Freelancer Imran

Freelancer Imran Hi! I am A professional digital marketer. Specialist in Social Media Management and SEO, expert.
(6)

রাত ৪:৪৫, চোখে একফোঁটা ঘুম নেই… 😴কারণ Fiverr ক্লায়েন্টের প্রোজেক্ট শেষ করে আজকেই সাবমিট দিতে হবে।চোখ বলছে — “ঘুমিয়ে যা…”...
04/10/2025

রাত ৪:৪৫, চোখে একফোঁটা ঘুম নেই… 😴
কারণ Fiverr ক্লায়েন্টের প্রোজেক্ট শেষ করে আজকেই সাবমিট দিতে হবে।
চোখ বলছে — “ঘুমিয়ে যা…” 💤
আর মন বলছে — “আজই শেষ তারিখ, চালিয়ে যা!” 💻🔥

03/10/2025

🌟 **We Are Hiring – AI & Animated Video Editor/Creator** 🌟

We are looking for a **Video Editor + Creator** for a long-term, large-scale project. The main focus will be on **AI-based videos and animated content**.

✅ **Requirements:**

* Basic knowledge of video editing (AI & animation preferred)
* Creativity and consistency in work
* Willingness to learn (newcomers are welcome)
* Ability to meet deadlines and maintain quality

💼 **What We Offer:**

* Long-term project opportunities
* Skill development & growth
* Flexible working environment
* Opportunity to be part of a creative team

👉 If you are interested, please contact me directly. Let’s work together to create something amazing!

🌟 **নিয়োগ বিজ্ঞপ্তি – AI ও অ্যানিমেটেড ভিডিও এডিটর/ক্রিয়েটর** 🌟

আমরা একজন **ভিডিও এডিটর + ক্রিয়েটর** খুঁজছি একটি বড় ও দীর্ঘমেয়াদী প্রজেক্টের জন্য। কাজের মূল বিষয় হবে **AI ভিডিও ও অ্যানিমেটেড কনটেন্ট**।

✅ **যা যা প্রয়োজন:**

* ভিডিও এডিটিংয়ের বেসিক ধারণা (AI ও অ্যানিমেশন হলে অগ্রাধিকার)
* কাজে সৃজনশীলতা ও ধারাবাহিকতা
* শেখার আগ্রহ (নতুনরাও আবেদন করতে পারবেন)
* সময়মতো কাজ ডেলিভারি দেওয়ার সক্ষমতা

💼 **যা পাবেন:

* দীর্ঘমেয়াদী কাজের সুযোগ
* দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বৃদ্ধি
* ফ্লেক্সিবল কাজের পরিবেশ
* একটি ক্রিয়েটিভ টিমে কাজ করার সুযোগ

👉 আগ্রহী হলে ইনবক্সে যোগাযোগ করুন।

🚀 Alhamdulillah! I’m officially a Verified & Upwork Certified Freelancer (Blue Tick) 🎉This milestone is a big step in my...
01/10/2025

🚀 Alhamdulillah! I’m officially a Verified & Upwork Certified Freelancer (Blue Tick) 🎉
This milestone is a big step in my freelancing journey as a Digital Marketer,SEO Expert & Google Ads Specialist.

Thank you to all my clients and well-wishers who supported me along the way. 🙌
The journey continues, and I’m ready to achieve more globally! 🌍✨

আপনার ব্যর্থতায় সবাই বলবে, এর দ্বারা কিছুই সম্ভব না, অথচ আপনার সফলতায় সেই মানুষগুলোই বলবে, আমি জানতাম তুই পারবি 😊।ভাই,মন...
25/09/2025

আপনার ব্যর্থতায় সবাই বলবে, এর দ্বারা কিছুই সম্ভব না, অথচ আপনার সফলতায় সেই মানুষগুলোই বলবে, আমি জানতাম তুই পারবি 😊।

ভাই,
মনে রাখবেন, আপনার জন্য আপনি একাই যথেষ্ট কে কি বললো, কে কি ভাবলো, এইগুলো ভাবলে নিজেকে চিরতরে হারিয়ে ফেলবেন।

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one ...
20/09/2025

I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

🔥𝗧𝗶𝗽𝘀 𝗳𝗼𝗿 𝗡𝗲𝘄 𝗦𝗲𝗹𝗹𝗲𝗿𝘀:✔️ সবসময় ভদ্র ও প্রফেশনাল হোন✔️ অফার পাঠানোর আগে ক্লায়েন্টের প্রয়োজন বুঝে নিন✔️ স্পষ্ট ও প্রাসঙ্গি...
15/09/2025

🔥𝗧𝗶𝗽𝘀 𝗳𝗼𝗿 𝗡𝗲𝘄 𝗦𝗲𝗹𝗹𝗲𝗿𝘀:

