24/02/2024
⭕ পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ আইয়্যামে বীজের রোজাগুলো রাখছেন তো ইন শা আল্লাহ
🔸 প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নাত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সম-পরিমান সওয়াব লাভ করা যাবে। প্রতি মাসে তিনটি রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [আবু দাউদ, হাদীস ২৪৪৯]
🔹 পবিত্র শাবান মাসের আইয়্যামে বীজের রোজা ২৪, ২৫, ২৬ ই মার্চ অর্থাৎ শনি ,রবি এবং সোম রাখতে হবে। শুক্রবার দিবাগত রাতে সাহরী খেতে হবে।
🔸 সাহরী খাওয়া সুন্নত এবং ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তাই সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে রোজা রাখা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, বরং রোজা আদায় হয়ে যাবে। তবে সাহরী না খাওয়ার কারনে সুন্নত আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। তাই সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত।