Shohid Express

Shohid Express ইসলামিক বক্তাদের ইসলামিক আলোচনা পেতে এবং ইসলামিক সংগীত পেতে ফলো করে রাখুন।
(2)

ভাগ্যবান পুরুষ> রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি!❤️
28/01/2025

ভাগ্যবান পুরুষ>
রেখে যান ১৪ দিনের নতুন বউ, ১৬ বছর পর ফিরেও দেখেন ছেড়ে যায়নি!❤️

26/01/2025

পটুয়াখালী কেয়ামতের ওয়াজ করতেই অঝরে কাঁদলেন আজহারী! শুনলে আপনিও কাঁদবেন | mizanur rahman azhari waz

25/01/2025

কোটি টাকা দিয়েও এমন ওয়াজ খুঁজে পাবেন না - Abdullah Al Amin waz | আব্দুল্লাহ আল আমিন

24/01/2025

শুক্রবার এলে রবের নিয়ামত পেতে এই সূরাটি শুনুন । Beautiful Quran Recitation | Ahmed Sameh Surah Kahf।

গোয়াইনঘাটে একই পরিবারে চারজনের মৃত্যু------সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দী ইউনিয়নের ভিতরগুল গ্রামের নয়াবাড়ীর ...
22/01/2025

গোয়াইনঘাটে একই পরিবারে চারজনের মৃত্যু
------
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দী ইউনিয়নের ভিতরগুল গ্রামের নয়াবাড়ীর একই পরিবারের তিনজনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের হাওয়া বইছে।

জানা যায়, গতকাল ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৮:৫৭মিনিটে মিনিটে ভিতরগুল গ্রামের আতিকুর রহমান এর ভাই কয়েস আহমদ এর অন্তঃসত্ত্বা স্ত্রীকে সিলেট নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। বাদ আসর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এদিকে বার্ধক্যজনিত কারণে রাত ৮ঘটিকায় মৃত্যুবরণ করেন আতিক মিয়ার মা। আজ বাদ জুহর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।
অপরদিকে আজ সকালে কয়েস ও আতিক এর চাচাতো ভাই, জনাব শফিকুর রহমান এর পুত্র গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী রিফাত আহমদ কিবরিয়া (২২) কলেজে থেকে ফেরার পথে রোড এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে এবং তার সহযাত্রী আপন ভাতিজা সুফিয়ান আহমদ গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল ৪ঘটিকায় মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন ভিতরগুল গ্রামের মাওলানা আল-আমিন জুনাইদ ভাই।

আল্লাহ পাক শোকাহত পরিবারে শান্তি বর্ষণ করুন এবং প্রয়াত সকলকে ক্ষমা করত; জান্নাতের উঁচু মাকাম দান করুন।

22/01/2025

জীবন টা কত কঠিন🥺

সময় থাকলে একটু পড়বেন 🖤✨🕛 সাল ২০৮০ 🕛বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খা...
22/01/2025

