Fahim Special

Fahim Special কারো extra attitude সহ্য করি না, আর কাউকে princess করার চেষ্টা করি না Yeah It's Mey

22/05/2024

আমি যখন কারো উপকার করি। তখন এটা ভাবিনা সে মানুষটা আমাকে অতীতে কতোটুকু উপকার করেছে বা ভবিষ্যতে আমার করা উপকারের কতোটুকু প্রতিদান দিবে!

কারন আমি এটা বিশ্বাস করি, আমি কারো উপকার করলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে সেটার প্রতিদান দিবে। আর সৃষ্টিকর্তার প্রতিদানের কাছে মানুষের দেওয়া প্রতিদান খুবই তুচ্ছ!🖤

20/05/2024

এই গর্জন আর শোনা যাবেনা কখনো 😥

09/05/2024

-- পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানসিকতার মানুষ কারা জানেন??

* যারা নিজের দোষ স্বীকার করতে পারে।
* যারা ক্ষমা করে দিতে পারে।

তাই এই পবিত্র রাতে আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দিতে পারে তার পাপী বান্দাকে ,আপনি আমি আমরা কেন পারবোনা?

22/04/2024

তুমি যা পেয়েছো তার কদর করতে শিখো,না পাওয়া জিনিসের আফসোস,কষ্ট কোনটাই থাকবেনা। মুল্যবান জিনিস বা মানুষদের অর্জন করতে অনেক পরিশ্রম করতে হয়। পেয়ে যাওয়ার পর আরও পরিশ্রম করতে হয় তাদের আগলে রাখতে ও রক্ষণাবেক্ষণ করতে। অযত্ন, অসতর্কতা আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করতে পারায় সবার আগে মুল্যবান বস্তু ও দামী মানুষগুলো হারিয়ে যায়। পেয়ে হারানোর চাইতে , কখনোই না পাওয়া অনেক ভালো।🖤

12/04/2024

মনে করেন আজকে ঈদের দিনের খুশিতে সবাই সবার মত বন্ধুবান্ধব আত্মীয়স্বজন নিয়ে আনন্দ উল্লাসে ব্যস্ত। কিন্তু আপনাকে আপনার কোনো বন্ধু কল দিলোনা আত্মীয়স্বজনও বললো না এসে ঘুরে যা।

আপনি একা একা এদিকসেদিক হাঁটাহাঁটি করতেছেন কিন্তু আপনার সাথে একটা মানুষ নাই। যাকেই কল দিচ্ছেন সে-ই কোথাও না কোথাও ব্যস্ত। আপনার পুরো ঈদ একা কেটে গেলো। ধরেন এটা আপনার সাথে ঘটলো। কেমন লাগবে?
Fahim Special

⭕ পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ আইয়্যামে বীজের রোজাগুলো রাখছেন তো ইন শা আল্লাহ🔸 প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা র...
24/02/2024

⭕ পবিত্র শাবান মাসের ফজিলতপূর্ণ আইয়্যামে বীজের রোজাগুলো রাখছেন তো ইন শা আল্লাহ

🔸 প্রতি আরবী মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা সুন্নাত। এই রোজাকে আইয়্যামে বীজের রোজা বলা হয়। এই রোজা রাখার দ্বারা পূর্ণ ১ মাস নফল রোজা রাখার সম-পরিমান সওয়াব লাভ করা যাবে। প্রতি মাসে তিনটি রোজা রাখা হলে পূর্ণ ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে ইন শা আল্লাহ। [আবু দাউদ, হাদীস ২৪৪৯]

🔹 পবিত্র শাবান মাসের আইয়্যামে বীজের রোজা ২৪, ২৫, ২৬ ই মার্চ অর্থাৎ শনি ,রবি এবং সোম রাখতে হবে। শুক্রবার দিবাগত রাতে সাহরী খেতে হবে।

🔸 সাহরী খাওয়া সুন্নত এবং ফজিলতপূর্ণ একটি সওয়াবের কাজ। তাই সাহরী খেতে না পারলেও রোজা রাখার নিয়ত করে ঘুমালে রোজা রাখা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না, বরং রোজা আদায় হয়ে যাবে। তবে সাহরী না খাওয়ার কারনে সুন্নত আদায়ের সওয়াব থেকে বঞ্চিত হতে হবে। তাই সাহরীতে এক ঢোক পানি হলেও পান করা উচিত।

23/02/2024

মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হয় পা থেকে। যেন সে পালাতে না পারে। শেষ হয় চোখ দিয়ে। যেন সে স্বচক্ষে মৃত্যুর কঠিন বাস্তবতা দেখতে পারে।🙂

اللهم إنا نسألك حسن الخاتمة.
~সুবহান-আল্লাহ 🖤

আসলে জীবনে সঠিক মানুষটিকে খুঁজে নেওয়াটা খুব জরুরী, যে মানাতে নয়, মানিয়ে নিতে জানে..❤️❤️
19/02/2024

আসলে জীবনে সঠিক মানুষটিকে খুঁজে নেওয়াটা খুব জরুরী, যে মানাতে নয়, মানিয়ে নিতে জানে..❤️❤️

16/11/2023

সবসময় নিজ থেকে মেসেজ করা, কল করা দ্রুত রিপ্লাই দেওয়া

এসবে মানুষ আপন হওয়ার চেয়ে, বেশি সস্তা হয়ে যায় অপর মানুষটার কাছে।

11/11/2023

মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা,ছাতক দোয়ারার সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ভাই,সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও এ-র অংগ সংগঠনের নেত্রী বৃন্দের উপর

গায়েবি মিথ্যা মামলা দেওয়ায় সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা ও নোয়ারাই ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ-ই মিথ্যা হয়রানির মামলা প্রত্যাহার চাই।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Special posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Special:

Share