✔️ সবসময় ভদ্র ও প্রফেশনাল হোন
✔️ অফার পাঠানোর আগে ক্লায়েন্টের প্রয়োজন বুঝে নিন
✔️ স্পষ্ট ও প্রাসঙ্গিক প্রশ্ন করুন
✔️ সঠিক ব্যাকরণ ব্যবহার করুন – এটি আস্থা তৈরি করে

💡 **উদাহরণ (শুধু বোঝার জন্য, কপি করবেনা

Hi [clints name],
Thanks for reaching out! Could you please share a few details about your business or website? Have you run Google Ads before? What’s your main goal — sales, leads, traffic, or brand awareness? Is conversion tracking or a product feed set up? What’s your monthly ad budget?" Once I have this info, I create a personalized strategy designed to bring real results.
👉 এই তথ্যগুলো পেলে আমি আপনার জন্য একটি পার্সোনালাইজড স্ট্র্যাটেজি বানাতে পারব যা আসলেই ফল দেবে।

⚡ অনেক সময় ক্লায়েন্ট প্রথম মেসেজেই কিছু তথ্য দিয়ে দেয়।
সে ক্ষেত্রে আপনার রিপ্লাইতে তুলে ধরুন:
✅ ক্লায়েন্ট কী চাচ্ছে আপনি তা বুঝেছেন
✅ আপনি কিভাবে তাকে হেল্প করবেন
✅ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন, যেন বোঝা যায় আপনি আসলেই এক্সপার্ট

✨ মনে রাখবেন, আপনার উত্তরেই ক্লায়েন্ট ঠিক করবে আপনি কাজের জন্য সঠিক ব্যক্তি কিনা।

👉 নতুন Fiverr সেলার হলে এই পোস্টটি অবশ্যই সেভ করে রাখুন!

\

12/09/2025

From Strategy to Success 🚀 | My Digital Marketing Team in Action
With over 5 years of experience as a Digital Marketer and YouTube Growth Expert, I’ve built a skilled team dedicated to helping creators and businesses scale their online presence. 🚀From strategy to ex*****on — we deliver results that matter!

"আপনি যেমন চেষ্টা করবেন, আপনার জীবনও তেমনই সাজবে। ভাগ্য শুধু পথ দেখায়, কিন্তু পরিশ্রমই স্বপ্নকে বাস্তব করে তোলে।🌸💖Promp...
10/09/2025

"আপনি যেমন চেষ্টা করবেন, আপনার জীবনও তেমনই সাজবে। ভাগ্য শুধু পথ দেখায়, কিন্তু পরিশ্রমই স্বপ্নকে বাস্তব করে তোলে।🌸💖
Prompt comments 👍

03/09/2025

আপনি নিজেই হতে পারেন একটি ব্র‍্যান্ড 🤩
👉 শুরুতেই কিছু প্রশ্ন করি আপনাদের :

🌟 আচ্ছা আপনি কি জামসেদ মজুমদারকে আগে চিনেন নাকি ঘরের বাজারকে আগে চিনেন?

🌟 আপনি কি ইলন মাস্ককে আগে চিনেন নাকি টেসলা কম্পানিকে আগে চিনেন?

🌟 আপনি কি বিল গেটস কে আগে চিনেন নাকি মাইক্রোসফট কে আগে চিনেন?

আমি জানি আপনাদের মাক্সিমাম এর উত্তর হচ্ছে ব্যক্তি গুলো। কিন্তু কেনো?

এর কারণ হচ্ছে এই ব্যক্তিগুলো নিজেকেই একটা ব্র‍্যান্ড হিসেবে তৈরি করেছেন। মানুষের কাছে তাদের ব্র‍্যান্ড এর তুলোনায় তাদের পরিচিতি বেশি। আর একেই বলা হয় পার্সোনাল ব্র‍্যান্ডিং।

পার্সোনাল ব্র‍্যান্ডিং কীভাবে করবেন এটি জানার আগে আসুন আগে জেনে নেই এর সুবিধাগুলো কী কী?