সময় থাকলে একটু পড়বেন 🖤✨

🕛 সাল ২০৮০ 🕛
বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি । বেড বক্সের উপর থেকে চশমাটা হাতরে নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনীর ঘরে গেলাম গল্প করব বলে। গিয়ে দেখি, ল্যাপটপে কিছু একটা করছে। আমি যেতেই বলল, দাদুন তুমি ! বসো বসো। আমি টিউশনে যাবো। বসলাম ওর ঘরে। ল্যাপটপটা খোলাই ছিল। চশমা চোখে দিয়েও ভালো দেখতে পারি না। হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না। অথচ যে ছেলেটা না এখনকার বুড়োটা একসময় দিন রাত ফেসবুকে চ্যাটিং, ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যাস্ত থাকতো। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম। আইডিটা লগ ইন করে দেখি ইনবক্সে ৮৬৭৮ টা ম্যাসেজ। আইডিটা চেনাই যাচ্ছে না। সব অপরিচিত লাগছে। ফ্রেন্ড সংখ্যা ছিল ৪৭৮৮ জন। কিন্তু এখন চ্যাট লিস্টে আছে ২৮ জন। বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়ত ওরাও আর ফেসবুক চালায় না। ইনবক্সে ঢুকতেই আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের ম্যাসেজ। বন্ধু শরীরটা ভালো নেই। বেশিদিন হয়ত বাঁচব না। ম্যাসেজটা ছিল ৫ বছর আগে। খবর পেয়েছি ৪ বছর আগেই সে মারা গেছে। আমার বেস্টিও ৯ বছর আগে মারা গেছে। ওর সাথে চ্যাটিং গুলো পড়ে খুব ভালো লাগছিল। গ্রুপে ফ্রেন্ডদের সাথে কত মজা, আড্ডা এ সবই পড়ে আছে। ওদের অধিকাংশইই মারা গেছে। এরপর চ্যাট লিস্টের একদম শেষে পেলাম তার ম্যাসেজ। হ্যা আমার সেই পুরোনো "একতরফা" ভালোবাসা। ওর কোন খবরই জানি না। কত ভালোবাসতাম দুজন দুজনকে। কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি । আজ অনেক দিন পর তার কথা মনে পড়ছে। তার আইডিটায় ঢুকলাম লাস্ট পোস্ট ছিল ১৬ বছর আগে। তার নাতনীর সাথে ছবি। আরো একটু নিচে যেতে দেখলাম তার ফ্যামিলির ছবি। সে, তার স্বামী, মেয়ে, ছেলে আর নাতী- নাতনী। খুব হ্যাপি ফ্যামিলি। ওকে যেদিন শেষ দেখেছিলাম - চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া, পড়নে লাল শাড়ী ছিল , ভাগ্যক্রমে এখন তার ছিল অন্য। কিন্তু এখন এই ছবি গুলোতে সাদা শাড়ি পড়া, চুলগুলো সব সাদা। কিছু কিছু আবার মেহেদী দিয়ে লাল করা। হঠাৎ মোবাইলের স্ক্রীনে নিজের ছবিটা দেখলাম। হ্যা আমিও তো বুড়ো হয়ে গেছি। ও দেখলে নিশ্চয়ই বলত, বুড়ো দাদু। আচ্ছা ও কি আজও বেচে আছে ? জানি না ! ওর আইডিটায় শেয়ার করা একটা পোস্ট পেলাম। একজন ওর আইডির স্ক্রীনশট দিয়ে লিখেছে, এই দাদী গতকাল আনুমানিক বিকেল ৫ টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন , উনি যেনো সর্গ লাভ করেন এই আমার পার্থনা। পোস্ট পড়েই থমকে গেলাম। পাঁচ বছর আগে

বাবা তার ছেলেকে নিয়ে এসে শিবিরের সমর্থক ফরম পূরণ করাচ্ছেন। আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ছাত্...
21/01/2025

বাবা তার ছেলেকে নিয়ে এসে শিবিরের সমর্থক ফরম পূরণ করাচ্ছেন।

আল্লামা সাঈদী একদিন বলেছিলেন, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ছাত্রশিবির পৌছে যাবে ইনশাআল্লাহ।
তারই প্রতিফলন দেখতে পাচ্ছি আজ।
#শিবিরের
#শিবিরে
#শিবিরনিউজ
#শিবিরের_রাজনীতি

21/01/2025

নবীজির কাছে হরিনীর ফরিয়াদ | মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবি | Mawlana Tofazzal Hossain Waz | new waz।

19/01/2025

মুফতি আমির হামজা নতুন ওয়াজ ২০২৪ | Amir Hamja new waz 2025 | Amir Hamza waz

18/01/2025

LIVE � লালমনিরহাট থেকে আজহারীর মাহফিল সরাসরি লাইভ Mizanur Rahman Azhari 2025-01-18 @

17/01/2025

লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামী সমাবেশে ড শফিকুল ইসলাম মাসুদ জ্বালাময়ী বক্তব্য dr shafiqul islam masud।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Shohid Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohid Express:

Share

Category