জকিগঞ্জ H TV news

জকিগঞ্জ H TV news জকিগঞ্জ H TV news �

প্রসেন সরকার (ঢাকা ক্যানভাস) প্রতিনিধি।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মাননীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ও...
05/09/2025

প্রসেন সরকার (ঢাকা ক্যানভাস) প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মাননীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ওনার ভেরিফাই ফেইসবুক ওয়ালে এমনই এক মন্তব্য প্রেশ করেন। ওনার পোস্ট থেকে বিস্তারিত :

কোন মুসলিম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হওয়া উচিৎ না। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হওয়া উচিৎ প্রণব মঠ এর কোন সন্যাসীর। কারণ তারাই হিন্দু জাতির ঐক্য করার চেষ্টা করেছেন। অন্যরা বিভিন্ন শাখা তৈরি করেছেন। প্রণব মঠের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজ বলেছেন ” আমি সকল হিন্দুকে ‘আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু’ – জপ করাবো ।. .. হিন্দু কখনো হিন্দুর নিকট অস্পৃশ্য হইতে পারে না। হিন্দুতে হিন্দুতে মিলন ও ঐক্যের মধ্য দিয়াই হিন্দু জাতি অসীম শক্তির অধিকারী হইবে। হিন্দুর বিদ্যা আছে বুদ্ধি আছে, প্রতিপত্তি আছে, নেই শুধু মিলন ও ঐক্য। হিন্দুতে হিন্দুতে মিলন যত দ্রুত সম্ভব, হিন্দু মুসলমান বা হিন্দু খ্রীষ্টানে মিলন তত দ্রুত সম্ভব নয়। আমি প্রতিটি হিন্দুকে ‘আমি হিন্দু আমি হিন্দু’ বলিয়া জপ করাই। আর তার জন্যই প্রয়োজন এক ক্ষেত্র। মিলন মন্দিরের জাল ফেলিয়া সকল শ্রেণীর হিন্দু নরনারীকে একত্রিত করিতে হইবে। তবেই হিন্দু জাতি আবার শক্তিশালী হইতে পারিবে।“- যুগাবতার শ্রীভগবান শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজ।
ভাইস চেয়ারম্যান হওয়া উচিৎ বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম প্রচারক গোপীনাথ দাস ব্রহ্মচারী, আর ট্রাস্টি হওয়া উচিৎ প্রণব মঠ থেকে ২ জন, ইসকন থেকে ২ জন, রামকৃষ্ণ মিশন থেকে ২ জন, মতুয়া সমাজ থেকে ২ জন, সৎ সংঘ থেকে ২ জন, জগবন্ধু মঠ থেকে ১ জন, মাধ্ব গৌড়ীয় মঠ থেকে ১ জন, বৈদিক সমাজ থেকে ১ জন, শ্রী গুরু সংঘ থেকে ১ জন, লোকনাথ মন্দির থেকে ১ জন, কীর্তনীয়া সমাজ থেকে ১ জন, ঐতিহ্যবাহী গুরুরপরম্পরা থেকে ১ জন, গীতা সহ ধর্ম শাস্ত্র গ্রন্থ প্রচারকদের থেকে ৫ জন। তাহলেই হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আদর্শ ও উদ্দেশ্য সফল হবে। অন্যথায় হিন্দু কল্যাণ ট্রাস্টের সকল আদর্শ উদ্দেশ্য জলাঞ্জলী হবে

05/09/2025

২০২৩ সাল জকিগঞ্জ উপজেলায় হিন্দু ছাত্র মহাজোটের অবস্থান স্পষ্ট ছিলো, News Of Zakigonj

২০২৩ সাল জকিগঞ্জ উপজেলায় হিন্দু ছাত্র মহাজোটের অবস্থান স্পষ্ট ছিলো
05/09/2025

২০২৩ সাল জকিগঞ্জ উপজেলায় হিন্দু ছাত্র মহাজোটের অবস্থান স্পষ্ট ছিলো

23/08/2025
জকিগঞ্জ H TV  newsশ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মন্দিরে চুরির ঘটনায় একজন গ্রেফতার, মালামাল উদ্ধারমৌলভীবাজারের শ্রীমঙ্গল থা...
12/08/2025

জকিগঞ্জ H TV news

শ্রীমঙ্গলের জেরিন চা বাগানে মন্দিরে চুরির ঘটনায় একজন গ্রেফতার, মালামাল উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালা লিখিত অভিযোগে জানান, গতকাল (১১ আগস্ট) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী বাগানের ১নং লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী কিছু সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযুক্ত রহমত আলীকে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে আটক করে।

পরে তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ এবং চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়।

এসআই বাবলু কুমার পাল জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করেন।

এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আজ (১২ আগস্ট) গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগরের শামীমাবাদে হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।  পুলিশের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ...
03/08/2025

সিলেট মহানগরের শামীমাবাদে হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পুলিশের বিরুদ্ধেও অসহযোগীতার অভিযোগ করেছে ওই পরিবার।