👉 আপনি যদি নিজেকে একটা পজিটিভ পার্সোনাল ব্র‍্যান্ড হিসেবে তৈরি করতে পারেন তাহলে আপনার পরিচিতির কারণে আপনার ব্র‍্যান্ড মানুষের সামনে পরিচিতি পাবে।

👉 আপনাকে সেলিব্রেটি হায়ার করে বিজ্ঞাপন তৈরি করা লাগবে না। আপনি নিজেই আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন।

👉 যদি আপনি মানুষের মাঝে একটা গুড ইম্প্যাক্ট তৈরি করে থাকেন তাহলে মানুষ সহজেই আপনার প্রোডাক্ট কিনে নিবে।

👉 পার্সোনাল ব্র‍্যান্ডিং আপনার ব্র‍্যান্ডকে আপনার প্রতিযোগীদের ব্র‍্যান্ড এর থেকে আলাদা করবে। একটা উদাহরণ দেই : টিশার্ট আমাদের সকলের পছন্দ এখন আমরা সকলেই টিশার্ট যাদের থেকে কিনি তারা কেউই আমাদের পরিচিত না। এখন যদি শাকিব খান বা তাহসান খান একটা ব্র‍্যান্ড লঞ্চ করেন যেখানে তারা শুধু টিশার্ট সেল করবে আর তারা নিজেরাই যখন এটির বিজ্ঞাপন দিবে মানুষ তখন অন্য দোকানে যাবে? অবশ্যই না তারা শাকিব খান বা তাহসান খানের দোকান থেকেই টিশার্ট কিনবে কারণ তাদের পরিচিতি রয়েছে।

👉 যারা যারা আপনার কন্টেন্ট সব সময় ফলো করে তারা আপনার প্রোডাক্ট এর সাথেও দীর্ঘদিন যুক্ত থাকে। এখন আপনি কন্টেন্ট তৈরি করেন যে কীভাবে শরীর সুস্থ রাখা যায় এই বিষয়ের আর আপনার যখন একটা পরিচিতি তৈরি হলো তখন আপনি একটা শরবত তৈরি করলেন যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আপনি যদি আপনার প্রতিটা কন্টেন্টে আপনার প্রোডাক্ট এর কথা একবার করে বলেন তাহলে ১০০ জন এই কথা শুনলে এর মধ্যে ২০ জন আপনার প্রোডাক্ট কিনবে। এভাবেই তারা আপনার পাশাপাশি আপনার প্রোডাক্ট এর সাথেও যুক্ত থাকবে।

এরকম আরও অনেক সুবিধা আছে পার্সোনাল ব্র‍্যান্ডিং এর যা বলে শেষ করার মতো না।

এখন আসুন কিছু ধাপে ধাপে জেনে নেই কীভাবে আপনি নিজেকে একটা পার্সোনাল ব্র‍্যান্ড হিসবে তৈরি করবেন :

✅ সবার আগে নিজেকে আবিষ্কার করুন। আপনার কোন বিষয়ে অনেক প্রতিভা রয়েছে সেই বিষয়টিকে খুজে বের করুন। যেমন :

🖌️ আপনি কি ভালো ছবি আকতে পারেন?

🎤আপনি কি ভালো গান গাইতে পারেন?

🎙️আপনি কি ভালো উপস্থাপন করতে পারেন?

📖 আপনি কি ভালো কুরআন তিলাওয়াত করতে পারেন?

মূল কথা আপনার স্কিল কোন বিষয়ে বেশি সেটা আবিস্কার করুন।

✅ আপনি যে বিষয়ে স্কিলফুল সে বিষয় নিয়ে সোশাল মিডিয়াতে কন্টেন্ট বানানো শুরু করুন। আপনি যদি ভালো গান গাইতে পারেন তাহলে সুন্দর করে একটা ভিডিও ধারণ করুন এবং সেটি সোশাল মিডিয়াতে আপলোড করুন। এখানে সোশাল মিডিয়া মানে শুধু ফেসবুক নয় এছাড়াও রয়েছে ইউটিউব, টিকটক, টুইটার, ইন্সটাগ্রাম। আপনাকে সকল মিডিয়াতেই এক্টিভ থাকতে হবে।

✅ সব সমই একই রকম থাকুন। অর্থাৎ আপনি গানের ভিডিও আপলোড করেন তাই সব সময় গানের ভিডিও তৈরি করুন হঠাৎ করে গাড়ি চালানোর কন্টেন্ট দেওয়া যাবে না এর ফলে আপনার ব্র‍্যান্ডিং নষ্ট হবে। আর যখন কেউ একটি স্পেসিফিক বিষয় নিয়েই কন্টেন্ট বানানো শুরু করে তখন মানুষ ওই বিষয়ে চিন্তা করলে সবার আগে উক্ত ব্যক্তির নামই মাথায় আসে। যেমন : হানি নাটস মানেই জামসেদ মজুমদার ভাই।

✅ হতাশ হওয়া যাবে না। আপনার কন্টেন্ট দেখে অনেকে নানান ভাবে নেগেটিভ কথা বার্তা বলবে সেসবে কান দেওয়া যাবে না। আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। ভিউ আসছে না, লাইক হচ্ছে না, কমেন্ট নেই এসব ভাবলে চলবে না আপনাকে লেগে থাকতে হবে।

