LinkedIn-এ ছোট ব্যবসা মালিকদের টার্গেট করে Connect করুন

শেষ কথা:
শুধু কাজ খোঁজার mindset থেকে বের হয়ে আসুন।
“কাজ তৈরি করুন” mindset আনুন।
আপনি কাজ খুঁজবেন না, কাজ আপনাকে খুঁজে পাবে!

03/08/2025

ছাত্রজীবনেই ৪টি কাজ করুন➤

✪ পাসপোর্ট যাদের নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

✪একটা ব্যাংক আ্যকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে সেভিংস করুন। এক্ষেত্রে ইসলামী ব্যাংকের স্টুডেন্ট আ্যকাউন্ট ভালো।

✪ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

✪ ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

02/08/2025

ফ্রিল্যান্সিং এ সফলতার হার ২% ।
এটা মেনে নিয়ে কোর্স এ আইসেন । যদি সব টাইম টু টাইম করতে পারেন তাহলে ওই ২% এর মধ্যে থাকবেন ।
আর যদি না করেন তাহলে সময় , টাকা নষ্ট ।

🙏🏻 কোর্স এ আসার দরকার নাই ।

এই ছবি থেকে প্রাপ্ত ইনকাম দিয়ে কি বিয়ে করা সম্ভব?  ইয়ে মানে... তাহলে আমার ফলোয়ারদের মধ্যে যেকোনো একজনকে করিয়ে দিতাম আর...
19/07/2025

এই ছবি থেকে প্রাপ্ত ইনকাম দিয়ে কি বিয়ে করা সম্ভব?
ইয়ে মানে... তাহলে আমার ফলোয়ারদের মধ্যে যেকোনো একজনকে করিয়ে দিতাম আর কি 🥴

11/07/2025

বাংলাদেশে এমন নৃ"শংসতা বিশ্বজিতের পর এবারই প্রথম। লা শের সাথেও চলছে ব"র্বরতা।

ভিডিও: ভির সাহাবি

***LinkedIn আইডি Suspend হয়ে যাচ্ছে? ❌ ১. ভুল বা ভুয়া প্রোফাইল ইনফরমেশনযেমন: ভুল নাম, অন্য কারো ছবি, মিথ্যা কাজের অভিজ...
08/07/2025

***LinkedIn আইডি Suspend হয়ে যাচ্ছে?

❌ ১. ভুল বা ভুয়া প্রোফাইল ইনফরমেশন
যেমন: ভুল নাম, অন্য কারো ছবি, মিথ্যা কাজের অভিজ্ঞতা।

✅ সমাধান:
নিজের আসল নাম, আসল ছবি এবং সঠিক তথ্য ব্যবহার করুন। ভুল কিছু থাকলে এখনই ঠিক করে নিন।

❌ ২. Automation Tool বা Bot ব্যবহার
যেমন: auto connect, scraping, বা auto message sender tools।

✅ সমাধান:
এই ধরণের যেকোনো tool ব্যবহার বন্ধ করুন এবং যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে LinkedIn থেকে disconnect করুন।

❌ ৩. বেশি বেশি Connection Request পাঠানো
আপনি যদি একসাথে অনেককে request পাঠান এবং অনেকে যদি "I don't know this person" ক্লিক করে, তাহলে suspend হওয়ার ঝুঁকি থাকে।

✅ সমাধান:
প্রতিদিন ১০ টার বেশি connection পাঠাবেন না। অবশ্যই সাথে একটি ছোট্ট, ভদ্র ও প্রাসঙ্গিক message দিন।

❌ ৪. Copy-Paste মেসেজ/ স্প্যামিং
সবাইকে একই ধরণের মেসেজ পাঠালে LinkedIn আপনাকে সন্দেহ করবে।

✅ সমাধান:
ব্যক্তি অনুযায়ী message customize করুন। context দিন, কেন connect করছেন তা জানান।

❌ ৫. এক দিনে অসংখ্য প্রোফাইল ভিজিট
একটি অস্বাভাবিক সংখ্যায় প্রোফাইল ভিজিট করলে আপনার একাউন্টকে বট ধরে suspend করতে পারে।

✅ সমাধান:
দিনে ২০ এর বেশি প্রোফাইল ভিজিট করবেন না।

❌ ৬. হ্যাক বা অস্বাভাবিক Login
ভিন্ন দেশে VPN দিয়ে লগইন করলে বা IP/location হঠাৎ পরিবর্তন হলে LinkedIn ID ব্লক করতে পারে।

✅ সমাধান:
নিজের ডিভাইস ও লোকেশন থেকে লগইন করুন, ২-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

🚀 Crafting the Future, One Line of Code at a Time…In a world run by algorithms and innovation, freelancers are leading t...
07/07/2025

🚀 Crafting the Future, One Line of Code at a Time…

In a world run by algorithms and innovation, freelancers are leading the AI revolution from behind the scenes.
This is what next-gen digital leadership looks like—focused, visionary, and fully immersed in the tech that’s shaping tomorrow. 💻🧠⚙️

🔥 Freelancing isn’t just work. It’s a mindset. It’s freedom. It’s impact.






আপনার কি নাই সেটি গুরুত্বপূর্ণ নয়। আপনার যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে যেতে পারলেই আপনি সফল, ইনশাআল্লাহ।
04/07/2025

আপনার কি নাই সেটি গুরুত্বপূর্ণ নয়। আপনার যা আছে তাই দিয়ে কাজ চালিয়ে যেতে পারলেই আপনি সফল, ইনশাআল্লাহ।

29/06/2025

কোনো মেয়ে যদি বলতে পারে আমি ওর ফ্রেন্ড তাইলে আইডি ডিলেট করে দিবো।

1. Tool: ChatGPT2. Upload your image 3.  Prompt:"white portrait of a confident looking man. sitting on a wooden stool ag...
28/06/2025

1. Tool: ChatGPT
2. Upload your image
3. Prompt:

"white portrait of a confident looking man. sitting on a wooden stool against a dark studio background. He is wearing a well-fitted, all-black suit with a black shirt, and black pant small silver chain at naki and small silver watch slightly unbuttoned at the top, exuding a moody and powerful aura. His posture is relaxed yet dominant, with one arm resting on his leg and the other one in his pant pocket The lighting is soft but directional creating"

fans

Address

Kulaura
Sylhet

Telephone

+8801725989559

Website

http://Imrannsbd.dorik.io/

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Imran:

Share