পার্থ সারথি ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎস উদযাপনের লক্ষ্য সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ জকিগঞ্জ...
03/08/2025

পার্থ সারথি ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎস উদযাপনের লক্ষ্য সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ জকিগঞ্জের প্রস্তুতি সভা ও কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টায় মুলিকান্দি শ্রী শ্রী রাধা মদন গোপাল আশ্রমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রবীন মুরব্বি সনাতন রায়ের সভাপতিত্ব ও যুব নেতা সীতেন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক শিক্ষক নবেন্দু রায়, সাবেক মেম্বার অবন্য বিশ্বাসসহ নেতৃবৃন্দ প্রমুখ।

সভার শুরু গীতা পাঠ করেন হিমাংশু চক্রবর্তী।

জকিগঞ্জ H TV news:

সভায় সর্ব সম্মতিতে সাবেক মেম্বার রনজিত বিশ্বাসকে সভাপতি ও যুবনেতা সীতেন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়েছে।

সভায় আগামী ১৬ আগষ্ট মুলিকান্দি আশ্রমে শুভ জন্মাষ্টমী উৎস উদযাপনে লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

জকিগঞ্জ H TV news :জকিগঞ্জ উপজেলার মির্জারচকে অবস্থিত “শ্রীশ্রীগুরু করুণা নিকেতন”-এ “৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুরু পূর্ণ...
07/07/2025

জকিগঞ্জ H TV news :

জকিগঞ্জ উপজেলার মির্জারচকে অবস্থিত “শ্রীশ্রীগুরু করুণা নিকেতন”-এ “৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুরু পূর্ণিমা” উপলক্ষে সার্বজনীনভাবে মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার শুরু হবে ধর্মীয় এই অনুষ্ঠান।

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে সমবেত প্রার্থনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে “শ্রীমদ্ভগবত গীতা পাঠ”। এরপর রাত ১০:১৫ মিনিট থেকে শুরু হবে “মহানামযজ্ঞের শুভ অধিবাস”।

১০ জুলাই ভোর ৪টায় “উষা কীর্ত্তনের” মাধ্যমে শুরু হবে পূর্ণাঙ্গ কর্মসূচি। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত “মহাপ্রসাদ বিতরণ” অনুষ্ঠিত হবে। পরদিন ১১ জুলাই শুক্রবার সকালে “নগর পরিক্রমা”, “সমাপনী কীর্ত্তন” ও “মঙ্গল প্রসাদ বিতরণের” মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

উৎসব কমিটির সভাপতি শ্রী অনুকুল রাম বিশ্বাস, সম্পাদক শ্রী হৃদয় রঞ্জন বিশ্বাস ও কোষাধ্যক্ষ শ্রী রাজস বিশ্বাস* সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের স্বপরিবারে উপস্থিত থেকে ধর্মীয় এ আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

তাঁরা বলেন, “এই নামযজ্ঞ আমাদের মানসিক, আধ্যাত্মিক ও সামাজিক শান্তি ও ঐক্যের বার্তা দেয়। সকলের অংশগ্রহণে এ আয়োজন আরও মহিমান্বিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

07/07/2025

ব্রেকিং নিউজ :
সিলেটে আগামীকাল সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধ-র্ম-ঘ-ট নিয়ে বিভিন্ন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের পক্ষে-বিপক্ষে পা-ল্টা-পা-ল্টি অবস্থান নিয়ে
বি/পাকে সিলেটবাসী!

28/05/2025

জকিগঞ্জ শেওলা রাস্তা কবে সংস্কার হবে

জকিগঞ্জের কেরাইয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন নিহত জকিগঞ্জ  H TV news:সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্ব...
13/05/2025

জকিগঞ্জের কেরাইয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন নিহত জকিগঞ্জ H TV news:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২৭) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেরাইয়া গ্রামের বাসিন্দা এবং বাবুল বিশ্বাসের ছেলে। জীবিকা নির্বাহের জন্য তিনি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) চালাতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ মে) সকাল বেলা প্রতিদিনের মতো তিনি নিজ বাড়ির আঙিনায় রাখা টমটমটি চার্জ থেকে খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে ছুটে যান। শিপন বিশ্বাসের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, শিপন ছিলেন অমায়িক ও পরিশ্রমী একজন তরুণ। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের মাতম।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি তারা জেনেছেন এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

জকিগঞ্জ H TV news:জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে একটি দশসিটা দুর্ঘটনায় চালকসহ তিনজন গুরু’তর আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রু...
08/02/2025

জকিগঞ্জ H TV news:
জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে একটি দশসিটা দুর্ঘটনায় চালকসহ তিনজন গুরু’তর আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, “দশসিটা” নামের সিএনজি চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ ছাড়াই দশসিটা উল্টে ফেলেন।

দুর্ঘটনায় চালকসহ ভেতরে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সোনাসার বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক দুইজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি l

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মাদকাসক্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when জকিগঞ্জ H TV news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জকিগঞ্জ H TV news:

Share

Category