✅ পজিটিভ কন্টেন্ট বানান। আপনার কন্টেন্টে যেনো মানুষ উপকৃত হয় সেই সকল কন্টেন্ট বানান আর যদি নেগেটিভ কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি পার্সোনাল ব্র‍্যান্ড হবেন তবে সেটা হবে হিরো আলমের মতো।

✅ একটা বোনাস টিপস দেই : যদি আপনাদের কোনো স্কিল না থেকে থাকে তাহলে জামসেদ মজুমদার ভাই এর মতো আপনার প্রোডাক্ট নিয়েই কন্টেন্ট বানান। আপনার প্রোডাক্ট এর গুনাগুন এটা কত % খাটি ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করুন আর ভিডিওতে আপনার পরিচয়টা তুলে ধরুন।

🔥 আজ থেকেই শুরু করুন!
আপনার স্কিল বা প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট তৈরি শুরু করুন, মানুষের বিশ্বাস অর্জন করুন, আর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে।

💬 প্রশ্ন: আপনি কোন স্কিল বা প্রোডাক্ট নিয়ে নিজের ব্র্যান্ড গড়তে চান? কমেন্টে জানাতে ভুলবেন না।

সম্পুর্ন লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰।

🚨 সাবধান ফ্রিল্যান্সাররা! 🚨সম্প্রতি অনেকেই ইনবক্স বা মেসেজে "অর্ডার দিতে চাই", "তুমি গিগ শেয়ার করো", কিংবা "আমাদের সাথে ...
25/08/2025

🚨 সাবধান ফ্রিল্যান্সাররা! 🚨

সম্প্রতি অনেকেই ইনবক্স বা মেসেজে "অর্ডার দিতে চাই", "তুমি গিগ শেয়ার করো", কিংবা "আমাদের সাথে কাজ করলে বেশি ইনকাম হবে" – এরকম ধরনের মেসেজ পাচ্ছেন। ❌

👉 আসল কথা হলো, এগুলো ফেক বায়ার (Scammer)।
তারা কোনো অর্ডার দিতে আসেনি, বরং আপনাকে বিভ্রান্ত করতে বা ক্ষতি করতে এসেছে।

⚠️ কীভাবে চিনবেন ফেক বায়ারকে?

1️⃣ ফাইভার প্ল্যাটফর্মের বাইরে কাজ করতে বলবে।
2️⃣ অস্বাভাবিকভাবে বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখাবে।
3️⃣ আপনার ইমেইল, ফোন নাম্বার বা ব্যক্তিগত তথ্য চাইবে।
4️⃣ গিগ লিংক শেয়ার করতে জোর করবে।

✅ মনে রাখবেন:

🔒 আসল ক্লায়েন্ট কখনো ফাইভার রুল ভাঙতে বলবে না।
💳 সবসময় কাজ করুন ফাইভারের ভেতরেই।
🚫 সন্দেহজনক কোনো মেসেজ দেখলে রিপ্লাই করবেন না, সরাসরি Report / Block করুন।

👉 নতুনরা বিশেষ করে সতর্ক থাকুন। প্রতিটি "বড় অফার" মানেই সুযোগ নয়, অনেক সময় সেটা হতে পারে ফাঁদ।








So proud of my student for winning the Freelancing Tech Award in Digital Marketing! 🎉👏 Hard work always pays off—keep sh...
23/08/2025

So proud of my student for winning the Freelancing Tech Award in Digital Marketing! 🎉👏 Hard work always pays off—keep shining brighter and achieve more!

আমার স্টুডেন্টকে অসংখ্য অভিনন্দন 🎉 ফ্রিল্যান্সিং টেক অ্যাওয়ার্ড (ডিজিটাল মার্কেটিং) অর্জনের জন্য। তোমার এই সাফল্যে আমি ভীষণ গর্বিত। সামনে আরও বড় অর্জনের পথ খুলে যাক!

ভাই! মাসে আয় ৫ লাখ না, ১ লাখ হইলেই হোগার নিচে কমসে কম ২০ হাজার টাকা থাকতো। চেয়ার, টেবিল, বুক-সেল্ফ এর সেট-আপ থাকতো ১ লাখ...
22/08/2025

ভাই! মাসে আয় ৫ লাখ না, ১ লাখ হইলেই হোগার নিচে কমসে কম ২০ হাজার টাকা থাকতো। চেয়ার, টেবিল, বুক-সেল্ফ এর সেট-আপ থাকতো ১ লাখ টাকার উপরে। বাসার রুমের গেট-আপ অসাধারণ থাকতো, ভোদাই বুঝান মিয়া!

😑

Address

Kulaura, Sylhet
Sylhet
3233

Telephone

+8801725989559

Website

http://Imrannsbd.dorik.io/

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Imran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Imran:

Share